![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল"
BANGLADESH নামটির পূর্ণ রূপটি কী? B=Blood (রক্তে) A=Achieve (অর্জিত) N=Noteworthy (স্মরণীয়) G=Golden (সোনালী) L=Land (ভূমি) A=Admirable (প্রশংসিত) D=Democratic(গণতান্ত্রিক) E=Evergreen (চিরসবুজ) S=Sacred (পবিত্র) H=Habitation (বাসভূমি) বাংলা অর্থগুলোকে একসাথে করলে হয় -রক্তে অর্জিত স্মরণীয় সোনালী ভূমি প্রশংসিত গণতান্ত্রিক চিরসবুজ পবিত্র বাসভূমি ! লক্ষ্য করুন প্রশংসিত গণতান্ত্রিক চিরসবুজ পবিত্র বাসভূমি !
বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় বেয়াল্লিশ বছর। একটা দেশের প্রকৃত সমৃদ্ধির জন্য এটা হয়ত খুব বেশি একটা সময় নয়। তথাপি নানান প্রতিকূলতা এবং সমস্যার মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাবার চেষ্টা অব্যাহত রেখেছি, যার প্রধান কৃতিত্ব এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের। জাতি হিসেবে আমরা সবসময় চেয়েছি আমাদের দেশে একটি সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক, কেননা একটি সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশ ছাড়া দেশের মানুষের সত্যিকারের ভাগ্য উন্নয়ন করা সম্ভব নয়। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আনন্দোলন এবং তার পতনের পর থেকে এই দেশে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করে এবং আমরা কিছুটা হলেও এর সুফল ভোগ করতে শুরু করি। যদিও গণতন্ত্রের বিকাশ একটি চলমান প্রক্রিয়া, এতে দীর্ঘ সময় লাগে। কিন্তু তা সত্ত্বেও বিগত বছরগুলোতে আমরা বেশ ভালোই সফলতা অর্জন করেছি যা কিনা একজন বাংলাদেশী হিসেবে আমাদেরকে কিছুটা হলেও মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেছে।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি, সাম্প্রতিক সময়ে আমাদের দেশের গণতন্ত্র একটি কঠিন সময় পার করছে। বিরোধী দলের উপর ক্ষমতাসীন দলের অন্যায় আচরণ চিরকালই ছিল এবং বাংলাদেশে প্রেক্ষাপটে এটা বেশ স্বাভাবিক একটি ঘটনা হিসেবেই বিবেচিত। কিন্তু আমরা খুব আতংক এবং গভীর হতাশার সাথে লক্ষ্য করেছি, বর্তমানে এই ধারা বা চর্চাটি খুব বিপদজনক ও নেক্কারজনকভাবে বৃদ্ধি পেয়েছে যা কোন ভাবেই কাম্য বা সমর্থনযোগ্য নয়। এমনকি বাধাগ্রস্ত করা হচ্ছে আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম- বর্তমানে মানুষের স্বাধীন মত প্রকাশের অন্যতম প্রধান একটি ক্ষেত্র। খুব স্বাভাবিক ভাবেই আমরা আশা করতে পারি, মত প্রকাশের এই সুযোগ একটি সার্বজনীন ব্যাপার। অর্থাৎ এখানে নারী পুরুষ বলে কিছু নেই। একজন মানুষ বা সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী হিসেবে আপনি আপনার মতামত এখানে তুলে ধরতে পারেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের সমাজে এই মতপ্রকাশের সুযোগটি সার্বজনীন নয়।
