নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।

তাসনুভা সাখাওয়াত বীথি

"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল"

তাসনুভা সাখাওয়াত বীথি › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার ইন এ আগষ্ট মাসে প্রকাশিত ফিচার সমুহের সংকলন

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

হ্যালো ডিয়ার ব্লগারস এন্ড ভিজিটরস !! শুভ দুপুর।



এবারের সংকলনের পোস্টে কিছু কথা বলতে ইচ্ছুক। অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করি অনেকেই সংকলন পোস্ট নিয়ে বিরক্ত প্রকাশ করেন। অনেককে সমালোচনা করতেও দেখা যায়। অনেককে এমন কথা

বলতেও দেখা যায় যারা সংকলন করেন তারা নাকি হিটের নেশায় সংকল পোস্ট লিখেন !! যা সত্যি কষ্টদায়ক।



ব্লগাররা ব্লগে লেখার কারনে টাকা পায় ? অথবা ব্লগে লেখার মাধ্যমে কেউ কি তার ক্যারিয়ার গড়তে পারে ? অথবা ব্লগে লিখে কি কেউ সংসার চালান ?



এককথায় না । তাহলে কেন লিখেন ?



শুধু মাত্র আনন্দের জন্য।



যারা ব্লগে নিয়মিত সংকলন পোস্ট লিখছেন তাদের মধ্যে আমি ছাড়া অন্যরা যথেষ্ট হিট এবং পরিচিত। তাহলে নতুন করে হিটের দরকার কি !!



আমিতো মনে করি যারা ১৮+ পোস্ট লিখেন এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে্ন বা রাজনৈতিক ক্যাচালযুক্ত পোস্ট লিখেন তারাই হিটের জন্য এসব পোস্ট লিখেন।



একটা সংকলন পোস্ট রেডি করতে কত কষ্ট হয় সেটা এখন পর্যন্ত যারা সংকলন করেছেন তারা ছাড়া আর কেউ জানার কথা না । এটা খুব পরিশ্রমের একটা কাজ।



আমাদের এপোষ্টে এত কষ্ট করে আগষ্ট মাসের সবগুলো ভালো পোস্ট একসাথে করে পাঠককে পড়ার সুযোগ করে দেওয়ার অপরাধে যদি কথা শুনতে হয় তাহলে নিজের কাছে খুব খারাপ লাগবে।



সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল যাদের পোস্ট এত কষ্ট করে সংকলন করা হয় তারাও জানেন না যে কেউ একজন তাদের পোস্ট সংকলন করছে ।



প্রিয় ব্লগারস , প্রশংসা না করুন অন্তত প্লিজ সমালোচনা করবেননা। কারন এতে করে যারা সংকলনের সাথে জড়িত তাদের মনোবল নষ্ট হয়ে যায়।



সাধ্যমত চেষ্টা করেছি সবগুলো ভালো পোস্ট সংকলন করতে । এরপরো যদি কারো পোস্ট বাদ পড়ে তাহলে সেটার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি । কারন আমরাও মানুষ । আমাদেরও ভুল হতেই পারে। :)





তো দেখা আগস্ট মাসের ফিচার সমুহঃ



ঘটনা প্রবাহ - বহির্বিশ্ব



দি প্যালেস্টাইন (পার্ট-৪) - বাংলাদেশী দালাল



সিরিয়াতে কি হচ্ছে - ম্যঙ্গোপিপল







ঘটনা প্রবাহ – জাতীয়



এইচ.এস.সি রেজাল্ট ২০১৩ ও শিক্ষাবোর্ডের প্রহসনঃ আমার ভবিষ্যৎ নিয়ে কোন রাজনীতি করবেন না। - তানজিয়া মোবারক মণীষা



এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি, সকল রোহিঙ্গার রানী সে যে বাংলাদেশীদের বধ্য ভূমি।জেনে নিন কেন আমরা নিকৃষ্ট এক... - জীনের বাদশা



আপনি কি বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন ? (আপডেটেড) - লেখাজোকা শামীম



ছিটমহল সমস্যা: আদি থেকে বর্তমান, সমাধান নেই!! - রেজা ঘটক



রামপাল বিদ্যুৎকেন্দ্রটি যেভাবে সুন্দরবন ধ্বংশ করবে, যেভাবে আর্থিক ক্ষতি করবে এবং বিদ্যুতের সম্ভাব্য নিরাপদ ও লাভজনক উৎস যা হতে পারে - ও.জামান







সচেতনতামূলক



অজ্ঞতা গোপন করবার মতো বিষয় নয় - জুলিয়ান সিদ্দিকী



ঈদ বাজার সতর্কতা: আপনারা প্রস্তুত তো? - অন্যমনষ্ক শরৎ



আধুনিক ব্যস্ত বাবা-মা’রা! প্লীজ বাচ্চা কে সময় দিন !!! - তোমোদাচি



আপনারা কি জানেন পানির ট্যাপের মুখ ৫ মিনিট খুলে রাখলে যে শক্তি ব্যয় হয় তা দিয়ে ৬০ ওয়াটের একটি বৈদ্যুতিক... - মোস্তফা কামাল পলাশ



ফোন ফ্রড - শিকার হতে পারেন আপনিও - রাগিব



নিজ ঘরেই যৌন নিপীড়নের শিকার বাংলাদেশের শিশু মেয়েরা(১৮+) - রয়াজ







ধর্ম



হুমায়ূন আহমেদ এবং হুমায়ূন আহমেদের নবীজি দ. - গোলাম দস্তগীর লিসানি



নামাজ, শুদ্ধভাবে নামাজ এবং নামাজের পদ্ধতি নিয়ে ইদানীংকার অস্বস্তিকর অস্পষ্টতা ১ - গোলাম দস্তগীর লিসানি



যে ব্যক্তি রমজান মাসের রোজা পালনের পর শাওয়াল মাসে ৬টি রোজা রাখবে, সে যেন সারা বছরই রোজা রাখল। - বাংলাদেশী দালাল



ইখলাসঃ ইবাদতের প্রাণ - তৌহিদুল ইসলাম তানিন



জুম’আর দিনের কিছু প্রয়োজনীয় আমল - নূর আদনান



শুভ জন্মাষ্টমী । - সুমন কর







জীবন-দর্শন



মারফি’স ল’ - মোঃ ইসহাক খান



ভাল কাজ করতে নেই মানা ! - রিয়াজ৩৬



অনুপ্রেরনাঃNick Vujicic - নাফিস সাদিক শাতিল







স্মরণীয়-বরণীয় যারা



আলবার্তো মোরাভিয়াঃ সামাজিক বিচ্ছিন্নতা, প্রেম ও যৌনতা এবং অস্তিত্ববাদী কথাসাহিত্যিক। - নাহিদ তানভীর



টমাস আলভা এডিসন ১৮৪৭-১৯৩১ - ইরফান আহমেদ বর্ষণ



যদ্যপি আমার গুরু ... - মুনির হাসান



বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭২তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি - কোবিদ



বোহেমিয়ান বাউল চিত্রশিল্পীর সান্নিধ্যে - গোর্কি



আমাদের চলচ্চিত্রের এক অনন্য নক্ষত্র তারেক মাসুদ - আমিনুর রহমান



তোমরা কি ভুলে গেছো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে ! - একজন আরমান



বিনম্র শ্রদ্ধা জহির রায়হানের জন্মদিনে - banglar_hasan



লোকসঙ্গীত সম্রাট আব্দুর রহমান বয়াতির ‘দেহঘড়ির’ অবসান: শ্রদ্ধাঞ্জলি - মাঈনউদ্দিন মইনুল



বাংলা মায়ের সোনার ছেলে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর প্রয়াণ দিবসে তার প্রতি বিনম্র শ্রদ্ধা। - দিকভ্রান্ত*পথিক



বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক এবং খ্যাতিমান রুশ লেখক ল্যেভ তল্‌স্তোয়ের জন্মদিনে শুভেচ্ছা - কোবিদ



আমাদের চেতনায় বড় বেশী প্রয়োজন নজরুল কে আজ । জাতীয় কবির স্মরণে , শ্রদ্ধা , ভালোবাসা - মনিরা সুলতানা







বিজ্ঞান ও প্রযুক্তি



IDM'কে বোকা বানিয়ে অফিসের পিসিতে ডাউনলোডরত ইনকমপ্লিট ফাইল বাড়ীর পিসিতে Resume করুন.. শুধু কপি পেস্ট করে... - মোঃ আতিকুর রহমান



এটম বোমা আবিস্কারের ইতিহাস ( পর্ব-৮) - ডাঃ নাসির



কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের কিছু অলিখিত আইন (পর্ব -১) যা আপনাকে জানতেই হবে - হাসানুজ্জামান তালুকদার শিমুল



হারিয়ে যান Font-এর রাজ্যে (পরিচিত বিভিন্ন ব্র্যান্ডের লোগোতে ব্যবহৃত ফন্ট ও ডাউনলোড লিংক - নাফিস ইফতেখার



ব্যান্ডউইথ, সময় আর টাকা গাছে ধরে না - আসুন সবগুলোই বাঁচাই (অনলাইন ভিডিও ডাউনলোডের যুগান্তকারী পদ্ধতি) - নাফিস ইফতেখার



ওয়েব দুনিয়ার নতুন চমক, এবার বাংলা ভাষায় ডোমেইন রেজিস্ট্রেশান এর অপেক্ষা! - নাছির হাসান







