![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল"
আমাদের মধ্যে অনেকেই চাই আমার ফ্রেন্ড সার্কেলে বা আমার ক্লাসে বা আমার কর্মস্থানে নিজেকে সবচেয়ে বেশি স্মার্ট দেখাক। তাদের জন্য এ পোস্ট।
অনেকে বলেন যেমন আছি তেমনই ভালো । ফ্যাশানেবল হওয়ার দরকার কি ? তাদের উদ্দেশ্যে অত্যন্ত সম্মানের সাথে একটা কথা বলতে চাই আপনি যেমন আছেন তাতে আপনি সন্তুষ্ট হলেও আপনার প্রিয়জন সন্তুষ্ট নাও হতে পারে। ফ্যাশান এবং স্টাইলের এ যুগে সবাইকেই যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করে নিতে হবে। পৃথিবী পরিবর্তন হচ্ছে।আপনাকে পরিবর্তিত পৃথিবীর সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করে নিতে হবে।আমরা একসময় প্রিয়জনকে চিঠি লিখতাম।এখন কেউ লিখে্না। ফেসুবুকে বা মোবাইলে ম্যাসেজ পাঠায় ।আপনাকে আপনার চারপাশের মানুষ গুলোকে নিয়ে বেচেঁ থাকতে হবে সুতরাং তাদের সাথে খাপ খাওয়ানোর জন্য অনিচ্ছা সত্তেও মাঝে মাঝে নিজেকে পরিবর্তন করে নিতে হয়।
তাও যদি একান্তই আপনি আপনার মত থাকতে পছন্দ করেন তবে আমি আপনার ইচ্ছেকে সম্মান জানাই । কিন্তু টু বি ভেরি অনেস্ট আমরা সবাই চাই আমদের সবাই স্মার্ট বলুক । কেউ চাইবেনা অন্য একজনের কাছে নিজেকে কুৎসিত ভাবে প্রেজেন্ট করতে । সবাই চাই আমাদের আশে পাশের মানুষ বলুক আমদেরকে অনেক কিউট অনেক হ্যান্ডসাম এন্ড স্মার্ট দেখাচ্ছে। কিন্তু কিউট , হ্যান্ডসাম বা স্মার্ট হওয়ার উপায় কি ? এ নিয়ে আজকের পোষ্টে সামান্য আলোচনা।
কয়েকটা বিষয়ের দিকে নজর দিলেই খুব অল্প সময়ের মধ্যে নিজেকে পরিবর্তন করে স্মার্ট ও হ্যান্ডসাম হয়ে অনেকের মধ্যে থেকে নিজেকে পৃথক করে নিতে পারবেন ।
১) এটিচুড এন্ড পারসোনালিটিঃ
ফার্স্ট অফ অল অবশ্যই অবশ্যই আপনাকে আত্নবিশ্বাসী হতে হবে
আপনি যদি জিম করে বডি বিল্ডার না হোন অথবা আপনার ফিগার যদি সুন্দর না হয়ে থাকে , আপনার হেয়ার কাট যদি সুন্দর নাও হয়ে থাকে, আপনার জুতা জোড়া যদি ক্লাসি নাও হয়ে থাকে তবুও শুধু মাত্র আত্নবিশ্বাসী হয়ে নিজেকে স্মার্ট ও হ্যান্ডসাম হিসেবে প্রেজেন্ট করতে পারেন। কাল্টিভেট দ্যা সেলফ কনফিডেন্ট । ওয়ার্ক টু এচিভ ইট এন্ড ফলো দ্যা স্টেপ্স ইন দিস সেকশান টু বিল্ড ইট । অবশ্যই সতর্ক হতে হবে যে আত্নবিশ্বাস্টা আপনার ভেতর থেকে আসছে । অভিনয় বা ফেক করার চেষ্টা করবেন না ।
সোজা হয়ে দাড়াঁন । বাকা বা খুজোঁ হয়ে দাঁড়ালে আপনার মেরুদন্ডে তো সমস্যা হবেই মানুষ সহজেই ধরে নিবে আপনার মধ্যে কনফিডেন্স নেই। বসার সময়ও অনেকেই মাথা নিছু করে বাকা হয়ে বসেন । এটি একটি বদ অভ্যাস । দাঁড়ানো বা বসা যে কোন অবস্থাতেই স্ট্রেইট থাকুন ।
সবসময় হাসি মুখ থাকুন । হাসি আপনাকে একজন সুখি মানুষ হিসেবে উপাস্থাপন করবে এবং আপনাকে আত্নবিশ্বাসী করে তুলবে। কথায় আছে হাসি দিয়ে বিশ্ব জয় করা যায় । স্বাভাবিক ভাবেই গোমরা মুখের কাউকে দেখলে আমাদের মন মেজাজ দুইটাই অনেক সময় খারাপ হয়ে যায় । আমরা সবসময় হাসি খুশি মানুষগুলোকে বেশি পছন্দ করি। Smiling will make you appear happy. confident, and outgoing. It will also keep you from looking tired and in despair
