নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।

তাসনুভা সাখাওয়াত বীথি

"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল"

তাসনুভা সাখাওয়াত বীথি › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সামহোয়্যার ইন ফিরে যাক তার আপন মহিমায় :)

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৫১

সামু - B-)



নামটি এখন আর একটি নিছক ব্লগ হিসেবেই নয়, একটা আদর্শ হয়েই সারা বিশ্বের বুকে তার জ্যোতি ছড়িয়ে দিতে সদা ব্যস্ত। যে সামুর গন্ডি ছিল এক সময় বাংলাদেশেই সীমাবদ্ধ, সেই সামু এখন আর তাতে সীমাবদ্ধ নেই। এক বিরাট পরিমন্ডল তৈরী করে নিয়েছে তার নিজস্ব স্বকীয়তায়, নিজস্ব গুনে। সামুর আজ দেশ ছাড়িয়ে বর্হিবিশ্বেও সুনামের সাথে যে ভাবে বিজয় পতাকা উড়িয়ে দীপ্ত বেগে এগিয়ে চলছে তার পেছনে যার মুল অবদান তিনি হলেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয়া জানা আপু। উনার সদিচ্ছা, আপ্রান চেষ্টা, একাগ্রতা তদোপরি বাংলা ভাষার প্রতি আন্তরিকতা ও ভালবাসা এবং সামুর মডারেশন প্যানেলের অক্লান্ত পরিশ্রম এবং হাজারো গুনী ব্লগারদের আনন্দচিত্তে পদচারনা, সুলেখনি সেই পথটি আরো সুগম করে দিয়েছে, তাতে কোন সন্দেহ নেই।:)



জানা আপুর সদিচ্ছা যদি না থাকতো তাহলে হয়তো আমরা আজ বাংলা ভাষায় সেরা প্লাটফর্মটি পেতামইনা। যেখানে বসে আমরা আমাদের মনের অনুভুতির নির্ভেজাল প্রকাশ করতে পারতাম না, আমাদের স্বপ্নগুলো ডানা বিছাতে পারতামনা, হতোনা আমাদের দুঃখগুলোর আলপনা আঁকা , পারতামনা দুঃখ শোকের সহানুভুতির প্রকাশ।



ব্লগাররা হচ্ছে ব্লগের এক একটা প্রাণ। এক একটি প্রাণের চিন্তা শৈলী, ভাবনা, প্রতিভার বিকাশ ঘটে তারই রচিত গল্প, কাব্যে, প্রবন্ধে । সামুর সাথে পরিচয় না হলে পেতামই না আমাদের দেশের আনাচে কানাছে গ্রামে গঞ্জে লুকায়িত সব প্রতিভার খোঁজ। এমন সব কবিযে আমার দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে, এমন সব রম্যকার যে গ্রামে গঞ্জে চাপা পড়ে ছিল, এমন সব প্রতিভাবান ফটোগ্রাফার যে ছড়িয়ে ছিটিয়ে আছে তা জানাই হতোনা সামু না হলে।



সামুর লক্ষ প্রাণের বিচরনে মুখরিত সেই সামুকে অদৃশ্য এক হায়েনার আক্রমনে নুয়ে পড়তে দেখে সত্যিই আমি বিচলিত। সামুর হাসি খুশি দিনগুলো হারাতে চাইনা বলেই এ পোষ্টের অবতারনা। সামু তার নিজস্ব স্বকীয়তায় আবারও ফিরে আসুক সেই কামনা।



সামু থেকে পরিচতি হয়ে তথাকথিত সেলিব্রেটি নামের ফেসবুক পীররা এখন আর সামুতে লিখেনা। ফেসবুকেই ব্যাস্ত সময় কাটাচ্ছেন। সামুর এমন দুর্দিনে সামুর সাথে না থেকে অকৃতজ্ঞতার সর্বোচ্চ প্রান্তে অবস্থান করতে এক্টুকুও লজ্জিত নন তারা। কিন্তু ঐ সব ফেবু পীররা যারা হাজার হাজার মুরিদ বাড়ানোর স্বপ্নে বিভোর তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই



‘ফেসবুকে যেভাবে সেলিব্রেটি ( পড়ুন ফেসবুক পীর ) হওয়ার প্রতিযোগীতা স্টার্ট হয়েছে তাতে ব্লগাররা ফেবুর দিকে বেশি ঝুকে পড়েছে।



''তবে ব্লগের মতো প্ল্যাটফর্ম ফেবু হতে পারবেনা। এটাই সত্য । ফেসবুক পীররা যদি শিল্পী হয় তবে সামু হল সুরকার। একজন সুরকার লক্ষ লক্ষ সঙ্গীত শিল্পীর জন্ম দিতে পারে কিন্তু একজন সঙ্গীত শিল্পি কখনোই সুরকার জন্ম দিতে পারেনা।





তারপরও সামুর কিছু কিছু কারণে অনেকেই সামু থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই সব পেছনের কারণগুলো কিছুটা খুজে বের করার ক্ষুদ্র চেষ্টা করলাম।



>:

মডারেশন প্যানেল আজ প্রশ্নবিদ্ধ কিছু কিছু আশাতীত, অনাহুত কারণে। নিরপেক্ষতার ছাপ হয়তো রক্ষা করতে না পারার অভিযোগ, পক্ষপাতীত্ব, দলীয় সাপোর্ট, ভিন্ন পাত্রে ভিন্ন নীতির প্রয়োগের কারণে আজ অনেকেই মডারেশনের প্রতি মনক্ষুন্ন। মডারেশনের অবহেলার কারণে যেমন দাড়িপাল্লার মত ব্লগারদের পোষ্টও দীর্ঘ সময় রয়ে যায়, আবার অনেক সামান্য ভুলের কারণে অনেক ভাল নিককেও জেনারেল বা ব্যান ও করা হয় অকারণে অনেক সময়।



>:

বাক স্বাধীনতা সবারই অধিকার। সেই অধিকার মাত্রা ছাড়িয়ে গেলে, তার সীমা অতিক্রমন করলে সেটা আর বাকস্বাধীনতা থাকেনা। বাকস্বাধীনতার বুলি উড়িয়ে আপনি যত্রতত্র, যার তার যে কোন মৌলিক বিষয় নিয়ে যাচ্ছেতাই মন্তব্য করতে পারেন্না। প্রগতিশীল বা মুক্তমনা ও নাস্তিকতার নামে যেভাবে ইসলাম ধর্ম সহ বিভিন্ন ধর্মকে ব্যঙ্গ, কুরুচিপূর্ন ভাবে ব্যাখ্যা করা হয়/ বা হয়েছে তার প্রতি আমাদের সুদৃষ্টি দেয়া প্রয়োজন। ধর্ম মানা না মানা একান্তই আপনার ব্যাপার, তবে সেটা কটাক্ষ করা, অহেতুক অপমান করা, এটা আপনার অধিকারে পড়েনা। এসব ব্যাপারে সামুর আরেকটু মনযোগী হলেই সামুর আজ যেটুক বদনামের স্বীকার তা হয়ত হতোনা। এসব ব্যাপারে মডারেশন সামনের দিনে কোন প্রকর উদাসীনতা, অলস্যামী, বেখেয়ালী, অবহেলার মনোভান পরিহার করে সামুকে একটা পরিচ্ছন্ন স্থান হিসেবেই তুলে ধরার চেষ্টা করবে।



>:

ট্যাগিংটা এখন একটা মহামারিতে রুপান্তিরত হয়েছে। যাকেই ভাল লাগবেনা তাকেই যে কোন একটা পছন্দ সই ট্যাগ লাগিয়ে দিলাম, আদৌ সেই ট্যাগটি তার বিরুদ্ধে যথাযত কিনা তাও ভেবে দেখিনা। এর ফলে মতের অমিলের কারণে, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়নের কারণে, দলীয় বিভেদের কারণে, বন্ধুত্বে ফাটল ধরার কারণে একে অপরের বিরুদ্ধে হিংসা পরায়ন, হীনমন্নতার বসবর্তী হয়ে ট্রাগিং এর মত ঘৃন্য চর্চা করা হচ্ছে হরহামেশাই। ইসলামের পক্ষে কিছু কথা বলেছেনতো মৌলবাদী, ছাগুদের বিরুদ্ধে বলছেন তো ভাদা / নাস্তিকত, আওয়ামীলীগের বিরুদ্ধে বলছেন তো রাজাকার। এসব ট্যাগ বাজ ও গালিবাজদের চিরতরে ব্যান করে দেয়াই উত্তম সামুর সুস্থ পরিবেশ রক্ষার্থে।



>:

অনেক আগে থেকেই দেখে আসছি/ সবাই দেখে আসছে যে, সামুর বিভিন্ন রকম টেকনিক্যাল কিছু সমস্যা মোকাবেলা করেই ব্লগাররা ব্লগিং করে যাচ্ছেন কেবল সামুর প্রতি আন্তরিক বলেই। সামুর আপগ্রেডেশনের কাজের পর যদিও আমরা সামুর নতুন রুপ, কিছুটা ভিন্নতা দেখতে পাই, তারপরও কিছু কিছু সমস্যা এখনো রয়েই গেছে। তার মধ্যে লগইন সমস্যাটা বিকট। সাথে রয়েছে পোষ্টে বা কমেন্ট ছবি যুক্ত করনে বিরুক্তকর সমস্যাগুলো। এসবের মধ্য দিয়েও সামুর প্রতি অকৃত্রিম ভালবাসার দরুন ব্লগাররা ব্লগিং করেই যাচ্ছেন দিনের পর দিন। এসব ব্যাপারে সামুর সুদৃষ্টি কামনা করছি, তাহলে ব্লগাররা ব্লগিংয়ে স্বচ্ছন্দ পাবেন, সামু হয়ে উঠবে আরো মনোরম, জমজমাট।



>:

নির্বাচিত পাতা নিয়ে সেই শুরু থেকেই এক এক জনের ভিন্ন ভিন্ন অভিযোগ। অবশ্য সেই সব অভিযোগ এবং ক্ষোভের কারণগুলো কিছুটা হলেও সত্যতা দেখা যায় অনেকটা সময় নির্বাচকদের খামখেয়ালী, নিরপেক্ষতা, দক্ষতার অভাবে।পছন্দের ব্লগার, দলীয় সমর্থকদের সুযোগ প্রদান, অপছন্দের ব্লগারদের পোষ্ট বাদ দেয়া ভাল হওয়া সত্বেও, এসব নিরপেক্ষতার স্বচ্চতা প্রদান করেনা। তাই এসব ব্যাপারে আরেকটু সুদৃস্টি দিলেই ব্লগাররা যেমন স্বাচ্ছন্দচিত্তে ব্লগিং করতে আগ্রহী হবে, ঠিক তেমনি ব্লগ ফিরে পাবে তার গনতান্ত্রিক পূর্ন পরিবেশ।



>:

অনেক ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক ক্যাচালের দরুন বা আস্তিক নাস্তিক দ্ধন্ধের কারণে অনেক ভাল ভাল ব্লগারদের নিক ব্যান করে রাখা হয়েছে দীর্ঘ দিন ধরেই। এ ক্ষেত্রে বিশেষ বিবেচনায় তাদের আনব্যান করে একটা সুযোগ দেয়া যেতে পারে।



>:

জানা আপুর একটা কমেন্ট অনেক্কেই আন্দোলিত করে যেমন, ঠিক তেমনি আগামীতে আরো ভাল লিখতে উৎসাহও জাগায় মনে। এজন্য জানা আপুর ব্যস্ততা ও সময় স্বল্পতার ভিতরও যদি সময় সুযোগ করে নতুন ব্লগারদের ভাল ভাল পোষ্ট গিয়ে অন্তত হাই হ্যালো টাইপ কমেন্ট হলেও দেন তাহলে ব্লগাররা উৎসাহ বোধ করবেন।



>:

রাজনৈতিক ক্যাচালের কারণেই হোক বা আস্তিক নাস্তিক গোলযোগের কারণেই হোক, সামুর ভিতরকার ঝগড়া সামুর মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। রাজাকার ইস্যু দেখিয়ে হোক বা নাস্তিকতার ইস্যু দেখিয়েই হোক সামুর বাইরে গিয়ে যারাই সামুর বিরুদ্ধে বদনাম, কুৎসা রটনাতে ব্যস্ত তাদের অসল নিক মাল্টি সহ চিরতরে ব্যান করে দেয়াই উচিত বলে মনে করি।



>:

প্রতিটি ব্লগারই দেশের নাগরীক, দেশের নাগরীক বলতেই যে কোন একটি দলেন প্রতি সমর্থন থাকবেই। প্রত্যেকে প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শর পূর্বক যুক্তিযুক্ত মতামতের ভিত্তিতেই সহাবস্থানের সুযোগ করে দেয়া উচিত। এতে সামু হয়ে উঠবে একটি গনতান্ত্রিক প্লাটফর্ম হিসেবে ।





সামুর সেই আগের রুপ, সৌন্দর্য্য, ঝমকালো পরিবেশ, সকলের হাসি খুশি মজার সেই দিনগুলি আর নেই এটা অনেকেরই মনের কথা, আক্ষেপের কথা, ক্ষোভের কথা। সামুর সেই হারিয়ে যাওয়া আনন্দঘন পরিবেশটাকে আবারো কি করে ফিরিয়ে আনা যায়, সেসব বিষয় নিয়ে কয়েক জন বিজ্ঞ, সিনিয়র এবং বর্তমান ব্লগারদের সাথে কথা বলে দেখেছি।আসুন দেখে নেই উনাদের সুচিন্তিত মতামত গুলো ।





সুরঞ্জনা



সামুর জন্মলগ্ন থেকেই সামুতে বিচরন। প্রথমে পাঠক ও প্রায় বছর দুয়েক পরে ব্লগার হিসেবে সামু পরিবারে অংশ গ্রহন। তখন সামু একটি বিশাল একান্নবর্তী পরিবারের মতই ছিলো। আনন্দ, বেদনা, মান-অভিমান, ভুল বুঝাবুঝি সবই হতো। কিন্তু আবার সবাই সব তিক্ততা ভুলে একে অপরের পোস্টে মন্তব্য করা, খুনসুটি দুষ্টুমি সবই হতো।



কিছু কিছু পোস্ট যে বিতর্কিত হতোনা তা নয়, হতো। কিন্তু অশ্লিল গালি-গালাজ বা ব্যাক্তি আক্রমন তেমন চোখে পড়েনি। তখন ব্লগাররা নতুন ব্লগারদের প্রতি অনেক নমনীয়, সহানুভুতিশীল ছিলেন। তাদের ভুল, ভ্রান্তি ধরিয়ে দিয়ে পরামর্শ দিতেন। ব্লগার ভাঙ্গন আমাকে পোস্টের ব্যাপারে অনেক সাহায্য করেছিলো। পোস্টে ছবি দেয়ার ব্যাপারে আমি ও ব্লগার জুনকে সাহায্য করেছে ব্লগার কাব্য, শায়মা, দুরন্ত স্বপ্নচারী। এই ছবি দেয়া শেখানো নিয়েও কত যে মজা আমরা করেছি।



এখন সামুতে পরিচিত ছাড়া নতুন কারো পোস্টে কমেন্ট করতে ভয় করে। কি জানি! কেমন উত্তর পাবো। আমার মনে হয় সামুর সেই নির্মল, সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে মডারেটরদের অনেক শক্ত ভূমিকা পালন করতে হবে। চতুরমাত্রিক ব্লগে দেখেছি বিতর্কিত, বা গালিগালাজ করলে তাকে ব্যান করা হয়। সামুর অভিবাবকরাও যদি এমন ভুমিকা পালন করেন তবে আমি মনে করি সামু তার হৃত গৌ্রব, সুনাম ফিরে পাবে। আমরাও ফিরে পাবো আমাদের সেই অতি প্রিয় পরিবারকে। একটি পরিবারকে সুন্দর করতে যেমন অভিবাবকের পাশাপাশি পরিবারের সকল সদস্যের সহযোগিতা প্রয়োজন তেমনি সামুকে আগের পরিবেশে ফিরিয়ে আনতে সকল ব্লগারদেরও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা উচিত .





জুল ভার্ন



সামহোয়্যারইন ব্লগের শুরু থেকেই পাঠক হিসেবে আমি যুক্ত। কিছু অপেশাদার লেখক ব্লগারদের অসাধারন সুন্দর সৃজনশীল পোস্ট আর মন্তব্য পড়ে আমি নিজেও পাঁচ বছর পূর্বে নিক রেজিষ্ট্রেশন করেছিলাম। আমি এমনই সামু ভক্ত হয়ে যাই-অফিসের গুরুত্বপুর্ণ কাজ এবং শত ব্যস্ততার মাঝেও সব সময় ব্রাউজারের একটি ট্যাবে সামু ওপেন থাকত। আমি ভালো লেখক নই-কিন্তু ভালো লেখার পাঠক হিসেবে বড়াই করতেই পারি। সামহোয়্যারইনে এটুকুই আমার যোগ্যতা। লেখক না হয়েও আমি তথ্য ভিত্তিক তিনশতাধিক পোস্ট লিখেছিলাম।



আমি বিশ্বাস করি-সামুর জন্ম হয়েছিল জানা-আরিল দম্পতির অনেক আশা আর সুন্দর স্বপ্ন নিয়ে। সামহোয়্যারইন ব্লগ দুনিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল শিক্ষিত বাংলাদেশীদের একসুতোয় বেঁধেছিল অনেক ভালোবাসা, মমতা আর সুন্দরের প্রত্যয় নিয়ে। অনেক ব্লগারদেরমতই সামুকে আমিও খুব বেশী ভালোবাসি-তাই সামুর সকল ভালোতে যেমন আমি উজ্জীবিত হতাম তেমনি সামুর বর্তমান সকল মন্দ বিষয়ে, সামুর অবক্ষয় আমাকে কস্ট দেয়। চোখের সামনে একটা সুন্দরের ধংশে আমি কস্ট পাচ্ছি। তাই নিতান্তই নিরুপায় হয়ে আজ আমি আমার আমার মর্ম বেদনা এবং উপলব্ধির কিছু কথা লিখতে চেষ্টা করব। এই লেখাটা অনেকেরই ভাল লাগবে না এবং আমি নিশ্চিত এই লেখার জন্য মডারেটরের সাথে কতিপয় ব্লগারদেরও কোপানলে পড়বো। কিন্তু কারও না কারো এই কথাগুলো বলা দরকার ছিল। আমি মডারেটর সহ কতিপয় ব্লগারদের নিন্দা ক্ষোভ মাথা পেতে নেবার জন্যে প্রস্তুত।

আগেই বলেছি-আমি সামহোয়্যারইনের একজন নগণ্য ব্লগার। নিজেকে এই ব্লগের ভালো ভালো লেখক গোষ্ঠির লেখার একজন পাঠক ভাবতে খুব ভালবাসি। আরো বেশি ভালবাসি সামুকে নিজের বর্ধিত পরিবার ভাবতে।

সংখ্যা গুনে গুনে অনেক উদাহরণ হয়ত আমি দিতে পারি। এর কিছু কিছু উদাহরণে আছি আমরা সবাই-কাজেই কাউকে আলাদা করে কিছু বলতে চাইনা। যেহেতু আমরা সবাই কম বেশী ভুল করি-কেউ ভুল করি পরিকল্পিত ভাবে, কেউবা ভুল করি নাবুঝে কিম্বা ভুল করার পর বুঝি-আমি ভুল করেছি! আমরা কেউ ভুল থেকে নিজেকে শুধরিয়ে নেই, কেউ কর্তৃপক্ষের আসকারা পেয়ে আরো বেপরোয়া হয়ে গোত্রীয় আক্রমনে ছিন্নভিন্ন করে দেই ভিন্ন মতাবলম্বীকে! এদেরমধ্যে শেষোক্ত শ্রেনীই বর্তমানে সামু নিয়ন্ত্রণ করছে-যার কারনে সামু এখন লজ্জা, ঘৃণার আর অশ্লীলতার একটি ভার্চুয়াল প্লাটফরম!