একজন নারী হিসেবে যদি প্রশ্ন করি, আমাদের দেশে মেয়েদের মতপ্রকাশের স্বাধীনতা কত খানি? আমি বলব, নাহ! মেয়েরা এখন আমাদের দেশে মত প্রকাশের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা অর্জন করে নি। দুঃখজনক-ভাবে এই পুরুষ শাসিত সমাজে মেয়েদের মতপ্রকাশ, “তুমি এতোগুলো পচা, আমার টিপ হারিয়ে গিয়েছে, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, ফুচকা খেতে ইচ্ছে করছে” ইত্যাদি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ আর আমরা এই সব দেখতেই ভালোবাসি আর সত্যি বলতে এমন মত প্রকাশ করাই বুঝি নিরাপদ। রক্ষণশীল সমাজে বেড়ে উঠা একজন মেয়ে যখন তার মনের ভেতর জমে থাকা কথাগুলো যখন বলার চেষ্টা করে তখনই অজানা এক আশংকায় সে কিছুটা কেঁপে উঠে, লাঞ্ছিত হবার ভয় তাকে থামিয়ে দেয়। এই দেশে একজন নারী যখন কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ অবলম্বন করে মত প্রকাশ করে তখন তার অবস্থা হয়ে উঠে দুর্বিষহ। সামাজিক ভাবে হেয় করার পাশাপাশি নোংরা অশালীন কথার আক্রমণে তার মানসিক সামাজিক জীবন বিপন্ন করে তোলা হয়।
কারা করেন এই কাজ? খুবই দুঃখজনক এবং হতাশার সাথে বলতে হয়, আমাদের দেশের প্রধান দুই রাজনৈতিক দলের সমর্থকরাই এই কাজগুলো করে থাকেন। কারো ক্ষেত্রে হয়ত বেশি, বা কারো ক্ষেত্রে হয়ত কিছুটা কম। বর্তমান সময়ে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী একটি নির্দিষ্ট দলের হয়ে রাজনৈতিক মত প্রকাশ করেছেন। একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে একটি নির্দিষ্ট রাজনৈতিক মতামত বা দৃষ্টিভঙ্গি থাকা দোষের কিছু নয় বরং এটাই স্বাভাবিক। কিন্তু তার ক্ষেত্রে কি হলো, সামাজিক মাধ্যম জুড়ে তাকে নিয়ে নোংরামি শুরু হয়ে গেল। তাকে সামাজিক ভাবে, ব্যক্তিগত ভাবে হেয় করার চেষ্টা চালানো হচ্ছে। এই দেশে কবরী, মমতাজ, তারানা হালিম প্রভৃতি নারীর যে অধিকার ন্যান্সিও ঠিক তেমন অধিকার। করবী, মমতাজ, তারানা হালিমকে কি তাদের রাজনৈতিক অবস্থান, মত প্রকাশের জন্য হেনেস্তা হতে হয়েছে? আমার জানা মতে হয় নি। তাহলে বিরোধী মত প্রকাশ করার জন্যই কি তাকে এত নোংরা ও অশালীন কথা দ্বারা আক্রমণ করা হচ্ছে? নাকি তিনি নারী বলেই তাকে আক্রমণ করার সুযোগ সৃষ্টি হয়েছে। কেননা, গায়ক আসিফও তো একটি নির্দিষ্ট দলের সমর্থক, নেতা বা কর্মী। কই তাকে তো কেউ কিছু বললেন না?
এখন প্রশ্ন হচ্ছে এইগুলো কি সঠিক দৃষ্টান্ত? আমরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই সব দৃষ্টান্তের জন্য লজ্জিত হব না? এই ধরনের নোংরা আচরণ একজন অশিক্ষিত মানুষ করলে সেটাকে হয়ত অশিক্ষার দোহাই দিয়ে মেনে নেয়া যায়, কিন্তু যারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী তারা তো শিক্ষিত, তাদের এই কুরুচিপূর্ণ কাজ কি কোন ভাবে সমর্থনযোগ্য? শুধু মাত্র আমার পছন্দের দল না করার কারনে আমি কি একজন শিল্পীকে তার প্রাপ্য সম্মানটুকু থেকে বঞ্চিত করতে পারি?