গণিত



গনিতের শুরু এবং মিসরীয় রুপকথা - নুর ফ্য়জুর রেজা







টুকিটাকি



দুনিয়ার বিখ্যাত কয়েকজনের ব্যাক্তিগত পাসপোর্টের ছবি- দুর্লভ জিনিস - ঢাকাবাসী



ব্যাঙের ছাতা ....... - আহমেদ জী এস



আসক্তি সৃষ্টিকারী ২২টি উপকারী ওয়েব সাইট - রামন



আলাদা ধরনের প্রিয় পোস্ট গুলো ; সেই সাথে সবাইকে ঈদ মোবারক ( ঈদ পোস্ট )... - না পারভীন



আমার প্রিয় জাফর ইকবাল স্যার এর বইসমূহের তালিকা - Kawsar Siddiqui



যে কথা হয়না বলা - নেতাজী



বাংলাদেশের হাওড় মনষ্টার - মুরশীদ



◙◙◙ IELTS এর A to Z সমাধান ◙◙◙ - চিরতার রস



ঢাকার সিনেমা হলঃ ঠিকানা, সিডিউল,টিকেটমুল্য,সকল সুযোগ সুবিধার বিস্তারিত তথ্য- পর্ব-১ - দিপ



আমার প্রিয় জাফর ইকবাল স্যার এর বইসমূহের তালিকা :) - Kawsar Siddiqui



টুথপেস্ট শুধু দাঁত পরিস্কার করেনা। দেখুন আপনার আর কি কি কাজে লাগে টুথপেস্ট। - সুফিয়া



মিসেস খনা ও তাঁর বচনসমূহ। - মাথাল



শখ যখন ডাকটিকেট সংগ্রহ - কান্ডারী অথর্ব



হয়ে উঠুন স্মার্ট ফ্যাশানেবল , কিউট সুইট এন্ড ড্যাশিং ( ২য় পর্ব) - তাসনুভা সাখাওয়াত বিথি







রান্নাবান্না-রেসিপি



কিছু প্রিয় খাবারের রেসিপি - রাজীব নুর



ব্লগে আজকাল মন খুলে কিছু লেখার ভরসা পাচ্ছিনা/:) তাই জেনে নিন ঘরে বসে মিষ্টি দই বানানোর ঝটপট সহজ উপায় (সচিত্র)ঃ না পড়লে মিস - এম ই জাভেদ







সংস্কৃতি - সাহিত্য, সংগীত, শিল্পকলা, নাটক ও চলচ্চিত্র





♣ভাবনার জগতকে নাড়িয়ে দেয়া ঋতুপর্ণ ঘোষের সিনেমাগুলো-প্রথম কিস্তি♣ - আরজুপনি



ছন্দের ক্লাস: যারা কবিতার ছন্দ শিখতে চান তাদের জন্য অবশ্য পাঠ্য - ২ - অলওয়েজ ড্রিম



এনিম কেরেক্টার রিভিউঃ মাকুনৌচি ইপ্পো - একজন প্রেরনাদায়ী চরিত্র - মোঃ আসিফুল হক



পুলিৎজার পুরস্কার ও পাঁচটি ছবির পিছনের গল্প... - ত্রিভকাল



রিভিউঃ কয়েকজন শার্লক হোমসের কম্পাইলেশন - শাওণ_পাগলা



বাংলাদেশে একটি অন্যরম (Genre) ধাঁচের এর গান - পথো কাব্য



মুভি রিভিউ : গ্যাংস্টার স্কোয়াড (২০১৩) - আধখানা চাঁদ



মহীনের ঘোড়াগুলি সম্পাদিত প্রথম অ্যালবাম 'আবার বছর কুড়ি পরে' - কালো কুয়াশা



ইংরেজি-হিন্দী মুভির বাংলা সাবটাইটেল - আতিফ



নিঃস্বার্থ ভালোবাসা- একটি স্বার্থান্বেষী মুভি রিভিউ - আহমাদ জাদীদ



মুভি রিভিউঃ Man of Steel, পর্ব ১ - ত্রিভকাল



ইন্ডিয়ানা জোন্স এর মত ৩০ টি অ্যাডভেঞ্চার মুভি - তন্দ্রা বিলাস



সমকালীন বাংলাদেশের চলচ্চিত্র: একটি মূল্যায়ন - ফাহমিদুল হক



জহির রায়হানের জন্মদিনে: 'আর কত দিন' উপন্যাসটি নিয়ে আলোচনা - রেজওয়ান মাহবুব তানিম



মুভি সমাচারঃ বাস্টার কিটন - প্রিয় কাব্য



লুসিফার মিক্স - অমানুষ ১ (এলবাম রিভিউ) - আকাশ পাগলা



:: সালমান শাহ অভিনীত চলচ্চিত্র সংক্রান্ত :: - দারাশিকো



╚»★ বড় ভালো লোক ছিল (১৯৮২) ★«╝ কোথায় হারিয়ে গেল সোনালী সেই দিন গুলো?? - পুরানো পাপী



'দ্য নোটবুক'- একটি নিকলাস স্পার্কস মাস্টারক্লাস ~একজন পাঠকের মূল্যায়ন - রহমান, তানভীর



বাংলা সিনেমা আজ কালঃ Me & my Cinemania - লাল দরজা



বাংলা সিনেমা রিভিউ - ভালোবাসা আজকাল - দারাশিকো







আমরা করবো জয়



ঝালমুড়ি বিক্রি করেও জিপিএ-৫ পেয়েছে মেহেদী হাসান জন। - সহীদুল হক মাণইক



তোমোদাচি এখন ডঃ তোমোদাচি - তোমোদাচি



কুয়েট শিক্ষার্থীর ড্রোন কপ্টার - আমারও বলার ছিল



এগিয়ে যাক নারী, খুলে দ্বার মুক্তচিন্তার! - কল্প কন্যা



আমাকে একটা ল্যাব দাও আমি তোমাকে বিজ্ঞানী দেব !! বদলে দেব বাংলাদেশের সংগাই !! - মোঃ আবু জাফর







খেলাধুলা



ট্রোল ফুটবলের লিজেন্ডরা - লিটল হামা







যাপিত জীবন ও স্মৃতি কথন



মেয়েটির নাম রূপা - সংবিৎ

মুশাসির প্রথম র‌্যাগ খাওয়া এবং একটি অদ্ভুত প্রেমের গল্প - মুশাসি



ঘুরে এলাম কর্ণওয়াল (Porthcurno Beach ) - ইচ্ছে ঘুড়ি



ঈদের আনন্দ কি অদ্ভূত করুণ! - হমপ্রগ



রাজধানীর যৌনকর্মীদের ঈদ - মাহতাব সমুদ্র



পুরান ঢাকার মানুষগুলার দিল-দরিয়া মন : একটি ঘটনা । - htusar



পার্ল অব আফ্রিকা – উগান্ডা - শোভন শামস



আমার বিড়ম্বনার বিড়ম্বিত বিড়ম্বনাময় কাহীনি - আজ আমি কোথাও যাবো না



বিলেত: পাখির চোখে দেখা-আট - রেজওয়ানা আলী তনিমা



আমেরিকায় এক বছর এবং মধ্যবিত্ত ছাত্রদের বাস্তবতা (পর্ব ২৭) - রাজন আল মাসুদ



বাঁহাতি বিড়ম্বনা !!! - *কুনোব্যাঙ*



তনুমা’য় জ্যোৎস্না রাত ও আল নমাসের প্রান্তরে- ১ (আরব ডায়েরি-৫৯) - মধুমিতা



তাল পাতার ঘড়ি চশমা - চোরাবালি-



পাঠশালার প্রথম পাঠ - মহামহোপাধ্যায়



শুন্যের গর্ভে- প্রথম পর্ব - শেরজা তপন



ফ্রডের পাল্লায় আমি, টেস্টিং সল্ট, হারানো ছায়া আর মৌরী - নৈঋত



প্রশ্ন, অবিশ্বাস; কিছু বিভ্রান্তি। - এরিস



ভু টু ক চা নে র ডা য় রি ✍ যে শহরে আমার কোনো বন্ধু নেই! - লাইভোটু ভোটুকচান







চিকিৎসা ও বিজ্ঞান



হিস্টিরিয়া একটি মানসিক রোগ----ভান বা ভণ্ডামি নয় - আকরাম



আজিব ধরনের কয়েকটি মানসিক রোগ – ২য় পর্ব ! - স্বপ্নবাজ অভি



সিজোফ্রেনিয়া - ভূতাত্মা





ইতিহাস ও ঐতিহ্য



মিল-অমিল নেপোলিয়ন ও হিটলার (নবম পর্ব) - মোঃ সাইফুল ইসলাম সজীব

চলনবিলের দেশে রবি ঠাকুর - মাহতাব সমুদ্র



ছবিতে ইতিহাস: পোশাকে বাঙ্গালীর বাঙ্গালীয়ানা - আসফি আজাদ



বাংলার প্রথম দুর্গাপূজা - অঞ্জন আচার্য



বাংলাদেশের ঐতিহ্যবাহী শঙ্খ শিল্প - অর্ণব আর্ক



প্রিয় ব্লগারগণ, আসুন চিঠি লেখাকে বাঁচিয়ে রাখি, চিঠি পাওয়ার আকুলতাকে বাঁচিয়ে রাখি। খামে ভরা আবেগকে বাঁচিয়ে রাখি। - নির্লিপ্ত স্বপ্নবাজ



চলুন ফিরে যাই স্বাধীন বাংলার পতাকা সৃষ্টির ইতিহাসে। - banglar_hasan







মিথ-পুরাণ



হাঙ্গর মানব !! (হাওয়াই দ্বীপের এক কিংবদন্তীর কথা) - জুন



!! মহাভারত আদিপর্ব !! - রেজা ঘটক







জানা-অজানা



জীবন্ত উদ্ভিদ ভাস্কর্য শিল্প - জীবন্ত উদ্ভিদ ভাস্কর্য প্রদর্শনী- ২০১৩ - সঞ্জয় নিপু



