![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল"
পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারনগুলোর মধ্যে তিন নম্বরে 'ক্যান্সারের' অবস্থান৷ (এক নম্বরে হার্ট ডিজিস, দুই নম্বরে সেরেব্রোভাস্কুলার ডিজিস (স্ট্রোক)৷)
'ক্যান্সার' রোগটি পড়তে গেলেই ডাক্তারীবিদ্যার ব্যর্থতার দিকটি সামনে চলে আসে৷ কোন ক্যান্সার ধরা পড়ার পর সেখান থেকে পুরোপুরি সুস্থ হয়েছে এমন ঘটনা খুব বেশি ঘটে না৷ বরং বেশীরভাগ ক্ষেত্রেই রোগীকে ধুকে ধুকে মরতে হয়৷
প্রাথমিক স্টেজে কোন কোন ক্যান্সারের পুরোপুরি নিরাময় সম্ভব ৷ কিন্তু দুঃখের ব্যাপার হলো, বেশিরভাগ ক্যান্সারই ধরা পড়ে সেটি শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ার পরে৷ যখন আর কিছুই করার থাকে না নিশ্চিত মৃত্যুকে বরণ করে নেওয়া ছাড়া ৷ আর একজন মানুষ যখন জানতে পারে আমি আর অল্প কিছুদিনের মধ্যেই মারা যাবো, তার প্রতিটি দিন কিভাবে কাটে তা সহজেই অনুমেয়৷৷
আমার দৃষ্টিতে সব ধরনের ক্যান্সারের মধ্যে সবচেয়ে খারাপ হলো, যেগুলো কিশোর বা যুবক বয়সে হয়৷
এমনি একটি ক্যান্সার হলো 'লিউকেমিয়া' বা 'ব্লাড ক্যান্সার'৷ মাঝে মাঝেই এ রোগে আক্রান্ত কোন কলেজ বা ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টের জন্য আমরা সাহায্য চাইতে দেখি৷ কারন, এ রোগে Bone Marrow Transplantation ছাড়া মৃত্যুর নিশ্চয়তা শতভাগ! আর যেটি করতে আমাদের যেতে হয় ভারত বা সিঙ্গাপুর, লাগে প্রায় পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা৷৷ এরপরও কিন্তু জীবনের আশা থেমে থাকে না৷
--------------------
অত্যন্ত আনন্দের ব্যাপার হলো, দেশে প্রথমবারের মতো ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে অস্থিমজ্জা প্রতিস্থাপনের কাজ শুরু হবে। অস্থিমজ্জা প্রতিস্থাপনের
(বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন)
মাধ্যমে শুধু লিউকোমিয়া নয় থ্যালাসেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা,
অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াসহ জটিল রোগের চিকিৎসা করা সম্ভব৷
আরো আশাব্যঞ্জক কথা হলো এ কাজটিতে সিঙ্গাপুরে যেখানে খরচ হয় প্রায় এক
কোটি টাকা সেখানে বাংলাদেশে খরচ পড়বে পাঁচ
থেকে সাত লাখ টাকা।
আর এ সবকিছু সম্ভব হয়েছে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন ইউনিটের প্রধান এম এ খান এর জন্য। ২০০৭ সালে সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালে অস্থিমজ্জা প্রতিস্থাপন বিভাগে যিনি ডাক পেয়েছিলেন, কিন্তু লাভজনক হলেও সেই প্রস্তাব ফিরিয়ে দেন দেশেই একদিন এই সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে। আজ তিনি সফল৷ স্যালুট এমন কিছু মানুষের জন্য, যাদের জন্য দেশটা এখনো এগিয়ে চলছে৷
আসুন স্যারের জন্য দোয়া করি তিনি যেন সফল হন । ব্লাড ক্যান্সারে আক্রান্ত আমাদের প্রিয় ছোট্র ভাই বা বোনটিকে টাকার অভাবে বিনা চিকিৎসায় আর মরতে হবেনা। এবার বাংলাদেশের ডাক্তাররাই দিবে মরন ব্যাধি ব্লাড ক্যান্সারের সুচিকিৎসা খরচ পড়বে মাত্র ৫ থেকে ৭ লাখ টাকা।
প্রতিটি ডাক্তার এমন সফল ভাবেই নিজেকে গঠন করে নিক। এদেশের তরুন প্রজন্ম একদিন একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করবেই ইনশাআল্লাহ।
পোস্ট কৃতজ্ঞতা মুবাশ্বির হাসান লিমন
(Shaheed Suhrawardy Medical College,Dhaka)
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: একদম সবার জন্যই আশার বানী আপু । কারন বাংলাদেশের কত ভাগ মানুষের সাধ্য আছে ১ কোটি টাকা খরছ করার। যারা বড় লোক তারাও চাইবে ১০ লক্ষ টাকার মধ্যে করতে ,
অবশ্যই ২ নাম্বারি দূর্নীতি করে যারা টাকার পাহাড় বানিয়েছে তাদের টাকা খরচ হলেই আমি খুশি ।
২| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৯
শায়মা বলেছেন: বাহ!! খুবই ভালো খবর!