কারো সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। তাহলে যার সাথে কথা বলছেন সে বোঝে নিবে আপনি একজন আত্নবিশ্বাসী ব্যাক্তি । t's only polite when talking to someone to look them in the eye. Don't stare—look at different parts of their face occasionally, but beyond that, maintaining good eye contact will show confidence and self-assuredness on your end
২) ফ্যাশান এন্ড স্টাইলঃ ভালো কাপড় নির্বাচন করুন । ফ্যাশানেবল বা স্টাইলিশ হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ড্রেসাপ । হতে পারে আপনি অনেক ফ্যাশানেবল কিন্তু আপনি যে ড্রেসাপ করেছেন তাতে সন্তুষ্ট নন। ফলে আপনি আনইজি ফীল করবেন। আপনি কী ধরনের ড্রেস পড়তে ভালোবাসেন সেটা ফিগার আউট করুন । এতে করে আপনার মনের মত করে নিজেকে এক্সপ্রেস করতে পারবেন এবং আপনার পারসোনালিটি ভালো ভাবে ফুটিয়ে তুলতে পারবেন।
স্টাইল সম্পর্কে জানুন এবং শিখুন ফ্যাশান ম্যাগাজিন গুলোতে নিয়মিত চোখ রাখুন । লক্ষ্য করুন বর্তমানে কোন কোন কাপড় গুলো জনপ্রিয়তা পেয়েছে। সেলিব্রেটি নিউজ পড়ুন এবং লক্ষ্য করুন তারা এখন কোন কোন ড্রেস পড়ছেন? আপনার চারপাশের মানুষদের মধ্যে যারা স্মার্ট বা ফ্যাশানেবল হিসেবে নিজেকে প্রমান করতে সক্ষম হয়েছেন তাদের দিকে নজর রাখুন। আপনার ক্লাসের বা এলাকার বা অফিসের সবচেয়ে স্মার্ট যে জন তার দিকে লক্ষ্য রাখুন এবং খেয়াল করুন তার ফ্যাশানে কি কি পরিবর্তন এসেছে। উয়িন্ডো শপিং এ যান । এটা আপনাকে একটা ধারনা দিবে এখন কোন স্টাইল চলছে এবং আপনি কোন কোন আইটেম পছন্দ করছেন আর কোনগুলো আপনার ভালো লাগছেনা বা অপছন্দ করছেন ।আপনাকে ফ্যাশানেবল হওয়ার জন্য গুচি বা আমেরিকান ঈগল পড়তে হবে এমন কোন কথা নেই । আপনার ফিগারের সাথে ম্যাচ করে একেবারে নরমাল ড্রেসাপ করেও অনেকেরই জেলাসের কারন হয়ে যেতে পারেন। তবে অবশ্যই কাপড় ক্লিন এন্ড ওয়েল আইরন্ড হতে হবে। Ditch the brand-name clothes.Be confident and wear your clothes; don't let your clothes wear you! ফ্যাশান ম্যাগাজিন ক্যানভাস অথবা আইস টুডে কিনতে পারেন।
বুঝতে চেষ্টা করুন আপনি নিজেকে যতটা স্মার্ট মনে করছেন ততটা স্মার্ট আপনি নন মানুষ নিজের বুদ্ধিমত্তা সম্পর্কে রিপোর্ট করে এমন একট জরিপে দেখা গিয়েছে শতকরা ৫০ ভাগেরও বেশি মানুষ বিশ্বাস করে যে তারা এভারজের চেয়েও বেশি স্মার্ট। আপনি বুদ্ধিমত্তার সাধারন ডিস্ট্রিবিউশান সম্পর্কে সামান্য জ্ঞান যদি রাখেন সহজেই বুঝে নিতে সক্ষম হবেন যে গড়ে ৫০ ভাগেরও বেশি মানুষের পক্ষে এভারেজের চেয়ে বেশি বুদ্ধিমান হওয়া অসম্ভব । যখন আপনি বোঝতে সক্ষম হবেন আপনি কতটুকু জানেননা তখন আপনাকে অটোমেটিক্যালি স্মার্টার দেখাবে। একজন সত্যিকারের স্মার্ট ব্যাক্তি কখনোই যতটুকু জানেনা তার চেয়ে বেশি জানে এমন অভিনয় বা আচরন করেনা ।
৩) রিফ্লেক্টঃ
রাতে ঘুমানোর আগে আপনি সারাদিন কি কি করেছেন সেগুলো মনে করুন । একদম সকালে ঘুম থেকে উঠার পর থেকে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যা যা করেছেন সব মনে করার চেষ্টা করুন। বোঝতে চেষ্টা করুন আপনি গতকালের চেয়ে আজকে ভীন্ন কোন কিছু করেছেন কিনা? রিফ্লেক্সান আপনার নলেজ, আচরন , এটিচুড , বিহেভিয়ার ইম্প্রোভ করতে সাহায্য করবে। যদি সারাদিনে কোন পাপ , মানুষকে কষ্ট দেওয়া , মানুষের সাথে অমানবিক আচরন করা ইত্যাদি করে থাকেন তবে প্রথমে যে মানুষটার সাথে অন্যায় করে কষ্ট দিয়েছেন তাকে সরি বলুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। এটা আপনাকে সবার কাছে সম্মানিত হতে ও ব্যাক্তি জীবনে সফল হতে সাহায্য করবে। এবং আপনি সহজেই অনেকের মধ্য থেকে পৃথক হয়ে উঠবেন।