২০টি ট্রাভেল ফটোগ্রাফী টিপস, যা জেনে রাখা উচিত! - শফিউল আলম চৌধুরী



মৃত্যুকথা পর্ব ২: পৃথিবীর ‘ক্ষমতাবানদের’ জীবনের শেষ কথা। - মাঈনউদ্দিন মইনুল।



অতীতে উদ্ভাবিত কিছু অদ্ভুতূড়ে আবিষ্কার - ঈদ স্পেশাল পোস্ট !! - ইমরাজ কবির মুন



ছোট এবং নিরীহ মনে হলেও ভয়ংকর - অরুনাভ ব্রুনো



রহস্যময় এক পাহাড় - ‘আদমস পিক’ - রোহান খান



Fart : জানার আছে অনেক কিছু! - রিয়াজ৩৬



পৃথিবীর সপ্তদূর্গমতম স্থান সমূহ ( এটি ৩৬৫তম পোস্ট - সেলিম আনোয়ার



বিশ্বের ভয়ংকরতম নরপিশাচদের গল্প!! পর্ব-৪ - বিবর্ণ ক্যানভাস



ইষ্টার আইল্যান্ড এক অমীমাংসীত রহস্যে ঘেরা দ্বীপ - জুন



হারিয়ে যাওয়া ধ্বংস নগরী হেরেকুলেনিয়াম - মেহেরুন



দি গ্রেট মাইগ্রেশনঃ বিপদসংকুল গন্তব্যে এক মহাদলের মহাঅভিযাত্রা (ছবি ও ম্যাপ সহ) - মাইন রানা



হীরক কথন ও অভিশপ্ত কোহিনূর কাহন - সেলিম আনোয়ার



ফিচারঃ রহস্যময় স্কাই কেভ বা আকাশের গুহা। - কাল্পনিক_ভালোবাসা







ভ্রমণ



ডুয়ার্সে জঙ্গল সাফারী(প্রথম পর্ব) - তুষার কাব্য



ভরা বর্ষায় দার্জিলিংয়ে ( তৃতীয় কিস্তি) - ইচ্ছের ঘুড়ি



আট দিনে ভারত দর্শন - এম ই জাভেদ



বানপো .... পৃথিবীর প্রাচীনতম মাতৃতান্ত্রিক সভ্যতার এক নিদর্শন - জুন



ঘুরে এলাম পীরগঞ্জ : জেনে আসলাম মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং আধ্যাত্মিক পুরুষ হেয়াত মামুদ এর জীবনী - মামুন হতভাগা



সিঙ্গাপুর সন্দর্শন: যে নদী নদী নয় - জয় পাঠক



তোমাকে দেখেছি শরতের স্নিগ্ধতায়! পাখির চোখে আর স্বপ্নঘুড়ির ডানায় (একটি ভ্রমণ বিষয়ক পোস্ট - কাজী আবু ইউসুফ (রিফাত)



বাংলার পথে(পর্ব ৩৪) -- বিরিশিরি ভ্রমণ (১) - সাজিদ ঢাকা



আসলেই, বন্ধু ছাড়া Lifeটাই Impossible... (একটি ভ্রমন কাহীনি) - সপ্নবিলাসী



কাস্পিয়ান সাগর দর্শন... - মুহাম্মদ জহিরুল ইসলাম



লালন আখড়া অভিযান ২০১২ - গোঁফওয়ালা



কাতালানদের দেশে: বার্সেলোনা ফুটবল ক্লাব ছবি - ভ্রমন ব্লগ - ময়ূখ



ঘুরে এলাম খাগড়াছড়ি, পর্ব-১ (রিসাং ঝর্ণা) - মুন্ন৮৮







ভালোবেসে হাত বাড়িয়ে দাও



আসুন, ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেই । আসমানিদের জন্য কিছু করি - ...নিপুণ কথন...



যুবতীর রিক্সা চালিয়ে জীবন নির্বাহ...(জামালপুরের ব্লগার দেখেন প্লিজ) :( আমি তাকে খুঁজছি, খুজে পেতে সাহায্য লাগবে... - হাসিবুল ইসলাম বাপ্পী



মুক্তিযুদ্ধের বীভৎস হামলার শিকার মমতাজের জন্য একটু মমতা হবে কি????? - আম্মানসুরা



কেউ কি আছেন মেয়েটির সাহায্যে এগিয়ে আসবেন - ফেরারী পাশা



পতিতারা কোথায় যাবে, কে তাদের সহায়তা করবে ? - কাজী মামুনহোসেন



• [http://somewhereinblog.net/blog/faceofrubayet/29869139|হ্যালো, Donate Blood?] - মাগুর







বিবিধ



নটর ডেমের মান ও মিডিয়ার কানাকানি ! - আমি সাজিদ



আপনি কিভাবে বুঝবেন যে আপনি সামহোয়্যারইন ব্লগে আসক্ত - অর্থনীতিবিদ



এইচএসসি পাশের পর কী পড়বে, কেন পড়বে কোথায় পড়বে ? - মুনির হাসান



বিলুপ্তির দ্বারপ্রান্তে এই সকল উদ্ভিদ!!.. ছবি ব্লগ। (তৃতীয় পর্ব) - জোবায়ের



Errors of Online Writing আধুনিক ব্লগারদের ১০টি প্রিয় ভুল। - মাঈনউদ্দিন মইনুল



স্বপ্নের অপার রহস্যময় জগতে স্বপ্নবাজ-স্বপ্নহীন, সবাইকে স্বাগতম ! - দিকভ্রান্ত*পথিক



ছোটবেলার সেরা ১১ ধারণা + বোনাস!!! :) B-) ;) - নাসা'র মা



ডানপিটে ছেলেদের হারিয়ে যাওয়া খেলাগুলো... - বোকা মানুষ বলতে চায়



তারকাজরিপ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই



মধ্যপ্রাচ্যের চাকুরী, এবং আমরা বাংলাদেশী - ইমরান ইউ এ ই



মহানগরের শিকারী এবং সংগ্রাহক - অন্যমনস্ক শরৎ



সামহোয়্যারইনে জুলাই মাসে প্রকাশিত ফিচার সমুহের সংকলন



সামুতে জুন মাসে প্রকাশিত ফিচার সমুহের সাংকলন





যাদের পোস্ট ভুলে বাদ পড়েছে তাদের পোস্ট এডিট করে আপডেট করে দেওয়া হবে। আপনার কোন ভালো পোস্ট বাদ পড়লে মন্তব্যে লিঙ্ক দিন। সাথে সাথে এডিট করে দেওয়া হবে।



পোস্টের ৫০ ভাগ কৃতিত্ব কুনোব্যাঙ এর । এক কথায় এপোস্টটি বিথি কুনোব্যাঙ যৌথ প্রকাশনা। :)



এ পোস্টটি ডেডিকেট করা হল আমার প্রিয় ব্লগার কাল্পনিক_ভালোবাসা , খাটাস , স্বপ্নবাজ অভি , শায়মা আপু , প্রিন্স হেক্টর , আমি ইহতিব, কান্ডারী ভাইয়া, কুনোব্যাঙ সহ অসংখ্য ব্লগারকে যারা উয়িশ করে আমার এবারের জন্মদিনকে মহিমান্বিত করেছেন।



সত্যি আমি অবাক !! আমার ফেসবুকের ২ টা নিকে ৩০০ ওয়াল পোস্ট , ২৫০+ ইনবক্সে ওয়িশ ।



অন্যান্য বছর আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ছাড়া তেমন কেউ উয়িশ করেনি । এবার এতগুলো উয়িশ পেয়ে আমি আবেগে আপ্লুত এবং কৃতজ্ঞ।



ফেসবুকে এমন অনেকেই ইনবক্সে উয়িশ করেছেন যাদেরকে আমি চিনিওনা। ইটস রিয়েলি অসাম ফীলিংস।



আমি সম্মানিত অনুভব করছি এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।



সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শেষ করছি । সবাইকে শুভেচ্ছা । ভাল থাকুন ।





মন্তব্য ১১১ টি রেটিং +১১/-০

মন্তব্য (১১১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

আমিনুর রহমান বলেছেন:



শুভ জন্মদিন
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P





১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ওয়াও ইটস এমেজিং :)

অনেক অনেক অনেক ধন্যবাদ প্রিয় আমিনুর রহমান :)

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
যদিও কাজ করেনা তবু লাইক বাটনে ক্লিক দিলাম, গোল্লা ঘুরতেই আসে ঘুরতেই আসে !!