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আসলেই ভালো খবর আপু আমার খুব ভালো লেগেছে খবরটা জেনে। তাই এখানে শেয়ার করেছি
৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: দারুন খবর!!!
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আসলেই প্রতিটা ডিপার্টমেন্টেই বাংলাদেশের ডাক্তাররা এভাবে সফল হোক।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩
বিশ্বাস করি 1971-এ বলেছেন: মাসআল্লাহ্। আমরা যেন জাতি হিসেবে সব কিছুতেই স্বর্নিভর হতে পারি ।
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: একবার বলুন সকল প্রশংসা আল্লাহর জন্য । তাহলেই আল্লাহ আমাদের প্রতিটি ক্ষেত্রে সফল করে দিবেন।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: খুবই ভালো খবর, এত অল্প অবকাঠামো নিয়া ডাক্তাররা ্যে সেবা দেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।
"পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারনগুলোর মধ্যে তিন নম্বরে 'ক্যান্সারের' অবস্থান৷ (এক নম্বরে হার্ট ডিজিস, দুই নম্বরে সেরেব্রোভাস্কুলার ডিজিস (স্ট্রোক)৷)" আপনি মনে হয় নন কমুনিকেবল ডিজিজের জন্য এটা বলেছেন।
এখনও বিশ্বে অপুষ্টি আর ইনফেকশাশ ডিজিজের জন্য মানুষের মৃত্যু প্রথম স্থানেই আছে।
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জ্বি ঠিক বলেছেন আমি কমুনিকেবল ডিজিজের কারনেই বলেছি ।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩
ইমরাজ কবির মুন বলেছেন:
গ্রেট !
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: স্যারকে স্যালুট
৭| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৭
আরমিন বলেছেন: দারুন আশার খবর! সবাই যদি দেশ ও দেশের মানুষের জন্য এভাবে ভাবতো, তাহলে তো আর কাউকে দেশ ছাড়ার কথা ভাবতে হতো না!
দোয়া করি প্রজেক্ট টা সফল হোক !
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কিছু কিছু খবর মন ভালো করে দিয়ে স্বপ্ন দেখতে শিখায় । এটা এমনই একটি খবর ।
আল্লাহ যেন প্রোজেকট টি সফল করে দেন
৮| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১
সায়েম মুন বলেছেন: খুব ভাল একটা খবর! আশা রাখি বিনা চিকিৎসায় ব্লাড ক্যান্সারের কোন রোগীকে মরতে হবে না।
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সায়েম মুন আশা রাখি বিনা চিকিৎসায় ব্লাড ক্যান্সারের কোন রোগীকে মরতে হবে না। ব্লাড ক্যান্সার শুধু নয় কোন রোগের কারন যেন কোন রোগীকে বিনা চিকিৎসায় না মরতে হয় আল্লাহর কাছে সে দোয়াই করি।
৯| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০১
বশর সিদ্দিকী বলেছেন: এত এত খারাপ সংবাদের মধ্যে একটা ভাল সংবাদ।
স্যারকে স্যলুট
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: স্যালুট
১০| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ খবর!
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আসলেই
১১| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩
ফারহান ফারদিন বলেছেন: আশা জাগানিয়া খবর দিলেন আপু
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঠিক বলেছেন ।
১২| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯
বিপথযাত্রী শাহেদ বলেছেন: ডাক্তার সাহেবকে অনেক ধন্যবাদ। বাংলাদেশে ভাল মানুশ আছে দেখছি।
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: প্রতিটা মানুষের মধ্যে ভালো এবং খারাপ গুণ মিশ্রিত ।।
১৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪
ছাসা ডোনার বলেছেন: আল্লাহ আমাদের সহায় হোন,হে আল্লাহ আমাদের দেশকে বিশ্বের উত্তম দেশের মর্যাদায় তুলে নিতে সাহায্য কর।
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনার দোয়া যেন কবুল হয়।
১৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৬
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ডাক্তার এম এ খান স্যার কে স্যালুট ! আল্লাহ উনার দীর্ঘায়ু দিন ।
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমীন
১৫| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪১
শহুরে আগন্তুক বলেছেন: আলহামদুলিল্লাহ্ !! কবে থেকে ??
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আশা করা হচ্ছে ২০১৪ সালের আগেই শুরু করতে পারবেন।
১৬| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৬
নিয়েল হিমু বলেছেন: সত্যিই ভাল একটা খবর ।
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আসলেই
১৭| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২২
হাসান তারেক বলেছেন: মায়াশাল্লাহ কবে থেকে ?
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আশা করা হচ্ছে ২০১৪ সালের শুরু থেকেই
১৮| ১৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:১১
শান্তির দেবদূত বলেছেন: আমরা প্রায়ই বলি এই দেশের কিচ্ছু হবে না, এ দেশ পচে গলে শেষ হয়ে গেছে, এগুলোর মোক্ষম জবাব এম এ খান স্যারের মত মানুষগুলো।
ছোট একটা দেশ আমাদের, ১৮ কোটির মত মানুষ, কত দিক সামলাবো? আশার কথা হল, একটু একটু করে আমরা এগোচ্ছি তো!
