নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।

তাসনুভা সাখাওয়াত বীথি

"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল"

তাসনুভা সাখাওয়াত বীথি › বিস্তারিত পোস্টঃ

হয়ে উঠুন স্মার্ট ফ্যাশানেবল , কিউট সুইট এন্ড ড্যাশিং ( ২য় পর্ব)

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৮





প্রথমেই বলে রাখি স্মার্টনেস মানেই নোংরামি নয় , স্মার্টনেস মানেই অশালীন পোশাক পড়ে শরীর প্রদর্শন নয়, স্মার্টনেস মানে সুশীল হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান কুরআনকে অপমান করা নয়, স্মার্টনেস মানে সুশীলতার মুখোশ পড়ে শুধুমাত্র একটি বিশেষ ধর্মাবলম্বীদের অপমান করে অন্য সব ধর্মীয় লোকের কাছে ভাল ও গ্রহণযোগ্য হওয়ার জন্য সুশীলতার নামে ভণ্ডামি করা নয়।



বরং পৃথিবীর সকল পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে সকল মানুষকে সম্মান করা পূর্বক সকল প্রকার মানুষের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তোলা ও নিজেকে সকলের মধ্য থেকে পৃথক করে তোলার নামই হলো স্মার্টনেস ।



আমরা নিজেকে নিজস্ব পৃথিবীতে সবচেয়ে বেশী ফ্যাশনেবল এবং গ্রহণযোগ্য হিসেবে দেখতে চাই ! কি করে সবচেয়ে বেশি স্টাইলিশ হওয়া যায় সে উপায় খুঁজে বেড়াই , রাইট ?



তাহলে আমাকে বলুন ফ্যাশন বলতে আপনি কি বুঝেন ? ফ্যাশন কিন্তু আপনার আভ্যন্তরীণ আপনার চেয়েও বেশি কিছু নয়। অধিকাংশ মানুষ মনে করেন তারা দেখতে খুব বিশ্রী। মনে করেন তারা দেখতে কুশ্রী হওয়ার কারনে মানুষজন তাদের সাথে মিশে না, এভয়েড করে , মানুষের কাছে তারা গ্রহণযোগ্য নন , এরকম অনেক সংকীর্ণতায় ভোগেন।



ঠিক এই জায়গাটাতেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করেন। আপনার চারপাশের ফ্যাশনেবল মানুষগুলোর দিকে তাকান। আপনি যেভাবে চিন্তা করছেন তারা সেভাবে করছেনা। আপনি যাদের কে অনেক বেশী জনপ্রিয়, সফল, ফ্যাশনেবল মনে করছেন তারা এসব আপনার মত করে ভাবেনি এবং দুশ্চিন্তা করেনি বলেই আপনার কাছে তারা আইডল । তারা সফল কেন জানেন?



কারন আমি প্রথমেই বলেছি " ফ্যাশন কিন্তু আপনার আভ্যন্তরীণ আপনার চেয়েও বেশি কিছু নয়"

আপনি বাস্তবিক যে রকম ঠিক সেভাবেই নিজেকে প্রকাশ করুন। আপনি যা করতে পছন্দ করেন সেটাই করুন। অন্যরা কি মনে করছে সেটা নিয়ে যদি কাজ না করার আগেই ভয় পান তবে আপনি কখনোই সফল হবেন না ।



এঞ্জেলিনা জোলি সম্পর্কে আপনি কি মনে করেন ? সে কি পৃথিবীর একমাত্র সুন্দরী , তার চেয়ে স্মার্ট ফ্যাশনেবল কি এ পৃথিবীতে আর কেউ নেই ? অবশ্যই আছে। কারণ আমরা তো পৃথিবীর সব মেয়েকে দেখিনি। সবাই তো আর নিজেকে মিডিয়ায় প্রকাশ করেনি। সে যখন হাসে তখন আমরা কেন মনে করি এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি ?



এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। কি করে উনারা সফল হয়েছেন ? কি এমন রহস্য ? হাজার হাজার কি এবং কেন এর একটাই উত্তর, তারা নিজের ভেতরের মানুষটির মধ্যে সেরাটা বের করতে পেরেছেন।



ইফ ইউ ওয়ানা চেঞ্জ ইউ, ইউর স্টাইল এন্ড ফাইন্ড ইউর ইনার বেষ্ট তবে নিচের স্টেপগুলো অনুসরণ করে খুব সহজেই আপনি নিজেকে অনেকের মধ্য থেকে পৃথক করতে পারেনঃ



১) আত্ম বিশ্বাসী হয়ে উঠুনঃ







শুধুমাত্র আত্নবিশ্বাসের অভাবে আপনি আপনার ভেতরের মানুষটিকে হারিয়ে ফেলছেন । আপনি আপনার চারপাশে যাদের আইডল মনে করছেন তাদেরকে আপনার চেয়ে অনেক স্মার্ট , অনেক ফ্যাশনেবল এবং আইডল মনে করছেন। আপনি মনে করছেন আপনি দেখতে অনেক বিশ্রী। অনেক কুৎসিত। এমন কেন মনে হয় জানেন? কারন তারা অনেক আত্নবিশ্বাসী , তারা আপনার মত এমন সংকীর্ণতায় ভোগেন না। আপনাকে আপনার নিজ অবস্থানে অনেক আত্নবিশ্বাসী হতে হবে। আপনি কি করেন , কি পড়েন , কি পছন্দ করেন এসব মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলুন। এসব নিয়ে চিন্তা করার কোন মানে হয়না। শুধুমাত্র নিজেকে ভালবাসুন এবং সব কিছু কনফিডেন্টলি করুন। কারন আপনি যদি অনেক সস্তা একটা ড্রেস পড়েন যা আপনার সাথে সুইটেবল না কিন্তু আত্নবিশ্বাসী হওয়ার কারণে সে সস্তা ড্রেসটিই বেষ্ট ওয়ান হয়ে উঠবে ।