সত্যিকথা বলতে কি-আমার সব সময়ই মনে হয়নি সামহোয়্যারইন নিরীহ ভালো লেখক ব্লগারদের প্রতি সহনশীল যতটা সহনশীল ধর্ম বিদ্বেষী(স্পেশালী ইসলাম ধর্ম, মহানবী এবং পবিত্র কোরআন বিরোধী)ব্লগারদের ব্যাপারে। কার্যক্রমে বোঝা যায় এই ব্লগটা নির্দিষ্ট শ্রেনীর চিন্তাচেতনার ধারক,বাহক ও প্রকাশক। তবে এখানে অন্যান্য অনেক বিষয়ের সাথে আরো একটা বিষয়ের উপর ভীষন জোর দেয়া হয়-সেটা হল আমাদের মুক্তিযুদ্ধ। এই জিনিসটা আমি নিজেও খুব এপ্রিসিয়েট করতাম। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে স্বাধীনতা বিরোধীতাকারীদের বিরোধিতার নামে আমরা মুলত ইসলাম ধর্ম, কোরআন, আর মহানবী(সঃ)কেই অশ্লীলতায় জর্জরিত করছি! জাতীয়তাবাদী চেতনার ব্লগারদের দূরাবস্থার কথা নাই বলি! ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য সব ধর্ম সামুতে জায়েজ, মুসলমানদের কোরআন শরীফ ভিন্ন অন্যান্য ধর্মীয়গ্রন্থ সহ সব কিছুই সামুতে জায়েজ! কতিপয় ব্লগার রাজাকার, স্বাধীনতা বিরোধীদের সামনে রেখে-ইসলাম ধর্ম, মুসলমান, পবিত্র কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য, অবমাননা করেই যাচ্ছে-সেখানে মডারেটর নির্বিকার!



আমরা খুব অস্বস্তির সাথে খেয়াল করছি যে সামুতে আমাদের স্বদেশপ্রেমটা ধীরে ধীরে উগ্র স্বদেশ প্রেমের দিকে মোড় নিচ্ছে। যে কোন কিছুর উগ্রতাই পরিত্যাজ্য। সেটা ধর্মের ক্ষেত্রে হোক কী স্বদেশের ক্ষেত্রে। আমার মনে হচ্ছে সামুর পৃষ্ঠপোষকতায় আমরা নিজেদের এক ধরনের অসুস্থ "পজিটিভ ফিডব্যাক" দিচ্ছি। সামুর একশ্রেনীর ব্লগার যারা/যাদের ব্যাকগ্রাউন্ড যাই থাকুক-হঠাৎ তারা দেশপ্রেমের একচ্ছত্র খেদমতগার ভেবে এমন আচরন করে যাচ্ছেন সেই আচরনে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্যাসিস্ট ইতালী বা নাৎসী জার্মানী, দখলদার ইজরাইলী, আগ্রাসী ভারত, আমেরিকার এমনকি ৭১ এর হানাদার পাকিস্তানী সেনাদের মানষিকতার বেশ মিল পাওয়া যাচ্ছে! লজ্জার বিষয় হলেও সত্য সামু মডারেটর ঐ শ্রেনীর ১০/১২ জন স্যাংগাত ব্লগারের অন্যতম পৃষ্ঠপোষক।



সামু মডারেটরের অনুগ্রহভাজন ব্লগারদের বিরুদ্ধে কোনো অভিযোগ করলে উলটা অভিযোগকারীর শাস্তি হয়! একজন ধীবর কিম্বা জুল ভার্নের নাম নিয়ে গালাগালি ফুলঝুড়ি ফুটিয়ে পোস্ট দিলে আসিফ মহিউদ্দিন গং দের শাস্তি হয়না কিন্তু ধীবরের কমেন্টস ব্যন হয় ১৮ মাসের জন্য। একই অপরাধে কারোর কমেন্টস ব্যান তুলে নেয়া হয়-কিন্তু ধীবরের শাস্তি বহাল থাকে! সামুর সব থেকে ঘৃনিত গালিবাজদের শাস্তি হয়না-কিন্তু সেই গালিবাজ গংদের গালাগালির প্রতিবাদে গালি দিলেই সেই ব্লগারদের শাস্তি হয়! কতিপয় অর্ধ শিক্ষিত ব্লগারের গ্রুপিং এর শিকার হয়ে অসংখ্য নীরিহ ব্লগার শাস্তি পায়-কিন্তু গালিবাজ ব্লগাররা ধরা ছোঁয়ার উর্ধে থেকে যায়! সামুর দর্শনে এইটা ধার্য্য করে দেয়া হয়েছে-যে আপনি যদি সামু মডারেটরের পৃষ্ঠপোষক অশ্লীল, গালিবাজ ব্লগারদের আগ্রাসী রীতিতে স্বদেশপ্রেমী, কোরান বিদ্বেসী না হোন তাহলে আপনি অবধারিত ভাবেই একটা ছাগু! আমাদের দেশ, মানুষের সুন্দরের জন্য, ভালোর জন্যে কী করা যায়, সেসব ভাবনা কারোর নেই। কিন্তু কাল্পনিক ছাগুনিধন আর বরাহ শিকারের যুদ্ধংদেহী রণহুংকার থেকে থেকে সামু প্রাঙ্গনকে প্রকম্পিত করতে পিছিয়ে নেই।



সামুতে যথেষ্ট কাঁদা ছোঁড়াছুড়ি হয়েছে। মাঝখানে সামুর শনৈঃ শনৈঃ উন্নতি হয়েছে, ব্লগারের সংখ্যা বেড়েছে-যা সামু কর্তিপক্ষকে আরো বেশী অহংকারী এবং আগ্রাসী করে তুলেছে। আমি অবাক হয়ে দেখলাম এক ধরনের বালখিল্য প্রতিযোগিতা শুরু হয়েছে গোটা জিনিসটা নিয়ে-যেখানে সামু মডারেটর উস্কানী এবং মডারেশন প্যাণেল নামে ফ্যাসিস্ট আগ্রাসীদের পক্ষাবলম্বন করে পরিস্থিতি আরো বেশী উত্তপ্ত করে দেয়, যা অগ্নিতে ঘৃতাহুতিসম। সামু ব্লগের পরিধি বেড়েছে এবং বেড়েছে সামুতে অশ্লীলতা, অসভ্যতা, ইতরামী আর নোংরামী-শুধু বাড়েনি সামুর পোস্ট/লেখার গুণগত মান।



দিনের পর দিন সামুর পরিবেশ হয়েছে বৈরী। এখানে এখন কিছু প্রচলিত গালির মাঝে সম্প্রতি গুঁতোগুঁতির শীর্ষে রয়েছে "ছাগু" আর "সুশীল" শব্দ দুটি। আমার অবজারভেশান হল, আপনি সামু ও গালিবাজদে(সামুর সাথে গালিবাজদের এক করে ভুল করিনি-যেনে বুঝেই করেছি) রীতি মাফিক কথা না বললেই আপনি "ছাগু" আর ওদের সাথে সুর মেলালেই "সুশীল" হয়ে যাবেন! বর্তমানে সামুকে বলা যায় ফ্যাসিস্টদের চারণভূমি, নব্য চেতনায় অতিউজ্জিবীত যশোপ্রার্থীদের প্রজননভূমি। এই শ্রেনীর ব্লগারদের কু-কীর্তি নিয়ে কিছু বললেই তাকে গো আযম, নিজামীদের সাথে তুলনা করা হয়। সামুতে কাউকে তাড়াতে সিন্ডিকেট করে আন্দোলন করা হয়-কিন্তু যারা সিন্ডিকেট করে কাউকে তাড়ায় তাদের থেকে ভন্ড সামুতে দ্বিতীয় কোনো সন্ত্রাসী সিন্ডিকেট নেই।



আমি কখনোই ভাবিনি আমাকে এইরকম একটা লেখা লিখতে হবে। আমি নিশ্চিত এই লেখা দিয়ে আমি নিজেকে সামুর বড় শত্রুদের একজনে পরিনত করলাম।



ব্লগার/পাঠক বন্ধুরা সব কিছুর পরও একবার শুধু নিজেকে জিজ্ঞেস করে দেখেন-সামু যে সংস্কৃতি চালু করতে চাচ্ছে,সামুর ব্লগার হিসেবে যে সংস্কৃতি আমরা লালন করছি তা ব্যাক্তি, সমাজ, রাস্ট্রের জন্য কতটুকু কল্যাণকর?

ভালো থেকো প্রিয় সামহোয়্যারইনব্লগ। ভালো থাকুন প্রিয় ভালো লেখক-পাঠক ব্লগার বন্ধুরা।



রেজোওয়ানা



সামহোয়্যার ইন একটা পোস্ট মডারেটেড ব্লগ এবং মানব স্বত্বা দ্বারা মডারেশন পরিচালিত হয়! এখন মানুষ মাত্রই কিছু মাত্রায় হলেও বিভিন্ন প্রপঞ্চে প্রভাবিত হত পারে, সেক্ষেত্র আসলে একদম পরিপূর্ন নিরপেক্ষতা ততদিন আশা করা যাবে না যতদিন সেটা কোন 'মানুষ' দ্বারা পরিচালিত হবে। তবে হয়তো একাধিক মডারেটর থাকে ত্রুটি অনেকটাই কমিয়ে আনা যাবে বা ব্লগারদের সন্তুষ্টি কিছুটা আসবে......তবে এক্ষেত্রেও ব্লগ কতৃপক্ষ তাদের সীমাবদ্ধতার কথা বরাবরই বলে এসছেন।

আরও একটা বিষয় আছে আমার কাছে যেটা নিরপেক্ষ মনে হবে অন্যের কাছে সেটা নিরপেক্ষ নাও মনে হতে পারে, তবে ব্যক্তিগত ভাবে আমার কাছে সামুর মডারেশন প্যানেল ততটা পক্ষপাত মূলক মনে হয় না! কারণ আমি এই চার বছরে যেটা দেখেছি আয়ামী পন্থী ব্লগাররা বলেন সামু বিএনপি-জামাত প্রমোট করে, জাতীয়তাবাদী ব্লগারগন বলে সামু আসলে আয়ামী পন্থী ব্লগ, নাস্তিক এবং মুক্তমনা গোষ্ঠী বলেন সামুর 'ছাগুর খোয়ার" এবং আস্তিক গোষ্ঠী হিসেবে যারা নিজেদের পরিচয় দেন তারা 'সামু নাস্তিকতা প্রমোটকারী ব্লগ হিসেবে এর মালিক এবং সংশ্লিষ্টদের চৌদ্দগুষ্ট উদ্ধার করেন" ..... যখন সকল দলই তাদের 'স্বার্থ' উদ্ধারে বাধা গ্রস্ত হবে তখনই সমালোচনা করে থাকে।

ট্যাগবাজ ও গালিবাজদের কটোর হস্তে দমন করতে হবে।

পরিচ্ছন্ন ব্লগ চালাড তে গেলে এই বিষয়ে জিরো টলারেন্স ছাড়া কোন গত্যান্তর নেই।

মডারেশনকে গঠন মুলক সমালোচনা সহ্য করতে হবে

অবশ্যই এবং সেই সাথে ব্লগারদেরও গঠনমূলক সমালোচনায় অভ্যস্ত হতে হবে।

তবে এই পর্যন্ত জানা বা শরৎ কে যে পরিমান গালি (সেটা সেইফ হওয়াম পোস্ট মোছা, নিক ব্যান থেকে শুরু করে নির্বাচিত পাতায় পোস্ট কেন যায় না ইত্যাদি ইত্যাদি ইস্যুতে) দেয়া হয়েছে এবং তারা সেটা হজম করছেন....আমি হলে অনেক আগেই ব্লগ বন্ধ করে দিয়ে শান্তিতে জীবন যাপন করতাম!

আর মডারেশন প্যানেল নিয়ে আমার কিছু ফিডব্যাক আছে, যেমন আমরা টেকলিক্যাল সমস্যা জানিয়ে যখন কোন মেইল করি, সেটার কোন রিপ্লাই আসে না! সমস্যা সমাধান হোক আর না হোক রিপ্লাইটা আমরা আশা করি।

নিক সেইফের বিষয়টাও। যেহেতু ব্লগ রেজির পর লেখা থাকে সাত দিন পর্যবেক্ষনের পর প্রথম পাতায় এক্সেস হবে সবাই সেটাকেই স্বাভাবিক ভাবে নিয়ম মেনে সাত দিন অপেক্ষা করে যে সময়টা মাঝে মাঝে কয়েক মাস পেরিয়ে যায়! এসকল ক্ষেত্রে কি সমস্যার কারণে তার সেইফ হতে সময় লাগছে সেটা মেইলের মাধ্যমে ব্লগারকে জানালে এত অসন্তুষ্টি বাড়তো না!

আরেকটা বিষয় হলো নির্বাচিত পাতা। এ বিষয়ে আমার যেটা বলার আছে সেটা হলো নির্বাচকদের নির্ধারন করার আগে তাদের নিয়ে ছোট একটা ওয়ার্কশপ করুন। কি কি করা যাবে এবং কি কি করা যাবে না, সেটা ছোট একটা ওয়ার্কশপের মাধ্যেমে জানিয়ে দিলে মনে হয় তাদের কাজটা করা সহজ হবে।





মিলটন



সাত বছরের অধিক সময় পথ পাড়ি দিয়ে সামহোয়ারইন ব্লগ আজ এই জায়গায়। নিশ্চই এবং নিঃসংকোচে বলা যায় এই ব্লগ বাংলাদেশের বাংলা কমিউনিটি ব্লগিং এর পথ প্রদর্শক। তবে একদিনেই আসেনি ব্লগের আজকের এই চেহারা। সময়ের প্রয়োজনেই বিভিন্ন কিছু সংযোজন, বিয়োজন করতে হয়েছে। উদ্ভুত পরিস্থিতি সাহা্য্য করেছে আমাদের নতুন অনেক কিছু শিখাতে, নতুন করে কিছু ভাবতে।



সবসময়ই একটা দল সক্রিয় ছিল এই ব্লগকে অকার্যকর করার জন্য। তারা বাহিরে তো ক্ষতি করেছেই আবার ভিতরে থেকে চোরাগুপ্তা হামলাও চালিয়েছে এই ব্লগের মূলভিত্তির উপরে। আজ আমাদের অনেকের চোখেই সামহোয়ইন ব্লগ খারাপ। ভ্রু কুচকিয়ে “এখানে ব্লগিং এর পরিবেশ নেই” বলে থাকি। অনেকেই আমরা দুরে সরে গিয়ে আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে দিই। কিন্তু কেউ ভাবি না, অনলাইনে বাংলায় মনে ভাব প্রকাশ করার সুযোগ আমাকে এই ব্লগই প্রথম করে দিয়েছে। তাই আমাদের আদি জায়গাটাকে কিভাবে আরো ফলপ্রসূ ও উপভোগ্য করে তোলা যায় সেটাও আমাদেরই ভাবতে হবে।

আমার মতে, ব্লগ আগের চেহারায় ফিরাতে হলে বেশ কয়েকটি ব্যাপারে লক্ষ রাখতে হবে আমাদের সবারই, অর্থাৎ ব্লগার, পাঠক এবং ব্লগ কর্তৃপক্ষকে। অনেক গুলো বিষয় আছে, কিন্তু কিছু মৌলিক বিষয় যেমন: আগের মত মৌলিক এবং গঠনমূলক লেখা দরকার, মতের অমিল থাকতেই পারে কিন্তু একে অপরের মতের প্রতি সম্মানবোধ বজায় রাখা ইত্যাদি ইত্যাদি। এছাড়া মোডারেশন প্যানেল আরো শক্তিশালি করার সাথে সাথে সকলপ্রকার স্বজনপ্রীতির উর্দ্ধে থেকে লেখার মান যাচাই পূর্বক লেখককে ব্লগিং করার ব্যাপারটা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্বর মধ্যে পড়ে। লেখার পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব কিন্তু ব্লগার ও কর্তৃপক্ষের উভয়েরই আছে। দুপক্ষকেই এগিয়ে আসতে হবে।



আমরা ব্লগাররা আছি। সব প্রতিকুলতা কাটিয়ে আমরা এগিয়ে যাবো। হ্যাঁ, এগিয়ে যাবো নিশ্চই।