হ্যাঁ, হয়ত আমরা পারি। কিন্তু মনে রাখবেন, স্বাধীন মত প্রকাশের অপরাধে একটি মেয়েকে লাঞ্ছিত করার জন্য আপনাকে শিক্ষিত ও সভ্য মানুষ কুলাঙ্গার হিসেবেই চিহ্নিত করবে। একজন কুলাঙ্গার নারী অবমাননা করবেন, এটাই নিপাতনে সিদ্ধ। যদি সময় থাকতে আপনি এর প্রতিবাদ না করতে পারেন তাহলে নিজেকে কুলাঙ্গার হিসেবে পরিচয় দিতে প্রস্তুত থাকুন। এই দেশ এবং জাতি তার কুলাঙ্গারদের কখনও ক্ষমা করে না ।
ইরিশ জাকের , আসিফদের রাজনৈতিক পক্ষপাতিত্বের জন্যে বা নিজ নিজ পছন্দের দল সমর্থনের জন্য লাঞ্ছিত হতে হয়না। আর ন্যান্সি একজন নারী শিল্পী বলে তাকে তার পছন্দের দল সমর্থন ও স্বাধীন মত প্রকাশের জন্য লাঞ্ছিত হতে হয়।
সত্যি সেলুকাস !! বড়ই বিচিত্র এই দেশের মানুষের ( সকলের না ) মানসিকতা।
পোস্টটি উৎসর্গ করছি আমার প্রিয় ব্লগার কাল্পনিক ভালোবাসা ভাইয়াকে
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জ্বি আসবে
কিন্তু পোস্টের ব্যাপারে আপনার মতামত কী ?
২| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর পোষ্ট !
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: থ্যাংক্স ব্রো । ভালো থেকো সবসময়।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬
এম ই জাভেদ বলেছেন: েয়েদের মেয়েলি স্ট্যাটাস দিতে কেউ উৎসাহ দেয় বলে মনে হয়না। তারা নিজেরাই নিজেদের গণ্ডীর বাইরে যেতে চায়না হয়ত।
ন্যন্সির মতামত নিয়ে মানুষের এত উচ্চবাচ্য বাড়াবাড়ি মনে হয়। কিন্তু আমার প্রশ্ন হল- এতদিন কোথায় ছিলেন তিনি ? এখন তার এ রকম স্ট্যাটাস যে উদ্দেশ্য প্রণোদিত সেটা আম জনতা বুঝেছে। উনার হয়ত ভবিষ্যৎ কোন অভিলাস আছে সেটাই জানান দিলেন। এটাই তো সুবর্ণ সময় তাইনা আপু ?
বিঃ দ্রঃ আমি নারীর মত প্রকাশের স্বাধীনতার বিপক্ষে নই।
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকে এম ই জাভেদ।
তিনি কখন মতামত প্রকাশ করবেন সেটার কি কোন ধরা-বাঁধা টাইম আছে? সে ৫ বছর আগে তার মত প্রকাশ করবে না নির্বাচনেরর ১ দিন আগে তার পছন্দের কথা সবাইকে জানাবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।
আপনি তো সিওর না তার মনে কী আছে। সিওর না হয়ে সম্পূর্ণ ধারনার উপর ভিত্তি করে তাকে নিয়ে এমন আচরন করা কতটুকু যৌক্তিক ??
৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪
ইখতামিন বলেছেন:
পোস্ট অনেক সুন্দর হয়েছে
খুব সাম্প্রতিক চিত্রঃ
এই দেশে একজন নারী যখন কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ অবলম্বন করে মত প্রকাশ করে তখন তার অবস্থা হয়ে উঠে দুর্বিষহ। সামাজিক ভাবে হেয় করার পাশাপাশি নোংরা অশালিন কথার আক্রমনে তার মানসিক সামাজিক জীবন বিপন্ন করে তোলা হয়।
ইমরাজ কবির মুন বলেছেন:
এমন কোন পোস্ট কী আসবে যেটায় দেখবো আপনি আমাকে উৎসর্গ করসেন ??
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কথা কিন্তু সত্য
হ্যা আসবে
৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭
এম মশিউর বলেছেন: দেখুন, দেশের প্রধান দুটি দলের নেত্রী হচ্ছে নারী। এ থেকে বোঝা যায়, বাংলাদেশের মানুষ নারীদেরকে রাজনীতিতে অবাধ বিচরণের সুযোগ দিয়ে থাকে। তারপরও আপনি কি বলবেন, নারীরা রাজনীতিতে মত প্রকাশের স্বাধীনতা পায় না?