:)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঠিক আছে আপনার লাইক বুঝে নিলাম প্রিয় ইমরাজ কবির মুন। আপনাকে ধন্যবাদ :)

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

লিন্‌কিন পার্ক বলেছেন:
শুভ জন্মদিন আবারও ! !:#P !:#P !:#P :P

শুভকামনা রইল আপু :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আবারো অনেক ধন্যবাদ ডিয়ার লিনকিন পার্ক। ভালো থেকো ব্রো :)

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

মহামহোপাধ্যায় বলেছেন: আশা করি সকল প্রতিকুলতাকে উপেক্ষা করে এই সংকলনটা করে যাবেন। পোস্টে অনেক ভালো লাগা থাকল। পোস্টে প্লাস দিয়েছি কিন্তু কাজ হচ্ছে না। পোস্ট প্রিয়তে নিলাম। আপনারা যারা এই কাজটা করেছেন তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।


প্রিয় ব্লগার, শুভ জন্মদিন :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ব্রো মন্তব্যের জন্য । সমালোচক সমালোচনা করবেন কিন্তু সে কারনে সংকলন কখনো থেমে থাকবেনা। আপ্রান চেষ্টা করব সংকলন চালিয়ে যেতে ।

ভালো থেকো ব্রো ।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

হৃদয় রিয়াজ বলেছেন: সরাসরি প্রিয়তে যাইবেক :-B :-B B-) B-)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অশেষ কৃতজ্ঞতা। :)

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫

আমি তুমি আমরা বলেছেন: মানুষের কথা শোনার দরকার নাই। তোমার ভাল লাগলে কাজ চালায় যাও।প্লাস দিলাম।

আর শুভ জন্মদিন।পার্টি হয়ে যাক একটা :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম :) পার্টি শেষ :)

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

লাবনী আক্তার বলেছেন: শুভ জন্মদিন! আহা! আমার কোন পোস্ট নাই দেইখা ব্যথিত হইলাম। :(( :(( :P :P

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ আপু । আপনি তো পোস্ট লিখেন নি মনে হয় আগষ্ট মাসে ? :)

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

ইখতামিন বলেছেন: আগেই শুভ জন্মদিন জানিয়ে নেই।


পোষ্টটা অনেক ভালো লেগেছে। পুরোটা পড়ে আবার কমেন্ট করতে পারি। :)



২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ইখতামণি । ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: +

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাইয়া ।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন বিথী..

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ওয়াও ইটস আমেজিং :) থ্যাংক্স ফর দ্যা ওয়ান্ডারফুল ফ্লাওয়ার ।

ভালো থাকুন প্রিয় মামুন রশিদ ভাইয়া ।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মানুষ তখনই আরেকজনকে টেনে নামানোর চেষ্টা করে যখন অন্যজন তারচেয়ে উপরে উঠে যায় , বদনাম স্রেফ ঈর্ষাকাতর মানুষদের নিজেদেরকে দেওয়া সান্ত্বনা ছাড়া কিছুই নয় । যে কাজ করছেন , তা শুধু পরিশ্রমেরই না তা অনেক ধৈর্যেরও কাজ । এই জন্য , আপনাদের, শ্রদ্ধা জানানো ছাড়া আর কিছু বলার নাই । আপনাকে অর্ধেক আর কুনোব্যাঙকে বাকি অর্ধেক ধন্যবাদ ।

তবে জন্মদিনের শুভেচ্ছা পুরোটাই আপনার । হ্যাপি নিউ ইয়ার ! :) :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া :) মন্তব্যের জবাব দিতে একটু লেট হওয়ার দুঃখিত।

আমি আমার ১৪ মাস ব্লগিং লাইফে কোন ব্লগারকে ঈর্ষা করিনি। সবকিছুই সুন্দর ভাবে চিন্তা করেছি । টু বি ভেরি অনেস্ট কুনোব্যাঙ না থাকলে এ সংকলন করা আমার পক্ষে কখনোই সম্ভব হতনা ।

বেচারা এত কষ্ট করে পারিবারিক এবং ব্যাক্তিজীবনের এত ব্যাস্ততার মাঝেও এমন একটা কাজ করছে তার জন্য অন্তত সামান্য ধন্যবাদ তার প্রাপ্য।


আমি কুনোব্যাঙ সম্পুর্ণ ফ্রেশ ব্লগিং করার পরো অনেকজন আমাদেরকে বাঁকা চোখে দেখে । হিট করে কথা বলে ।

একজন নোংরা মানুষ ছাড়া আমি কোনদিন কারো সাথে ঝগড়া ঝাটি করিনি । এমনকি আমাকে ব্লগের প্রথম দিকে অনেকে অপমান করার পরো আমি কারো কোন ক্ষতি করিনি ।

পুরানো কথা মনে করে কখনো কোন ব্লগারের প্রতি মনে হিংসা আসেনি ।

আমি সংকলন করছি তাতে তো আপনার কোন ক্ষতি হচ্ছেনা । আমাকে আমার কাজটুকু করে আমার মত করে ব্লগিং করতে দেন আপনি আপনার মত করে ব্লগিং করেন ।

আমি আপনার দিকে ময়লা না ছুড়ি আপনি আমার দিকে না ছুড়েন। আমি আপনাকে সম্মান করি আপনি আমাকে সম্মান না করুন অন্তত অপমান করিয়েননা ।

আপনাকে আমি রেসপেক্ট করি সেটাকে উয়িকপয়েন্ট মনে করে যদি আপনি আমাকে অপমান করেন তাহলে কিন্তু আমার কোন ক্ষতি হবেনা কিন্তু আপনার সম্মানটুকু নষ্ট হবে আপনি অপমানিত হবেন ।

কারন ইচ্ছাকৃত ভাবে যারা মানুষকে হার্ট করবে তাদেরকেউ অন্যজন হার্ট করবে ।

ভালো থাকুন ।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

শায়মা বলেছেন: আবারও একটু উইশ করে দিলাম।


শুভ জন্মদিন বিথীমনি! অনেক অনেক বড় হও !!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শায়মাপু :) আবারো ? :) অনেক খুশি হলাম ডাবল থ্যাংক্স :)

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

মামুন রশিদ বলেছেন: এবার পোস্ট রিলেটেড কথা বলি । ব্লগে দুই ধরনের ব্লগার আছেন,

১) যারা বলেন সংকলন করা হয় হীটের নেশায় । সংকলন করে মুলত সিন্ডিকেটবাজি করা হয় । যারা পোস্ট লিখতে পারেনা, তারাই সংকলন করে ।

২) যারা বলেন সামু আর আগের মত নাই । সেলিব্রেটি ব্লগাররা চলে যাওয়ায় সামুর লেখার মান পড়ে গিয়েছে । সামুতে এখন মেধাহীন ব্লগাররা লিখে ।

এই দুই ধরনের ব্লগারদের জন্য এই সংকলন পোস্ট হল সমুচিত জবাব ।

আমি নিজে চেষ্টা করি ব্লগের ভাল ভাল লেখাগুলো পড়তে । প্রতিদিন কয়েক ঘন্টা সময় ব্যয় করি ভাল লেখা খোজা এবং পড়ার পেছনে । এর পরেও সংকলনের চল্লিশ ভাগ লেখা আমার পড়া হয়নি । তাহলে বুঝে নেন সংকলনের সাথে জড়িতরা কত কষ্ট করেছেন লেখাগুলো খুজে বের করার জন্য ।

সংকলনের প্রায় প্রতিটি লেখাই এপিক এবং ক্লাসিক পোস্টের পর্যায়ে পড়ে । উল্লেখ্য এখানে শুধু সামুর আগস্ট মাসের ফিচার পোস্টগুলোই এসেছে । এর বাইরেও হয়ত আরো কিছু ভাল পোস্ট থেকে যেতে পারে ।

উৎসাহ না দিতে পারেন, প্লিজ অযাজিত সমালোচনা থেকে বিরত থাকুন ।

কুনো-বিথী'র যৌথ প্রচেষ্টাকে সাধুবাদ জানাই :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আবারো সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় মামুন রশিদ ।

আমি সংকলন করছি তাতে আপনার কোন ক্ষতি হচ্ছেনা । আমাকে আমার কাজটুকু করে আমার মত করে ব্লগিং করতে দেন আপনি আপনার মত করে ব্লগিং করেন ।

আমি আপনার দিকে ময়লা না ছুড়ি আপনি আমার দিকে না ছুড়েন। আমি আপনাকে সম্মান করি আপনি আমাকে সম্মান না করুন অন্তত অপমান করিয়েননা ।

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শুভ জন্মদিন, ....বিথি :)

সংকলনের জন্য ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ভাইয়া । :)

সরি একটু দেরি হয়ে গেল জবাব দিতে । :(

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

ঢাকাবাসী বলেছেন: প্রথমে জন্মদিনের শুভেচ্ছা আর পরে প্রচন্ড প্ররিশ্রম সাপেক্ষ সংকলন পোষ্ট এর জন্য অভিনন্দন আর ধন্যবাদ। আরি এতগুলো পোস্টের লিংক বেছে বেছে বের করা.. পেষ্ট করা পোষ্ট করা ...ফাজলামো নাকি? আবার ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী । অনেকে ফাজলামো মনে করে। :(

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

অপরিচিত অতিথি বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা । পোস্ট এ +++++++

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ হে অপরিচিত অতিথি । ভালো থাকুন :)

১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

আবুল হাসান নূরী বলেছেন: ►সংস্কৃতি - সাহিত্য, সংগীত, শিল্পকলা, নাটক ও চলচ্চিত্র

যে ৩ টি ফরমুলায় আলফ্রেড হিচকক মুভি বানিয়েছেন

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঠিক আছে এখন পোস্ট এডিট করে দিচ্ছি । ধন্যবাদ লিঙ্কের জন্য । ভালো থাকুন ।

১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন বিথী আপু । আনন্দময় জীবন লাভ করুন।সাফল্য আপনার পদচুম্বন করুক।ভাল থাকবেন সবসময় । :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় সেলিম আনোয়ার ভাইয়া। আপনার দোয়া আল্লাহ কবুল করুন ।

শুভ কামনা ।

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

রাতুল_শাহ বলেছেন: +++++

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ রাতুল শাহ ।

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

নির্ণায়ক বলেছেন: চরম পোষ্ট..... বুকমার্ক করে রাখলাম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ কৃতজ্ঞতা জানবেন :)

২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

নির্ণায়ক বলেছেন: চরম পোষ্ট..... বুকমার্ক করে রাখলাম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :)

২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

এম ই জাভেদ বলেছেন: কুনোব্যাঙ - বীথিরা কি অমানুষিক ধৈর্য আর পরিশ্রম করে আমাদের দারুন সব পোস্ট পড়ার সুযোগ করে দিচ্ছেন তার জন্য শুধু মাত্র ধন্যবাদ দিলে ও তাদেরকে ছোট করা হয়, সেখানে কেউ সমালোচনা করতে পারে ভাবতেই অবাক হয়ে যাই। মন খারাপ করোনা আপু। হিপক্রেটরা এরকম করবেই। ওদের কথায় কান দিওনা।

সংকলনে নিজের দুটি পোস্ট স্থান পাওয়ায় সম্মানিত বোধ করছি।

কুনো - বীথির যৌথ সংকলন অব্যাহত থাকুক।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সমালোচনা করুক কোন নো প্রবলেম । কেউ একজন তো অন্তত সমালোচনা করছে , এটাও কম প্রাপ্তি নয়।

কুনো বিথির সংকলন অব্যহত থাকবে বলে আশা করছি ।

ভালো থাকুন ।

২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

তন্দ্রা বিলাস বলেছেন: প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা 'শুভ জন্মদিন'। কেমন আছেন আপু?