=============





তন্ময় ফেরদৌস



আসলে এই ব্যাপারে বলতে গেলে অনেক কথা বলতে হয়।

ফেসবুক এবং ব্লগের কিছু বেসিক পার্থক্য আছে। ব্লগিং ব্যাপারটা অনেক বিগার পার্স্পেক্টিভে হয় সাধারনত। এখানে বিস্তারিত আলোচনার সুযোগ থাকে, ডিটেইলিং থাকে। কিন্ত ফেসবুক হচ্ছে ছোট ছোট ভাবনার শেয়ারিং। কাজেই ব্লগারদের ফেসবুক আর ব্লগের পার্থক্যটা বুঝতে হবে সবার আগে। বিষয়ভিত্তিক ব্লগিং করা যেতে পারে। কেমন আছেন, ভালো আছি, আগে প্লাস দিলাম, কপি পেস্ট, দাম কত, অনলাইন আয় টাইপের ব্যাপার এভয়েড করা উচিত ব্লগারদের। অন্য ব্লগাররাও এই ধরনের পোস্ট নিরুৎসাহিত করতে পারেন।

সামু তার প্রিন্সিপালে স্ট্রিক্ট হয়া উচিত। যাতে কারো কোন প্রশ্ন করার সুযোগ না থাকে। কিছু ব্রান্ডিং এর দিকে যেতে পারে। সেলিব্রেটিদের দিয়ে পেইড ব্লগিং করাতে পারে। যেমন জাফর ইকবাল স্যার, আহসান হাবিব, আবুল মকসুদ, আনিসুল হক, ইত্যাদি ইত্যাদি। সিন্ডিকেটিং কে একেবারেই নিরুৎসাহিত করতে হবে, এতে করে প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়। পুরাতন ব্লগারদের সাথে যোগাজোগ করে আবার ফিরিয়ে আনার ব্যাবস্থা করা যায়, তাছাড়া যারা অলরেডি আছেন, তারা নতুনদের ভালো ভালো লেখাগুলোকে উৎসাহিত করতে পারেন।

মডারেশনের বাক স্বাধীমতা ও বাক দায়িত্বশীলতা দুই ব্যাপারেই খেয়াল রাখা উচিত। আর এত এত ব্লগার হয়ে গেছে, আমার মনে হয় নতুন আইডি সেফ করার আগে অবশ্যই লেখার মান যাচাই করে নেয়া উচিত। মোটামুটি এই বলা যেতে পারে





আমিনুর রহমানঃ



ব্লগ এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে যেকোন মতাদর্শের মানুষ নিজের মতামতকে সকলের সামনে তুলে একটা সুষ্ঠু গঠনমূলক আলোচনা ও সমালোচনার মাধ্যমে নিজ মতামতের ভুল-ক্রটিগুলো যাচাই করে নিতে পারেন। যার ফলশ্রুতিতে নিজেকে বা নিজের মতামতকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে।

ব্লগে সাধারণত আমরা যা দেখি তাহলে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ এবং সহনশীলতার অভাব। আমরা সাম্প্রদায়িক উস্কানিমূলক, ব্যক্তি আক্রমন, নাস্তিক- আস্তিক ক্যাচাল এবং ট্যাগিং এর কারনে প্রায়শই উত্তেজিত হয়ে অশালীন শব্দ ব্যবহারের মাধ্যমে ব্লগিং এর সুষ্ঠু পরিবেশ নষ্ট করি। সাম্প্রদায়িক উস্কানিমূলক, ব্যক্তি আক্রমন, নাস্তিক- আস্তিক ক্যাচাল এবং ট্যাগিং এর বিপক্ষে ব্লগাররাই সঠিক ভুমিকা পালন করতে পারে এবং সবসময় তারাই এই ভূমিকা পালনও করে এসেছেন। এই ধরনের নীতিমালা বহির্ভূত কাজের জন্য ব্লগ মডারেশনের উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার। মডারেশন প্যানেল যেকোন অবস্থায় স্বচ্ছ হতে হবে। নীতিমালা অনুযায়ী সাথে সাথে ব্যবস্থা নিতে হবে সেক্ষেত্রে মডারেশন প্যানেল বড় করার প্রয়োজন পড়লে তাও করতে হবে।



আমাদের ব্লগারদের সম্মিলিত প্রচেষ্টায় অনায়াসেই ব্লগে এদের প্রতিহত করতে পারবো। প্রয়োজন শুধু একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ এবং খানিকটা সহনশীলতা । আমরাই সেই ব্লগার যারা দেশের যেকোন জাতীয় স্বার্থে সবকিছু ভুলে একত্রিত হয়ে নেমে কাঁধে কাঁধে মিলিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে রাস্তায় নেমেছি বহুবার। তবে কেন পারবো না আমাদের এই প্রিয় সামু ব্লগের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একত্রিত হতে। আজকে সামান্য হলেও যে সুনাম অর্জন করেছি একজন ব্লগার হিসেবে সেটা এই সামহোয়্যার ইন ব্লগ এর কল্যানে। তাই এই ব্লগের প্রতি কৃতজ্ঞতাবোধ ও ভালোবাসা থেকে হলেও আসুন সবাই মিলে ব্লগের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার চেষ্টা করি। । স্বাধীন ভাবে মত প্রকাশের এই প্ল্যাটফর্ম আরো সামু এগিয়ে যাক। অন্তরের অন্তস্থল থেকেই সেই কামনাই করি।





কাল্পনিক ভালবাসা



আমি মনে করি “জনপ্রিয়” কথাটি একটি আপেক্ষিক ব্যাপার। সম্প্রতি দেখা গিয়েছে প্রচুর সংখ্যক নতুন ব্লগার এসেছেন। আমি মনে করি তারা সামুকে এখনও জনপ্রিয় ভাবেন বলেই এখানে এসেছেন। আবার যারা দীর্ঘদিন ধরে সামুতে ব্লগিং করছেন তারা অনেকেই ঠিক নিয়মিত নন। কারন ব্লগ এবং ব্লগিং এর মুল ব্যাপারটি তা থেকে আমরা হয়ত অনেকখানিই সরে এসেছি। বর্তমান সময়ে ব্লগিং বলতে কেবলই গল্প, কবিতা, সাহিত্যকেই মানুষ বুঝছে। এটা অবশ্যই ব্লগিং এর একটা অংশ কিন্তু মুল বিষয় নয়। নাগরিক সাংবাদিকতা বা সচেতনতা সৃষ্টি বা জাতীয় প্রয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ন ইস্যু কিংবা ফিচার রাইটিং ইত্যাদিই কিন্তু ব্লগিং এর প্রকৃত ব্লগিং এর মধ্যে পড়ে। আপনি যখনই এই বিষয় গুলো নিয়ে লিখবেন, এখানে নানা মত এবং বিরুদ্ধমতের সৃষ্টি হবে। একটা সময়ে এখানে যৌক্তিকভাবে বিতর্ক হতো। ফলে সবাই সেখানে অংশগ্রহন করত। কিন্তু একটা পর্যায়ে ব্যাপারগুলো ব্যক্তিগত নোংরা আক্রমনে পরিনত হয়, অন্যের মতের প্রতি শ্রদ্ধাপ্রদর্শন বন্ধ হয়। ফলে কিছুটা স্থবিতা চলে আসে। যাকে অনেকেই জনপ্রিয়টার ভাটা বলে উল্লেখ্য করেছেন।



এর মধ্যে অনেকেই আছেন, যারা তাদের লেখনী দ্বারা আমাদের কাছে অনেক জনপ্রিয় হয়েছিলেন, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট যেমন রাজনৈতিক ব্যাপারে কলহ, ব্যক্তিআক্রমন, কোন কারনে অভিমান ইত্যাদি নানাবিধ কারনে তারা চলে গিয়েছেন। যারা ভালো লিখেন, তাদের একটা দায় থাকে পাঠকের উপর। তাই এইভাবে চলে যাওয়াটা একদম উচিত নয়। তাদের ফিরিয়ে আনা গেলে ভালো হত। যে রাজনৈতিক পোষ্ট লিখতে চায়, সে লিখুক, কোন সমস্যা নেই। দেশকে প্রাধান্য দিয়ে যে কোন রাজনৈতিক লেখাই সকল মানুষ গ্রহন করবে। তাছাড়া ব্যক্তিগত আক্রমন, বিরোধী মতের প্রতি শ্রদ্ধা ইত্যাদি একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে পারে।



বর্তমানে অনেকেই আছে, যারা দারুন সব ফিচার, গল্প কবিতা ইত্যাদি লিখছেন। এটা নিঃসন্দেহে দারুন একটা ব্যাপার। পাঠকপ্রিয়তা পাবার জন্য ভালো লেখার কোন বিকল্প নেই। তবে এই ক্ষেত্রে আমি মনে করি শুধু মাত্র গল্প কবিতা না লিখে মাঝে মাঝে ভিন্ন বিষয় নিয়েও লেখা উচিত। এতে একঘেয়েমি কাটবে, লেখার ও পড়ার আগ্রহ বাড়বে এবং বৈচিত্রতা সৃষ্টি হবে। সহব্লগার হিসেবে অন্যের প্রতি শ্রদ্ধা থাকা বান্ধনীয় এবং বাকস্বাধীনতার পাশাপাশি বাকদায়িত্বশীলতার ব্যাপারটিও আমাদের মাথার রাখা উচিত।

সব শেষে যা বলাতে চাই, ভালো লেখাগুলোকে নির্বাচিত পাতায় দিয়ে নির্বাচিত পাতার মান উন্নয়ন এবং ব্লগারদের উৎসাহিত করার ব্যাপারে আরো আন্তরিক এবং দক্ষ হতে হবে। ভালো এবং সৃজনশীল পোষ্ট নির্বাচিত পাতায় দিতে হবে। এতে একজন ব্লগার উৎসাহিত বোধ করবে।

এর বেশি এখন আর মনে পড়ছে না





ঘুড্ডির পাইলট



আগে সামুতে অনেক মজা হইতো কিন্তু এখন আগের মতো অতোটা মজা হয় না ! কারন মজার লোক গুলা বিভিন্য ব্যাস্ততায় এখন সামুতে নিয়মিত নন । এরপরও কিছু পুরানো ব্লগার এখনও আছেন , ইনারা চেষ্টা করলে নতুনদের সাথে কাধে কাধ মিলিয়ে সামুকে আবারও জমজমাট করতে পারেন । আমরা ফিরে পেতে পারি সেই নির্মল আনন্দঘন পরিবেশ । এক্ষেত্রে যদি নতুন পুরানো মিলিয়ে একটা ব্লগারস মিলনমেলা করা যেত , তাইলে ভালো হইতো । যেহেতু এখন ব্লগ ডে হয়ে গেছে আমরা আম কাডাল খাওয়া উপলক্ষ্যে একটা ব্লগার্স মিলন মেলা করতে পারি ।



এখানে মডারেটরগন বা জানাপু আমা কাঠাল এর খরচটা বহন করতে পারেন । আর পুরানোদের সাথে আলোচনা করে নতুন ব্লগার্স দের গাইড করতে সহযোগিতা করতে পারেন । আর এখন হতে জানাপু বছরে কয়েকজন ব্লগারকে একটা করে বই দিতে পারেন ব্লগারদের উতসাহ দিতে । এটা সবাইকে জানাইয়া করার দরকার নাই চুপিসারে একজন ভালো লেখককে কুড়িয়ারে পাঠাইয়া দিতে পারে





কান্ডারী অথর্ব



ফেসবুক পীর কথাটা শোনার পর হতেই নিজের প্রতি আস্থা হারিয়ে গেল। কাণ্ডারী অথর্ব এই নিকটির জন্ম হয়েছিল সামুতে ব্লগিং করার জন্য। তারই পথ চলায় আজ এত দূর আসা। আমি কখনো এর আগে এভাবে ফেসবুক ব্যবহার করিনি। অনেকের পরামর্শে ফেসবুকে একাউন্ট খুলি। কিন্তু সময় যত এগিয়েছে তত এর প্রতি আকর্ষণ বেড়েছে। আগে যেখানে ব্লগে সময় দেয়া হত প্রায় বারো থেকে চৌদ্দ ঘণ্টা সেখানে এখন ফেসবুকে দেই ছয় ঘণ্টা আর সামুতে দেই ছয় থেকে সাত ঘণ্টা। এতে করে আমার ব্লগিং এর জন্য মারাত্মক ক্ষতির কারন হয়ে দাঁড়িয়েছে এই ফেবু। সামুতে পোস্ট পড়ার সংখ্যা কমে গেছে, কমে গেছে নির্মল ব্লগিং এর আনন্দ। তাই আমি মনে করি যেহেতু আমার লক্ষ্যই ব্লগিং তাই আমার ফেবুতে এভাবে সময় নষ্ট করা উচিত নয়। তাই আবার আগের মত ব্লগে ফিরে যাওয়াই আমার জন্য ভাল বলে মনে করছি। তবে যোগাযোগ রক্ষার জন্য ফেবু একটি ভাল মাধ্যম তথাকথিত স্ট্যাটাস দিয়ে লাইক-কমেন্ট পাওয়া এবং স্ট্যাটাস পড়ে লাইক-কমেন্ট দেয়ার চেয়ে। তাই এখন হতে শুধু মাত্র যোগাযোগ রক্ষার জন্য ফেবুতে হয়ত অল্প কিছুক্ষন সময় দেয়া হবে তবে ব্লগে আবার সেই আগের মত পূর্ণ সময় দেয়ার জন্য মনোনিবেশ করব। ধন্যবাদ সবাইকে





হাসান মাহবুব



আমার কাছে ব্যাপারটা খুব সিম্পল। যারা চলে গেসে তারা সবাই এখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেড়ায় ব্লগে পোস্ট দেয়ার বদলে। বাংলাদেশে ফেসবুক নিষিদ্ধ করা হলে তবেই সবাই আবার ব্লগে ফিরবে।





মামুন রশিদ



এই ব্লগ প্লাটফর্মটা আমাদের, তাই এর ভালোমন্দ নিয়ে আমাদেরই ভাবা উচিত । তাসনুভা সাখাওয়াত বিথীকে অনেক ধন্যবাদ জরুরি বিষয়টি অবতারনা করার জন্য । ব্লগ নিয়ে আমার ভাবনাগুলো পয়েন্ট আকারে বলছি,

১ সামু এখন প্রায় সোয়া লক্ষ ব্লগারের বিশাল প্লাটফর্ম । ২৪/৭ মডারেশন এখানে সময়ের দাবি । যদিও ইদানিং মডারেশনের কঠোর হস্তক্ষেপে ব্লগে ক্যাচাল বা গালিগালাজ অনেক কমে এসেছে, তবু যেকোন সময় একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার ঝুঁকি রয়েই গেছে ।

২ ব্লগের নির্বাচনী পাতা নিয়ে বিতর্ক আর ক্ষোভ এখনো আছে । সুস্পষ্ট এবং সার্বজনীন পোস্ট নির্বাচন নীতিমালার প্রয়োজন আছে । একটা ভালো মানের পোস্ট যেন নির্বাচনী পাতায় স্থান পায়, মডারেশন বা নির্বাচকদের এটা নিশ্চিত করতে হবে । যদিও ভালো পোস্ট একটা আপেক্ষিক ব্যাপার । এক জনের কাছে যা ভালো, আরেক জনের কাছে তা ভালো নাও মনে হতে পারে ।

৩ মডারেশন দল-প্রীতি মুক্ত থাকবে । ব্লগে সকল গালিবাজি-ট্যাগবাজি কঠোর হাতে দমন করা উচিত ।

৪ একটা গতিশীল মডারেশন টীম গঠন করতে হবে, যারা সাধারন ব্লগারদের আস্থা এবং বিশ্বাস অর্জন করে কাজ করে যাবে । যারা ব্লগারদের ফিডব্যাক বুঝবে ।



সর্বোপরি একটা সুস্থ আর সুন্দর ব্লগিং পরিবেশ গড়ার জন্য মডারেশনের পাশাপাশি ব্লগারদেরও দায়িত্ব আছে । ব্লগারদের দায়িত্বশীল ব্লগিং আর মডারেশনের নিরপেক্ষতার মেল বন্ধনেই গড়ে উঠবে জমজমাট, আনন্দমুখর সামহোয়্যারইন ব্লগ ।

ধন্যবাদ ।



===========================









আমি, আপনি বা আমরা কেউ চাইলেই সামুর সৌন্দর্য্য বাড়াতে পারবা না, বা সামুর সেই পূর্বের আনন্দঘন পরিবেশটাকে ফিরিয়ে আনতে পারব না। তার জন্য প্রয়োজন সকলের সমন্বিত প্রয়াস।



সামুর মত একটা ব্লগের একজন নগন্য সদস্য হতে পেরে সত্যিই আমি নিজেকে গৌরাবান্বিত মনে করি, সৌভাগ্যবান মনে করি। এই সৌভাগ্যের পথটি যেন হয় সুদীর্ঘ, শান্তিময়, আনন্দময়, উজ্বলতায় ভরপুর।



আমার জীবনে সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘঠনা দিয়ে শেষ করসি।



কয়েক দিন আগের একটা ঘঠনা বলে পোস্ট শেষ করি যেদিন আমার জীবন প্রথম নাইট ডিউটি করার অভিজ্ঞতা অর্জন করি। মা বাবাকে ছেড়ে প্রথম বারের মত বাসার বাইরে থাকব তাও হসপিটালের মত একটা যায়গায় যেখানে প্রতিনিয়ত জীবন মৃত্যুর খেলা চলে। সে রাতে দুইটা নব জাতক মারাও গিয়েছিল আমার ওয়ার্ডে। খুব ভয় ভয় লাগতেছিল। শুধু একটাই টেনসান কোন ভুল হবেনা তো । রাত যত গভীর হচ্ছিল উত্তেজনা এবং ভয়ের পরিমান বেড়েই যাচ্ছিল। বার বার আল্লাহকে বলতেছিলাম আল্লাহ প্লিজ তাড়াতাড়ি সকাল করে দাও।



রাত একটার পর যখন পুরা শহরের সাথে সাথে ওয়ার্ডের সবাই ঘুমিয়ে সে মুহুর্তটা একটা পরিস্থিতিতে টাইম পাস করা খুব কষ্টকর হচ্ছিল । এক একটা মিনিট এক একটা বছরের মত লাগছিল।



তখন আমার এক প্রিয় সহব্লগার ফেস বুকে মেসেজ দিলেন " কেমন লাগসে নাইট ডিউটি "



আমি যখন আমার পরিস্থিতির কথা বললাম তিনি কিসের একটা টানে আমার জন্য টেনসান করতে লাগলেন । সকাল হওয়া পর্যন্ত ঘুমাননি । আমার সাথে সাথে জেগে ছিলেন সারাটি রাত। সকাল বেলা বাসায় না পৌছানোর আগেই তার মেসেজ " ঠিক মত বাসায় যেতে পারসেন ? কোন সমস্যা হয়নি তো ?"