৪) আপনার অন্ধ ধারনা গুলো দূর করতে আপনার বন্ধুদের সাহায্য নিনঃ মনে করুন আপনি এখন ক্লাসে । স্যার লেকচার দিচ্ছে। গত রাতে করা রিফ্লেক্সান ভুলে গিয়ে মনে করতে পারেন আপনি ক্লাসে অনেক স্মার্টলি প্রশ্ন করতে পারেনে যেটা আসলে আপনার ভুল ধারনা। আপনি যেভাবে চিন্তা করছেন ক্লাসে অন্যরা সেভাবে চিন্তা নাও করতে পারে। তারা মনে করতে পারে ক্লাসের শেষে টিচারকে প্রশ্ন করাই বেশি স্মার্টার । মনে রাখবেন স্মার্টনেস সম্পর্কে প্রত্যেকেরই একটা নিজ নিজ সঙ্গা আছে। সুতরাং আপনার ৩-৪ জন বন্ধুকে জিজ্ঞেস করুন আপনি নিজেকে কিভাবে উপাস্থাপন করেন। কোন কোন ওভার এক্টিং গুলো পরিহার করা উচিৎ এবং কোথায় আপনি ইম্প্রোভ করতে পারেন।
৫) আপনাকে আপনার নিজের সম্পর্কে চিন্তা করতে সক্ষম হতে হবেঃ এমনকি আপনি যদি এখন যেমন আছেন তেমন থাকতে পছন্দ করেন এবং আপনাকে পরিবর্তন করতে না চান তবে অন্যকে জানা ও দেখা এবং বোঝাটা তারা আপনার প্রতি কিভাবে রিএক্ট করে সেটা বোঝতে সাহায্য করবে। যা আপনাকে স্মার্টার করে তুলবে এবং অন্যদের মধ্য থেকে সিম্পেথেটিক করে তুলবে।
৬) ওপেন ইউর মাইন্ডঃ আপনাকে শিখতে হবে কিভাবে অন্যের কাছ থেকে সাহায্য চাইতে হবে এবং বোঝতে হবে অনেক কিছুই শিখার বাকি আছে। ইউ কান্ট লার্ন ইফ ইউ ইনসিস্ট সাটেন থিংস অর লিসেন টু সাটেন পিপল। স্মার্ট হওয়া মানে সবাইকে সম্মানের সহিত ট্রিট করা এবং কোন কিছুর বা কোন একটা বিষয়ের অন্য দিক সম্পর্কেও জানা।
৭) কখন চুপ থাকতে হবে সেটা জানুনঃ সত্যিকারের বোকারাই শুধুমাত্র নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে।অতিরিক্ত কথা বলে নিজেকে একটা কিছু হিসেবে জাহির করতে চায়। যা সত্যি বিরক্তিকর এবং হাস্যকার। ক্ষেত্র বিশেষে চুপ থাকা আপনাকে অনেক বেশি স্মার্টার করে তুলবে। কোন একটা গুজবে কান দিয়ে সেটা সম্পর্কে বিস্তারিত না জেনে আপনি ওভার স্মার্ট হওয়ার জন্য ২-৩ টা মন্তব্য করলেন কিন্তু পরে যখন জানলেন সেটা গুজব এবং মিথ্যা তখন আপনার চেয়ে বোকা এবং আনস্মার্ট আর কে আছে বলুন ? প্রথমে চিন্তা করুন এবং সাইলেন্স থাকুন। মানুষ চিন্তাও করবেনা আপনি কতটা বোবা ছিলেন। কিন্তু সবাই এটা স্মরন করবে যে আপনি সে পরিস্থিতিতে চুপ থেকে কতটা স্মার্ট ছিলেন ।
৮) বই পড়ুনঃ স্মার্ট হওয়ার জন্য এটার খুব বেশি ইম্পর্টেন্ট আছে তা নয়। কিন্তু ভাল ও কোয়ালিটি বই পড়া শিখার ও জানার একটা ভালো মাধ্যম। একজন ব্যাক্তি যে দশ দিন ধরে কোয়ালিটি বই পড়ছে সে নিঃসন্দেহে স্মার্ট। আপনি সিম্পল ইন্টারেস্টিং কোন সাহিত্য বা পিলোসোফি পড়ার মাধ্যমে শুরু করতে পারেন।
৯) গ্রোমিংঃ খুব বেশি গুরুত্বপূর্ণ । নিয়মিত আপনার হাত ধুতে হবে । নখ গুলো কাটা থাকতে হবে এবং নখের ভেতরের ময়লা গুলো ক্লিন করতে হবে রেগুলার। দাত দিয়ে নখ কামড়ানোর বদঅভ্যাস থাকলে বাদ দিতে হবে।
আপনার হেয়ার ব্রাশ ক্লিন রাখুন । প্রতিদিন শ্যাম্পু করুন। চুল এবং চিরুনি দুটাই পরিষ্কার রাখতেই হবে। হেয়ার ব্রাশ না করে বাসা থেকে বের হবেননা । সময় নিয়ে হেয়ার ব্রাশ করুন। প্রয়োজনে জেল অথবা ক্রিম দিয়ে হেয়ার সেটাপ করুন। খুব বেশি জেল বা ক্রিম দেওয়ার দরকার নায় । খেয়াল রাখবেন জেল যেন মাথার তালুতে না লাগে।