কঠিন কষ্টসাধ্য পোস্টে প্লাস!
প্রিয়তে নিলাম।
এবং ধন্যবাদ জানবেন।

আর চালিয়ে যান।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দেরিতে জবাব দেওয়ার জন্য দুঃখিত । ডাক্তারদের কষ্ট আশা করি বুঝবেন :(

প্লাস এবং প্রিয়তে নেওয়ার জন্য আবারো ধন্যবাদ ।

২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আহমেদ জী এস বলেছেন: তাসনুভা সাখাওয়াত বিথি,

আপনার জীবনের এই নন্দিত দিনটির শেষবেলায় প্রার্থনা - যেখানেই রাখুন পা, সেখানেই ডালপালা মেলুক সতেজ দূর্বাঘাস .......

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনার মত একজন গুনি ব্লগার আমার জন্মদিনে এত সুন্দর করে উয়িশ করাটা আমার মনে থাকবে ।

আপনার জীবনের এই নন্দিত দিনটির শেষবেলায় প্রার্থনা - যেখানেই রাখুন পা, সেখানেই ডালপালা মেলুক সতেজ দূর্বাঘাস .......

কথা গুলো খুব ভালো লেগেছে । ক

অনেক ধন্যবাদ আহমেদ জী এস ।

২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

না পারভীন বলেছেন: শুভ জন্ম দিন বিথি । !:#P জন্ম দিনে এই পরিশ্রমলব্ধ পোস্ট প্রকাশিত হওয়ায় কুনো আর বিথি দুজনকেই অনেক ধন্যবাদ ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ডাক্তার আপু ।

২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

শাহজাহান মুনির বলেছেন: শুভ জন্মদিন । দারুণ পোষ্ট ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ শাহাজাহান মুনির ভাইয়া ।

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

মনিরা সুলতানা বলেছেন: শুভ জন্মদিন বিথিমনি :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আপু :)

২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১

টুম্পা মনি বলেছেন: পোষ্টটা নিশসন্দেহে অসাধারণ, তার চেয়ে অসাধারণ আজ বিথি আপুর জন্মদিন এবং এই দিনে এত কষ্টসাধ্য একটা লেখা লিখেছেন।

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার মনের সব আশা পূর্ণ হোক। মসৃণ হোক পথ চলা। অজস্র শুভকামনা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক সুন্দর একটা মন্তব্যের জন্য কৃতজ্ঞতা টুম্পামনি ।

আপনার প্রোপিকটা কি যে কিউট হয়েছে বোঝাতে পারবনা । :)

আল্লাহ আপনার দোয়া কবুল করুন :)

২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪

সায়েম মুন বলেছেন: পরিশ্রমী পোস্টে ভাললাগা রইলো।

জন্মদিনের শুভেচ্ছা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ প্রিয় সায়েম মুন :)

৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কারা যেন কি বলে...? আর কারা যেন কি খায়....?

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ তাদের কথা কর্ণকুহরে প্রবেশ করাবেন না।


আপনাদের এই সংকলন চালিয়ে যান। আর আমার একটা রিকোয়েস্ট ছিল সংকলন স্পেশালষ্ট ব্লগার ভাই-বোনদের কাছে ......... ............ ....... . ............ ....... "একটা সকল সংকলন পোস্টের একটা সংকলন পোস্ট।

প্লিজ.... .... .... ইজ দেয়ার এনিবডি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পাগলে কী না বলে ছাগলে কী না খায় B-))

৩১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কারা যেন কি বলে...? আর কারা যেন কি খায়....?

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ তাদের কথা কর্ণকুহরে প্রবেশ করাবেন না।


আপনাদের এই সংকলন চালিয়ে যান। আর আমার একটা রিকোয়েস্ট ছিল সংকলন স্পেশালষ্ট ব্লগার ভাই-বোনদের কাছে ......... ............ ....... . ............ ....... "একটা সকল সংকলন পোস্টের একটা সংকলন পোস্ট।

প্লিজ.... .... .... ইজ দেয়ার এনিবডি???

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :-B

৩২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

বাংলাদেশী দালাল বলেছেন: শুভ জন্মদিন বিথি আপু। অপেক্ষায় ছিলাম এই পোস্টটির। "মামুন রশিদ" ভাই আমার মনের কথা বলেছেন। ব্লগে সময় দেয়ার ঘাটতিটা আপনাদের সংকলন গুলো অনেক টাই পূরণ করে দেয়।এবারেও আমার একমাত্র পোস্টটিকে আপনার মুল্যবান সংকলনে রাখায় কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে কুনোব্যাঙ ভাইকেও অসংখ্য ধন্যবাদ। নিরন্তন শুভ কামনা রইল।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ভাইয়া । :) একেবারেই টাইম পাইনা । এত বিজি থাকি :(
এত কষ্ট করে একটা সংকলন করে কত কথা শুনতে হয় :(

বলি আপনাদের আর কোন কাজ নেই নাকি ? নিজের চরকায় তেল না দিয়ে অন্যের সমালোচনা করা কী আপনাদের স্বভাব !!

৩৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভ জন্মদিন।
ভালো থাকুন প্রতিদিন।।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: থ্যাংক্স ভাইয়া । সরি ফর লেট রিপ্লাই । কত বিজি থাকি আপনি তো জানেন নতুন করে বলার কিছু নেই । প্লিজ ডোন্ট মাইন্ড :(

৩৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ৪র্থ বারের মত শুভ জন্মদিন আপি !
সৃজনশীল ব্লগিং এর স্বপ্রনোদিত উৎসাহ দেয়া চলতে থাকুক ! যে বলার বলুক!

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ৪র্থ বারের মত থ্যাংক্স ব্রো :)

৩৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভ্রমনঃ মেঘালয়ের কোল ঘেঁষে, প্রেমময় হাওড়ের দেশে

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ওকে :)

৩৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :) :) :) :)


!:#P !:#P !:#P !:#P !:#P !:#P

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :|


:|| :|| :|| :|| :|| :|| :||


:!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!>


:|| :|| :|| :|| :|| :|| :|| :||

৩৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

মাগুর বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা :)

পোস্টে অনেক প্রিয় ব্লগারদের নাম দেখলাম। তবে অনেকের লেখা এখনো পড়া হয়নি। সময় করে পড়ে ফেলতে হবে।

++++

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: থ্যাংক্স ভাইয়া । সরি আপনার পোস্টটি ভুলে বাদ পড়ে গিয়েছিল ।

৩৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১

জুন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা সকালেই জানিয়েছি তারপরো আবারও বলে গেলাম বার বার ঘুরে ঘুরে আসুক তাসনুভা সাখাওয়াত বিথীর জন্মদিন :)

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় জুন আপু :)

৩৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮

লিন্‌কিন পার্ক বলেছেন:

আচ্ছা আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি হ্যাক হইছিল ??

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: না ব্রো । তুমি কী দেখছ কী হইছে আমি সত্যি জানিনা । ঐদিন আমার বার্থডে পার্টি থেকে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। এসে দেখি বেইমান আমি ভাইয়ার মেসেজ । পরে তোমার সাথে কথা বললাম :(

৪০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: প্রশংসনীয় কাজ। প্রিয়তে নিলাম। শুভ জন্মদিন।

ঘটনা প্রবাহ – জাতীয় ফিচারে আমার শিক্ষা ও রাজনীতি। র্পবগুলো বিবেচনা করে দেখবেন।

ভালো থাকবেন।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অবশ্যই । আপনাকে ধন্যবাদ :)

৪১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এত গুলো উয়িশে আমি আনন্দিত সম্মানিত এবং কৃতজ্ঞ । কাল সব মন্তব্যের জবাব দিব ইনশাআল্লাহ :)

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ওক্কু :)

৪২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:
বরাবরের মত দারুণ একটি সংকলন!

+++++++++


শুভ জন্মদিন !:#P !:#P !:#P !:#P

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

৪৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শুভ জন্মদিন আপু, আমার মতে লেট ইজ বেটার দেন নেভার।

ওরে এই সংকলনে আমিও আছি রে। কেমন কি?