২)আপনার নিজের চিন্তা চেতনা অভিব্যক্তি প্রকাশ করুনঃ



অন্যকে অনুসরণ করতে গিয়ে মানুষ তার আত্ববিশ্বাস হারিয়ে ফেলে। যদি আপনি আপনার স্টাইল পরিবর্তন করতে চান তবে আপনাকে আপনার চিন্তা চেতনা অন্যের কাছে প্রকাশ করতে হবে। ভাল জিনিষগুলো গ্রহণ করুন খারাপগুলো ত্যাগ করুন। আপনি আসলে কি করতে চান সেটা আপনার নোটবুকে নোট করুন। আপনার মনের কথাগুলো অন্যের কাছে প্রকাশ করুন।



কোন একটা স্টাইল খুব জনপ্রিয় এবং গ্রহণযোগ্যতা পেয়েছে কিন্তু তার মানে এই নয় যে আপনাকে সেটা অনুকরণ করতেই হবে। প্রথমে নিশ্চিত হোন আপনাকে সে স্টাইলে মানাবে কিনা নাকি অদ্ভুত দেখাবে। আপনার অনুভূতি অন্যের সাথে শেয়ার করুন।







৩) সব সময় হাসুনঃ



সব সময় হাসা মানে এই না যে আপনি অকারণে সব সময় হাসতে থাকবেন। যখন আপনি মানুষের সাথে মজা করবেন তখন একজন মজার লোক হিসেবেই নিজেকে প্রকাশ করুন। আপনাকে কষ্ট দেয় এরকম কিছু মনে না করার চেষ্টা করুন কারন ওসব মনে করে তো কোন লাভ নেই। ওসব আপনাকে কষ্টই দিবে সারাজীবন। সবসময় হাসি-খুশি হওয়াটা আপনাকে মানুষের খুব নিকটে নিয়ে যেতে সাহায্য করবে এবং আপনার মন ফ্রেশ করতে সাহায্য করবে।



মনে রাখবেন, " স্মাইল ইজ দ্যা অনলি ওয়ান থিং ক্যান বাই এভিরিথিং উয়িদাউট এ্যনি কস্ট "





৪) সবসময় সুখী হওয়ার চেষ্টা করুনঃ



যে কোন পরিস্থিতিতে, যে কোন সময়, যে কোন পরিবেশে সকলের সাথে খুশি হওয়ার চেষ্টা করুন। যদি আপনি কিছু হারিয়ে ফেলেন বা আপনার জীবন থেকে কোন মূল্যবান ব্যক্তি চলে যায় তার মানে হলো যা হারিয়েছেন তার চেয়েও ভাল কিছু পেতে যাচ্ছেন। আমাদের আশেপাশের মানুষজন চান আমরা যেন সব সময় তাদের সাথে হাসি-খুশি থাকি এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করি।



ফ্রেন্ডস , ফ্যামিলি এবং অন্যদের সাথে কিছু টাইম স্পেন্ড করুন। এবং তাদের কে বলুন তাদের সঙ্গ আপনাকে আনন্দ দিচ্ছে।



"দিস ইজ হাউ পিপল উইল গেট ক্লোজার টু ইউ এন্ড উইল ফাইন্ড ইউর বেস্ট "







৫)শারীরিক ও মানসিক ভাবে ফিট থাকুনঃ



আপনি যাদের কে অনেক ফ্যাশনেবল মনে করছেন তারা শারীরিক এবং মানসিক ভাবে যথেষ্ট ফিট। চেষ্টা করুন আপনার বডির একটা সুন্দর শেপ তৈরি করতে। প্রয়োজনে ডায়েট করুন এবং ব্যায়াম করুন। এটা খুব গুরুত্বপূর্ণ। কারন মানুষ প্রথমেই দেখবে আপনি শারীরিক এবং মানসিক ভাবে কতটা ফিট। তারপর তারা আপনার কাপড়ের দিকে এবং স্টাইলের দিকে নজর দিবে।







6. পরিষ্কার পরিচ্ছন্নতাঃ



পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ফ্যাশনেবল হওয়ার প্রশ্নে এটা খুব গুরুত্বপূর্ণ। নোংরা পৃথিবীতে আপনি আইডল হতে চাইলে পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার নেই। কিন্তু আপনি তো সেটা চান না। আপনি চান পরিষ্কার পরিচ্ছন্ন পৃথিবীতে নিজেকে একজন আইডল হিসেবে উপস্থাপন করতে। ঠিক না?



সো ইট ইজ দ্যা মেটার অফ কনসার্ন দ্যাট হাউ মাচ নীট এন্ড ক্লিন ইউ আর ।







৭) হেয়ার স্টাইলঃ



আপনার গেটআপ বা লুক পরিবর্তন করার জন্য হেয়ার স্টাইল খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন ড্রেসআপ করবেন আপনার চুলের দিকে নজর দিন। এখনকার হেয়ার স্টাইল আপনার ড্রেসের সাথে মানানসই কি? আপনি কি চান আপনাকে এমনই দেখাক ? যদি আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন তবে আপনার প্রিয় মানুষ বা প্রিয় বন্ধুর সাথে কথা বলে সিদ্ধান্ত নিন।



সম্ভব হলে হেয়ার স্পেশালিষ্টের সাথে কথা বলুন। বাইরে যাওয়ার সময় আপনার হেয়ার স্টাইল পরিবর্তন করার চেষ্টা করুন। এটা আপনার লুক পরিবর্তন করবে এবং আপনার মধ্যে একটা নতুনত্ব সৃষ্টি হবে।



"ড্রেসআপ উইথ আগলি হেয়ার মিন্স ইউ আর রিয়েলি আগলি। "