আর ন্যান্সির বিষয়টা অনেকটা এ রকম, 'জনপ্রিয়তাকে পুজি করে রাজনীতিতে একটা জায়গা দখলের চেষ্টা করা।'
এ থেকে আসিফ বা অন্যরাও বাদ যায় না।
এসব সস্তা জনপ্রিয়তাকে পুজি না করে একজন সফল রাজনৈতিক হিসেবে দেশের উন্নয়নে কাজ করলে কেউ আর এমন নিন্দা-জ্ঞাপন করতো না।
আর আমি রাজনৈতিক ক্যাচাল থেকে দূরে থাকার চেষ্টা করি। কিন্তু আপনার পোস্টটা পড়ে কেন জানি মনে হল নিজের মতটা দিয়ে যায়। মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। কি বলেন?
আপনার পোস্টটা অনেক ভালো হয়েছে; যা বোঝাতে চেয়েছেন, পাঠক তা সহজেই বুঝতে পারবে। ভালো থাকবেন।
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ইরিশ জাকের , আসিফদের রাজনৈতিক পক্ষপাতিত্বের জন্যে বা নিজ নিজ পছন্দের দল সমর্থনের জন্য লাঞ্চিত হতে হয়না। আর ন্যান্সি একজন নারী শিল্পী বলে তাকে তার পছন্দের দল সমর্থন ও স্বাধীন মত প্রকাশের জন্য লাঞ্চিত হতে হয়।
সত্যি সেলুকাস !! বড়ই বিচিত্র এই দেশের মানুষের ( সকলের না ) মানসিকতা ।
৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর পোস্ট!!!
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মতামত প্রকাশে নারী-পুরুষ ভেদে কোন পার্থক্য না হোক।
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মতামত প্রকাশে নারী-পুরুষ ভেদে কোন পার্থক্য না হোক। সহমত।
৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯
রাবেয়া রব্বানি বলেছেন: সময় নিয়ে পড়ে বলছি
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঠিক আছে আপু । আপনাকে ধন্যবাদ ।
৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি প্রশ্ন করতে চাই নারীরা কি পেরেছে এই নারী শব্দটি থেকে বের হয়ে আসতে ? আর যতদিন না পারবে ততদিন সমস্যাটা থেকেই যাবে।
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পুরুষ শাসিত সমাজ নারীদের নারী শব্ধটি থেকে বের হয়ে আসার সুযোগটি কি দিচ্ছে?
১০| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪
আরমান ভাই বিরাট টেনশনে বলেছেন: ডাক্তার আফা শাহবাগে রাজাকারের বিচারের দাবিতে একত্রিত হয়েছিল কাল্পনিক ভাই।যারে পোস্ট উৎসর্গ কইচ্চুন।ম্যাডাম খালেদা জিয়া কইছে শাহবাগে সব নাস্তিক।জামাত আর হেফাজতিরা কইছে যেসব মেয়ে সেখান গেছে সব নস্ট চরিত্রের।
কাল্পনিক ভাই কি নাস্তিক?
আপনি কি রাজাকারের বিচার চান?শাহবাগের আন্দোলনকে সমর্থন করেন?
ন্যান্সি একজন জাতীয় পুরুস্কার প্রাপ্ত শিল্পী তার কি কথা বলার সময় ভেবে চিন্তে বলা উচিত?কবরীরা কি কখনো ন্যান্সির মত বক্তব্য দিয়েছে?
শাহবাগের এত মেয়েকে নস্ট চরিত্রের বলল আপনার মতামত কি?
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: প্রথম কথা হলো এটি কোন রাজনৈতিক পোস্ট নয় ভাইয়া । আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা পনি ধরতে পেরেছেন। এই পোস্টটি পুরুষ শাষিত সমাজে নারীর অবস্থান সম্পর্কে ।
বাংলাদেশের রাজনীতি নিয়ে আমার আসলে তেমন কোন আগ্রহ নেই।
শাহাবাগে গেলেই কেউ নাস্তিক হয়ে যায়না। আর জামাত-শিবির ছাড়া এদেশের সকল মানুষ রাজাকারের বিচার চায়।
ন্যান্সির একটি কথা ভেবে বলেনি সেজন্য তাকে লাঞ্চিত করা হয়েছে এটা আপনার যুক্তি ?