হাতে গোনা মাত্র কয়েকটা পোস্ট আগেই পড়া আর সব দেখি নতুন নতুন লাগে।

এই কাজের যারা সমালোচনা করে করুক। আপনি কিন্তু সংকলন বের করবেন। এতে এক সাথে অনেক ভালো লেখা পাওয়া যায়। সময় পাওয়া যদিও মুশকিল তবুও কিছু যদি পড়া হয়ে উঠে সেইটাই লাভ।

অশেষ ধন্যবাদ আপু, ভালো থাকবেন, সব সময়।

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । :) চেষ্টা করব ।

৪৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১২

বাংলাদেশী দালাল বলেছেন:
সংকলনের পোস্ট গুলো পরতে এসে দেখলাম আমার আরেকটি পোস্ট আছে।নিজেই ভুলে গিয়েছি আগস্টে দুটি পোস্ট করেছিলাম। আবারও অসংখ্য ধন্যবাদ।

জন্মদিন কেমন কেটেছে?

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জন্মদিন অনেক মজার কেটেছে ভাইয়া । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৪৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আমার পোস্ট স্থান দিয়েছেন। সংকলন আন্তর্জাতিক মানের হয়েছে ;) ;) ;)

কিন্তু কেক পেলাম না আফসোস :( :( :(

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :)

কেক শেষ :(

৪৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২

আরজু পনি বলেছেন:

প্রথমত, জন্মদিনের লেট শুভেচ্ছা (যদিও সময়মতো ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছি...) ।


কষ্টসাধ্য সংকলনে অনেক অনেক অভিনন্দন ।।

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপু । আন্তরিক ভাবে দুঃখিত লেট রিপ্লাই এর জন্য :(

আপনার মন্তব্য সবসময় একটা স্পেশাল প্রাপ্তি মনে হয় :)

৪৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

চিরতার রস বলেছেন: কষ্টকর এবং চরম ধৈয্যের একটা কাজ। সাদুবাদ জানাই। জন্মদিনের লেট শুভেচ্ছা রইল।
পোস্টে প্লাস।

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ চিরতার রস আপনাকে।

৪৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। আমার মত আলসে মানুষের জন্য এই ধরনের সংকলনের কোন বিকল্প নেই। আপনাকে ধন্যবাদ। নিজে থেকে এই ধরনের একটা পেইন নিচ্ছেন।

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । সবাই যদি আপনার মত বোঝত :(

৪৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৭

বাংলার হাসান বলেছেন: চমৎকার। আপনার চেষ্টা এবং ধৈর্যের প্রতি রইল সালাম। ++++++++++++++++++++ না দিলে অপরাধ হবে।

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ বাংলার হাসান ভাইয়া । ভালো থাকুন ।।

৫০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪

আমি ইহতিব বলেছেন: আপনার ও কুনোভাইয়ের শ্রমসাধ্য পোস্টে সম্মান জানাতে এখন লগইন করলাম। এই ব্লগের প্রতি কিছু মানুষের যে অপরিসীম ভালোবাসা রয়েছে তা এমন কিছু পোস্টের মাধ্যমেই প্রতীয়মান হয়। সবার ভালোবাসায় সুন্দর থাকুক এই প্রিয় ব্লগটি। ভালো থাকুন, শুভ কামনা আপনাদের জন্য।

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপু । আমার সব পোষ্টে আপনার উপস্থিতি সত্যি খুব ভালো লাগে। কৃতজ্ঞতা জানবেন।

৫১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২১

একজন আরমান বলেছেন:
আপু যে যাই বলুক না কেন আপনারা কষ্ট করে একটি কাজ করছেন, কিছুতেই এ কাজ থেকে পেছপা হবেন না কারো কটু কথায়। সংকলন যে অবশ্যই আন্তর্জাতিক মানের হতে হবে এমন তো কোন কথা নেই। সংকলন করে কেউ টাকা পায় না বা কারো পোস্ট সংকলনে এলে টাকা পায় না। এটা একজন ব্লগারকে ভালো লিখতে উৎসাহিত করার মাধ্যম মাত্র।

অনেক অনেক শুভকামনা রইলো।

৫২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

জুন বলেছেন: কষ্টসাধ্য সংকলনে অনেক অনেক অভিনন্দন কুনো আর বিথীকে। আমার এতগুলো পোষ্ট স্থান পাওয়ায় আমি রিতীমত লজ্জা পাচ্ছি, বানান ভুল হচ্ছে মন্তব্য লিখতে গিয়ে :#>
শুভেচ্ছা অনেক অনেক :)

৫৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু, একটা সংকলন পোস্ট পাবলিশ করা অনেক কষ্টসাধ্য কাজ, যেটি আমার জানা আছে। ২০০৯ ও ২০১০ সালে আমি ব্লগীয় সাহিত্যের উপর দুটো সংকলন বের করেছি- যার জন্য পুরো এক বছরের সাহিত্যপোস্টগুলো আমাকে অনেক কষ্ট করে বাছাই করতে হয়েছিল। কিন্তু আমার বাছাই করা পোস্টগুলোই যে সেরা পোস্ট ছিল তা না। হাজার হাজার পোস্ট পড়া হিউম্যানলি ইমপসিবল; আমার চোখের আড়ালেও রয়ে গেছেন হাজার হাজার ব্লগার ও তাঁদের পোস্ট। তাহলে কি সংকলনের মান উন্নত ছিল না? ছিল, সেটা আমার বিচারে, আর যাঁদের লেখা নির্বাচিত হয়েছিল তাঁদের বিচারে। যাঁরা বাদ পড়েছেন, স্বভাবতই তাঁরা খুব রুষ্ট হয়েছিলেন তা বলাই বাহুল্য।

বাদ পড়লে যে কারোই মন খারাপ হবে। নির্বাচিতদের দলে নিজের নাম পেলে হুররে--- যাদের স্বভাবে এ বৈশিষ্ট্য নেই, তাঁরা মানব নন, মহামানব- যাঁদের অস্তিত্ব খুব বিরল ঘটনাই মনে হয় আমার কাছে।

এ কষ্টের কাজটি করেছেন এজন্য আপনাকে সাধুবাদ জানাই।

আপনি সমালোচনা করতে নিষেধ করেছেন, তবু করছি- আশা করি দয়া করে তা গ্রহণ করবেন।

১। এ সংকলনে আমার একটা পোস্ট দেখতে পেলাম বলেই এ সমালোচনা করতে যাচ্ছি, যাতে কেউ না বলতে পারেন যে আমার পোস্ট না থাকায় আমি ক্ষিপ্ত হয়ে বিষোদ্গার করছি।

২। প্রথমেই শিরোনাম- সামহোয়্যার ইন এ আগষ্ট মাসে প্রকাশিত ফিচার সমুহের সংকলন। আমি জানি না আপনি এই ব্লগের কোনো অফিশিয়াল বা এ্যাডমিনিস্ট্রেটর কিনা, হয়ে থাকলে এই শিরোনাম ঠিক আছে। আর যদি তা না হয়ে থাকেন, তাহলে এটি হওয়া উচিত ছিল ‘আগস্ট মাসে সামহোয়্যারইন ব্লগে আমার পড়া সেরা ফিচারসমূহ (ব্যক্তিগত বিশ্লেষণ)।’ ব্লগে প্রতি মিনিটে একাধিক পোস্ট বের হয়। আমার মতে, কমপক্ষে ১০ জন ব্লগার যদি দিনরাত ক্রমাগত এসব পোস্ট পড়েন ও নির্বাচন করেন, তাহলে একটি বিশেষ মাসে মান সম্মত একটা সংকলন বের করা সম্ভব। আপনার এই সংকলনের জন্য আপনারা কতোজন ব্লগার কতোখানি সময় দিতে পেরেছেন তা জানি না, তবে এতোখানি যে করতে পারেন নি তা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়।

৩। সব ব্লগার সব ধরনের পোস্ট পছন্দ করেন না। যিনি গল্প-কবিতা-প্রবন্ধ-সাহিত্য তেমন ভালোবাসেন না, তাঁর দ্বার একটা সাহিত্য সংকলনের পোস্ট ত্রুটিপূর্ণ হবে। এরূপে অন্যান্য ক্যাটাগরির লেখার ক্ষেত্রেও অনুরূপ ঘটনা ঘটবে।

৪। একটা সংকলন করতে হলে ব্লগারদের সাথে সংকলকের ব্যাপক সংযোগ থাকার প্রয়োজন রয়েছে; বিভিন্ন লেখকের লেখার মান সম্পর্কেও তাঁর সম্যক ধারণা থাকা প্রয়োজন। আপনাকে মাঝে মাঝে আমার ব্লগে দেখা যায়, আমি ধরে নিচ্ছি অপরাপর ব্লগারদের ব্লগ আপনি নিয়মিতই ভিজিট করে থাকেন।

৫। সংকলনের কাজটি আমার বিবেচনায় কিছু অভিজ্ঞতা সম্পন্ন ব্লগারের দ্বারাই করা উচিত, ব্লগে যার বয়স বেশ কয়েক বছর পার হয়ে গেছে। একই সাথে, তাঁর নিজের লেখার মান উন্নত হওয়া জরুরি, যা দ্বারা বোঝা যাবে যে তিনি অপরাপর ব্লগারদের ‘উন্নত’ পোস্টগুলো চিনতে সক্ষম হয়েছেন। যাঁর লেখার মান উন্নত, তিনি নিঃসন্দেহে ভালো পাঠক, এর ব্যতিক্রম কদাচিৎ পাওয়া যাবে।


একটা ভালো সংকলক একজন ভালো লেখককে আরও ভালো লিখতে উৎসাহিত করবে; নবীন লেখকের মনে এর জন্য একটা তৃষ্ণা থাকতে হবে। একটা ত্রুটিপূর্ণ সংকলন একজন ভালো লেখকের মনোবেদনার কারণ হতে পারে, যদি তাঁর ‘ভালো’ লেখাটি নির্বাচিত না হয়ে থাকে। এমনিভাবে একজন উঠতি লেখকের মনে অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্ম দিতে পারে, যা তাকে আর ভালো লেখার দিকে না-ও টানতে পারে।