৮) টেক কেয়ার অফ ইউর স্কিনঃ



দি কন্ডিশান অফ ইউর স্কিন ক্যান চ্যাঞ্জ দ্যা হোল স্টেটমেন্ট অফ ইউ ।



আপনি যদি আপনার স্টাইল পরিবর্তন করে ফ্যাশনেবল হতে চান তবে প্রথমেই আপনাকে আপনার স্কিন সম্পর্কে অনেক সতর্ক থাকতে হবে। আপনার স্কিনের বর্তমান অবস্থা নোট করুন। যদি ভাল কন্ডিশনে না থাকে যত দ্রুত সম্ভব স্পেশালিষ্টের সাথে কথা বলুন। আপনার স্কিন ভাল না হলে আপনি ভাল কাপড় পড়লেও যেমন আপনাকে সুন্দর দেখাবেনা ঠিক তেমনই ভাল স্কিন হলে কম দামি ড্রেসেও আপনাকে অনেক স্মার্ট দেখাবে।



"ইট কোড বি কমপ্লিমেন্ট হোয়াটেভার ইউ আর ওয়েরিং "





৯) চুজ দ্যা বেষ্ট ড্রেসঃ



একটি ড্রেস সবাইকে মানায় না। মনে করুন আপনার বন্ধু খুব সুন্দর একটা ড্রেস পড়েছে যেটাতে তাকে অপরূপা দেখায় অনেক সুন্দর দেখায়। তার মানে এই না যে এটাই সবচাইতে সেরা ড্রেস এবং এটাতে আপনাকেও ভাল দেখাবে। তাই যখনই কাপড় কিনবেন বা ড্রেসআপ করবেন খুব ভাল একটা ড্রেস নির্বাচন করুন যে ড্রেসে আপনাকে মানাবে। অবশ্যই ক্লিন এবং ওয়েল আয়রন্ড হতে হবে। পুরনো কাপড় বা রঙ চটা কাপড় না পড়াটাই ভালো।



কোন পার্টি বা ফাংশানে বা যেকোনো জায়গায় যেতে সে জায়গার সময়, পরিবেশ, মানুষের মানসিকতা অনুসারে কোন ড্রেস পড়বেন সেটা মাথায় রাখতে হবে। কোন বন্ধুর জন্মদিনে যদি আপনি ডিজে পার্টির ড্রেস পড়ে যান তাহলে আপনাকে অদ্ভুত দেখাবে।



এটাও লক্ষ্য রাখতে হবে, যে ড্রেসটি আপনি পড়ছেন সেটা আরামদায়ক কিনা? আপনি অনেক ভাল একটা ড্রেস পড়ছেন কিন্তু সেটা আরামদায়ক না তাহলে সেটা আপনার পুরো লুকটাকে প্রভাবিত করবে, চেহারা মলিন করে দিবে। আপনার মনে হবে আপনাকে ভাল দেখাচ্ছেনা। চেহারার উপর মন খারাপের ছাপ পড়বে।







১০) টেক কেয়ার অফ ইউর নেলসঃ



নখ আপনার স্টাইলে অনেক সৌন্দর্য যুক্ত করতে পারে। প্রতি সপ্তাহে নখ কাটুন। যদি গেটআপের জন্য বড় নখ লাগে তবে এক্সট্রা নখ ইউজ করুন। নেল পলিস কিন্তু আপনার গেটআপের সাথে শতভাগ মানানসই হতে হবে।



পলিস ইউর নেল উইথ সুইটেবল কালার উইথ ইউর গেটআপ







১১) মেকআপঃ



আপনার পরিষ্কার এবং ভাল স্কিন থাকলে মেকআপ নিয়ে চিন্তা করার কোন দরকার নেই। যে কোন পরিবেশেই আপনি এডাপ্ট হতে পারেন। কিন্তু আপনি যখন কোন পার্টিতে যাবেন মেকআপ তখন খুব প্রয়োজনীয়।



হেভি মেকআপ এভয়ড করার চেষ্টা করুন। এটা স্কিনের জন্য ভাল নয়। একদিন নিজেকে সুন্দর লাগানোর জন্য পুরা স্কিন নষ্ট করবেন না। খুব বেশী প্রয়োজন না হলে হেভি মেকাআপ নিবেন না। কোন পরিবেশে কোন মেকআপ আপনাকে ভাল দেখাবে সেটা নির্বাচন করতে শেখার চেষ্টা করুন। সম্ভব হলে পার্টি মেকআপের জন্য পার্লারে যান ।







১২) জুতা, ঘড়ি , সানগ্লাস, পারফিউমঃ



জুতা, ঘড়ি , সানগ্লাস, পারফিউম স্টাইলের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা আপনার লুক পরিবর্তন করবে। মানুষ আগে আপনার জুতার দিকে তাকাবে তারপর আপনার লেভেল নির্ধারণ করবে। আপনার জুতা কম দামি হলেও অবশ্যই আপনার ড্রেসআপ এবং গেটআপের সাথে ম্যাচ হতে হবে। খুব সুন্দর এক জোড়া জুতা নির্বাচন করুন এবং সেটা পড়ে আপনি আরাম পাচ্ছেন কিনা?মানে জুতাটা কমফোর্টেবল কিনা সেটা ভাল ভাবে খেয়াল করুন। গেটআপের এবং জুতার সাথে ব্যাগ ম্যাচ করুন । ফ্যাশনের জন্য সানগ্লাস ইউজ করুন । রেব্যানের সানগ্লাস গুলো অনেক সুন্দর হয়। ১২০০০ টাকারমধ্যে পাওয়া যাবে এ ব্র্যান্ডের সানগ্লাস । ঘড়ি বা ব্রেসলেট ড্রেসের সাথে ম্যাচ করুন । কানের দুল ড্রেস এবং জুতার সাথে অবশ্যই ম্যাচ হতে হবে। আপনার পছন্দের পারফিউম ব্যাবহার করুন । সুইট স্মেল এট্রাক্ট দ্যা পিপল।







১৩) হ্যান্ড ব্যাগঃ



মেয়েদের ফ্যাশনের জন্য হ্যান্ড ব্যাগ খুবই গুরুত্বপূর্ণ। এটাও আপনার ক্লাস নির্ধারন করতে সাহায্য করবে।

It focuses on you how you are or what do you do.