স্যারকে দাড়িয়ে স্যালুট। উনি সফল হবেনই। দোয়া রইল।
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: একটু একটু করে আমরা এগিয়ে যাব।। এবং অবশ্যই একদিন একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করবো ।
আপনাকে আমার ব্লগে স্বাগতম ।
১৯| ১৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৫
কাজী মামুনহোসেন বলেছেন: দারুন খবর।
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আসলেই
২০| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৮
বৃতি বলেছেন: নিঃসন্দেহে সুসংবাদ! খুব খুশি হলাম ।
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: খুশি হওয়ার মতো একটি সুসংবাদ ।
২১| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৫
নাজিম-উদ-দৌলা বলেছেন:
জেনে ভাল লাগল। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ নাজিম-উদ-দৌলা
২২| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৫
আমি ইহতিব বলেছেন: দারুন একটা খবর শুনালেন ডাক্তার আপুনি।
স্যালুট টু ডঃ এম এ খান।
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আসলেই দারুন খবর। স্যালুট টু স্যার। ভালো থাকুন আপু ।
২৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
গ্রেট !
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: স্যালুট
২৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: আলহামদুলিল্লাহ্
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আলহামদুলিল্লাহ
২৫| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬
যুবায়ের বলেছেন: আলহামদুলিল্লাহ....
আমাদের পাশের গ্রামে KYAMCH এ ক্যন্সার ইউনিট আছে।
শুনেছি সেখানে নাকি ক্যন্সারের ভালো চিকিৎসা দেয়া হয় তবে খরচ নাকি খুব বেশি। ক্যন্সারের মত মরনব্যধীর চিকিৎসা ব্যয় কমানো খুবই প্রয়োজন। যাতে করে একটি মানুষকে এই রোগে টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে মৃত্যূবরন করতে না হয়।।
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আশা করা হচ্ছে ৫ থেকে ৭ লাখ টাকার মধ্যেই Bone Marrow Transplantation এর মাধ্যমে এবার বাংলাদেশে ব্লাড ক্যান্সারের চিকিৎসা হবে ।
২৬| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আলহামদুলিল্লাহ্ !!!
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আলহামদুলিল্লাহ
২৭| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০
ত্রিদীব বলেছেন: মাত্র তিন মাস আগে বাবাকে ক্যানসার রোগে হারিয়েছি। বাবা প্রায়ই বলতো আর কোন উপায় নাই নারে...
দেখা যাক যদি ভাল কোন সুখবর আসে। অন্যান্য ক্যানসার রোগের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হবে এই আশা করছি।
ডাঃ খান এবং ঢাকা মে ক ও হাসপাতালের জন্য অনেক শুভকামনা ....
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আসুন স্যারের জন্য দোয়া করি তিনি যেন সফল হন । ব্লাড ক্যান্সারে আক্রান্ত আমাদের প্রিয় ছোট্র ভাই বা বোনটিকে টাকার অভাবে বিনা চিকিৎসায় আর মরতে হবেনা। এবার বাংলাদেশের ডাক্তাররাই দিবে মরন ব্যাধি ব্লাড ক্যান্সারের সুচিকিৎসা
২৮| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সফল হোক।
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সেটাই কামনা করি
২৯| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২
আহমেদ জী এস বলেছেন: তাসনুভা সাখাওয়াত বিথি,
আপনার পোষ্টের শেষ প্যারার আশাটুকু সফল হোক ।
স্যালিয়্যুট ডাঃ এম এ খান সহ যারা যারা দেশের চিকিৎসাজগতে এই যুগান্তকরী পদক্ষেপটিতে জড়িত আছেন তাদের সবাইকে ।
আপনার এই সচেতনতার জন্যে অভিনন্দন ।
ভালো থাকুন । আর একজন চিকিৎসককে তো ভালো থাকতেই হয়, তাইনা ?
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে আহমেদ জি এস সুন্দর মন্তব্যের জন্য ।
৩০| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১০
আমি তুমি আমরা বলেছেন: বাহ, বেশ ভাল খবর
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আসলেই ভালো খবর
৩১| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
রাইসুল সাগর বলেছেন: বাহ বেশ ভালো একটা খবর। সফল হোক এই প্রচেষ্টা।
শুভকামনা নিরন্তর আপনার জন্য।
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । স্যারের এই প্রচেষ্টা সফল হোক।
৩২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫
নিকষ বলেছেন: চিকিৎসা কি শুরু হয়ে গেছে নাকি শুরু হবে? শুরু হলে কবে থেকে হবে?
২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার জানা মতে চিকিৎসা শুরু হবে এই বছরের মধ্যেই ।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২
সুস্মিতা গুপ্তা বলেছেন: অনেকের জন্য আশার বানী আপু