সর্বোপরি একটা সংকলনের উদ্দেশ্য হলো যাতে পাঠক সেটি থেকে উৎকৃষ্ট লেখার লিংকগুলো পেয়ে থাকেন। কিন্তু সংকলনে যদি কেবল মন রক্ষার তাগিদে যে-কোনো লেখার স্থান হয়ে যায়, তাহলে সংকলনের মান প্রশ্নবিদ্ধ হয় (আমি বলছি না যে এমনটা হয়)।

ব্যক্তি মতামতকে প্রাতিষ্ঠানিক স্টেটাস না দেয়াই সমীচীন মনে করছি।

সব শেষে, আপনার কষ্টের স্বীকৃতি দিচ্ছি আরেকবার অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে।

ভালো থাকুন আপু।




৫৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: @সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, সম্মানজন ভাবে বা যার/যাদের সমালোচনা করেছেন তার জন্য অনেক কৃতজ্ঞতা জানাই আহমেদ ভাই। সমালোচনায় আপত্তি নাই যদি সেটা হয় আপনার মতো স্বসম্মানে।

যাইহোক সমালোচনা যেমন প্রত্যাশিত তেমনি সমালোচনা আসলে আত্নপক্ষ সমর্থন করে কিছু বলাটাও প্রয়োজন হয়ে দাঁড়ায়।

১, সীমাবদ্ধতার কারণেই অনেক পোষ্ট পড়া হয়না বা সম্ভব হয় উঠেনা। কিন্তু লেখা সংগ্রহ করতে গিয়ে শুধুমাত্র পরিচিত মুখ দেখে সংকলনে নেয়ার অভিযোগ থেকে অন্তত মুক্তি পেতে পারি। কেননা, অজ্ঞাতে মাগুর ভাইয়ের মত আমাদের অত্যন্ত প্রিয়ভাজন এবং শক্তিশালী ব্লগারের একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ লেখা হঠাৎ করে বাদ পড়ে যেতো না। যদিও মাগুর ভাইয়ের পোষ্টটি মূলত লিংক আপ করার সময় বাদ পড়ে গিয়েছিল।

২, বিথি আসলে আমার ব্যাক্তিগত অনুরোধে আসলে আমাকে সাহায্য করার জন্য এসব সংগ্রহের চেষ্টা করে। জুন মাসে আমার ব্যাক্তিগত কিছু কাজ থাকায় পরে বিথিকেই অনুরোধ করি ওর আইডি থেকে পোষ্টটি দিয়ে দিতে। আর ফিচার সংগ্রহে ব্যাক্তিগত যে ভিউটা ছিল সেটা হচ্ছে, বিভিন্ন বিষয়ভিত্তিক সংকলন আসার পরও দেখতে পাচ্ছিলাম তথ্যমূলক বা ফিচার ধর্মী পোষ্টগুলোর কোন আলাদা সংকলন আসছেনা। যেহেতু ব্যাক্তিগত ভাবে আমি তথ্যমূলক ও ফিচার ধর্মী পোষ্টগুলোর ব্যাপারে কিছুটা দুর্বল তাই ভাবলাম কেমন হয় একটি ফিচার ধর্মী পোষ্ট সংকলন বের করলে। যেহেতু একার পক্ষে কাজটি অনেক কঠিন তাই বিথিকে অনুরোধ করলাম কাজের ফাঁকে ফাঁকে অন্তত অর্ধেক মাসের এমন ফিচার ধর্মী পোষ্টগুলো সংগ্রহ করতে। সামহোয়্যারইনে যাই আসে নোটিশ বোর্ড ছাড়া অন্য কোন নিকের পোষ্টকেই মনেহয় সামুর অফিসিয়াল কিছু ভাবার কোন অবকাশ নেই। কারণ একমাত্র নোটিশ বোর্ডই সামুর অফিসিয়াল বিবৃতি দেয় বলে জানি। সেহেতু এডমিনিষ্ট্রেশনে কে আছে না আছে সেটা নিয়ে আলোচলা অনেকাংশের অমূলক। যাই ঘটুক যাই হোক, এই সংকলনের দায়ভার আমাদের ২ জন ব্যাতিত অন্য কারো উপর বর্তায় না বা অন্য কেউ কিছু জানেও না এব্যাপারে। তাছাড়া সারাদিন হাসপাতালে ইন্টার্নিতে ব্যাস্ত থাকার পর ঘরে এসে ব্যাক্তিগত কাজ যোগাযোগ এসবের বাইরে বিথির ঘাড়ে এমন একটা রুটিন বোঝা চাপিয়ে দেয়াটা আমার অনেকটাই অনুচিত হয়েছে। তবুও বিথির কাছে আমি কৃতজ্ঞ এই কারণে যে শত ব্যাস্ততা পড়াশুনা আর হাসপাতালে হাতে কলমে শেখা বা রোগীদের সাথে দিনের অর্ধেক সময় কাটিয়ে ক্লান্ত হয়ে বাড়ী ফেরার পরও শুধুমাত্র আমার অনুরোধে এমন একটি শ্রমসাধ্য কাজ হাসিমুখে গ্রহন করেছে বলে। আমি আন্তরিক কৃতজ্ঞ।

৩, গল্প সাহিত্য কবিতা এসব পড়ে যতটা আনন্দিত হই লিখতে চাইলে হই তার চাইতে অনেক বেশী ভীত আতংকিত। কারণ ভাষার দুর্বলতা, নান্দনিক বাক্য গঠন বা মানদন্ডের ছাঁচে কিভাবে কি যাবে সেসবের অজ্ঞতার কারণে গল্প কবিতা সাহিত্য এসব নিয়ে সচরাচর কোন গঠনমূলক মন্তব্য করিনা। যার মূলে সাহিত্যে আমাদের ভয়ংকরী বিদ্যার উপর সম্যক ধারণা।

৪, অলমোষ্ট :) যেহেতু একটি কাজ করতে হবে আর তা নিয়ে পুর্বে কি হয়েছে তার একটি ধারণা থাকায় খুব স্বাভাবিক ভাবেই সর্বোচ্চ চেষ্টা করতে চাওয়াটাই স্বাভাবিক। তবে সীমাবদ্ধতার কারণে আর সবার কাছে লিংক চেয়ে সহযোগীতা চাওয়ার আন্তরিক অনুরোধও রাখা হয়েছে এই কারণে যে আশা করেছিলাম সকলের সহযোগীতায় একটি পোষ্টে এক মাসের প্রায় সব ফিচার ধর্মী লেখাগুলোর সংকলন থাকবে। যেহেতু এটা সেরা কোন ফিচার সংকলনের চেষ্টা নয়।

৫, নিকের বয়স দেখে ব্লগ বিচরণের বয়স বিচারে অনেক সময়ই বিভ্রান্তির অবকাশ থাকতে পারে :P

একটা ভালো সংকলক একজন ভালো লেখককে আরও ভালো লিখতে উৎসাহিত করবে; নবীন লেখকের মনে এর জন্য একটা তৃষ্ণা থাকতে হবে। একটা ত্রুটিপূর্ণ সংকলন একজন ভালো লেখকের মনোবেদনার কারণ হতে পারে, যদি তাঁর ‘ভালো’ লেখাটি নির্বাচিত না হয়ে থাকে। সম্পুর্ণ একমত। মানবিক সীমাবদ্ধতাগুলো বাদ দিয়ে আশাকরি সংকলনে যেগুলো এসেছে বা ভবিষ্যতে আসবে তাতে ভালো পোষ্ট আশাকরি খুব একটা বাদ পড়েনি :)

তবে এটা একটা ত্রুটি বলা যায় যে পোষ্ট সংকলনের সময় শক্তিশালী ভালো ব্লগারদের সাথে আলোচনা করে নেয়া উচিত ছিল। কিন্তু স্বীকার করতে দ্বিধা নেই যে পোষ্ট সংগ্রহের সময় আমরা দুইজন ছাড়া আর কারো কাছে সংকলনের ব্যাপারে কোনরূপ সহযোগীতা চাইনি। ভবিষ্যতে এমন সংকলন বের করলে আশাকরি এই ত্রুটি না রাখার আন্তরিক চেষ্টা থাকবে। তবে যতই সমালোচনা হোক সংকলন সংগ্রহ অত্যন্ত শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ একটি ব্যাপার। আমার ধারণা যারা এগুলো সংগ্রহ করে তারা তাদের ব্যাক্তিগত ভালোলাগা থেকেই করে। তবে সংগ্রহ করতে গিয়ে দেখেছি এই সংকলন ভার্চুয়ালি নিজের লেখালেখি বা নিজের বিচরণকে সাংঘাতিক রকম বাঁধাগ্রস্থ করে। যেটা একজন সংগ্রহকারীর নিজস্ব লেখালেখি বা নিজস্ব ব্লগ বিচরণের জন্য অত্যন্ত ক্ষতিকর।

গঠনমূলক আন্তরিক সমালোচনার জন্য আবারো অনেক কৃতজ্ঞতা জানাই প্রিয় সোনাবীজ; অথবা ধুলোবালিছাই।

৫৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩

নেক্সাস বলেছেন: খলিল ভাই মানে সোনাবীজ ও ধুলোবালি চাই অনেক সুন্দর যৌক্তিক মন্তব্যে প্লাস। মোসাহেবি যুগে এমন ধারলো যৌক্তিক কমেন্ট খুব কম লোকেই করে। একসময় আমি করতাম। করতাম বলে সংকলনকারীরা নেক্সাস পোষ্টে যাওয়াটা ঘৃনার মনে করে। তবুও সেটা হয়ে যায় সামুর সংকলন যদিও নেক্সাসও সামুরই একজন।