সব হ্যান্ড ব্যাগ সবার সাথে ম্যাচ করেনা । আপনি যদি লম্বা হোন মানে ৫ ফুট ৬ ইঞ্চ এর উপরে হোন তবে বড় হ্যান্ড ব্যাগ ব্যাবহার করুন আর যদি এর চেয়ে কম হোন তবে মিডিয়াম আর যদি কিছুটা খর্বাকৃতির হোন তবে ছোট হ্যান্ড ব্যাগ ব্যাবহার করুন।







১৪) জুয়েলারিঃ



জুয়েলারি ছাড়া একটা মেয়ে পানি বিহীন সমুদ্রের মত। তাই এটাকে খুব গুরুত্ব দিতে হবে। সব সময় আপনার গেটআপের সাথে সিম্পল এবং সামান্য জুয়েলারি ইউজ করুন।



আপনার হ্যান্ডব্যাগে প্রয়োজনীয় কিছু জুয়েলারি রাখুন যেন আপনি যে কোন সময় সেগুলো ইউজ করতে পারেন।



সব সময় সাথে পানি এবং টিস্যু রাখুন যেন আপনি প্রয়োজনে ব্যাবহার করতে পারেন।



অবশ্যই সাথে পানি রাখুন। মিনারেল ওয়াটার পান না করে ফুটানো পানি পান করার চেষ্টা করুন। সাথে পানি রাখা খুব গুরুত্বপূর্ণ কারন আপনাকে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। অনেক সময় পানি পাওয়া যায়না। খুব বেশি তৃষ্ণা পেলে লুক পরিবর্তন হয়ে যায়। পানি আপনার স্কিন সতেজ রাখতে সাহায্য করবে।







১৫) সিলেক্ট দ্যা পারফেক্ট কালারঃ



প্রথমেই আপনি দেখতে কালো না ফর্সা সেটা মাথা থেকে ঝেড়ে ফেলুন । আপনি দেখতে কালো না সাদা সেটা কোন ব্যাপারই না। কিন্তু আপনাকে অবশ্যই কালার কম্বিনেশনে খুব ভাল জ্ঞান রাখতে হবে। যখনই আপনি গেটআপ নিবেন তখনি কালার কম্বিনেশনের ব্যাপারটা মাথায় রাখুন। যেমন আপনি কোন কালারের ড্রেস পড়ছেন? এটা ম্যাচ হয়েছে কিনা? এই ড্রেসের সাথে নখের এবং লিপস্টিকের কালার কেমন হওয়া উচিত। আপনার হেয়ার কালার করার প্রয়োজন আছে কিনা। এরকম প্রতিটা জিনিষ ভাল ভাবে খেয়াল করুন।





আপনার ড্রেসআপ এবং গেটআপের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে আপনি যদি খুব বেশী সিদ্ধান্তহীনতায় ভোগেন তবে আপনি আপনার পছন্দের সেলিব্রেটি বা তারকাদের অনুসরণ করতে পারেন ( তবে মনে রাখতে হবে ঐ সেলিব্রেটির স্টাইল আপনাকে মানাবে কিনা )।

প্রয়োজনে আপনার বন্ধুদের সাথে বা স্পেশালিষ্টের সাথে কথা বলে সিদ্ধান্ত নিন ।





বিল গেটস বলেছিলেন , " নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করোনা, যদি কর তবে তুমি নিজেকে অপমান করছ "



আপনার যা করতে ভাল লাগে তাই করুন । আপনার নিজের কাজ বা পেশাকে ভালোবাসুন। আপনার আশেপাশের লোকগুলোকে ভালোবাসুন এবং সব কিছুতে সুখী হওয়ার চেষ্টা করুন। বিনিময়ে আপনি সকলের ভালোবাসা অর্জন করতে সক্ষম হবেন এবং অতি তাড়াতাড়ি আপনি আপনার পরিচিত জনের কাছে হয়ে উঠবেন আইডল বা বিশেষ একজন।









প্রথম পর্ব - Click This Link (ছেলেদের জন্য)



ট্রান্সলেটেড ফম ইন্টারনেট ।



মন্তব্য ৯৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :P :P :P :P :P :P

মাশাল্লাহ...নখগুলা বড়ই সুন্দর।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঠিক আছে নখ গুলো আপনাকে দিয়ে দিলাম :)

২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৫

সায়েম মুন বলেছেন: নাইস। ভিন্নধর্মী পোস্ট। বেশ সময় নিয়ে লিখেছেন। বেশ লাগলো।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ প্রিয় সায়েম মুন । একটু সময় লেগেছে । ভালো থাকুন ।

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২২

ইমরাজ কবির মুন বলেছেন:
শিরোনাম ডেসিং ভাল্লাগতেসেনা, ড্যাশিং করে দেন ||

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দিয়েছি :) ধন্যবাদ পরামর্শের জন্য ।

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯

মাক্স বলেছেন: ভুল জায়গায় আইসি /:) /:)
১ম পর্ব দেইখা আসি!

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হে হে আপনার গার্ল ফ্রেন্ডের অথবা হবু বউয়ের কাজে লাগবে । তাকে বলবেন আমার সহব্লগার বিথি তোমার জন্য এ পোস্ট গিফট করেছে । পোস্ট পড়ে তিনি কি মন্তব্য করেছেন সেটা এ পোস্টের মন্তব্যের ঘরে লিখে যাবেন :)

৫| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্ট টা সম্ভবত মেয়েদের জন্য ! তবে জেনারেল পয়েন্ট গুলোতে আমি একমত ! আমি যথেষ্ট আত্নবিশ্বাসী ;) ;) ;) ;) B-) B-)
আর ব্যাক্তিত্ব ধরে রাখাটাও একটা ব্যাপার !
দুর্দান্ত শিক্ষামূলক পোষ্ট !