আপনার স্কিনের যত্ন নিন । দিনে অন্তত দুবার মুখ ওয়াশ করতে হবে।
দিনে দুবার অন্তত দাত ব্রাশ করুন । যে কোন কিছু খাওয়ার বা পান করার পর কুলি করুন। আপনার টাং ও ব্রাশ করুন অন্তত ১ মিনিট।
নিয়মিত গোসল করুন। কোন ভাবে যেন একদিনও গোসল মিস না হয়। গোসল করা ছাড়া ক্লিন এন্ড ফ্রেশ দেখানো অসম্ভব ।
১০) ভালো খাবার খেতে হবে নিয়মিত। Eating healthy will help with many things such as keeping a good weight, avoiding cavities, having a good complexion, and being energetic । দিনে অন্তত ৮ ঘন্ঠা ঘুমানোর চেষ্টা করুন। সাউন্ড স্লীপ ছাড়া হ্যান্ডসাম স্মার্ট হওয়া অসম্ভব। Getting eight hours or more of sleep every night will do wonders for your complexion, energy and overall appearance. সম্ভব হলে সামান্য হলেও নিয়মিত ব্যায়াম করুন।
আমার এই সিরিজের পরবর্তী পোস্ট "আপনার ভালোবাসার মানুষটিকে কি করে নিজের করে নিবেন ? " সে বিষয়ে । আশা করছি পড়ে ভালো লাগবে
১ম পর্ব
২য় পর্ব
পোস্ট যারা পড়ছেন তারা ১ম ও ২য় পর্ব অবশ্যই পড়বেন
ঈদ মোবারক টু ইউ এন্ড ইউর ফ্যামিলি
[ ট্রান্সলেটেড ফম ইন্টারনেট]
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্য প্রিয় ব্লগার ।
২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল......... আগের ঈদের সালামি পাই নাই ।
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: তোমাকে ও ঈদের শুভেচ্ছা ব্রো । নিজে যে সেলারি পাই সেটা দিয়ে নিজেকে হয়না
৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ওরে বিশাল পোস্ট রে !!!!!!!!!!!!!!! কাল কে পড়তে হবে । প্রিয়তে রাইখা দিলাম ।
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঠিক আছে আপু সময় করে পড়িয়েন ।
৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: উফফ সাকিব-জয়া আহসান দারুণ মানায়সে......
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দুজনই আমার খুব ফেভারিট ।
৫| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চোখের দিকে তাকায়া কথা কইবার পারি না ....
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: লেক অফ কনফিডেন্স অফ ইউরসেলফ । ট্রাই টু ইমপ্রোভ ইট ।
৬| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪২
ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস পোস্ট বিথী ।
শেষের অ্যানিমেশানটা চমৎকার হৈসে।
ট্রান্সলেটেড পম ইন্টারনেট !!
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: থ্যাংক্স ডিয়ার ইমরাজ কবির মুন । ওটা ইখতামনি দিয়েছে । আমি জানতাম না ওটা কি করে দিতে হয়
আই এম পম ঘানা
৭| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪
এম ই জাভেদ বলেছেন: দারুন পোস্ট । টিপস গুলি চমৎকার।
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ভাইয়া । সাথে থাকুন । পরবর্তী পোস্ট পড়ার আমন্ত্রন
৮| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৬
এম ই জাভেদ বলেছেন: একটা সমীক্ষায় দেখা গেছে চোখে চোখ রেখে কথা বললে অধিকাংশ মানুষ তা অবিশ্বাস করে। অহন আমি কি করুম ??