না তার সাথে আমার কোন রক্তের সম্পর্ক নেই , নেই কোন পারিবারিক বন্ধন । তিনি শুধুই আমার সহব্লগার।



একজন সহ ব্লগার এর প্রতি এমন দায়িত্ববোধ ও পরম মমতাময় সহানুভূতিকে আমি সারাজীবন শ্রদ্ধা ভরে স্মরন করব ।



আমার সে প্রিয় ব্লগারটা নাম কুনোব্যাঙ ফেসবুকে স্কাই ওয়াকার



প্রতিটা ব্লগার এর মধ্যে এমনি মানবতার সম্পর্ক গড়ে উঠুক । আওয়ামিলীগ বি এন পি ভুলে গিয়ে আসুন আর একটি বার আমাদের প্রিয় প্লাটফর্মটাকে আবার মুখরিত করে তুলি । আড্ডা, কবিতা , সাহিত্য , গল্প ও কিউট ক্যাচালে মুখরিত করে তুলি আমাদের এই প্রান প্রিয় ব্লগটাকে ।



ধন্যবাদ সবাইকে :)

( বানান ভুল নিজ দায়িত্বে ক্ষমা করবেন )

মন্তব্য ১৪৫ টি রেটিং +৫০/-০

মন্তব্য (১৪৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৫৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বর্তমানের সামুর প্রত্যেকটি সমস্যা তুলে ধরেছেন।


++++++++++++++

২৯ শে জুন, ২০১৩ রাত ১:০৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম সব সমস্যার একদিন সমাধান হবে। সামু আবার তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।

ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষন আপনাকে ।

২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৫৬

ইমরাজ কবির মুন বলেছেন:
বাপরেহ !!
আপনি তো এপিক পোস্ট লিখে ফেলসেন ডঃ ম্যাডাম।ভেরী ওয়েল ডান ||

২৯ শে জুন, ২০১৩ রাত ১:২৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কেন দিতে মানা নাকি ?? B-)

ধইন্যা :)

৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৫৭

বিডি আইডল বলেছেন: আপনার এত বড় পোষ্ট পড়ার মত সময় নেই। সামুর দুর্দিন বলতে কি বুঝাচ্ছেন? হিট খরা?? ব্লগাররা তো আর মনের সুখে সামু ছাড়ে। আহাম্মক মার্কা মডারেটর দিয়ে ব্লগ আর কতদিন ব্লগার ধরে রাখতে পারবে?

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আহাম্মক মার্কা মডু কথাটা ভাল লাগেনি । সামুর দূর্দিন বলতে সামুর আগের জনপ্রিয়তা ও গ্রহন যোগ্যতার কথা বুঝনো হচ্ছে । অপ্রিয় হলেও সত্য যে সামুতে এখন আর আগের মত জমেনা । আমি চাই সামু আবার আগের মত জমজমাট জনপ্রিয় ও মুখর হয়ে উঠুকয়। ধন্যবাদ।

৪| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:০৫

খেয়া ঘাট বলেছেন: হুমম।

সামহুয়ারইনব্লগ' কে সামু লিখলে কেন যেন খুব বাজে লাগে।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৩৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শিরোনাম এডিট কয়রে দিয়েছি ধন্যবাদ

৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:০৭

ছািব্বর বলেছেন: যে হারে সামু ব্লক করে !!! মানুষ থাকব কেমনে ? ফেবুতে তো আর ব্লক হয়না । মাঝে মাঝে ব্লক খাইতে খাইতে ক্লান্ত হয়ে যাই ।
মাঝে মাঝে বুঝিনা কি কারনে ব্লক করল ????
আবার দেখা যায় জ়েনারেল আছি কিন্তু পোষ্ট যায়না !!!
এত ঝামেলা নিয়ে কে ব্লগিং করবে ?
এই যে দেখেন এখন ১৭৭ জন ব্লগার ও ১১২৫ জন ভিজিটর (৮০ জন মোবাইল থেকে) । খেয়াল করে দেখুন ভিজিটর কত আর ব্লগার কত ?

২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সমস্যা গুলো তুলে ধরার জন্যই এই পোষ্ট। আপনার পয়েন্টটাও তুলে ধরেছি পোষ্টে। আশা করি কতৃপক্ষ সেটা ভেবে দেখবেন।


ধন্যবাদ আপনাকে ছাব্বির ভাইয়া

৬| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:১৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: ব্লগের প্রতি আপনার ভালোবাসা দেখে ভাল লাগলো। যেকোন ধর্মের নামে যেকোনো ধরনের ধর্মীয় উস্কানি, জামাত শিবিরের ব্লগারদের মিথ্যা প্রপাগান্ডা, উগ্র আস্তিকতা, উগ্র নাস্তিকতা নিয়ে অভিযোগ আমার সবসময়ই ছিল। তবে বিশ্বাস করি ব্লগের পরিবেশ ভালো হচ্ছে। ব্যস্ততার কারনে নিয়মিত না হলেও নির্দিষ্ট বিরতিতে ব্লগে, আছি থাকবো।

সেই সাথে আশা করি ব্লগের মডারেটররাও সামাজিক বিশৃংখলা, উস্কানি তৈরি করতে পারে এমন সাম্প্রদায়িক পোষ্ট, জামাত শিবিরের পোষ্ট সাথে সাথে সরাতে তৎপর হবেন। এটা বলার কারন, এই ইউজার কমে যাওয়ার মাঝেও এধরনের কিছু পোষ্ট দেখেছি। এসব বলতে বলতে নিজেই বিরক্ত বলে আর চেচামেচি করি না।

২৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর বলেছেন ভাইয়া

কি যে বলেন। এমন একটি ব্লগের প্রতি সম্মান, ভাল লাগা থাকবেনা তো কিসে থাকবে?

আপনার কমেন্টটা যতার্থই। বিরক্ত হলেত চলবে না।


ধন্যবাদ ভাইয়া

৭| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:১৪

বাঘ মামা বলেছেন: হুম!

আপনার শ্রম বৃথা না যাক

সবাই ফিরে আসুক

শুভ কামনা সবার জন্য সব সময়

২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আরে আরে বাঘ মামা ভাইয়া যে। আছেন কেমন?

সবাই ফিরে আসুক আমাদের সবার প্রিয় জায়গাটিতে


ধন্যবাদ বাঘ মামা।

শুভ কামনা আপনার জন্যও, ভাল থাকবেন

৮| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:১৫

আর.হক বলেছেন: সামু ফিরে পাক আপন মহিমা

২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:০১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: প্রিয় সামহোয়্যার ইন ফিরে যাক তার আপন মহিমায়

ধন্যবাদ আর হক ভাইয়া

৯| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:১৬

বাংলার হাসান বলেছেন: সময় নিয়ে খুব সুচারুপ ভাবে, ব্লগার ও মডারেশন সহ পরিচ্ছন্ন ব্লগিং এর জন্য এই পোষ্টটি একটি বিশাল গাইডলাইন হতে পারে। যদি আমার সত্যিকার ব্লগার বা মডোরেটর হবার ইচ্ছা থাকে।


ধন্যবাদ ও শুভ কামনা সহ ++++++ রইল।

২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:০৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর মতামতের জন্য ধন্যবাদ হাসান ভাইয়া


ধন্যবাদ ও শুভ কামনা আপনাকেও, ভাল থাকুন

১০| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:১৭

অনিকেত প্রান্তর (পাগলা) বলেছেন: আমি বুঝিনা , সামু কি আমারে ব্লক মারল নাকি মশকরা করতেছে

পোস্ট সাম্নের পাতাই আসেনা ।

এইভাবে ব্লগ চালাইলে যাদুঘরে ও ঠাই পাওন কষ্ট হইয়া যাইব কইলাম সামু মিয়াঁ । সময় থাকতে সাবধান হও

আপনার পোস্ট না পইরা কমেন্ট করলাম । পোস্ট পইড়া আরেকটা কমেন্ট করার খায়েশ আছে B:-)

২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:২৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সমস্যাগুলো সামুকে জানান, জানাপুকে মেইল করেন। সমস্যার কথা না জানালে কি করে সলভ করবে? না জানিয়েই আমরা অনেকেই রাগ করে চলে যাই। সেটা মনে হয়না ঠিক কাজ।


পোস্ট পড়ে আবার আপনার মতামত জানাবেন আশা করি।

ধন্যবাদ পাগলা ভাইয়া :)

পাগলা ভাইয়া ভাল হয়ে যাক

১১| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:২৭

জর্জিস বলেছেন: মডারেটররা এর জন্য কম দায়া না

১২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:২৯

জর্জিস বলেছেন: #দায়ী

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:২১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম,

তাদের আরো স্বচ্চ হতে হবে বলে মনে করি। নিরপেক্ষতা অনেকটাই সামুর সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম।


ধন্যবাদ জর্জিস ভাইয়া

১৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৩৬

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: সামুর প্রতি একধরনের বিরক্তির কারনেই আমার দীর্ঘদিনের ব্লগ ছাড়া। ট্যাগিং বলুন, কিংবা গালাগালি বরুন এগুলো আমি এড়িয়ে যেতে পেরেছি বলে মনে করি। আমার ধর্মিয় পোস্টগুলোতে কোন নাস্তিক কখনো গালাগালি করতে পারে নাই, কিংবা কোন রাজনৈতিক পোস্টেও গালাগালি হয় নাই। আমি কস্ট করে লিখেছি সেই লেখায় মাত্র কয়েকটী কমেন্ট পরেছে কিন্তু ১৮ প্লাস পোস্টে পরেছে অজস্র। আমি এটিও এড়িয়ে গেছি। কিন্তু দিনের পর দিন যখন সামুর মডারেশনের অবহেলার শিকার হচ্ছিলাম তখন আর সহ্য করতে পারি নি। আমি কস্ট করে পোস্ট লিখব, সেই পোস্ট নির্বাচিত পাতায় যাবে না, যাবে তাদের পেয়ারের ব্লগারদের। আমি কমেন্ট করে শাস্তি পেয়ে যাব, তাদের পোষা ব্লগারেরা বহাল তবিয়তে থাকবে তাহলে আমি কেন লিখব?

এর চেয়ে ফেসবুকে অনেক সাচ্ছ্যন্দ। কিন্তু তারপরেও যে সামুতে আমার ব্লগার হয়ে ওঠা সেই সামুর মৃত্য দেখতে চাই না, সে সামুকে ত্যাগ করতে পারি না, তাই ফিরে আসি। এটা শুধুই আমার নিজের দিক থেক বললাম। অন্যান্য গুরুত্বপূর্ন ব্যাপার আপনার পোস্টেই উঠে এসেছে।

আপনার গুরুত্বপূর্ন পোস্টের জন্য ধন্যবাদ।

২৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জানাপু , নির্বাচিত পাতা অপসানটা বন্ধ করে দেওয়ার অনুরোধ জানাই। সব সমস্যার কেন্দ্রবিন্দু এই নির্বাচিত পাতা। এই নির্বাচিত পাতার বুদ্ধিটা কে দিসে জানাপু কে !!

এই এই মুহুর্তে নির্বাচিত পাতা অপসানটা বন্ধ করার জোর দাবী জানাচ্ছি । X( X( X(

১৪| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু কথা যেটা না বললেই নয়ঃ

সময় সল্পতার কারনে সেদিন অনেক কথাই বলা হয়নি।

সামহোয়্যার ইন ব্লগ এর মত এত চমৎকার একটি ব্লগ অন্তত বাংলাদেশে নেই। এখানে রয়েছেন অসংখ্য ব্লগার। তাই ব্লগের পরিবেশ ভিন্ন মাত্রার হওয়াটাই স্বাভাবিক। নানা জনের নানা মত। তবে আর যাই হোক এই ব্লগটিকে এবং শ্রদ্ধেয় জানা আপুকে কোনভাবেই ব্লগের সমস্যা জনিত কোন কারনেই দোষারোপ করা যাবেনা আর সেটা উচিত নয়।

ব্লগ থেকে অনেক ব্লগার চলে যান এবং গিয়েই এই ব্লগ প্লাটফর্মটিকে দোষারোপ করে থাকেন। কিন্তু আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে দেখেছি এখানে ব্যাক্তিগত রেষারেষি আর ব্যাক্তিগত আক্রমন ব্লগটির পরিবেশ নষ্ট করার জন্য দায়ী তার জন্য কোন ভাবেই এই প্ল্যাটফরমটিকে দোষ দেয়া যাবেনা।

বিভিন্ন মতের মানুষ থাকবে তাই বলে অন্যের উপর নিজের মত চাপিয়ে দেয়া এটা কোন সুস্থ ধারার ব্লগিং হতে পারেনা। ব্লগে অনেক জ্ঞানী আছেন যারা হয়ত এমনটি করে থাকেন। সুস্থ আলোচনা হতে পারে তবে আক্রমত্মাক মন নিয়ে যারা ব্লগিং করেন তাদের কারনেই অনেকে অভিমান করে চলে যায় আবার যারা এধরনের কাজ করে গালাগালি করে তাদের কে ব্যান করলে তারাই আবার অন্যকে ফুসলিয়ে ব্লগটি সম্পর্কে দুর্নাম ছড়ায়।

সবাই খুব ভাল লেখেন কিন্তু তাই বলে সবার পোস্ট নির্বাচিত পাতায় স্থান পাবে সেটা আশা করা ভুল। আমার পোস্ট নির্বাচিত পাতায় গেলেই সামুর মডুরা ভাল আর নাগেলেই সামু খারাপ এই মন মানসিকতা থেকে যতদিন না আমরা বেরিয়ে আসতে পারব ততদিন কেউ অভিমান করে চলে গেলেও কিছু করার নেই।

অনেকেই আছেন পোস্ট দিয়েই নির্বাচিত পাতার আশায় বসে থাকেন আর নাগেলেই মুখ গোমড়া করে ফেলেন। এই ধরনের মন মানসিকতার শেষ হলেই সামু আবার সবার প্রিয় হয়ে উঠবে।

সবার আগে নিজের দোষ বিবেচনা করতে হবে তারপর নাহয় সামুর দোষ ধরা ঠিক হবে।

সবশেষে বলতেই হয় হিটের নেশা। হিট আশা করা ভালো। কারন জনপ্রিয় হতে চাওয়াটা দোষের কিছু নয় বরং এটাই স্বাভাবিক। কিন্তু যখন সেটা নেশায় পরিনত হয় তখন সবার ভেতর জিঘাংসা মূলক আচরন পরিলক্ষিত হয় শেষ পর্যন্ত যার পরিনতি হয় ভয়াবহ।

অতএব সবকিছু মেনে নিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার মনোভাব নিয়ে সুস্থ ধারার ব্লগিং করলেই পরিস্থিতি বদলে যাবে বলেই আমি মনে করি। অপরের ভুল ধরার চেয়ে নিজের ভুলগুলোর দিকে তাকালেই কিন্তু ব্যাপারটি সহজ হয়ে যায়।

ধন্যবাদ আপু অনেক কথা বলে ফেললাম। অনেক ধন্যবাদ সময় উপযোগী এমন একটি দুর্দান্ত পোস্টের জন্য। শুভকামনা রইল নিরন্তর।

২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার ব্লগে স্বাগতম হে প্রিয় ব্লগার । অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্যের জন্য । যদি জানাপু একটু সচেতন হোন আমি বিশ্বাস করি এই সব সমস্যা সমাধান করে আমাদের সামু পরিবার আবার আগের সুন্দর মনোরম পরিবেশে ফিরে যাবে ।

রেজোয়ানা আপু খুব সুন্দর করে মডারেশন এর সীমাবদ্ধতার কথা তুলে ধরেসেন ।

এর পরও আমি বলব সামুর জনপ্রিয়তা ফিরিয়ে আনার জন্য একমাত্র উপায় হল নিরপেক্ষতা ২য়ত ৯০ মুসলিম দেশে কয়েকজন ইসলাম বিদ্ধেষীকে পশ্রয় না দেওয়া। আমি যতই কট্রর সুশীল বা মডার্ন বা আধুনিক বা ফ্যাসনেবল হই না কেন আমি কখনো আমাকে যিনি সৃষ্টি করেসেন তাকে নিয়ে যারা নোংরামী করেসে নোংরা মন্তব্য করসে তাদেরকে সমর্থন দিতে পারবনা ।

আমরা যখন দেখব আমাদের হৃদয়ের স্পন্দন এই ব্লগের সকল মুসলিমের আদর্শ সর্বকালের সর্বশ্রেষ্ট মানব মুহাম্মদ সঃ কে এই ব্লগে অপমান করা হচ্ছে তখন স্বাভাবিক ভাবেই ব্লগ সম্পর্কে একটা খারাপ ধারনা সবার মনে সৃষ্টি হবে।

আমি কিভবে আমাকে এই মন্তব্যটি লেখার জন্য যিনি এই দুইটা হাত দান করেসেন তার অপমান সহ্য করব ??

১৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৩৯

একজন আরমান বলেছেন:
সামু বিষয়ক মেগা পোস্ট !