সে যদি কোন কিছু ভুল বলে থাকে তবে তার কথা যৌক্তিক ও গঠনমূলক সমালোচনা করা দোষের কিছু নয়।
কিন্তু তাকে জঘন্য ভাষায় গালাগালি ও তার বাচ্ছার ছবি নিয়ে যে গুলো আমরা ফেসুবুকে দেখেছি সেগুলো কী শিক্ষিত ও সভ্য সমাজের সাথে যায়!
আমি আসিফ কিংবা ইরিশ জাকেরের কথাও বলেছি।
ভালো থাকুন ।
১১| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০
আমি সাজিদ বলেছেন: ভালো লাগলো বিথিপু
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: থ্যাংক্স ভাইয়া
১২| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮
বশর সিদ্দিকী বলেছেন: ওনার ছোট মেয়েটাকে পর্যন্ত ছারে নাই। কিছু নারিবাদি, শুসিল এবং স্বাধিনতার চেতনার ধারি লোকের ওয়ালে দেখলাম এই ছোট মেয়েটাকে নিয়ে অত্যন্ত ঘৃন্য ভাষায় লেখালেখি করা হয়েছে। এরাই আজকে নারি মুক্তির কথা বলে মুখে ফেনা তুলে ফেলে।
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: তার মেয়ে তো কোন দোষ করেনি ।
১৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪
এম আর ইকবাল বলেছেন:
আমি নারীর স্বাধীনতার পক্ষে ।
তবে এটাও মনে রাখা দরকার , স্বাধীনতার ও সীমাবদ্বতা আছে ।
স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে পার্থক্য কি সবাই বোঝে ।
রাজনীতিবিদরা বা মিড়িয়া বোঝে ?
নারী বা পুরুষ, যেই হন না কেন , মনে রাখতে হবে
আপনার স্বাধীনতা ততটুকু,
যে স্বাধীনতায, অন্যের স্বাধীনতার, অধিকারের, মান মর্যাদার
ক্ষতি না হয় ।
নারীর মত প্রকাশের স্বাধীনতা আমাদের দেশে অবশ্যই আছে ।
নিজের ঘরের দিকে তাকান ।মা বোন দের দিকে দেখেন ।
তারা কি তাদের মতামত দিতে পারছে না ।
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মতামত দিতে পারছে কিন্তু একজন পুরুষ যেরকম হেজিটেশান ছাড়া মত প্রকাশ করতে পারে একজন নারী সেভাবে পারছেনা।
১৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮
তওসীফ সাদাত বলেছেন: ন্যান্সি কি বলেছে ????
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: একটি স্ট্যাটাস দিয়ে তার মত প্রকাশ করেছে ।
১৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮
তওসীফ সাদাত বলেছেন: ন্যান্সি কি বলেছে ????
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দুইবার হয়ে গিয়েছে কমেন্টটি ।
১৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৫
বোধহীন স্বপ্ন বলেছেন: যে যেই দলকেই ইচ্ছা সাপোর্ট করতে পারে । এটা তো দোষের কিছু না । এর জন্য তাকে এভাবে আক্রোমন করা হবে কেন?