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনি কনফিডেন্ট এন্ড পোলাইট হলে অবিশ্বাস করবেনা। আপনাকে সত্য বলতে হবে
৯| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১১
*কুনোব্যাঙ* বলেছেন: যাক, পোষ্ট পড়ে বুঝতে পারলাম যে আমি আসলে স্মার্টই অবশ্য রাতে ঘুমুতে যাওয়ার সময় ভাবতে থাকি অনলাইনে আজকের ক্যাচাল ঠিক মতো করতে পারলাম কিনা :!>
যাইহোক, পোষ্টে উল্লেখিত ফ্যাশন ম্যাগাজিন দুটোর অনলাইন ভার্সনের লিংক দিয়ে গেলাম
আইস টুডে
ক্যানভাস
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ লিঙ্কের জন্য যারা টাকা সমস্যায় আছে তাদের জন্য সুবিধা হবে
১০| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭
আধখানা চাঁদ বলেছেন: আমিও চোখের দিকে তাকিয়া কথা বলতে পারিনা
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ফার্স্ট অফ অল এন্ড বি পোলাইট এন্ড দেন বি কনফিডেন্ট অফ ইউরসেলফ
১১| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬
তৌফিক রেজা বলেছেন: ভালো লাগলো পড়ে
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: থ্যাংক্স
১২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০
রাফা বলেছেন: জিবনে সকল ক্ষেত্রেই স্মার্টনেসের প্রয়োজন অপরিহার্য।চমৎকার পোস্ট বিথি আপু।
ধন্যবাদ।
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: রাইট ইউ আর থ্যাঙ্কস এলট ।
১৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮
যুবায়ের বলেছেন: চমৎকার একটি লেখা....
পোষ্টে ভালোলাগা++
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ডিয়ার । কেমন আছেন ?
১৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওই শ্যাম্পু আর কন্ডিশোনার আমার আছে, অনেক কম দাম
ঈদ মুবারাক।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার নেই তুমি তো বড়লোক
কিউটিকে ঈদের শুভেচ্ছা ।
১৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯
এ্যংরি বার্ড বলেছেন: স্মার্ট কি জিনিস?
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমারো তো সেটা প্রশ্ন !! এটা খায় নাকি মাথায় দেয় ?
১৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্ট এর ছবিগুলো ভালো! আমার কাছে স্মার্টনেসের সংজ্ঞা টা আপেক্ষিক! আপনার মানসিকতা উন্নত হলে হিসেব করে স্মার্ট হতে হবেনা, আর মানসিকতা যদি নিচু মানের কিংবা মিছে দাম্ভিকতার হয় তাহলে স্মার্টনেস টা নিতান্তই অর্থহীন! পরের পোষ্টে র অপেক্ষায় রইলাম!
ঈদ মোবারক আপি!
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: থ্যাংক্স ব্রো । ঠিক বলেছ । ঈদের শুভেচ্ছা
১৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: আপনি নিজেকে যতটা স্মার্ট মনে করছেন ততটা স্মার্ট আপনি নন
আমি তো নিজেকে অনেক স্মার্ট ভাবি
আসলে আমি স্মার্ট না!
পোস্ট অতি চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোষ্টের জন্য।
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সেলফ কনফিডেন্ট ভাবা আর স্মার্ট ভাবা এক নয় । আমি আপনার ফেসবুক এক্টিভিটিস দেখে যতটা গেস করেছি আপনি অনেক সেলফ কনফিডেন্ট
অসংখ্য ধন্যবাদ আপনাকে । ঈদের শুভেচ্ছা
১৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২১
যুবায়ের বলেছেন: প্লাসায়িত করার ইচ্ছে থাকলেও নেটের স্পিডের কাছে হেরে গেলাম
আসলে জিপির টুজি নেট চালাইতো....
১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কেউ প্লাস দিতে পারছেন না ভাইয়া । এটা সামুর সমস্যা । ঠিক আছে মনে করলাম আপনি প্লাস দিয়েছেন
ঈদের শুভেচ্ছা ।
১৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬
সুমন কর বলেছেন: ভালো লাগল।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ভালো থাকুন । আপনাকে পূজার শুভেচ্ছা ।
২০| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৯
তুহিন সরকার বলেছেন: চমৎকার পোস্ট, একবারে অসাধারণ।
শুভেচ্ছাসহ শুভকামনা রইল।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অসংখ্য ধন্যবাদ তুহিন ভাইয়া ।
আপনাকে ঈদের শুভেচ্ছা ।
২১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৪
শামীম সুজায়েত বলেছেন: এমন একটা পোস্ট নির্বাচিত পাতায় দেয়া হয়নি. !!!!!!!!!!!!!
খুব খারাপ সামু মডারেটর হিসাবে যিনি আছেন!!!!!!!!!!!
ভাল থাকুন।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
কি বলব ? যা বলার ঐ পোষ্টে বলে দিয়েছি
২২| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৭
দি সুফি বলেছেন: ঝগড় ব্যতীত অন্য সময় সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না
গোসল করা ছাড়া ক্লিন এন্ড ফ্রেশ দেখানো অসম্ভব । এক্কেবারে একমত।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: লেক অফ কনফিডেন্ট । সুড ইমপ্রোভ ইট ।
জ্বর কমেছে ?
২৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৮
শহুরে আগন্তুক বলেছেন: খ্যাত থেকে জাতে উঠতে এতো ঝামেলা ?
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
২৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আচ্ছা আমি কি স্মার্ট, হ্যান্ডসাম? এইটা বুঝবো কেমনে ? :!>
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পোষ্টে উল্লেখিত গুন গুলো কি আপনার মধ্যে আছে ? থাকলে অবশ্যই আপনি স্মার্ট হ্যান্ডসাম
২৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১০
সাজিদ ঢাকা বলেছেন: নির্বাচিত হয়ে গেছে , , , ,
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জুতা মেরে গরু দান ।
২৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪০
নিয়েল হিমু বলেছেন: সুপার পোষ্ট । প্রথম দ্বিতীয় পর্ব মিস করেছি । দেখব ইনশাআল্লাহ ।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: থ্যাংক্স ভাইয়া
ঈদের প্ল্যান কি ? হিমুর বই পড়া ? হিমু আমার খুব ফেভারিট
নতুন হিমু পড়তে ইচ্ছে করে
২৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোষ্ট! আপনার এই সিরিজটি আশা করি সামনেও চালু রাখবেন। ঈদের অনেক শুভেচ্চা রইল।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ভাইয়া । আশা করি চালু থাকবে যদি মডুরা আমার সাথে এমন আর না করে
ভালো থাকুন । ঈদ মোবারক
২৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৪
দুঃস্বপ্০০৭ বলেছেন: স্মাট ঈদ পোস্ট । এডভান্স ঈদ মোবারক । পোস্ট প্রিয়তে ।
১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন । ঈদের শুভেচ্ছা ।
২৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ইস্মার্ট! খাড়ান একটু ভাইবা লই, কী কী পড়ছি....
১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
৩০| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সবগুলোই চিন্তাজাগানিয়া। যারা এব্যাপারে ঔদাসীন, তাদেরকেও এক হাত নিলেন!
৩-৪-৫-৬-৭-৮ সবচেয়ে ভালো লাগলো। স্মার্টনেস তো ভেতর থেকে আসে। আপনি সবই বলে গেলেন। সুন্দর হয়েছে। একদম স্মার্ট লেখা!
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর ও অনুপ্রেরনাদায়ক একটি মন্তব্যের জন্য ।
৩১| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪১
নেক্সাস বলেছেন: চোখের দিকে তাকালেতো সমস্য । যদি সে চোখের প্রেমে পড়ে যাই।
সুন্দর পোষ্ট
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাইয়া । আপনাকে ঈদের শুভেচ্ছা ।
৩২| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯
অভিমানী মুন্না বলেছেন: সোজা হয়েই তো বসতে পারি না !! :/
সুন্দর পোস্ট !!
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: চেষ্টা করে দেখুন । ১ সপ্তাহ কন্টিনিউ করলে অভ্যাস হয়ে যাবে ।
ধন্যবাদ আপনাকে ঈদ মোবারক ।
৩৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮
সোহানী বলেছেন: চমৎকার পোস্ট...... স্মার্টনেস অনেক জরুরী প্রতিটি ক্ষেত্রে। একজন আনস্মার্ট কখনই ভালো করতে পারে না .... তবে আমার মতে সেণ্ফ কনফিডেন্স আনেক বেশি জরুরী। পোসাক আসাক চেইন্জ করা যায় সহজে কিন্তু কনফিডেন্স লেভেল বাড়াতে অনেক কিছুরই প্রয়োজন। সেই সাথে কিন্তু ওভার কনফিডেন্স ঠিক নয়...............................
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: একদম ঠিক বলেছেন । আপনার কনফিডেন্স লেভেল যতটুকু ততটুকুই এক্সপ্রেস করুন । অভিনয় বা ফেক করার চেষ্টা করবেন না , তাইতো পোষ্টে উল্লেখ করেছি ব্যাপারটা ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
ঈদ মোবারক ।
৩৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১
বশর সিদ্দিকী বলেছেন: আপনার লেখা পইরা নিজেরে কেমুন জানি ইচমাট ইচমাট লাগতেছে।
ওয়াকি.................জলিল বাইরে দেখলাম মনেহয়। আর থার্ড পারসন ছবিটার মাতারি এত কালা হে তো মুই আগে দেহি নাই।
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আই এম জলিল অনন্ত পম ঘানা
তিশার ঐ ছবিটা নেট থেকে নেওয়া ।
৩৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৯
ইখতামিন বলেছেন:
অনেক সুন্দর ও চমৎকার পোস্ট.. আশা করি সিরিজটা আরও অনেক দূর চালিয়ে যাবেন.
কিন্তু যারা ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে স্মার্টনেসের কথা ভুলে গেছে, তাদের জন্য আপনার পরামর্শ কী..!