সুন্দর কিছু পরামর্শ দিয়েছেন। এইগুলো বিবেচনায় আনতে হবে। নির্বাচনী পাতা সম্পর্কে যে নেগেটিভ কথা শোনা যায় তা যেন পজিটিভ করা যায় সেদিকে নির্বাচকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

পুরাতন ব্লগাররা ফিরে আসুক।

শুভকামনা সকলের জন্য।

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ একজন আরমান । আপনার পরামর্শ খুব সুন্দর । আশা করি জানাপু সবার মন্তব্য সময় নিয়ে পড়বেন । এবং তিনি সঠিক সিদ্ধান্ত নিয়ে আবার সকল সমস্যার সমাধান করবেন ।

আবারো ধন্যবাদ কষ্ট কয়রে এত বড় পোস্ট পড়ার জন্য ।

১৬| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৪৮

সাজিদ ঢাকা বলেছেন: পোস্টটা ভালই লিখেছেন , , সামুর সমস্যা গুলো তুলে ধরে পাশাপাশি ফেসবুক পীর ট্রপিকটা এনে পোস্টের সমতা এনেছেন । ব্লগারদের হারানোর জন্য সামুর দোষই মূলত দেবো । মাঝে সামুর অবস্থা বেশ খারাপ ছিল , বর্তমানে মডারেশন প্যানেল বেশ নতুন উদ্দমে কাজ করছে , আরজুপনি আপুও বেশ আন্তরিক ব্লগারদের ফিরে আনতে । সামুর জন্য সুভকামনা , রঙিন সামুকে ফিরে পাবার প্রত্যাশা। আবার হতে চাই সামু ফ্রিক।

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সবচেয়ে বিশি খারাপ লাগে যখন এক শ্রেনীর ব্লগার সামু থেকে পরিচিত হয়ে ফেসবুকে সামুর বদনাম করে বেড়ায়।

জানাপুকে পর্যন্ত গালি দিতে একটুও বিবেকে আটকায় না । রেজোওয়ানা আপুর মন্তব্যে মডারেসন এর সিমাবদ্ধতার কথা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।

১৭| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: পড়ার সাথে সাথে একটি মন্তব্য গুছিয়ে আনতে অনতে শেষে এসে ভীষণ ভীষণ লজ্জায় পড়ে গেলাম। এখন কি বলব সেটাই বুঝে উঠতে পারছিনা :|


যাইহোক, সামুতে এসেছি কিন্তু সামু আমাকে ধরে বেঁধে নিয়ে আসেনি। আমি লিখছি সামু আমাকে লিখতে দিতে বাধ্য না। তারপরও কোন কিছুর মাঝে থাকলে কিছুটা ভালোবাসা এবং কিছুটা দায়িত্ববোধ বোধহয় আপনা থেকেই চলে আসে। যে ভালোবাসা ও মমতার একটি আবেগঘন বহিঃপ্রকাশ আপনার এই আন্তরিক লেখাটি। অনেক অনেক ভালো লাগল।

যদিও বর্তমান জনপ্রিয় অনলাইন এক্টিভিষ্টরা নিজেদের মেধাগুণেই জনপ্রিয় তারপরও এটা অস্বীকার কোন উপায় নেই যে তাদের এই পরিচিতি ও জনপ্রিয়তার পেছনে সামুর অবদান আছে। আর এই অবদান ভুলে সামুর বিরুদ্ধাচারণ অবশ্যই কোন শুভ বুদ্ধির পরিচয় বহন করেনা। হতে পারে সামুর অনেক দোষ আছে ভুল আছে কিন্তু এটাও মনে রাখা প্রয়োজন কেউ পারফেক্ট না। নানা মতের মানুষের মিলনমেলার মাঝে একটি প্ল্যাটফর্ম চালাতে গেলে ভুল ভ্রান্তি হতেই পারে। তাছাড়া কোন সিদ্ধান্তই সবার মনমতো হবে এমনটা আশা করাও বোধহন অনুচিত।



সর্বোপরি একটা সুস্থ আর সুন্দর ব্লগিং পরিবেশ গড়ার জন্য মডারেশনের পাশাপাশি ব্লগারদেরও দায়িত্ব আছে । ব্লগারদের দায়িত্বশীল ব্লগিং আর মডারেশনের নিরপেক্ষতার মেল বন্ধনেই গড়ে উঠবে জমজমাট, আনন্দমুখর সামহোয়্যারইন ব্লগ।

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: লজ্জার কি আছে । আমার দেখা ব্লগে ভাল মানুষগুলোর মধ্যে আপনি একজন । আমি শুধু একজন সহ ব্লগার এর প্রতি আর একজন ব্লগার এর কতটা আন্তরিক হওয়া উচিৎ পোস্টে সেটা তুলে ধরার চেষ্টা করেসি ।

"যদিও বর্তমান জনপ্রিয় অনলাইন এক্টিভিষ্টরা নিজেদের মেধাগুণেই জনপ্রিয় তারপরও এটা অস্বীকার কোন উপায় নেই যে তাদের এই পরিচিতি ও জনপ্রিয়তার পেছনে সামুর অবদান আছে। আর এই অবদান ভুলে সামুর বিরুদ্ধাচারণ অবশ্যই কোন শুভ বুদ্ধির পরিচয় বহন করেনা। হতে পারে সামুর অনেক দোষ আছে ভুল আছে কিন্তু এটাও মনে রাখা প্রয়োজন কেউ পারফেক্ট না। নানা মতের মানুষের মিলনমেলার মাঝে একটি প্ল্যাটফর্ম চালাতে গেলে ভুল ভ্রান্তি হতেই পারে। তাছাড়া কোন সিদ্ধান্তই সবার মনমতো হবে এমনটা আশা করাও বোধহন অনুচিত"
খুব সুন্দর কিছু কথার জন্য ধন্যবাদ ।

১৮| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:০৬

কালোপরী বলেছেন: চমৎকার পর্যবেক্ষণ, বিশ্লেষণ

পরিবেশটা আগের মত আন্তরিক হয়ে উঠুক আবার :)

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:১১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ কালোপরী । আছেন কেমন ? আমিও সেটা মনে প্রানে চাই। কোথায় হারিয়ে গিয়েছেন আমার সব প্রিয় ব্লগাররা :(

১৯| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি তো এপিক পোস্ট লিখে ফেলসেন ডঃ ম্যাডাম।ভেরী ওয়েল ডান !
প্রিয় সামহোয়্যার ইন ফিরে যাক তার আপন মহিমায় :)

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:১০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ :)

প্রিয় সামহোয়্যার ইন ফিরে যাক তার আপন মহিমায় :)

২০| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:১৫

এইস ম্যাকক্লাউড বলেছেন: প্রিয়তে নিলাম (প্রিয়তে নেয়া প্রথম কোন পোস্ট)
সেই সাথে আমার ব্লগে ঘুরে আসার আমন্ত্রণ রইলো
Click This Link

৩০ শে জুন, ২০১৩ রাত ১:০৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ । হ্যাপি ব্লগিং

২১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৩

বাংলাদেশী দালাল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা পোস্ট দিয়েছেন।

++++

৩০ শে জুন, ২০১৩ রাত ১:১১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া ।

২২| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৯

মামুন রশিদ বলেছেন: তাসনুভা সাখাওয়াত বীথিকে আবারো ধন্যবাদ জানাই, জরুরী এই বিষয়টি নিয়ে ভাবার এবং পোস্ট দেয়ার জন্য ।

সামহোয়্যারইন ব্লগে আবারো সুন্দর আর আনন্দময় পরিবেশ ফিরিয়ে আনার জন্য মডারেশন আর ব্লগার দুই পক্ষেরই পজিটিভ তৎপরতা দরকার । মডারেশনকে গালি দিয়ে ব্লগে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা যাবে না । তেমনি যে বিষয়গুলো নিয়ে বিতর্ক চলছে, মডারেশনকেও সেগুলোর প্রতি রেসপন্স দেখাতে হবে ।

পোস্টে উল্লেখিত আমার কথা আমি আবারও কোট করছি,

সর্বোপরি একটা সুস্থ আর সুন্দর ব্লগিং পরিবেশ গড়ার জন্য মডারেশনের পাশাপাশি ব্লগারদেরও দায়িত্ব আছে । ব্লগারদের দায়িত্বশীল ব্লগিং আর মডারেশনের নিরপেক্ষতার মেল বন্ধনেই গড়ে উঠবে জমজমাট, আনন্দমুখর সামহোয়্যারইন ব্লগ

ধন্যবাদ ।

৩০ শে জুন, ২০১৩ রাত ১:১৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: স্প্যাসাল থ্যাংক্স ফর শেয়ার দ্যা পোস্ট ইন ফেসবুক । আরো ধন্যবাদ মন্তব্য দিয়ে সহযোগীতা করার জন্য ।


সর্বোপরি একটা সুস্থ আর সুন্দর ব্লগিং পরিবেশ গড়ার জন্য মডারেশনের পাশাপাশি ব্লগারদেরও দায়িত্ব আছে । ব্লগারদের দায়িত্বশীল ব্লগিং আর মডারেশনের নিরপেক্ষতার মেল বন্ধনেই গড়ে উঠবে জমজমাট, আনন্দমুখর সামহোয়্যারইন ব্লগ

২৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩১

আমিনুর রহমান বলেছেন:
প্রথমত, বানান ভুলের জন্য ক্ষমা করতে পারলাম না। এত সুন্দর একটা পোষ্টে বানান ভুল দেখতে ভালো লাগছে না, সময় করে ঠিক করে নিও।

সামুর সেই হারিয়ে যাওয়া পরিবেশ যেন ফিরে আসে। আমি সুরঞ্জনা আপু, মিলটন ভাই আর রেজোওয়ানা'র কিছু কথার প্রতি মডারেশন ও সহ-ব্লগার দৃষ্টি আকর্ষণ করছি ।


সুরঞ্জনা আপু বলেছেন

এখন সামুতে পরিচিত ছাড়া নতুন কারো পোস্টে কমেন্ট করতে ভয় করে। কি জানি! কেমন উত্তর পাবো। আমার মনে হয় সামুর সেই নির্মল, সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে মডারেটরদের অনেক শক্ত ভূমিকা পালন করতে হবে। চতুরমাত্রিক ব্লগে দেখেছি বিতর্কিত, বা গালিগালাজ করলে তাকে ব্যান করা হয়। সামুর অভিবাবকরাও যদি এমন ভুমিকা পালন করেন তবে আমি মনে করি সামু তার হৃত গৌ্রব, সুনাম ফিরে পাবে। আমরাও ফিরে পাবো আমাদের সেই অতি প্রিয় পরিবারকে। একটি পরিবারকে সুন্দর করতে যেমন অভিবাবকের পাশাপাশি পরিবারের সকল সদস্যের সহযোগিতা প্রয়োজন তেমনি সামুকে আগের পরিবেশে ফিরিয়ে আনতে সকল ব্লগারদেরও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা উচিত

রেজোওয়ানা বলেছেন

আরেকটা বিষয় হলো নির্বাচিত পাতা। এ বিষয়ে আমার যেটা বলার আছে সেটা হলো নির্বাচকদের নির্ধারন করার আগে তাদের নিয়ে ছোট একটা ওয়ার্কশপ করুন। কি কি করা যাবে এবং কি কি করা যাবে না, সেটা ছোট একটা ওয়ার্কশপের মাধ্যেমে জানিয়ে দিলে মনে হয় তাদের কাজটা করা সহজ হবে।

মিলটন ভাই বলেছেন

আমার মতে, ব্লগ আগের চেহারায় ফিরাতে হলে বেশ কয়েকটি ব্যাপারে লক্ষ রাখতে হবে আমাদের সবারই, অর্থাৎ ব্লগার, পাঠক এবং ব্লগ কর্তৃপক্ষকে। অনেক গুলো বিষয় আছে, কিন্তু কিছু মৌলিক বিষয় যেমন: আগের মত মৌলিক এবং গঠনমূলক লেখা দরকার, মতের অমিল থাকতেই পারে কিন্তু একে অপরের মতের প্রতি সম্মানবোধ বজায় রাখা ইত্যাদি ইত্যাদি। এছাড়া মোডারেশন প্যানেল আরো শক্তিশালি করার সাথে সাথে সকলপ্রকার স্বজনপ্রীতির উর্দ্ধে থেকে লেখার মান যাচাই পূর্বক লেখককে ব্লগিং করার ব্যাপারটা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্বর মধ্যে পড়ে। লেখার পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব কিন্তু ব্লগার ও কর্তৃপক্ষের উভয়েরই আছে। দুপক্ষকেই এগিয়ে আসতে হবে।

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৪২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার ব্লগে স্বাগতম হে প্রিয় ব্লগার :) ধন্যবাদ মন্তব্য দিয়ে সাহায্য করার জন্য ।

ওকে ভাইয়া ঠিক করে নিব । এই তিন জনের সাথে জুলবার্ন ভাইয়ার কথা গুলোও বিবেচনা করার অনুরোধ থাকল জানাপুর কাছে ।

২৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪৩

কাজী মামুনহোসেন বলেছেন: কয়েকজন ব্লগার বললেন লগিন সমস্যার কারনে বিরক্ত হয়ে সামুতে আসার আগ্রহ হারিয়েছেন।

এখনও নাকি লগিন সমস্যা হয়, এই ব্যাপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

৩০ শে জুন, ২০১৩ রাত ২:০৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম অনেকের এই অভিযোগ। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমধান আশা করসি ।

২৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি মিল্টন ভাই এবং রেজোয়ানা আপুর মতামতের সাথে একমত। তবে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো পন্থা দিয়েছেন হাসান ভাই। তার মতামতটি বাস্তবে প্রয়োগ করতে পারলে কোন সমস্যাই নেই। :P B-)

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:১৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :) হুম অনেক মজার মন্তব্য হামার টা :) চলেন সবাই মিলে তার মতামতটি বাস্তবে প্রয়োগ করি :)

২৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:০৮

সোহাগ সকাল বলেছেন: ব্লগেষক বিথী! :) কষ্টসাধ্য পোস্ট দিয়েছেন!
১৭ তম ভালোলাগা+

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:০৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ;) ;) ধন্যবাদ সোহাগ সকাল :)

২৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:১৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আজকের একটা কথা দিয়েই আমি বলি, এই পোষ্টটা অনেক গুরুত্বপূর্ন এবং মানসম্পন্ন একটা পোস্ট বটে তাতে কোন সন্দেহ নেই। সামুর প্রতি ডাক্তারাপার আন্তরীকতা সত্যিই প্রশংসার দাবীদার।

এখানে অনেকেই বলছেন, বা পোষ্টেও উল্লেখ করা হয়েছে নির্বাচিত পাতার অদক্ষতা আর নিরপেক্ষতা নিয়ে। এই পোস্ট দেয়ার পরও কিন্তু তা পরিলক্ষিত হয় খুবি অবাক করার মতই। আরজুপনির পোস্টটাতে কি এমন আছে যে সেটাকে নির্বাচিততে নেয়া হল? অথচ ওই পোস্টটা দেয়ার সাথে সাথেই (পোষ্ট দেন ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৩১ সময়ে) নির্বাচিত পাতায় স্থান করে নেয়, আর এত গুরুত্বপূর্ন এই কষ্টকর, সামুর প্রতি আন্তরিকতায় ভরা একটা মানসম্পন্ন পোস্ট নির্বাচিত পাতায় স্থান পায় পোস্ট দেয়ার (২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৫১ সময়ে) আদা ঘন্টা বা তারো অধিক সময় পরেই । বাহ। এটাই হচ্ছে সামুর নিরপেক্ষ নির্বাচিত পাতা।


@ আরজুপনি, বিষয়টিকে আপনি ব্যক্তিগত ভাবে না নিলে খুশি হই। ব্যাপারটা পোষ্ট নির্বাচন নিয়েই। ব্যক্তিগত ভাবে না নেয়ার অনুরোধ রইল।



আত্মগুনগানে ব্যস্ত মডারেশন থেকে বের হয়ে না আসা পর্যন্ত নির্বাচিত পাতার নিরপেক্ষতার পরিচ্ছন্নতা আম্রা দেখতে পার্বোনা কোন প্রকারেই।


জুলভার্ন ভাই অনেক মনের কথাই বলে দিয়েছেন। সুরঞ্জনাপু অনেক সুন্দর কিছু কথা বলেছেন, মিলটন ভাইয়ের কথাগুলোও মনের মতন।


গুড পোষ্ট ।

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:০৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এই পোস্টে আরজুপনি আপুর কথা কেন আসল বুঝলাম না X( X(

২৮| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:১৫

রেজোওয়ানা বলেছেন: হাসানের কথা মনে ধরছে আমার!

তুমি এই দারুন একটা পোস্ট দিবা বুঝতে পারি নাই, পারলে আরও গিয়ানী গিয়ানী কথা বলতাম :D

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:১৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম আমারো অনেক মজা লেগেছিল হামা ভাইয়ার মন্তব্যটি :)

ওকে নেক্সট টাইম গিয়ানী গিয়ানী কথা বলবেন আগে থাকতে বলে দিলাম :)

২৯| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:২৭

সাহাদাত উদরাজী বলেছেন: বলার কিছু নাই। সামুতে জীবনের প্রথম রেজিঃ করি এখনো আছি। সামুতে আজীবন থাকতে চাই।

তবে আমি প্রায় তিন বার ব্যান হই। অনেক কষ্টে আবার ফিরে আসছি। সব চেয়ে বড় কষ্ট ছিল, কমেন্ট ব্যান! হা হা হা।।

এখন একদম সিদা পথে চলি। সত্য কে সত্য বলার চেষ্টা করি।

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:৫৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর পরিচ্ছন্নন ও সুষ্ট ব্লগিং করে সারা জীবন আনব্যান থাকবেন সে কামনা থাকল । এই ব্লগটা আমাদের । আমদেরকেই এই ব্লগটাকে দেখে রাখতে হবে বিশেষ করে অন্যের মতামত কে সম্মান জানানোর জন্য বিশেষ অনুরোধ থাকল । ধন্যবাদ হ্যাপি ব্লগিং ।

৩০| ২৯ শে জুন, ২০১৩ রাত ৩:৫৪

শিপু ভাই বলেছেন:
যার বাড়ি তার দায় সবচাইতে বেশি বলে মনে করি।
অদক্ষ, অসচ্ছ এবং প্রায়সই স্বেচ্ছাচারী মডারেশনের কারনে অনেকেই তিতিবিরক্ত!!!