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ব্রো সুন্দর মন্তব্যের জন্য । ব্যক্তিত্ব ধরে রাখাটাই তো আসল ব্যাপার :)

৬| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই পোষ্ট শোকেস এ তুলে রেখে দিলাম। ভবিষ্যতে আপনাদের "ভাবি " হলে তাকে এটা দেখানো যাবে। প্রপার গাইড লাইন। হাহা!

পোষ্ট প্রেজেন্ট্রেশনটা ভালো লেগেছে। আপনার এই সিরিজটা বেশ ভালো। :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হে হে আপনার গার্ল ফ্রেন্ডের অথবা হবু বউয়ের কাজে লাগবে । তাকে বলবেন আমার সহব্লগার বিথি তোমার জন্য এ পোস্ট গিফট করেছে । পোস্ট পড়ে তিনি কি মন্তব্য করেছেন সেটা এ পোস্টের মন্তব্যের ঘরে লিখে যাবেন :)

৭| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্টে 3য় ভাল লাগা ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় ব্লগার ।

৮| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্টে 3য় ভাল লাগা ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আবারো ধন্যবাদ ।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


এই পর্বটি আমার জন্য নহে আগের পর্বে চলে যাওয়াই উত্তম।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হে হে আপনার গার্ল ফ্রেন্ডের অথবা হবু বউয়ের কাজে লাগবে । তাকে বলবেন আমার সহব্লগার বিথি তোমার জন্য এ পোস্ট গিফট করেছে । পোস্ট পড়ে তিনি কি মন্তব্য করেছেন সেটা এ পোস্টের মন্তব্যের ঘরে লিখে যাবেন :)

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: ভুল জায়গায় চইলা আইছি । যাই ছেলেদেরটা দেখি গিয়ে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হে হে আপনার গার্ল ফ্রেন্ডের অথবা হবু বউয়ের কাজে লাগবে । তাকে বলবেন আমার সহব্লগার বিথি তোমার জন্য এ পোস্ট গিফট করেছে । পোস্ট পড়ে তিনি কি মন্তব্য করেছেন সেটা এ পোস্টের মন্তব্যের ঘরে লিখে যাবেন :)

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১১

*কুনোব্যাঙ* বলেছেন: ফ্যাশন সচেতন পোষ্ট। অনেকেই বলে পোষাকে নাকি মানুষের পরিচয় নয়। কিন্তু আমি কথাটা মানিনা। আমার ধারণা মানুষের পোষাক এবং ফ্যাশন তার ভাবনা চিন্তা মানসিকতা সাবাজিক ও পারিবারিক পরিবেশ অনেক কিছু প্রকাশ করে। অবশ্য শেখ সাদীর মত এত বড় মাথা হলে তখন সেটা ভিন্ন। আমাদের আম জনতার জন্য নিজস্ব ফ্যাশন পোষাক এসব অবশ্যই গুরুত্বপূর্ণ।

যদিও ফেমিনা পোষ্ট তবুও সুন্দর ফ্যাশনেবল এবং পরিশ্রমী পোষ্টটি অনেক ভালো লাগল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ কুনোব্যাঙ সুন্দর মন্তব্যের জন্য :) ভালো থাকুন ।

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৯

অলওয়েজ ড্রিম বলেছেন: মেয়েদের জন্যই লিখলেন?

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ছেলেদের জন্যও লিখেছি তো । আপনার গার্ল ফ্রেন্ড বা বউ বা হবু বউ এর কাজে লাগবে :) ছেলেদের জন্য প্রথম পর্ব দেখুন ।

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এসব করার টাইম নাই, টাকাও নাই।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মেয়েদের এসব করার টাইম থাকবেনা এটা আসলে বিশ্বাস যোগ্য না :) আর তোমার টাকা না থাকলে তো যারা এসব করে তাদেরকে তো ফকিরই বলা যায় :)

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৪

হৃদয় রিয়াজ বলেছেন: পোস্ট ভাল লাগল। মাগার ১২০০০ টেকার সানগ্লাস!! মাইরালা কেউ আম্রে মাইরালা :D :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: যদি আপনার সামর্থ থাকে তবে কিনবেন না থাকলে সামর্থের মধ্যেই কিনতে পারেন । ৫০০ টাকা দিয়ে খুব সুন্দর সানগ্লাস পাওয়া যায় । কিন্তু ব্রান্ডের পড়লে গেটাপের মধ্যে একটা ভাব আসে আর কি । ব্রান্ডের সানগ্লাস চেহেরা এবং গেটাপের উপর একটা প্রভাব ফেলবে যা আপনাকে অনেকের মধ্য হতে পৃথক করতে সাহয্য করবে , ধন্যবাদ :)

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫১

প্রিন্স হেক্টর বলেছেন: :|| :|| :|| B:-) B:-) B:-) :-B :-B :-B :-B B:-/ B:-/ B:-/



:!> :#> :> :>

লাভ দেম B-)) B-)) B-))

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ;) ;) ;) ;)

১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৭

মামুন রশিদ বলেছেন: জেনে রাখলাম । মেয়েদের স্মার্টনেস নিয়ে উপদেশ বিলাতে পারব :P

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: যাদের উপদেশ দিবেন তাদেরকে বলবেন আমার কাছ থেকে শিখছেন।

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: উপস্থাপনা ভাল লেগেছে । ভাল পোস্ট । বিয়া করলে বউকে দেখানো যাবে !

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ । বউকে দেখানোর পর তিনি কি বলেছেন সেটা মন্তব্যের ঘরে লিখে যাবেন :)

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

শাহরিয়ার খান রোজেন বলেছেন: সবতো দেখি মেয়েদের জন্য, ছেলেপেলেরা কি করবে?