স্ট্যাটাসের একটা অংশ দেখলাম এরকম ঃ দীর্ঘদিন ধরে শুধু শেখ মুজিবুর রহমানের কারণে যাঁরা আওয়ামী লীগকে সাপোর্ট করেছেন, তাঁদের সকল অন্যায় মুখ বুজে সহ্য করেছেন; এখনি সময় প্রতিবাদ করার।
যারা তার বিপক্ষে কথা বলছে বোঝাই যায় তারা দলকানা ।
আপনার পোস্টের সাথে সহমত ।
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
১৭| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৭
রাবেয়া রব্বানি বলেছেন: সত্য এবং দুঃখজনক
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম
১৮| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
অচিন্ত্য বলেছেন:
পোস্টটি ভাল লেগেছে। তবে শুরুতে বাংলাদেশ শব্দটিকে একটি অ্যাব্রিভিয়েশন হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তার ইলাবোরেশন করা হয়েছে। এই বিষয়টি ভাল লাগেনি। বাংলাদেশ একটি শব্দ, অ্যাব্রিভিয়েশন নয়।
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হ্যা বাংলাদেশ একটি সমষ্টিগত শব্ধ । এই শব্দটির সাথে অনেক কিছুই মিশে আছে। যেমন গণতন্ত্র আবেগ , শ্রদ্ধা , চেতনা , শহীদের রক্ত , সার্বজনীনতা, অধীকার , কোটি মানুষের স্বপ্ন , অনুভূতি , পবিত্রতা এরকম আরো অনেক কিছু । আমি বাংলাদেশ শব্ধটির ভেতর থেকে গণতন্ত্র শব্ধটিকে ফিগার আউট করার চেষ্টা করেছি
আপনাকে অনেক ধন্যবাদ ।
১৯| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইমরান খান ওয়ার্ল্ড কাপ জেতার পর রাজনৈতিক দল গঠন করেন। ডঃ ইউনুস নোবেল জয় করার পর নাগরিক শক্তি দল গঠনের পরিকল্পনা করেন। আসাদুজ্জামান নূর অভিনয়ে সাড়া জাগানোর পর রাজনীতিতে ভালো জায়গা পান। মমতাজ গানের ভুবনে সেলিব্রেটি হবার পর সাংসদ হবার মত বড় যোগ্যতা অর্জন করেন। দেশে-বিদেশে এরকম ভূরি ভূরি উদাহরণ আছে। জাতি যখন কোনো ক্রান্তিকাল অতিক্রম করে, তখন সাধারণ যে-কোনো মানুষের চেয়ে প্রখ্যাত ব্যক্তিত্বের আবির্ভাবই জনগণ বেশি প্রত্যাশা করে। সেই হিসাবে ন্যান্সির স্টেটাস একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসাবে কাজ করতে পারে। এজন্য এ স্টেটাস যাদের স্বার্থের বিপক্ষে গেছে তাঁরা খেপবেন তা নিঃসন্দেহ।
আমি এখনো জানি না ন্যান্সির স্টেটাস কী ছিল। দয়া করে পোস্টের নিচে পূর্ণাঙ্গ স্টেটাস দিয়ে দিলে এ পোস্টও পরিপূরণ হয়।
ন্যান্সিকে আমি অনেক অনেক ভালোবাসি। আমার মতোই অগুনতি ভক্ত রয়েছে তাঁর সারা দেশ জুড়ে। এ সময়ে তাঁর একটা স্টেটাস শুধু তাঁর নিজের মনের কথা নয়, তাঁর আপামর ভক্তের মনের কথা। তাঁর মুখ কেন বন্ধ করা হচ্ছে/হলো- তা বোধগম্য নয়।
নারী-পুরুষ নির্বিশেষে সকলের স্বাধীন মত প্রকাশের পক্ষে।
২০| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১
তানিয়া হাসান খান বলেছেন: ১০০ ভাগ সমর্থন করছি আপনাকে। ++++++++++
ন্যান্সির মেয়ের একটা ছবিকে নিয়ে নোংরা ছবি বানানো হয়েছে।
মানুষ খুব নিচু স্তরে চিন্তা করে। আমার এদরেকে দেখে ঘৃনা আর করুনা জাগে।
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ আপু । আমরা কেন এমন ?