২ বছর আগেও লগিন থাকতো ২০০ আর এখন ব্লগার বাড়ছে কিন্তু লগিন সেই ২০০ ই। বরং কয়েকমাস যাবত ১২০/১৩০ এর বেশি হচ্ছে না।

ফেসবুক ব্লগের বিকল্প না।

আমি মনে করি সামুর অগ্রগতি, সুনাম, প্রসার ইত্যাদির ব্যাপারে জানার সদিচ্ছার অভাব আছে। উনি পাবলিক সেন্টিমেন্ট বুঝতে পারে না।

দুষ্ট আর শিষ্ট যাচাই করার অদক্ষতা আছে।

এছাড়াও বাইরের একটা স্বার্থান্বেষী গোষ্ঠির চক্রান্ত আছে সামুকে ধ্বংস করার। কিন্তু সেই চক্রান্ত নস্যাত করার ক্যাপাবিলিটি সামু কর্তৃপক্ষের নাই। এত বিশাল সংখ্যক ব্লগার নিয়েও তাদের এই দূর্বলতা পীড়া দেয় আমাকে।


খেটেখুটে একটা পোস্ট তৈরি করার পর যদি দেখি সেটা পড়ার লোক নাই তাইলে কি লাভ কষ্ট কইরা। তারচেয়ে ফেসবুকে - দুধ দিয়া ভাত খাইলাম টাইপ স্ট্যাটাস দিয়া সবার লগে হাহা হিহি করাই ভাল।

০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:১৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অসম্ভব যৌক্তিক একটা মন্তব্য হে শ্রদ্ধেয় ব্লগার । আপনার মন্তব্যে শতভাগ সহমত জানাচ্ছি ।

আর জানাপুও তো একজন মানুষ । এক পক্ষকে খুশি করতে গেলে আর এক পক্ষ বেজার হয় । রেজোয়ানা আপু সুন্দর করেই বলসেন তার মন্তব্যে ।

তবে নির্বাচিত পাতা নিয়ে অবশ্যই ১০০ % নিরপেক্ষ হতে হবে।সবচেয়ে বেশি ভাল হয় নির্বাচিত পাতা অপসানটা বাদ দিলে।

আশা করি জানাপু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহন করে আমাদের সেই আগের সামুকে ফিরিয়ে দিবেন ।

৩১| ২৯ শে জুন, ২০১৩ ভোর ৪:৪৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুবই দরকারী ও কিছু খাঁটি কথার পোষ্ট। আমার ব্লগিং জীবন বেশিদিনের নয়, তাও সামুর প্রতি প্রবল টান অনুভব করি, শত অসুবিধা ও সীমাবদ্ধতার পরেও মত প্রকাশের এটা একটা চমৎকার প্লাটফর্ম, যার জন্য আমার কৃতজ্ঞতা যারা সামুর অস্তিত্বকে বাস্তব করেছেন তাদেরকে।

আশা করি সামু শীঘ্রই তার সীমাবদ্ধতাকে অতিক্রম করবে।

এত কষ্টসাধ্য দীর্ঘ প্রয়োজনীয় পোষ্টটার জন্য বিথিপাকে আন্তরিক ধন্যবাদ।

০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৩২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ডিয়ার ।
আশা করি সামু শীঘ্রই তার সীমাবদ্ধতাকে অতিক্রম করবে।

৩২| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:২২

মিলটন বলেছেন: তাসনুভা সাখাওয়াত বিথি, প্রথমেই আপনাকে ধন্যবাদ যে বেশ কষ্ট করে সময় নিয়ে এমন একটা বিষয় নিয়ে লিখেছেন যার খুবই প্রয়োজন ছিল বর্তমান সময়ে। আপনার এ উদ্যোগকে সাধুবাদ জানাই।

মূল পোষ্ট এবং তার পরিপ্রেক্ষিতে করা কমেন্টে কিন্তু বাস্তবিক সমস্যাগুলো উঠে আসছে। হয়ত আরো অনেকেই এসে তাদের মন্তব্য জানিয়ে যাবেন। আশা করি ব্লগ কর্তৃপক্ষ ব্যাপারগুলো খুবই মনোযোগ সহকারে আমলে নিবেন। আমরা ব্লগাররা কিন্তু বারবারই বলছি যে, "আমরা আছি।" ব্লগ কর্তৃপক্ষ আমাদের এ অনুভুতিটাকে মূল্য দিবেন আশা করি।


ব্লগার জুল ভার্নের দেয়া মন্তব্যটি খুবই তাৎপর্যপূর্ণ। তাকে ধন্যবাদ।

তবে ফেসবুক তো কখনই ব্লগের পরিপূরক হতে পারে না। যেহেতু ব্লগারগণ এখানে তাদের প্রতিদান পাচ্ছেন না তাই তারা বাধ্য হয়েই অন্য পথ খুঁজে নিয়েছেন।

আবারো বলছি, কর্তৃপক্ষ আপনারা সঠিক পথে আসুন। ব্লগারদের সেন্টিমেন্ট নিয়ে ভাবুন। মূল্য দিন, তারা কি বলছে।

সবাইকে আবারো ধন্যবাদ।

০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ফেসবুক তো কখনই ব্লগের পরিপূরক হতে পারে না। যেহেতু ব্লগারগণ এখানে তাদের প্রতিদান পাচ্ছেন না তাই তারা বাধ্য হয়েই অন্য পথ খুঁজে নিয়েছেন।

আবারো বলছি, কর্তৃপক্ষ আপনারা সঠিক পথে আসুন। ব্লগারদের সেন্টিমেন্ট নিয়ে ভাবুন। মূল্য দিন, তারা কি বলছে ।

জানপু আপনি কোথায় । প্লিজ ব্লগারদের মতামতকে গুরুত্ব দিন ।

৩৩| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৭

এক্সপেরিয়া বলেছেন: একটা কথাই বুজতে হবে যে ফেসবুক ব্লগের বিকল্প না... ব্লগ তৈরিই হয়েছে নিজের মত কে চিন্তাকে সুনিপুণভাবে প্রকাশের জন্য আর ফেসবুক জাস্ট ছোট স্ট্যাটাস দিয়ে কারও সাথে সহজে যোগাযোগ রক্ষার জন্য... ঠিক যেমন আমার এন্ড্রয়েড দিয়ে কম্পুর মডেম হিসাবে চালানো যায়... কিন্তু তা কিছুতেই মডেমের বিকল্প হয় না...

০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এন্ড্রয়েড দিয়ে কম্পুর মডেম হিসাবে চালানো যায়... কিন্তু তা কিছুতেই মডেমের বিকল্প হয় না.. খুব ভাল লাগল কথাটা । ফেসবুক কখনই ব্লগের বিকল্প হতে পারবেনা ১০০ ভাগ সহমত ।

৩৪| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:১৬

চাঁদ ~ মামা বলেছেন: সকাল সকাল ব্লগে ঢুকেই খুবই জরুরী, চমতকার একটা মেগা পোষ্ট পড়লাম। পোষ্টে উল্লেখিত বিষয়গুলো সামুর মডারেশনের ভেবে দেখা উচিত। বিশেষ করে মডারেশন প্যানেলের উগ্রতা, নিরপেক্ষতার দিকটা জানা ম্যামের নজর দেয়া উচিত। নির্বাচিত পাতা নিয়ে আরো গনতান্ত্রিকতা আসা উচিত।



জুলভার্ন ভাই আর মিলটন ভাই দারুন সব কথা বলেছেন।


স্টিকির দাবীদার পোষ্ট খানা। সবাই আলোচনা করুক

০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৪১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঝগড়া করে করে পোস্ট নির্বাচিত পাতায় নিতে হয় আবার স্টিকি করবে এই পোস্ট :)

আমার স্টিকির দরকার নায় । যে উদ্দেশ্যে এই পোস্ট লেখা হয়েসে সেই উদ্দেশ্য সফল হলেই হবে । আপনাকে ধন্যবাদ চাঁদ মামা ।

৩৫| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৪১

চৌধুরী_সাহেব বলেছেন: প্রথমেই একটা বাটনে ক্লিক করে পোস্টের প্রতি নিজের ভালো লাগাটুকু জানালাম!

পোস্টের সাথে পুরোপুরি একমত! সামু'র সোনালী দিনের সময় যারা সামুতে ছিলেন, তারাই ভালো বুঝবেন এখানে কোন পরিবেশ এবং কোন মানসিকতা ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে। এখন যারা নতুন আসছেন, তারা সামুকে দেখে কল্পনাও করতে পারবেন না যে আগে এই প্ল্যাটফর্মের মানুষগুলোর মধ্যে কি পরিমান সৌহার্দ্য এবং একে অপরের মতামতকে সম্মান করে চলার প্রবণতা ছিলো। এখন মানুষের মধ্যে ধৈর্য গেছে কমে, একের মতামতের প্রতি অপরের সম্মান নেই বললেই চলে, যে যাকে ইচ্ছে গালি দিয়ে বেড়াচ্ছে! অথচ এই মানুষগুলোই রাস্তায় একজন আরেকজনকে দেখলে এভাবে গালামন্দ করত কিনা আমার সন্দেহ আছে! আপনি ব্লগে একটা নিকের পেছনে আছেন তার মানে এই না যে আপনার কোন দায়িত্ব নেই! আপনি এখানে আপনার ভেতরের মানুষটিকেই কিন্তু তুলে ধরছেন! এখানে আপনার চালচলন দেখে বরং মানুষ আপনার ভেতরকার সত্যিকারের ছবিটুকু দেখতে পাবে। তাই অন্তর্জালে আছেন বলে আপনি যাকে যা ইচ্ছে তাই করতে পারবেন, এমনটি কিন্তু মোটেও নয়! আপনার সৌহার্দপূর্ণ ব্যবহারের মধ্যে দিয়েই কিন্তু আপনি আপনার জীবনে নতুন কিছু মানুষ এখান থেকে অর্জন করতে পারবেন, যারা আপনাকে কখনও না চেনার পরও আপনার জন্য চিন্তা করবে, আপনাকে সাহায্য করবে অবলীলায়। তাই ব্লগে সুস্থ পরিবেশ বজায় রাখা যতটুকু না মডারেটরদের দায়িত্ব , তার চেয়ে ঢের বেশি দায়িত্ব কিন্তু আপনার!

বিশাল লেকচার দিয়ে ফেললাম মনে হয়! B:-/

০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভাললাগা জানানোর জন্য এবং এবং সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ চৌধুরী সাহেব ।

৩৬| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৪

হাসি .. বলেছেন: পড়তে পড়তে টায়ার্ড আপুুুুু

এত কষ্ট কি করে করেন?

সামুকে এত্ত ভালবাসেন জানতামনা। সামুর সুদিনগুলো আবারও ফিরে আসুক। ঝগড়া/ক্যাচাল আমার একদম ভাল লাগেনা। তাই তেমন একটা সামুতে ঢুকিনা। আর নির্বাচিত পাতাও কেমন কেমন জানি।

হামা ভাইয়ার কথাটাই যেন ঠিক হয় , হা হা হা


সুরঞ্জনা আপুর কথাগুলো খুব সুন্দর হয়েছে


:)

০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:০৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ হাসি। হামার মন্তব্যটা খুব মজার হয়েছে । সুরঞ্জনা আপু খুব সুন্দর বলছেন। আসলে সবারই মন্তব্য সুন্দর । এবং সবারইএক্টাই কথা একটাই চাওয়া জানা আপুর কাছে " ফিরিয়ে দেন আমাদের সে পুরানো সামহোয়্যার ইন ব্লগ "

আশা করি জানাপু একটু সুনজর দিবেন ।

৩৭| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৪

ইখতামিন বলেছেন:
কালোপরী বলেছেন: চমৎকার পর্যবেক্ষণ, বিশ্লেষণ

পরিবেশটা আগের মত আন্তরিক হয়ে উঠুক আবার :)
পোস্টে প্লাস ++++ :)

০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:১৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পরী কালো হলেও কথা গুলো ভালো । ধন্যবাদ ইখতামনি :)

৩৮| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:১৮

দোলাভাই বলেছেন: হাসান মাহবুব

আমার কাছে ব্যাপারটা খুব সিম্পল। যারা চলে গেসে তারা সবাই এখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেড়ায় ব্লগে পোস্ট দেয়ার বদলে। বাংলাদেশে ফেসবুক নিষিদ্ধ করা হলে তবেই সবাই আবার ব্লগে ফিরবে


এটাই হতে হবে, আর কিছুইনা।


তবে পোষ্টে অনেক সমস্যার কথা খুব বুদ্ধিমত্তার সহিত তুলে ধরেছেন। বাকিটা মডারেশন / জানাপার উপর নির্ভর করতেছে।


পোষ্টে এত্তগুলা প্লাস :-B

০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:২৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম। ধন্যবাদ ।

৩৯| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৫

অনিকেত প্রান্তর (পাগলা) বলেছেন: পোস্ট পড়ার পর কমেন্ট
২ বছর আগে নাম লিখাইছিলাম সামুতে , আমার অ্যাকাউন্ট পাইতে লাগছে ১ মাস। মানে পোস্ট প্রথম পাতাই আস্তে /

প্রথম আলো ব্লগেই আমি সর্বপ্রথম ব্লগিং শুরু করি। তখন লেখালেখি তে বেশ আগ্রহ ছিল এখন সেখানে অনেকটা কম । পোস্ট কেন যে প্রথম পাতাই আসেনা বুঝি না ।

আবার মাঝে মাঝে দেখি , নিউজের কপি- পেস্ট করা পোস্ট নির্বাচিত হইয়া জ্বলজ্বল করে । কেমন লাগে বলেন ? অনেক ভাল পোস্ট (২০ বার পঠিত ০ মন্তব্য ) নিয়া প্রথম পাতা থেকে চলে যাই । অদ্ভুত মডারেশন

সামুর পাঠক ছিলাম , লেখক ছিলাম না । আসলে মন্তব্য করার জন্য আমি নিকটা খুলছি । কিন্তু আজকাল সেই ইচ্ছা ও কেন জানি ফিকে হয়ে যাচ্চে । জানা আপু আপনি কি আমাদের কথাগুলু শুনতে পান ????????????

০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জানাপু প্লিজ ব্লগারদের কথা গুলো শুনুন । প্রতিটা ব্লগার এর চাওয়া এক নিরপেক্ষ সামহোয়্যারইন ।

ঠিক বলেছেন। সব সমস্যার মূল ঐ নির্বাচিত পাতা ।

৪০| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:০৬

হাসি .. বলেছেন: শিপু ভাইয়ার কথাগুলোতে ১০০টা প্লাস

০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:২৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: তিনি এত সুন্দর করে নিরপেক্ষ ভাবে বলেন বলেই তো আওয়ামিলীগ বিএন পি দল মত নির্বিশেষে সবাই ( তথাকথিত কয়েকজন চুষিল নিন্দুক ছাড়া ) তাকে পছন্দ করেন।

আমি ব্লগে যে কজন ব্লগারকে শুধু ব্লগার হিসাবে নয় বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি তাদের মধ্যে তিনি একজন ।

আই লাভ দ্যা ওয়ে হি থিঙ্কস , হি টকস :)

সর্বশেষ আমরা ব্লগার গ্রুপের মাধ্যমে তিনি তার এডমিনদের সাথে নিয়ে প্রমান করে দিয়েছেন তাকে যারা নিন্দা করত তারা ভুল আর তিনি সঠিক।

জানাপু নিশ্চয় বুঝতে পারবেন তাঁর জন্য প্রকৃত পক্ষে কে আপন কে পর । সে অপেক্ষায় থাকলাম ।

৪১| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:০৮

তন্ময় ফেরদৌস বলেছেন: মানসম্মত আর পপুলার, দুইটা ব্যাপার এক করাই আসলে টাফ। সামুর আসলে কোন টা দরকার, সেইটা জিজ্ঞাস্য।

অনেক দারুন একটা কাজ করেছেন বিথী। শুভকামনা রইলো।

০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৩৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার ব্লগে স্বাগতম হে প্রিয় ব্লগার :)

আই লাভ দ্যা ওয়ে ইউ রাইট ।

মানসম্মত আর পপুলার, দুইটা ব্যাপার এক করাই আসলে টাফ। সামুর আসলে কোন টা দরকার, সেইটা জিজ্ঞাস্য ।

আমারো সেটাই জিজ্ঞাসা । অনেক ধন্যবাদ তন্ময় ফেরদৌস ।

৪২| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৯

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আলোচনা-কমেন্টে একটি বিষয় চোখে পড়লো না। তা' হলো - ক্ষমতাসীন সরকারের রক্তচক্ষু। স্বৈরাচারী সরকারের কালো হাত। এখন যেমন আওয়ামী লীগ, তেমনি বি.এন.পি ক্ষমতায় আসলেও একই হতে পারে।

তবে, সামু, আমার পর্যবেক্ষণে, একটু বেশী, দৃষ্টিকটুধরণের, আওয়ামী তোষণ করেছে। এ ব্যাপারে আমি শিওর। বারবার এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা সত্তও কাজ হয়নি। আমি তো নিজে অনেকবার আপত্তি দিয়েছি, গালাগালিও করেছি মডুদের, এডমিনদের। অপমানজনকভাবে গালি দিয়েছি (সংশোধনার্থে)। কিন্তু কাজ হয়নি। তবে এ জন্য আমাকে জেনারেল/ব্লগ বাতিল করেনি একবারও। আশ্চর্য্যজনক।

সামুতে মৃত "থাবা বাবা'র" শোকবার্তা আমার অনুরোধেই মিস জানা সরিয়ে নিয়েছিলেন, এ জন্য ওনার প্রতি আমি সুধারণা পোষণ করি।

ব্লগ পরিচালকদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকা আসলেই একটু কঠিন। স্বৈরাচারী ক্ষমতাসীনদের চাপ থাকবেই। কিন্তু ব্লগ পরিচালকরা শুরু রাজনৈতিক পক্ষাবলম্বন থাকলে ভজঘট লেগে যায়। সামুর শুরু থেকেই আওয়ামী তোষণ ছিলো, এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তা সত্ত্বেও আওয়ামী চাপ ছিলো। কারণ সামু চার আনা আনুগত্য দিলেও আওয়ামী লীগ আট আনা চেয়েছে। পার্থক্য এতটুকুই। তাই যতদূর সম্ভব পারা যায়, নিরপেক্ষ হওয়া চাই।

ফেসবুক আর ব্লগ। এর আলোচনা একাধিকবার এসেছে, দেখলাম।

আমার মতে,

ফেসবুক হচ্ছে "ফ্ল্যাট বাড়ীর" মালিক হওয়ার মতো। নিজের ফ্ল্যাট, তবু কেমন যেন নিজের বাড়ী মনে হয় না।