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ছেলেদের জন্য প্রথম পর্ব দিয়েছি তো :) আর ছেলেপেলেদের নিশ্চয় গার্ল ফ্রেন্ড বা বউ বা হবু বউ আছে । তাদের কাজে লাগবে বলে আশা করছি :)

১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: রঙ এনট্রি মাইরেছি। ছেলেদের জন্য আরেকটা পোস্ট আছে সেটা আগে বুলবেন না!!

কি কি সব পড়লাম!! তবে কষ্ট করে লিখছেন কিন্তু :) :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ছেলেপেলেদের নিশ্চয় গার্ল ফ্রেন্ড বা বউ বা হবু বউ আছে । তাদের কাজে লাগবে বলে আশা করছি :)

ধন্যবাদ :)

২০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

সিস্টেম অ্যাডমিন বলেছেন: " নিজের চাহিদা গুলিকে লাগাম দিন ।"

"ভোগ্য বস্তুর দিক থেকে মনকে মাঝে মাঝে দূরে রাখার চেষ্টা করুন ।"

" নিজের মধ্যে থাকা কর্তাকে বলুন , আমি কেউ নই তিনিই কর্তা আমি অকর্তা "

সংযম ই একমাত্র শান্তির চাবিকাঠি বলে মনে করি ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: চাহিদা লাগাম দেওয়া মানে আপনি কি বুঝিয়েছেন আমি ঠিক বুঝতে পারছিনা ।

পরিষ্কারপরিছন্নতা কিন্তু ঈমানের অঙ্গ।

মনে করুন আপনার ২০০ টাকা দিয়ে একটা শার্ট ৩০০ টাকা দিয়ে একটা পেন্ট ও এক হাজার টাকা দিয়ে একজোড়া জুতা কিনার সামর্থ আছে ।

এখন আপনি যদি শার্ট বা পেন্ট এবং জুতা যদি আপনার বডির সাথে ম্যাচ করে পারফেক্ট কালার নির্বাচন করেন , শার্ট-পেন্ট যদি ওয়েল আইরন্ড হয় , জুতা জোড়া যদি ওয়েল পলিশড হয় , নখ গুলো যদি কাটা এবং ক্লিন হয় , চুল গুলো যদি ক্লিন এন্ড ওয়াশ করে ক্রিম অথবা জেল দিয়ে দিয়ে যদি সুন্দর করে চেহেরার সাথে ম্যাচ করে সেটাপ করেন্তাহলেই কিন্তু আপনাকে অনেক হ্যান্ডসাম দেখাবে ।

সযম তো অবশ্যই করতে হবে । ফ্যাশানেবল ও স্টাইলিশ হওয়া মানে অসংযত হওয়া ?

আমি আমার পোস্টের শুরুতেই বলেছি-
" প্রথমেই বলে রাখি স্মার্টনেস মানেই নোংরামী নয় , স্মার্টনেস মানেই অশালীন পোশাক পড়ে শরীর প্রদর্শন নয়, স্মার্টনেস মানে সুশীল হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান কুরআনকে অপমান করা নয়, স্মার্টনেস মানে সুশীলতার মুখোশ পড়ে শুধুমাত্র একটি বিশেষ ধর্মাবলম্বীদের অপমান করে অন্য সব ধর্মীয় লোকের কাছে ভাল ও গ্রহনযোগ্য হওয়ার জন্য সুশীলতার নামে ভন্ডামী করা নয়।

বরং পৃথিবীর সকল পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে সকল মানুষকে সম্মান করা পূর্বক সকল প্রকার মানুষের কাছে নিজেকে গ্রহনযোগ্য করে তোলা ও নিজেকে সকলের মধ্য থেকে পৃথক করে তোলার নামই হলো স্মার্টনেস "

ধন্যবাদ মন্তব্যের জন্য । ভালো থাকুন সবসময় ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দুঃখিত পরিচ্ছন্নতা বানান ভুল হয়েছে । :(

২১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: +++++++++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ বাবু>বাবুয়া>বাবুই

২২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

একজন আরমান বলেছেন:
বউরে এই পোস্ট পইড়া শুনামুনে। :-< :-< :-B

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ । বউকে পড়ে শুনানোর পর তিনি কি বলেছেন সেটা মন্তব্যের ঘরে লিখে যাবেন :)

২৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

খাটাস বলেছেন: একজন সম্পূর্ণ মানুষ, একটা সম্পূর্ণ মানসিকতা- যা সামনের জনের দৃষ্টি ভঙ্গিতে মুল্লায়িত হয়। এজন্য নিজের মুল্লায়ন এ নিজের দৃষ্টি ভঙ্গি কত টা সামাজিক রুচি সম্মত তা একটা গুরুত্ত পূর্ণ ব্যাপার।
ভুল জায়গায় আসলে ও অনেক ভাল পোস্ট। ++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: একজন সম্পূর্ণ মানুষ, একটা সম্পূর্ণ মানসিকতা- যা সামনের জনের দৃষ্টি ভঙ্গিতে মুল্লায়িত হয়। এজন্য নিজের মুল্লায়ন এ নিজের দৃষ্টি ভঙ্গি কত টা সামাজিক রুচি সম্মত তা একটা গুরুত্ত পূর্ণ ব্যাপার।

সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ খাটাস ।

আসলে পরিবর্তিত পৃথিবীতে নিজেকে আগের জায়গায় স্থির করে রাখলে চলেনা । যুগের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নিতে হয়।

তবে ফ্যাশানেবল বা স্মার্ট হওয়া মানে বেহায়াপনা নয় । উগ্রতা নয় এটাও খেয়াল রাখতে হবে । ভালো থাকুন সবসময়।

২৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

খাটাস বলেছেন: একজন সম্পূর্ণ মানুষ, একটা সম্পূর্ণ মানসিকতা- যা সামনের জনের দৃষ্টি ভঙ্গিতে মুল্লায়িত হয়। এজন্য নিজের মুল্লায়ন এ নিজের দৃষ্টি ভঙ্গি কত টা সামাজিক রুচি সম্মত তা একটা গুরুত্ত পূর্ণ ব্যাপার।
ভুল জায়গায় আসলে ও অনেক ভাল পোস্ট। ++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ।

২৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

অদ্বিতীয়া আমি বলেছেন: :-B :-B
ভাল ভাল কিছু পয়েন্ট বলেছো আপু , সুন্দর উপস্থাপন ,

তবে স্মার্টনেস এক ধরণের বিহেবিয়্যার , গেট আপ যাইহোক না কেন , আত্ম বিশ্বাসের সাথে সেটা ক্যারি করতে পারাই আসল ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ প্রিয় অদ্বিতীয়া আমি।

স্মার্টনেস ইজ এ কম্বিনেশান অফ নলেজ এন্ড পারসোনালিটি। হেয়ার পারসোনালিটি ডীলস উয়িথ এপ্লিকেশান অফ নলেজ ইন দা রাইট ডাইরেকাশান , এসেসিং দ্যা সিসুয়েশান এন্ড হ্যান্ডলিং মেটারস এফিসিয়েন্টলি। এ স্মার্ট পারসন ইজ ওয়ান হু মেকস দ্যা রাইট মোভস অফ স্টে এহেড ইন লাইফ । :)

২৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
simply the best

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: থ্যাংক্স এলট ব্রো ।

২৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২

বাংলার হাসান বলেছেন: ++++++++++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ বাংলার হাসান ।

২৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫১

দি সুফি বলেছেন: প্রথম পর্ব - Click This Link (ছেলেদের জন্য)

এই লাইনটা পোষ্টের শুরুতে লিখলে দোষ হইত কি?? X(( X((

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শেষে দিলে সমস্যা কি সুফি সাব !!!!

২৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩

মনিরা সুলতানা বলেছেন: " নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করোনা, যদি কর তবে তুমি নিজেকে অপমান করছ "
সর্ব সাকুল্যে কথা কিন্তু এই একটাই ...
পোস্ট ভাল লেগেছে ...। :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ আপু :)

৩০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬

নতুন বলেছেন: । রেব্যানের সানগ্লাস গুলো অনেক সুন্দর হয়। ১২০০০ টাকারমধ্যে পাওয়া যাবে এ ব্র্যান্ডের সানগ্লাস ।

যদি শুধু মাত্র সানগ্লাসের জন্য ১২ হাজার খরচা হয়>>

তবে? ঘড়ির জন্য রোলেক্স $$$$ ?

জুতার জন্য $$$$ ??

ব্যগের জন্য Louis Vuitton $$$$ ??

পারফিউমের জন্য N°5 - Chanel ??

আমার মনে হয়... :) স্মাট হবার জন্য সুন্দর মানান সই পোষাখ দরকার.... দামি না..

বাংলাদেশে ১২০০০ টাকা দিয়া রেব্যান কিনা কয়টা ছেলে স্মাট হইতে পারবো তাই চিন্তা করছি.. :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: স্মার্ট হবার জন্য সুন্দর মানান সই পোষাক দরকার... একমত ।
তবে ব্রান্ডের পরলে গেটাপে একটা আলাদা ভাব আসে ।

১২০০ টাকা দিয়েও সুন্দর সানগ্লাস পাওয়া যায় । সামর্থ্যের মধ্যে বডি স্ট্রাকচারের সাথে মানানসয় গেটাপ নেওয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে পোষ্টে

সানগ্লাস ছাড়াও আরো অনেক কিছুর কথা বলা আছে পোষ্টে :)

৩১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭

নতুন বলেছেন: আপনার পোস্টের সানগ্লাসের জন্য রেব্যানের ১২০০০ টাকা ছাড়া

আর সবটুকুর সাথে একমত.... +++

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ১২০০ টাকায় ভালো সানগ্লাস পাওয়া যায় :)

ধন্যবাদ :)

৩২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০

টুম্পা মনি বলেছেন: অনেক ভালো পোষ্ট। এই বৈশিষ্ট্যগুলার মধ্যে সব সময় দাঁত দেখানো মানে হাসা গুণটা আমার মাঝে ভালো আছে। অবশ্য অন্যান্যগুলাও আছে। :P

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম আগেই ধারনা করেছিলাম আপনি হাসি-খুশি টাইপ একজন হবেন এখন নিশ্চিত হলাম । হাসলে আসলেই মানুষকে অনেক সুইট এন্ড কিউট দেখায় । অন্যান্য গুলোও যে আছে সে ব্যাপারেও আমার কোন সন্দেহ নেয় :)

ধন্যবাদ টুম্পামনি :)

৩৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২১

বটবৃক্ষ~ বলেছেন: মেলা কিসু শিখলাম!! :) :) :)

আমি আবার খুব ব্যাকডেটেড!! ;) ;) :P

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ । কি বলেন আপনার ফেবু এক্টিভিটিস তো অনেক স্মার্ট । :) মজা লন না ? :)

৩৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

মুজাহিদুল ইসলাম বলেছেন: পোষ্টের সবি ঠিক আছে, শুধু মডেল এবং ব্যবহার্য জিনিস গুলো সুন্দর ও দামী হয়ে গেসে। এই মডেল দের এমনিতেই সুন্দর লাগে। বাকি টা ঠিক আছে। তবে আমি অদ্বিতীয়া আমি'র সাথে একমত যে, স্মার্টনেস এক ধরণের বিহেবিয়্যার, গেট আপ যাইহোক না কেন , আত্ম বিশ্বাসের সাথে সেটা ক্যারি করতে পারাই আসল স্মার্টনেস।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সঙ্গত কারনেই মডেলদের সবসময় দামী হতে হয় । আর মডেল হলেই দামী জিনিষ গুলো ফ্রীতে পাওয়া যায়।

ঐ মডেলরা একসময় আমার এবং আপনার মত নরমাল ছিলেন । কিন্তু তারা আত্নবিশ্বাসের সহিত নিজের ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলেছেন।