ঈদ মোবারক
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ওয়াও নাইস ওয়ান ইখতামণি ।
ধন্যবাদ আপনাকে । আমার এই সিরিজের প্রতিটা পোস্ট অনেক কষ্ট করে সময় নিয়ে লেখা । তাই নির্বাচিতে না দেওয়াতে খুব খারাপ লাগতেছিল।
অন্য দুটি পোস্ট স্টিকি হয়েছিল ঐ সময় কিন্তু আমার পোস্টটি সেওয়া হয়নি তাই অপমানও লাগতেছিল
ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে ।
৩৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৩
বৃতি বলেছেন: কাজের পোস্ট । ঈদের শুভেচ্ছা থাকলো আপনার জন্যও ।
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ বৃতি । ঈদ মোবারক ।
৩৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট।নিজেকে স্মার্ট করে তুলতে হবে। নাহলে সমস্যা।লোকজন খেত্তি বলতে পারে। জমানাইএমনউপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট।
চমৎকার পোস্ট খুব ভাল লেগেছে।
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ পোস্ট।
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ প্রোফেসর শঙ্কু ভালো থাকুন ।
৩৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪
রাইসুল সাগর বলেছেন: ওরে খাইছেরে। সবাই এত্তো চুইট লাগতেছে।
পোষ্ট ভালা লাইগিচ্ছে।
শুভকামনা নিরন্তর।
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ভাইয়া । আপনাকে ঈদের শুভেচ্ছা
৪০| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০
আমি সাজিদ বলেছেন: রিফ্লেক্সটা মেনে চলার চেষ্টা করবো।
পোস্ট সরাসরি প্রিয়তে বিথিপু।
১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। যারা ওটা মেনে চলবে তারা সফল হবে। সৃষ্টি কর্তাকে যারা স্মরন করে তাদের জন্য সফল হওয়াটা খুব সহজ।
৪১| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮
তওসীফ সাদাত বলেছেন: ভালো পোস্ট !! প্রিয় তে রেখে দিলাম !!
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: থ্যাংক্স ভাইয়া
৪২| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪০
রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর পোষ্ট আপুনি
ঈদের শুভেচ্ছা
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: থ্যাংক্স সুইট রহস্যময়ী কন্যা । ঈদের শুভেচ্ছা ।
৪৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩
মাহবু১৫৪ বলেছেন: খুব সুন্দর পোস্ট
+++++
ভাল লাগা এবং প্রিয়তে নিলাম
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক অনেক থ্যাংক্স ভাইয়া ।
৪৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫
একজন আরমান বলেছেন:
ঈদ মুবারক আপু।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া ।
৪৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০০
ইষ্টিকুটুম বলেছেন: বাহ! ভালোই তো।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ইষ্টিকুটুম
৪৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৬
বাবুই পািখ বলেছেন: প্রিয়তে । ঈদ মোবারক
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ । ঈদ মোবারক বাবুই পাখিকে
৪৭| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮
ferdous বলেছেন: valo laglo..........
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ডেডবডি
৪৮| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫
দি সুফি বলেছেন: ল্যাক অফ কনফিডেন্স কিনা জানি না, তবে এর চেয়ে ব্যাতিক্রম কিছু ঘটে না!
হুম জ্বর কমেছে। ধন্যবাদ।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জ্বর কমেছে জেনে ভালো লাগলো । সবসময় ভালো থাকুন ।
৪৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৬
অপু তানভীর বলেছেন: "হয়ে উঠুন স্মার্ট , হ্যান্ডসাম, কিউট , সুইট এন্ড ড্যাশিং"
একটি প্রশ্ন
স্মার্ট ড্যাশিং না হয় হওয়া যায়, আচ্ছা হ্যান্ডসামও না হওয়া গেল কিন্তু কিউট আর সুইট কি হওয়া সম্ভব ?
আমার মনে হয় কিউট আর সুইট কৃত্রিম ভাবে হওয়া সম্ভব না, যত যাই করেন না কেন !!
শিরোনাম বাদ দিয়ে সবকিছু ঠিক আছে !!