অন্যদিকে,

"ব্লগ" হচ্ছে একান্ত নিজের বাড়ী। পুরোটাই নিজের বাড়ী। আমার বিছানা। আমার ঘর। আমার উঠান। আমার বাগান। আমার গাছ। আমার পোষা গৃহপালিত জীবজানোয়ার। আমার বাতাস। সবকিছুই আমার। যে দিকে দৃষ্টি যায়।

তাই, পার্থক্য বোধগম্য।



আর হ্যাঁ, বিষয় "কোয়ালিটি/ভালো ব্লগার।

সামুর ৮০% ব্লগার হচ্ছে বেসিক ছাড়া। সরাসরি ব্লগে চলে এসেছে। বই পড়া/জ্ঞান চর্চা ছাড়া সরাসরি ব্লগ লেখালেখিতে চলে এসেছে। তাই বেশীর ভাগ ব্লগারদের মান খুবই অর্ডিনারী। শুধু ব্লগ পড়ে কেউ ভালো, মানসম্মত ব্লগার হতে পারে না। বই পড়া জরুরী। সাহিত্য, ইতিহাস, দর্শন, বিজ্ঞান, ধর্ম, সমাজ বিজ্ঞান ইত্যাদি নানান বিষয়ে পঠনপাঠন না-থাকলে কোয়ালিটি ব্লগার সৃষ্টি হবে না। এখানকার বেশীর ভাগ ব্লগারদের লেখাপড়ার দৌড় হুমায়ুন আহামেদ পর্যন্ত। বেশীর ভাগ লেখারই বানান ভুল, বাক্য গঠন ভুল। এমনকি শিরোনাম পর্যন্ত ভুল। তাছাড়া সংশোধনের চেষ্টাও নেই।

যাক, আপনার পরিশ্রমী এই পোষ্টটির জন্য প্লাস।

সামুর সমস্যার সামারি বলা যায় আপনার এই পোষ্টটিকে। :D

ধন্যবাদ।


০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম ক্ষমতাসীন দের কাছে সামু অসহায়। কিছু করার নায় । আমাদের ক্ষমাসীনরা ক্ষমতায় গেলে সেটার অপব্যাবহার করবেই। হোক আওয়ামিলীগ বা বি এন পি । আপনার মন্তব্যের অনেক গুলো কথার সাথে সহমত পোষন করছি ।

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য । ভাল থাকুন ।

৪৩| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:০১

চান্দের গাড়ি বলেছেন: অসাধারন একটা পোষ্ট।

সামুর অনেক সমস্যার কথা খুব সুন্দর করে তুলে ধরেছেন পোষ্টে। আশা করি মডারেশন তা ভেবে দেখবেন।


বিশেষ করে পোষ্ট নির্বাচনটা বড়ই বেদনাদায়ক। মডুরা নিজের পোষ্ট নিজেই সিলেক্ট করে বসে থাকেন নির্লজ্জের মতন। সেই বদ্যাভ্যাসটা বাদ দিতে হবে।

০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৫৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ । আশা করি জানাপু নির্বাচনি পাতা অপসানটা বাদ দিয়ে এই সমস্যার চিরতরে সমধান করবেন ।

৪৪| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৪

ক্ষুধিত পাষাণ বলেছেন: পোস্ট ভালই হয়েছে তবে পোস্টের ভূমিকাতে অতিরিক্ত তৈলাক্ত ভাব লক্ষণীয়।

০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:০১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: যা বলেছি সত্য বলেছি । আপনার কাছে তৈলাক্ত মনে হলে কিছু করার নায় । ধন্যবাদ ।

৪৫| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৭

চান্দের গাড়ি বলেছেন: হাসান মাহবুব যেটা বলেছেন সেটাই যেন হয়

নইলেতো আর কোন উপায় দেখছিনা ;)

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:১৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: উপায় আছে সেটা হল সামুর ১০০ ভাগ নিরপেক্ষতা। ফেসবুক ফেসবুকই , ফেসবুক কখনো ব্লগের অভাব পূরন করতে পারবেনা।

৪৬| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪০

আদম সুরত বলেছেন: অনেক সুন্দর বলেছেন আপনি। সামুর এহেন অবস্থার জন্য সামু কতৃপক্ষ বা মডুরা কোনভাবে দায় এড়াতে পারেনা। আপনার নির্লিপ্ত মতামত ভাল লেগেছে।

তবে যারা তোষামদ করে সামুর মডু হতে চায় বা ইতমধ্যে নিজেকে সামুর কিছু একটা ভাবতে শুরু করেছে তাদের কাছে তোষামোদটাই বড় ব্যাপার। সামুর ভাল মন্দ নিয়ে লাকসই কোন মন্ত্রনা তারা মডু বা ব্লগ মাতা কে দিবেনা। এসব বিষয় নিয়ে তারা লিখবেওনা।তাদের অবস্থা অনেকটা বর্তমান সরকারের হাইব্রিড মন্ত্রীদের মত।

কাজেই কেউ যখন সামুকে ভালবেসে যুক্তি দেখাবে তার দোষগুলো নিয়ে তারা সেখানে সুশীলতা আঁওড়াবে। নিজেকে সামুর খুব কাছের লোক সেটা প্রমান করার আরেক ফর্দ চেষ্টা করবে।

যাই হোক আপনার সুন্দর আহবান সফল হোক।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৫৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ আদম সুরত । সামুতে আসলে খুব খারাপ লাগে । একসময় আমার খুব প্রিয় ব্লগার গুলো সবাই ব্লগে থাকত। একজন আর একজনের পোস্টে মন্তব্য করত । কত মজা যে হত।

আর ক্লাসি লেখার কি বাহার । যেন প্রতিযোগীতা চলত । আজ তারা কেউ নেই ।

একসময় আমার ব্লগে যারা নিয়মিত আসতেন তাদের মধ্যে উপরে মন্তব্যপ্রদানকারী ইমরোজ কবির মুন, কাল্পনিক ভালবাসা, শিপু ভাইয়া ছাড়া আর কেউ নায় ।

নাফিজ ভাইয়া , রবিন মিলফোর্ড, বেইমান আমি , চাপা ডাঙ্গার চান্দু , কর্নেল সামুরাই , রাহী, চ্যায়ারম্যান , প্রিয় শায়মা আপুও অনিয়মিত এবং আরো অনেক ব্লগার। আমার প্রিয়তে রাখা পোস্ট গুলো পড়লেই বুঝতে পারবেন।

আই এম রিয়েলি মিসিং অল অফ দেম ।

প্লিজ সামুতে ফিরে আসুন সবাই । প্লিজ প্লিজ প্লিজ :(

৪৭| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:২১

নাজিম-উদ-দৌলা বলেছেন: আগে কারো লেখা পড়ে ভাল মনে না হলে সমালোচনা করতাম এবং সেটা অবশ্যই গঠনমূলক হত কারন বেশ কিছু সাজেশনও দিয়ে আসতাম। এখন সেটা করতে খুব ভয় লাগে। কারন নতুন কিছু ব্লগারের লেখা নিয়ে সমালোচনা করতে গিয়ে এত বাজে রিপ্লাই পেয়েছি যে মনটাই বিষিয়ে গেছে!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ নাজিম উদ দোলা । সামুতে আসলে খুব খারাপ লাগে । একসময় আমার খুব প্রিয় ব্লগার গুলো সবাই ব্লগে থাকত। একজন আর একজনের পোস্টে মন্তব্য করত । কত মজা যে হত।

আর ক্লাসি লেখার কি বাহার । যেন প্রতিযোগীতা চলত । আজ তারা কেউ নেই ।

একসময় আমার ব্লগে যারা নিয়মিত আসতেন তাদের মধ্যে উপরে মন্তব্যপ্রদানকারী ইমরোজ কবির মুন, কাল্পনিক ভালবাসা, শিপু ভাইয়া ছাড়া আর কেউ নায় ।

নাফিজ ভাইয়া , রবিন মিলফোর্ড, বেইমান আমি , চাপা ডাঙ্গার চান্দু , কর্নেল সামুরাই , রাহী, চ্যায়ারম্যান , প্রিয় শায়মা আপুও অনিয়মিত এবং আরো অনেক ব্লগার। আমার প্রিয়তে রাখা পোস্ট গুলো পড়লেই বুঝতে পারবেন।

আই এম রিয়েলি মিসিং অল অফ দেম ।

প্লিজ সামুতে ফিরে আসুন সবাই । প্লিজ প্লিজ প্লিজ

৪৮| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

শিপু ভাই বলেছেন:
বিভিন্ন বিতর্কিত পরিস্তিতিতে কর্তৃপক্ষ আদের বিচক্ষনতা, দক্ষতা ও নিরপেক্ষতার প্রমান দিতে বতার্থ হয়েছে বারবার। বরং তাদের কিছু আচরন বিতর্ক উস্কে দিয়ে ব্লগের পরিবেশ নষ্ট করেছে!!!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:১৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অপ্রিয় হলেও কথা সত্য ভাইয়া। ৪০ নাম্বার মন্তব্যের রিপ্লাই দেখুন। কিন্তু আশা করতে তো মানা নায় । আশায় আছি সামু আবার জনপ্রিয় য় জমজমাট হয়ে উঠবে খুব শিগ্রয় ।

৪৯| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

জ্যোস্নার ফুল বলেছেন: আই লাভ সামু সো ভেরি মাচ।

সামুর পরিবেশটা ভেতরে মিশে গিয়েছিল। অন্য কোন ব্লগে কেন যেন মন টানতনা। কোথাও কোনদিন রেজিশটার্ডও হইনি অন্য কোথাও।

প্রথম থেকেই সামুতে ছিলাম, লিখে না লিখে, পড়ে না পড়ে এখনও আছি। যারা বষন্তের সন্ধানের কোকিলের মত ফেবুতে চলে গিয়েছেন তাদের ফিরে আসার জন্য অনুরোধ করছি এই সুন্দর প্লাটফর্মটিতে, এখানেই চির বষন্ত আর তারাই কোকিল।

সবকিছুরই এদিক সেদিক থাকে তারপরও আমরা সেদিকগুলোর কিছু সংসধোন করে কিছু বাদ দিয়ে এদিকে আসার চেষ্টা করি।

আর জানাপু তো জিনিয়াস, তিনি যা করেন ভালোর জন্যই করেন ব্লগের অস্তত্বে টিকিয়ে রাখার জন্যই করেন, তবে সব মডারেটর তো আর তিনি নন। এই জন্য ঝামেলা হয়েই যায়।

সময় উপযোগি বিস্তারিত পোষ্টের জন্য লেখিকাকে আন্তরিক ধন্যবাদ।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
আর জানাপু তো জিনিয়াস, তিনি যা করেন ভালোর জন্যই করেন ব্লগের অস্তত্বে টিকিয়ে রাখার জন্যই করেন, তবে সব মডারেটর তো আর তিনি নন। এই জন্য ঝামেলা হয়েই যায় একমত ।

আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য । ভাল থাকুন ।

৫০| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:০৪

নেক্সাস বলেছেন: খুব সুন্দর আলোচনা বীথি। যথার্থ কিছু টপিক তুলে ধরেছেন। আমাদের কে সামু আজকে শত্রু ভাবে। তবে এটাও সত্য সামুর মত এমন প্লাটফরমের এমন কঠিন সময় দেখে সবার আগে রক্তক্ষরণ আমাদের ই হয়। বড় ভালবেসে সামুতে এসেছি। সে ভালবাসায় আর কোন ব্লগে নাম লিখিনি। শেষে চতুরে গিয়েছি কিছুদিন হল। কিন্তু সেখানে থিতু হইনি। আমরা নগ্ন দলবাজীর স্বীকার। যেটা সামুর কাছে আশা করিনি।

ব্লগ মাতা তার দায় এড়াতে না পারলেও পুরো দোষটা তার নয়। তিনি কিছু চাটুকারের বেষ্টনীতে পড়ে গেছেন। আসল সত্য চাটুকারেরা তাকে বুঝতে দিচ্ছেনা। আর আমরা যারা ঠোঁটকাটা সত্য কথাটি বলে সামুকে সঠিক পথে রাখতে বা দেখতে চাই তারা হয়ে উঠেছে সামুর চক্ষুশূল।

জুলভার্ন ভাইয়ের কমেন্টে সহমত জানালাম ১০০ ভাগ।

যাই হোক আপনার আহাবনে সবাই সাড়া দিক। সামু সকল মত ও পথের ( ক্লীয়ার ছাগু ছাড়া) মিলনমেলা হোক। চাটুকার বেষ্টনী থেকে ব্লগ মাতার ঘুম ভাঙুক এই প্রত্যাশা।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: প্লিজ জানাপু আমাদের আগের সামহোয়্যার ফিরিয়ে দিন ।

৫১| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:০৬

ব্লাক উড বলেছেন:
সুলিখিত এবং সময়োপযোগী একটি ভাল পোস্ট তবে আপনার তৈল মর্দন বিশয়টা ভাল লাগেনি।

'ফেসবুক পীর' বিশয়ে একটু ব্যাখ্যা দেয়া যাবে?

৫২| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৪০

সাদরিল বলেছেন: পোস্ট ফেভারিটে নিচ্ছি

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ সাদরিল :)

৫৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫২

আমি তুমি আমরা বলেছেন: ব্লগের মতো প্ল্যাটফর্ম ফেবু হতে পারবেনা। এটাই সত্য । ফেসবুক পীররা যদি শিল্পী হয় তবে সামু হল সুরকার। একজন সুরকার লক্ষ লক্ষ সঙ্গীত শিল্পীর জন্ম দিতে পারে কিন্তু একজন সঙ্গীত শিল্পি কখনোই সুরকার জন্ম দিতে পারেনা।

অসাধারন লাগল লাইনগুলো। আর সামুর যেসব সমস্যার কথা উল্লেখ করলাঃ মডারেশন, নাস্তিকতার নামে ইসলাম বিদ্বেষ ছড়ানো, নির্বাচিত পাতা, টেকনিক্যাল সমস্যা-কোনটাই কিন্তু নতুন সমস্যা না।অনেকদিন ধরেই এগুলো আছে। সামু কর্তৃপক্ষ আন্তরিক হলে বহু আগেই এগুলোর সমাধান হয়ে যাওয়ার কথা। কর্তৃপক্ষের এসব নিয়ে কোন মাথাব্যাথা আছে বলে মনে হয় না।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম সেটাই । আশা করি কতৃপক্ষের সুবুদ্ধি হবে এবং যথাসময়ে যতাযত ব্যাবস্থা নিয়ে আমাদের আগের সামুকে ফিরিয়ে দিবেন ।

৫৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৫

দি সুফি বলেছেন: সমস্যার অভাব নেই। সমস্যা সবসময়েই থাকবে। তবে সবচেয়ে বড় সমস্যা হল কর্তৃপক্ষের উদাসীনতা। মডুদের পোষ্ট জনগণের চোখে পরার আগেই নির্বাচনে জয় লাভ করে ফেলে! অথচ অনেক অনেক ভালো ভালো পোষ্ট নির্বাচিত পাতায় যায় না।
আগে প্রচুর পড়ার মত লেখা ছিল। এখন প্রথম ১০-১৫ পাতা খুজে ২-৩টার বেশি ভালো লেখা পাওয়া যায় না! আমি পড়ুয়ার, তাই ভালো লেখা পড়ার জন্যই ব্লগে আসি। কিন্তু বেশিরভাগই দেখা যায় কেচালমূলক পোষ্ট! বিশ্রী ভাষায় গালাগালিও চলে! রিপোর্ট নামে একটা অপশন আসে, কিন্তু আদতে কেউ ঐ রিপোর্ট চেক করে বলে মনে হয় না।
আরেকটা দরকারি জিনিস মনে করি মাইনাস বাটন। শুধুমাত্র প্লাস বাটন দিয়ে লেখার মান যাচাই করা সম্ভব নয়, মাইনাস দেয়ার অপশনটাও বড় দরকার!
লেখার মান উন্নয়নেও কিছু ব্যবস্থা নেয়া উচিত। অনেককেই দেখা যায় দিনের পর দিন বিভিন্ন পত্রিকা থেকে কপি-পেষ্ট পোষ্ট করে যায়। এদের লেখাগুলো প্রথম পাতায় না আসার ব্যবস্থা করা উচিত। ঠিক তেমনি ব্যবস্থা করা উচিত ক্যাচালমূলক পোষ্টগুলো নিয়েও। কালে-ভদ্রে কিছু ক্যাচালমূলক পোষ্ট হলে একটা কথা ছিল! কিন্তু প্রতিদিনই এইসব অখাদ্য মার্কা পোষ্ট দেখে বিরক্ত হয়ে যাচ্ছি।
আর একটা জিনিস বড় বিশ্রী লাগে। কোন এক অজানা কারনে (!!!) সামু বাজে ভাষায় লেখা আক্রমনাত্মক ইসলাম বিরোধী লেখাগুলো সরিয়ে নিতে বড়ই নিরুৎসাহী!

এইসকল ব্যাপার নিয়ে পোষ্টতো আর কম হয়নি। কিন্তু যেই লাউ, সেই কদুই রয়ে গেছে। এবারও কিছুই হবে না B-) B-) তারপরও আশায় আছি, যদি কিছু হয়! যদি সবার শুভবুদ্ধীর উদয় হয়!