" ফ্যাশন কিন্তু আপনার আভ্যন্তরীণ আপনার চেয়েও বেশি কিছু নয়"

আপনি বাস্তবিক যে রকম ঠিক সেভাবেই নিজেকে প্রকাশ করুন। আপনি যা করতে পছন্দ করেন সেটাই করুন। অন্যরা কি মনে করছে সেটা নিয়ে যদি কাজ না করার আগেই ভয় পান তবে আপনি কখনোই সফল হবেন না ।

এঞ্জেলিনা জোলি সম্পর্কে আপনি কি মনে করেন ? সে কি পৃথিবীর একমাত্র সুন্দরী , তার চেয়ে স্মার্ট ফ্যাশনেবল কি এ পৃথিবীতে আর কেউ নেই ? অবশ্যই আছে। কারণ আমরা তো পৃথিবীর সব মেয়েকে দেখিনি। সবাই তো আর নিজেকে মিডিয়ায় প্রকাশ করেনি। সে যখন হাসে তখন আমরা কেন মনে করি এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি ?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: যাই হোক মাইন্ড টাইন্ড করিয়েন না আবার :) হ্যাপি ব্লগিং :)

৩৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর পোষ্টে ++++++++

আসলেই ফ্রেস থাকাটা সবসময় দরকার।।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সোনালি ডানার চিল ।

একদম ঠিক বলেছেন ।

৩৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সত্যি টাকা টাইম কোনোটাই নাই। টাকা থাকলে ট্রাই করতাম। একবার নেইল পলিশ দেয়ার চেষ্টা করেছিলাম, অনেক খারাপ অবস্থা হয়েছিল, পরে রিমুভার দিয়ে তুলতে হয়েছিল। এসব ব্যান্ডের জিনিস কিনার টাকা নাই। আর আমার ইচ্ছাটা খুবই কম। আমার আম্মু অনেকবার ট্রাই করেছে আমাকে 'ফ্যাশোনেবল' বানাতে। কাজ হয় নি :P

'জুয়েলারি ছাড়া একটা মেয়ে পানি বিহীন সমুদ্রের মত।' আমি জুয়েলারি পড়ি না :| :| :| :| :| :|

পোষ্ট কিন্তু অনেক সুন্দর হয়েছে।

আমার এক ক্লাসমেট একবার বলে, সে এসবের পিছনে মান্থলি $৫০০ খরচ করে :|

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কি বল এগুলো কিউটি একটা :)

তুমি এমনিতেই অনেক স্মার্ট , সেজন্য দরকার হয়না আর কি :)

৩৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০

গ্রীনলাভার বলেছেন: আহেম। ফটুগুলা মনে ধরছে। :#)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :| :| :| :| :|

৩৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর পোষ্ট ।
ভবিষ্যতে কাজে লাগলেও লাগতে পারে । যদি কপালে থাকে আর কি। :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ । আশা করছি কাজে লাগবে :)

৩৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

মাহবু১৫৪ বলেছেন: +++++++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ :)

৪০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

একজন আরমান বলেছেন:
আগে বিয়ে তো করি ! :-< :-< :-<
মেয়ে খোঁজা শুরু করেন !! /:) /:) /:)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কি রকম মেয়ে লাগবে বিবরন দেন ব্রো :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :)

৪১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ভাল্লাগসে!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধৈন্যা :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ৩য় পর্বের অপেক্ষায় থাকুন :)

৪২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

জুন বলেছেন: বিথী আপনার এই পোষ্ট আমি পড়েছি ব্লগে দেয়ার সাথে সাথেই । কাজেও লাগিয়েছি পেয়াজ আর লেবুর রসের টিপস। দারুন সুফলও পেয়েছি। কিন্ত আমার আর আসা হয়না আপনাকে ধন্যবাদ দেয়ার জন্য পারিবারিক ব্যাস্ততায়।
অসম্ভভ কাজের একটি পোষ্ট তাসনুভা বিথী। কিন্ত না পারছি প্লাস দিতে না পারছি প্রিয়তে নিতে। কোন বাটনই কাজ করছে না :(
+

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ জুন আপু। আপনার মন্তব্য আমাকে অনুপ্রানিত করেছে।

চুল পড়া বন্ধ করতে এবং চুল সুন্দর করতে পেয়াঁজ আর লেবুর রসের টিপসটি আসলেই খুব কার্যকর। আমি নিজে পরীক্ষা করে নিশ্চিত হয়ে তারপর পোস্ট দিয়েছিলাম। লাইক দেওয়া না গেলেও মনে হয় প্রিয়তে নেওয়া যাচ্ছে। আশা করছি সামু তাড়াতাড়ি এ সমস্যার সমধান করবে।

আমার এপোস্ট যদি আপনার একটুকুও উপকার করে তবে পোস্টটি লেখা সার্থক হবে :)

ভালো থাকুন প্রিয় আপু । অনেক অনেক শুভ কামনা।




১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মজিলা থেকে + দেওয়া যাচ্ছে । মজিলা ইউজ করেন আপু ।

৪৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পোস্টটা ৩য় পর্ব প্রকাশ করা হবে এই সপ্তাহেই :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ??

৪৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫

আরজু পনি বলেছেন:

আপনি বাস্তবিক যে রকম ঠিক সেভাবেই নিজেকে প্রকাশ করুন। আপনি যা করতে পছন্দ করেন সেটাই করুন। অন্যরা কি মনে করছে সেটা নিয়ে যদি কাজ না করার আগেই ভয় পান তবে আপনি কখনোই সফল হবেন না ।
....ইয়েসসস ম্যাম :D


দারুণ পোস্ট ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

৪৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪০

মোকারম হোসাইন বলেছেন: খুব সুন্দর পোস্ট অনেক ভালো লাগল। স্মার্ট হবার জন্য এই টিপসটিও মনে হয় অনেক ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.