২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হে হে অপু ভাইয়া
এখানে আপনি পয়েন্টটি ধরতে পারেন নি। কোন কিছুই কৃত্রিম ভাবে সম্ভব নয় । রিপেয়ার করতেই হবে। আপনি গ্রামে গঞ্জে বা শহরেও এমন অনেক মানুষ দেখতে পারবেন যারা দেখতে খুব সুন্দর । কিন্তু গ্রুমিং বা ঠিক মত টেক কেয়ার না করার জন্য তদের অনেক পঁচা দেখায় । আবার এমন অনেক মানুষ দেখবেন যারা দেখতে তত সুন্দর নয় কিন্তু ঠিক মত গ্রুমিং , ব্যায়াম , খাওয়া দাওয়া , ঠিকমত ঘুমানো , পরিষ্কার পরিচ্ছন্নতার কারনে তাদের অনেক স্মার্ট দেখায়।
একজন মানুষ যখন স্মার্ট হ্যান্ডসাম হিসেবে নিজেকে তৈরী করে নেয় তখন তাকে অটোমেটিকেলি সুইট এন্ড কিউট দেখাবে
চেহেরার সুইটনেস বা কিউটনেসের চেয়ে বেশি ইম্পরটেন্ট এটিচুড , ম্যানারস, বিহেবিয়ার ইত্যাদির কিউট এন্ড সুইট এক্সপ্রেশান ।
আপনি যদি আপনার আপনার এটিচুড , মেনারস , বিহেবিয়ার ইত্যাদির কিউট এন্ড সুইট এক্সপ্রেস করতে পারেন তাহলে আপনাকে অটোম্যাটিকেলি সুইট এন্ড কিউট দেখাবে।
৫০| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৮
অপু তানভীর বলেছেন: নাহ!! আপনার সাথে একমত হইতে পারলাম না!! চেহারার কিউটনেস কোন ভাবেই আনা সম্ভব না যদি না সেটা আগে থেকে থাকে! তেমনি যার চেহারায় কিউটনেস থাকবে সে যদি ছেড়া জামা পরেও থাকে তাহলেও তাকে দেখতে কিউটই লাগবে!!
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এই পোস্টটা যে দেখতে কিউট না বা অযত্নে যাদের কিউটনেস ঢাকা পড়েছে তাদের জন্য
আবার বলছি কিউট এটিচুড , কিউট মেনারস , কিউট বিহেবিয়ার , রেসপেক্ট আদারস পিপল ক্যান মেক ইউ মোর কিউট দ্যান হাও মাচ কিউট ইউ আর নাও
৫১| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪
সুমন জেবা বলেছেন: স্মার্টনেস নিয়ে স্মার্ট পোস্ট..
০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ
৫২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২০
লিন্কিন পার্ক বলেছেন:
আপনার কয়েকটা পোস্ট পড়ে আমার যা মনে হল আপনি চাইলেই যে কাউকে স্মার্ট , কিউট এবং ড্যাশিং বানিয়ে দিতে পারবেন
ভাল থাকবেন আপু
০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শরম পাইছি
তুমিও ভালো থেকো ভাইয়া
৫৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৭
শাহরিয়ার নীল বলেছেন: ভালো লাগলো
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার নীল।
৫৪| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
শাহরিয়ার খান রোজেন বলেছেন: আপু আমার জন্য কিছু টিপস দিন??
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কী রকম টিপস ?
৫৫| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৯
শাহরিয়ার খান রোজেন বলেছেন: আপাতত ফার্মগেটে ইউসিসিতে ইউনিভার্সিটির ভর্তি বিষয়ক কাজে নিয়োজিত আছি। সারাদিন হাজারে হাজারে মেয়ে আমার কাছে আসে।
তাই এখানে স্মার্টনেস বিষয়ক কোন টিপস।
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এই পোস্ট এবং এই পোস্টের প্রম পর্ব পড়লে এবং টিপসগুলো অনুসরন করলে আপনি স্মার্ট হয়ে যাবেন
৫৬| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬
জনাব মাহাবুব বলেছেন: এইবার স্মার্ট হয়েই যাবো।
পোষ্টে ++++++++++++++++++++++
২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ
৫৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:০৫
অপ্রচলিত বলেছেন: ফাটায়ে মন্তব্য করতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ খেয়াল হইল ক্ষেত্র বিশেষে চুপ থাকা আপনাকে অনেক বেশি স্মার্টার করে তুলবে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
৫৮| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৩
অদ্বিত বলেছেন: কেউ যদি যুগের চেয়ে, তার সময়ের চেয়ে বেশী অগ্রসর হয়ে থাকে; তাহলে তার নিশ্চয়ই যুগের সাথে তাল মিলিয়ে চলার দরকার নাই। আপনার এটা বলা উচিত ছিল, ''যুগের সাথে তাল মিলিয়ে চইলেন না, দুনিয়ার সাথে তাল মিলিয়ে চইলেন না। আপনি নিজের ইচ্ছামতই চলেন, তবে সেই সাথে এমন ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন যেন দুনিয়া আপনার সাথে তাল মিলিয়ে চলে, যুগ যেন আপনার পিছনে হাটতে বাধ্য হয়।'' এই কথা আপনার বলা দরকার ছিল। সেটাই হল ..........কি বলব ? স্মার্টনেস নয়, জিনিয়াসনেস।
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: খুব কম মানুষের পক্ষেই যুগ এবং সময়ের চেয়ে বেশি এগিয়ে যাওয়া সম্ভব। সবার পক্ষে নয়। যুগ ও সময়ের চেয়েও বেশি এগিয়ে গেলে সমস্যা হলো অনেকের চোখে তা ভালো লাগবে না । অতিরঞ্জিত মনে করবে অনেকে।
স্মার্ট হওয়া ভালো। কিন্তু জিনিয়াস হতে গিয়ে ওভার স্মার্ট হতে গেলে সমস্যা।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩০
মামুন রশিদ বলেছেন: চমৎকার পোস্ট ।