৫৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কুনোব্যাঙ ভাই, বিশদ বিবরণের জন্য। অনেক কিছুই জানা হলো। আপনার রিপ্লাইয়ে আন্তরিকতা অনেক বেশি ছিল, আমি মুগ্ধ।

আমার মূল পয়েন্ট আসলে এ ধরনের সংকলন পোস্টের শিরোনাম নিয়ে। এটি যেহেতু ব্লগ কর্তৃপক্ষের কোনো এ্যাসেসমেন্ট থেকে করা সংকলন নয়, সেহেতু ‘সামহোয়্যারইন ব্লগের আগস্ট মাসের ফিচারসমূহ’ শিরোনাম আমার মতে যৌক্তিক হয় না; এটি ব্যক্তিক হওয়া বাঞ্ছনীয়, তাহলে আমি (উদাহরণ স্বরূপ ‘আমি’ বলছি) কোনো সংকলনে আমার লেখা না দেখলে ভাববো সংকলক আমার লেখা পড়েন নি বলে আমার লেখা বিবেচনায় নেন নি; সেটা আমার যৌক্তিক ভাবনা হবে এ কারণে যে গুটিকতক সংকলকের পক্ষে ব্লগের শত শত লেখা পড়া সম্ভব নয় মোটেও। ধরুন, আরেকজন ব্লগার অনুরূপ আরেকটি সংকলন পোস্ট বের করলেন একই শিরোনামে, যেখানে দেখা গেলো দুটো সংকলনে কমন পোস্টের সংখ্যা নগণ্য, কিংবা নাই-ই; তখন ব্যাপারটা কেমন দাঁড়ায়? অতীতে এমনটা চোখে পড়েছে।

ও আচ্ছা, বয়স। আপনার ব্যাখ্যাটা গ্রহণযোগ্য। কিন্তু চিন্তা করুন, আমি এ ধরনের একটা সংকলন পোস্ট বের করে ফেললাম- আমার জন্য খুব হাস্যকর হয়ে যাবে ব্যাপারটা। অনেকের পক্ষেই এটা হজম করা কষ্টকর হবে। যাঁর লেখা ব্লগের বেশির ভাগ পাঠক পড়েন, যার লেখার মান ভালো এবং নিজের পোস্টে কমেন্টসংখ্যাও প্রচুর, এবং যিনি অন্যান্যদের লেখা দরদ দিয়ে পড়েন, এবং ব্লগে যাঁর ব্যাপক পরিচিতি রয়েছে, এমন কারো দ্বারা তৈরি একটা সংকলন পোস্ট বেশি গ্রহণযোগ্যতা পাবে। এটা একটা আদর্শ সংকলনের কথা বললাম। কিন্তু এতোখানি যাওয়া বা আশা করা হয়তো অবাস্তবিক প্রত্যাশা।

সংকলন পোস্ট নিয়ে আমার কোনো ব্যক্তিগত মতবিরোধ নেই। কারণ, যাঁরা সংকলন করেন আমার নাম প্রায় ক্ষেত্রেই তাঁদের ওখানে দেখা যায় ;) কিন্তু যাঁরা মনে করেন যে ভালো লিখছেন কিন্তু জায়গা পাচ্ছেন না, তাঁদের মনোকষ্ট অনুধাবন করার চেষ্টা করুন। শিরোনামটা ব্যক্তিকেন্দ্রিক হলে সংকলকের পক্ষ থেকে যেমন গ্রহণযোগ্য ব্যাখ্যা দেয়া সম্ভব, ‘বঞ্চিত’ ব্লগারও নিজের মনে কিছু সান্ত্বনা হয়তো খুঁজে পাবেন।

সব শেষে যে ত্যাগ ও পরিশ্রমের ফসল দান করছেন ব্লগে, তার জন্য শুকনো মুখে ধন্যবাদটুকু খুব নিষ্ঠুরতার শামিল হয় ;) এজন্য মিষ্টি জমা থাকলো- আমাদের জয়পাড়ার রসগোল্লা ;)



আশা করি আমাকে বোঝাতে পেরেছি।

৫৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নেক্সাস ভাই @ লজ্জা পেলাম যে ;) ;)

৫৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২

*কুনোব্যাঙ* বলেছেন: @সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, জী আপনার বক্তব্য বুঝতে পেরেছি আশাকরি এবং অনেকাংশে একমত। এটা সত্য যে অনেক পোষ্ট ইচ্ছা করে আমরা বাদ দিয়েছি। কিন্তু অন্য কারো ভালো লাগার অপশনটা রাখার জন্য শিরোনামে "সেরা" কথাটি উল্লেখ করা হয়নি। যদিও এখন বুঝতে পারছি "আমাদের চোখে" কথাটি উল্লেখ করাটা উচিত ছিল। এবং আশারকি ভবিষ্যতে এমন সংকলন করলে তার উপর অবশ্যই "আমাদের চোখে" কথাটি লিখে দিব। তাতে অবশ্য আরেকটা সুবিধা হবে, পোষ্টের শেষে আর সবার কাছে সহযোগীতা চাওয়ার কথাটিও লিখতে হবেনা। আবার এদিকে সামুতে এত্ত এত্ত মান সম্পন্ন ভালো পোষ্ট আসে যে সেখান থেকে শুধুমাত্র ভালোগুলো সংগ্রহ করতে গেলেও তার সংখ্যা ৩/৪শ ছাড়িয়ে যাবে। কিন্তু এত্ত এত্ত পোষ্ট নিয়ে সংকলন পোষ্ট দিলে সেটাও অনেকটা মানহীন হয়ে যায়। চেষ্টা করেছি সর্বোচ্চ সংখ্যক ভালো পোষ্টগুলো রাখার। এবং ব্যাক্তিগত দৃষ্টিভঙ্গী (যেটা শিরোনামে উল্লেখ করা হয়নি, উচিত ছিল) বলে যে অজ্ঞাতে ২/১টা পোষ্ট বাদ পড়ে যাওয়া ব্যাতিত গত মাসের প্রায় সব ভালো পোষ্টেরই সমাহার এখানে রয়েছে। আর যেহেতু এটা তেমন প্রচুর সংখ্যক পরিচিত বা মন্তব্য পাওয়া কারো সংকলন নয় সেহেতু এই সংকলন ত্রুটিযুক্ত হবে এটাই স্বাভাবিক। যার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করতে সামান্য কার্পণ্য নাই। অবশ্য সংকলনের উদ্দেশ্যে থাকলে একটা ব্যাপার ভালো হয়।

শুধুমাত্র আমার সংকলন বলে যে সংকলনের পক্ষে বলছি ব্যাপারটা তা না। আমার ব্যাক্তিগত দৃষ্টিভঙ্গী বরাবরই সংকলনের পক্ষে। সেটা যে কারো হোক। কেননা বিভিন্ন ইস্যুতে (পলিটিক্যাল, আস্তিক নাস্তিক, হয়রানিমুলক) অনেক প্রথিযশা বিখ্যাত শ্রদ্ধেয় সর্বজন পরিচিত ও গ্রহনযোগ্য ব্লগারদের সেসব অযথা বিরক্তিকর পোষ্টে একটি গঠনমূলক বক্তব্য না পাওয়া গেলেও সংকলনের মত নিরীহ পোষ্টে তাদের সুশীল সমালোচনা অনেক সময়ই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কেননা, যার যেভাবে ইচ্ছা তার নিজের মতো সংকলন করুক। কারো পোষ্ট না আসায় তেমন ক্ষতির কিছু নেই। এমনও মাসের সংকলন আছে যেখানে আমার নিজের পোষ্ট কোনটায় এসেছে আবার কোনটায় আসেনি। ব্যাক্তিগত ভাবে আমি অন্য কারো সংকলনে আমার পোষ্ট আসায় সেটাতে উচ্ছাস দেখাইনি বা যার সংকলনে আমার পোষ্ট আসেনি তার পোষ্টে বিরক্তি দেখাইনি। কারণ আমি কি লিখছি তার উপর ব্যাক্তিগত ভাবে আমার যথেষ্ট আত্নবিশ্বাস রয়েছে। কিন্তু সবারই সেটা ভালো লাগবে সেটা কোনভাবেই আশা করিনা। কিন্তু ব্যাক্তিগত পছন্দ অপছন্দের সাথে মিলেনি বলে একটা পরিশ্রমলব্ধ নিরীহ কাজকে সমালোচনা করে তাদের হতাশ করব এত ছোট অবশ্যই আমি না। যার কারণেই যে কারো সংকলনের প্রতি আমার পুর্ণ শ্রদ্ধা বরাবরই ছিল এবং থাকবে।

আর মিষ্টির কথা বলে তো লোভ লাগিয়ে দিলেন। রসগোল্লা চমচম এগুলোর প্রতি আমার লোভাতুর চোখের আমার পরিচিতজন মাত্রই জানে। একদিন খেয়ে আসা যাবে জয়পাড়ার রসগোল্লা আর খাইয়ে আসব আমাদের টাংগাইল পোড়াবাড়ীর চমচম।

শুভ কামনা সোনাবীজ; অথবা ধুলোবালিছাই :)

৫৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

রহস্যময়ী কন্যা বলেছেন: এতো কষ্ট কেমনে করেন আপি? |-) |-)
বিথি আপু লেট জন্মদিনের শুভেচ্ছা :( :(
ফেবু আর ব্লগে কম থাকার কারণে আপনার বার্থডে মিস হয়ে গেলো আপি।
ভালো থাকবেন অনেক :)

৬০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

ইখতামিন বলেছেন: :)

৬১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: কুনোব্যাঙ ও বিথি- দুজনকেই অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.