অনেক কষ্ট করে, অনেক সময় নিয়ে লেখাটি লিখেছেন, এবং অতি দরকারী কিছু কথা তুলে ধরেছেন সুন্দরভাবে। তাই অসংখ্য ধন্যবাদ। সাথে ভালোলাগাও রইল।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এই মুহুর্তে নির্বাচিত পাতা অপসানটি বাদ দেওয়ার জন্য জোর দাবী জানাচ্ছি । ধন্যবাদ আপনাকে ।

৫৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৪

রাতুল_শাহ বলেছেন: ১)কিছু ব্লগার আছেন যারা ব্যস্ততার কারণে ব্লগে আসার সময় পান না।

২)কিছু ব্লগার আছেন যারা মডুদের উপর বিরক্ত হয়ে ব্লগে আসেন না।
এমনকি আসতেও চান না।

৩)কিছু ব্লগার আছেন যারা তাদের প্রিয় ব্লগাররা আসেন না বলে, আর আসেন না।

ব্লগে পরিচিত নিক গুলিকে যখন আর দেখা যায় না, তখন কিন্তু ব্লগে থাকতে খুব একটা ভাল লাগেনা।

তারপরও আশায় বুক বাঁধি, সকল হারিয়ে যাওয়া ব্লগার আমাদের মাঝে ফিরে আসবেন।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ব্লগে পরিচিত নিক গুলিকে যখন আর দেখা যায় না, তখন কিন্তু ব্লগে থাকতে খুব একটা ভাল লাগেনা।

তারপরও আশায় বুক বাঁধি, সকল হারিয়ে যাওয়া ব্লগার আমাদের মাঝে ফিরে আসবেন

৫৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৬

সপ্নাতুর আহসান বলেছেন: চাই না আমার লেখা স্টিকি হয়ে কারও নাকের উপর ঝুলুক। নির্বাচিত হয়ে কারও মনঃকষ্টের কারণ হয়ে দাঁড়াক। তবে চাই কিছু মানুষ আমার লেখা গুলো পড়ুক। যারা ভালবাসে আমাকে নয়, আমার লেখাকে। :) :)

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: চাই না আমার লেখা স্টিকি হয়ে কারও নাকের উপর ঝুলুক। নির্বাচিত হয়ে কারও মনঃকষ্টের কারণ হয়ে দাঁড়াক। তবে চাই কিছু মানুষ আমার লেখা গুলো পড়ুক। যারা ভালবাসে আমাকে নয়, আমার লেখাকে ।

ধন্যবাদ আপনাকে ।

৫৭| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: পোস্টে অনেক কিছুই তুলে এনেছেন। প্লাস। :)

০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ

৫৮| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৮

ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন: বাপরে বাপ সিরাম পোষ্ট

অনেক কিছুইতো বলে দিয়েছেন।

বিশেষ করে নির্বাচিত পাতা আর মডুদের নিরপেক্ষতার ব্যাপারটি সুন্দর করে তুলে ধরেছেন। এই দুটি বিষয়ে নজর একটু বাড়ালেই সামু তার ঐতিহ্য ফিরে পেতে সময় লাগবেনা।

পোষ্টে হাজারটা প্লাস

০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:২১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ।

"এই দুটি বিষয়ে নজর একটু বাড়ালেই সামু তার ঐতিহ্য ফিরে পেতে সময় লাগবেনা " সহমত

৫৯| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো আপু ++++++++ :)

০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ভাইয়া । :)

৬০| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৬

ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন: একটা কথা বলতে আবার আসলাম, কিছু মনে করবেন না আশা করি।

যে জন্য পোস্ট দেয়া, সেটাতো আপনার মাঝেই পেলামনা।

মানে, আপনি চাচ্ছেন যে, নতুন পুরান যে সব ব্লগাররা সামুতে এক সময় সরব ছিল তারা আবার ফিরে আসুক। আর তাদের চলে যাওয়ার পেছনের কিছু কারণও আপনি তুলে ধরেছেন সুন্দ করে, যা ন্যায় সঙ্গত। কিন্তু আপনি নিজেইতো সামুতে অনিয়মিত। পোষ্ট দিয়েই গায়েব। অন্তত কমেন্টগুলোর রিপ্লাইটা দেয়া উচিত ছিল আপনার। সেটা একটা দায়িত্বও বটে। সেটা করতেই আপনি অপরাগ, তো অন্যরা কি ভাবে একটিভ হবে?/


কমেন্টগুলোর রিপ্লাই দিন, তাতেই ব্লগাররা আগ্রহ রাখবে আলোচনা করতে, আরেকবার এসে আপনার পোস্টে কমেন্ট দিতে। এতে যদি আপনি অলসতা দেখান, অবহেলা প্রদর্শন করেন তাহলে কমেন্টগুলোর প্রতি অসম্মান করা হয়।


সামুর প্রতি আপনার ভালবাসার ধরনটা দেখে আপনার ভালর জন্যই বল্লাম, আঘাত দিতে নয়। বি ইজি

শুভ কামনা

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার প্রফেসান ডাক্তারী । ব্লগিং এর চেয়ে মানুষের জীবন বাচাঁনো আমার কাছে বেশি গুরুত্বাবপূর্ন । মানুষ বাচাঁনোর জন্য আমাকে মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে দৈনিক সর্বনিম্ন ১২ ঘন্ঠা কসাই গিরি করতে হয় । তাই ঠিক মত রিপ্লাই দিতে পারিনা।
এটার জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত।

৬১| ০১ লা জুলাই, ২০১৩ ভোর ৪:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: সামুর পরিবেশ সুন্দর হয়ে উঠুক সেই কামনা রইলো।


+++++++++

০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন ।

৬২| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭

তাসবীর আহমাদ বলেছেন: আপনার অনেকগুলো পোস্ট আমি পড়েছি এবং অনেক পোস্টেই আপনার লেখায় একটা বিশেষ ইংগীত পাচ্ছি! আপনার ব্লগ প্রফাইল বলছে-আপনার নিক রেজিঃ হয়েছিল ১ বছর ২ মাস আগে। কিন্তু সিনিয়র ব্লগারদের সাথে আপনার যোগসূত্র প্রমান করছে-আপনি অনেক সিনিয়র ব্লগারদের সাথে ভালই রিলেটেড-যাদের মধ্যে অনেকেই প্রায় বছর যাবত কিম্বা আপনার নিক রেজি'র আগে থেকেই ব্লগে লিখেনইনা!

'তাসনুভা সাখাওয়াত বিথী' সত্যি করে বলেনতো- আসলে আপনি কে?

আপনার পোস্ট ভাল হয়েছে। আশা করবো আপনার আহবানে সেইসব ভাল লেখক ব্লগারগন ফিরে এসে সুন্দর সুন্দর লেখা দিয়ে আবার আমাদের প্রিয় এই ব্লগ মূখরিত করবেন।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি তাসনুভা সাখাওয়াত বিথি । আমি পরিচয় গোপন করে ব্লগিং করিনা।

সিনিয়র ব্লগারদের সাথে ভাল রিলেসান বিল্ডাফ করতে হলে দরকার নিরপেক্ষতা , ভদ্রতা , ভাল ব্যাবহার ।

এবং ফেসবুকের মাধ্যমে এটা খুব সহজ । কারন সবারই ফেসবুক আই ডি আছে । আর আমি যখন ব্লগে প্রথম আসি তখন সিনিয়র সব ব্লগার আমার ব্লগে আসতেন । মন্তব্য করতেন ।

পোস্টের প্রশাংসার জন্য ধন্যবাদ ।

৬৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৩২

~মাইনাচ~ বলেছেন: শুরুর কথাগুলো মনে ধরেছে।

মডারেশন প্যানেলে নিরপেক্ষতার অভাবের কথা সবারি জানা এবং সেটা প্রায়ই বিরক্ত হয়েই অনেক ব্লগার সামুতে আসা ছেড়ে দিয়েছেন।

বাক স্বাধীনতার নামে যাচ্ছেতাই ভাবে ধর্ম অবমাননার সুযোগ করে দেয়ায়টাও মডারেশন প্যানেল এড়াতে পারেন না। এখন যদিও অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, তারপরও সেদিকটাতে আরো কঠোর হওয়া দরকার।

ট্যাগিংয়ের কারণেও অনেক ভাল ভাল মানসম্মত ব্লগার সামু হতে দুরে। ব্যক্তি আক্রমনের জন্যই যখন ট্যাগিংটাকে হাতিয়ার হিসেবে হাতে নেয়া হয় তখন তার পরিনাম হয় ভয়নাক, ভয়ঙ্কর। এদিকে মডারেশন প্যানেল বরাবরি চুপ থেকেছে তাদের পছন্দের ব্লগারদের প্রশ্রয় দিয়ে।

সামুর টেকনিক্যাল সমস্যাটাও বিরাট কারণ ব্লগাররা দুরে সরে পড়ার। কালার, লগইন সমস্যা, ছটি যুক্ততে সমস্যা এসব বিষয়ে আরো মনযোগী হওয়া উচিত মডারেশনের।

নির্বাচিত পাতা নিয়ে কম বেশি সবারই অভিযোগ রয়েছেই। মডুদের নিজেদের পোষ্ট নির্বাচিততে স্থান দেয়াটা আমার কাছে বড়ই নির্লজ্জ কাজ বলে মনে হয়। আবার তাদেরই কিছু পছন্দের ব্লগারদের পোষ্ট হোকনা তা পড়ার অনুপযোগী, সেটা নির্বাচিততে যাবেই। এসব পাত্রভেদে ভিন্নতার কারণেও অনেকে সামুর উপর মহা বিরক্ত। ঠিক কি কারণে আমার সেকেন্ড লাস্ট পোষ্টটা নির্বাচিততে গেলনা ভেবে পাইনি ।

রাজনৈতিক বা আস্তিক নাস্তিকতা নিয়ে সুন্দর আলোচনা সমালোচনা হতেই পারে। কিন্তু সেটা যখন তিক্ততার শেষ সীমায় পৌছে যায়, তখন মডারেশন প্যানেলের দায়িত্ব অনেকটা বেড়ে যায়, সেটাও ব্যর্থ মডারেশন। সেক্ষেত্রেও অনেক ব্লগার বিরুক্ত।

জানা আপুর কমেন্টের বিষয়টি যদিও অসম্ভব একটা ব্যাপার উনার সময় স্বল্পতার দরুন, তারপরও উনি সেটা ভেবে দেখতে পারেন।

ফেবু বন্ধ হলেই সামুতে আবার সবাই ফিরে আসবে, সেটাতে আমি একমত নই। সামু যখন জমজমাট ছিল, তখনও কিন্তু ফেবু ছিল। মডারেশন প্যানেলে এক ঘেয়েমী, পক্ষপাতিত্ব, পছন্দের ব্লগারদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান, বাকস্বাধীনতার নামে ধর্মাবননার সুযোগ করে দেয়া, ভাল ভাল ব্লগারদের অপমান করে বিতাড়িত করা, ইত্যাদীর কারণেই আজ ব্লগাররা সামু বিমুখ। মডারেশন ঠিক হোক, দেখবেন, আবারও সবাই প্রিয় সামুতে একত্রিত হয়ে সামুকে পুরানো সেই আনন্দময়, জমজমাট করে তুলবে, কোন সন্দেহ নেই।


এসব কিন্তু সামুর সমালোচনা না, ব্লগারদের সামু বিমুখতার পেছনের কারণ। তাই এসব বিষয়গুলো সামুর কতৃপক্ষের ভেবে দেখা উচিত।


সামুর প্রতি আপনার ভালবাসা দেখে আপনার প্রতি শ্রদ্ধা বাড়ছে বৈ কমছেনা।

অসাধারণ একটা পোষ্ট

শুভ কামনা

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ প্রশংসার জন্য । ভাল থাকুন ।

৬৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৫

মহামহোপাধ্যায় বলেছেন: আমরা সবাই মনে প্রাণে কামনা করছি প্রিয় সামহোয়্যার ইন ব্লগ ফিরে যাক তার আপন মহিমায়, এবং সেই লক্ষ্যে কাজও করে যেতে হবে সবাইকে। নিজেদের সংকীর্ণতাকে বিসর্জন দিতে সবার আগে।


চমৎকার পোস্ট। ভালো লেগেছে। প্লাস রইল।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমরা সবাই মনে প্রাণে কামনা করছি প্রিয় সামহোয়্যার ইন ব্লগ ফিরে যাক তার আপন মহিমায়, এবং সেই লক্ষ্যে কাজও করে যেতে হবে সবাইকে। নিজেদের সংকীর্ণতাকে বিসর্জন দিতে সবার আগে ।

ভাল বলেছেন । ধন্যবাদ মহামহোপাধ্যায় ।

৬৫| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:১০

ময়নামতি বলেছেন: আপনার উপলব্ধি সঠিক , কারন এক শ্রেণীর ব্লগার এই ব্লগটার পত্রিকা অফিস বানিয়েছে আবার এক শ্রেণীর ব্লগার বানিয়েছে রাজনৈতিক দলের অফিস। এই দুই দলের কারনে ভাল ভাল লেখক , পাঠক আর পর্যবেক্ষক সবই হারিয়ছি আমাদের মত একশ্রেণীর সাধারন পাঠক।

নিজের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ ছিল না , এই সামহোয়্যারইন ব্লগ ই করেছে আমাকে ভাবের আদান প্রদানের নায়ীকা অথচ কিছু কুলাঙ্গার আমাদের বন্চিত করেছে শুধু মাত্র নিজের উদ্দেশ্য পূরনে হাতিয়ার করেছে ব্লগ মাধ্যমটাকে।

তাই এখন পর্যবেক্ষক এর ভূমিকায় আছি মনের বেদনা নিয়ে , নেই সুলেখক , নেই সু পাঠক আছে শুধু এক শ্রেণীর ধু মারা ব্লগার তারা কারো লেখা ভাল করে পড়েও না থাক ভাল মন্দ যাচাই শুধু হ্যা, হু ,ধন্যবাদ ,শুভকামনা এই গুলি দিয়ে টিকে আছে , আগেও এরা এই গুলি করত এখনো করছে , আর এরাই কোথাকার কোন আন্দোলন এনে এই ব্লগে ঢুকিয়ে ব্লগটাকে করেছে বিতর্কিত , নিজেরা হয়েছেন বিখ্যাত অথচ এদের অধিকাংশের নাম ব্লগার হিসেবে খুজেও পাওয়া যাবে না।

অসংখ্য ধন্যবাদ আপনার একটি সঠিক বিষয় তুলে আনবার জন্য।+++++++

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কোথাকার কোন আন্দোলন মানে ? রাজাকার বিরুধী আন্দোলনের কিন্তু আমি একজন অন্ধ সমর্থক ।

দুই প্রজাতীকে আমি মন থেকে ঘৃনা করি । থু থু দেই ।

১ রাজাকার (যারা ১৯৭১ সালে সরাসরি পাক হানাদার দের দোষর ছিল )

২ ভন্ড নাস্তিক ( যারা মুলত ইসলাম বিদ্ধষী । পৃথিবীর কোন ধর্ম বা আদর্শ নিয়ে যাদের কোন সমস্যা নায় । যাদের জীবনের একমাত্র সমস্যা ইসলাম )

ধন্যবাদ

৬৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩০

জাহিদ হাসান বলেছেন: প্লাস দিতে ভুললাম না ।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ জাহিদ হাসান প্লাস দেওয়ার জন্য ।

৬৭| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬

জুল ভার্ন বলেছেন: আপনার, আমার এবং বৃহত সাধারন ব্লগার অর্থাৎ আমাদের প্রত্যাশা একই হলেও "কারো জন্যই কিছু থেমে থাকেনা"-সামুও কারো জন্য থেমে যায়নি, সেটা কর্তিপক্ষ ভালই জানেন। কাজেই আমাদের এই প্রত্যাশা অন্তত সামু কর্তিপক্ষের কাছে শ্রেফ "অরণ্যে রোদণ"!

একটি প্রবাদ আছে-"যার এক কান কাটা সে একপাশ দিয়েই হাটে".........

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার ব্লগে স্বাগতম হে প্রিয় ব্লগার।

সামু কারো জন্য থেমে না গেলেও সামুর জনপ্রিয়তা নষ্ট হয়েছে। সামু কতৃপক্ষ যদি মনে করেন সামুর মহিমা টহিমার দরকার নায় । যে রকম আছে সেরকমই চলুক তাহলে আর কিছুই বলার নায় ।


"যার এক কান কাটা সে একপাশ দিয়েই হাটে" ভালই বলেছেন।


৬৮| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৩

হাসি .. বলেছেন: আপু আমার কমেন্ট কই? /:)

কষ্ট পেলাম, আমি খারাপ কিছুইতো বলিনি

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দুঃখিত আপু মন্তব্যটি মুছে দিতে হল । আই এম রিয়েলি সরি ।

৬৯| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৪

হাসি .. বলেছেন: কিন্তু কেন??? কি ভুল ছিল তা না জানলে কি করে হয়?? আমি আমার ব্যক্তিগত কিছু বিষয় যা আপনার পোস্ট কেন্দ্রিক মনে হয়েছে তাই লিখলাম। আমি তো কাউকে গালি দেইনি। মুছে ফেলার কারণটা কি জানতে পারি??? কেউ কি কিছু বলেছে??

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: না কেউ কিছু কেন বলবে ? কেউ বললে আমি শুনব কেন । পরে তোমার ফেসবুক আই ডি এক্টিভ করলে বলব । ডোন্ট ওয়ারি মাই ডিয়ার। নাথিং সিরিয়াস । ইটস ওকে।

৭০| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৩

হাসি .. বলেছেন: ফেবুতে নক করেন, আমি আপনার জন্যই ফেবু অন করেছি

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম

৭১| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর বিশ্লেষণ ধর্মী পোস্টে অনেককিছ ই উঠে এসেছে। দারুণ লিখেছেন। সত্য উপলব্ধিটা সবার মধ্যে আসুক। ব্লগটা একটা অটুট ভ্রাতৃবন্ধনে গড়া প্লাটফরম হোক।

কি আর বলব সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় সেলিম আনোয়ার। প্রশাংসা পেয়ে খুব ভাল লাগ । অনুপ্রানিত হলাম ।

হুম সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।

৭২| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ পরিশ্রমী পোষ্ট
শুভকামনা থাকল
সামু জেগে থাক তার আপন গতিতে চির মমতায় সারা বিশ্ব ।।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ পরিবশ বন্ধু ।

সামু জেগে থাক তার আপন গতিতে চির মমতায় সারা বিশ্ব । প্রিয় সামহোয়্যারইন ফিরে যাক তার আপন মহিমায়।

ভাল থাকুন সবসময় । অনেক অনেক শুভকামনা ।

৭৩| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

শিপু ভাই বলেছেন:
আপনার রিপ্লাই দেখেতো শরমিন্দা হয়ে গেলাম!!!

অনেক অনেক ধন্যবাদ!!!

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শরমিন্দা কেন ??আপনাকেউ ধন্যবাদ ভাইয়া :)

৭৪| ১৭ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: সামু.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.