২১| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪
অস্পিসাস প্রেইস বলেছেন: চমৎকার পোস্টের জন্য শুভেচ্ছা।
আমার দৃস্টিতে এই পোষ্টে আপনার মেসেজ হচ্ছে ন্যান্সি একজন নারী, শুধুমাত্র এই কারনে উনি রাজনৈতিক স্ট্যাটাস দেয়ায় হয়রানির শিকার হয়েছেন। অর্থাৎ উনি মতামত প্রকাশ বা অনলাইন স্বাধীনতায় gender discrimination এর শিকার হয়েছেন।
আমি তা মনে করিনা।
এখানে শাকিব খান বা আইয়ুব বাচ্চু বা অন্য যেকোন পুরুষ সেলিব্রেটি ন্যান্সির মতো একই স্ট্যাটাস দিলে একই মাত্রার হয়রানির শিকার হতো। কেউ পুরুষ হিসেবে এক্সট্রা খাতির পেতোনা। তাই আমি মনে করিনা "নারী" বা gender discrimination এই ঘটনায় ফোকাস করার মতো কোন পয়েন্ট।
বরং পয়েন্ট হচ্ছে, সরকারী ভার্সিটির ক্যাম্পাস বা রাজপথের পর এখন অনলাইনেও সকল রাজনৈতিক কর্মীদের কার্যকলাপ বাড়ছে। নিজ দলের মতের বিরুদ্ধে কেউ অনলাইনে সাড়া পড়ার মতো কিছু লিখলে তার বিরুদ্ধে তারা খুব কুৎসিতভাবে তথ্যসন্ত্রাস চালাচ্ছে।
পাশাপাশি আমাদের মতো সাধারন লোকদের মাঝেও কেউ কেউ আছেন যারা দুর্ভাগ্যজনকভাবে পান দোকানের ভাষা আর অনলাইনের ভাষার মাঝে ভদ্রতার পার্থক্য বোঝেন না। কারো নিজস্বমতের খণ্ডন উনারা যুক্তি ও প্রাঞ্জলতার মাধ্যমে না করে হিতাহিত জ্ঞ্যানশুন্য হয়ে আপত্তিকর ভাষায় প্রতিক্রিয়া জানান। এটাও সমান নিন্দনীয়।
এসব অনলাইন অন্যায়ের সর্বশেষ শিকার হচ্ছে্ন ন্যান্সি।তার সাথে আমাদের ব্যক্তিগত রাজনৈতিক দৃষ্টির মিল থাকুক বা না থাকুক, আসুন গণতন্ত্রের স্বার্থে তার মত প্রকাশের অধিকার রক্ষায় সোচ্চার হই। সবাই উনার পাশে এসে দাড়াই।
পাশাপাশি যারা জানেন না তাদের সুবিধার জন্য উল্লেখ করে যাই, ন্যান্সি তাঁর ফেসবুক বার্তায় লিখেছেন, ‘আর চুপ করে থাকতে পারলাম না। আজ বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনলাম। আমি ও আমার পরিবার সব সময় বিএনপিকে সাপোর্ট করেছি। কিন্তু আজ বিএনপির পক্ষপাতিত্ব করে নয়, বাংলাদেশের একজন সাধারণ ও সচেতন নাগরিক হিসেবে আমি বেগম খালেদা জিয়ার সুস্পষ্ট, সুচিন্তিত, জনহিতকর বক্তব্যকে সাধুবাদ জানাই। সেই সঙ্গে বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের প্রতি দীর্ঘদিন ধরে যাঁরা অন্যায় করেছেন বা করছেন, তাঁদের প্রতি তিনি (বেগম জিয়া) যে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখিয়েছেন, সেটাও নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’
একই স্ট্যাটাসের পরের অংশে ন্যান্সি বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে লেখেন, ‘ক্ষমতার অপব্যবহারকারী শেখ হাসিনার জন্য নয়, দীর্ঘদিন ধরে শুধু শেখ মুজিবুর রহমানের কারণে যাঁরা আওয়ামী লীগকে সাপোর্ট করেছেন, তাঁদের সকল অন্যায় মুখ বুজে সহ্য করেছেন; এখনি সময় প্রতিবাদ করার। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ স্বৈরাচারী আওয়ামী লীগের মিথ্যাচারের কবল থেকে মুক্তি চায়। তাই এবার শত প্রতিবন্ধকতা পেরিয়ে বিএনপি জয়লাভ করবে, ইনশাআল্লাহ।"
এটি প্রথম আলোর এই লিঙ্ক থেকে জানলাম।
ন্যান্সিকে শুভেচ্ছা। বিথি আপনাকেও ধন্যবাদ সুন্দর প্রয়াসের জন্য।
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অস্পিসাস প্রেইস আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য। আসলেই মন্তব্যটি খুব ভালো হয়েছে । ভালো থাকুন
২২| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: ন্যান্সির মতামত সম্পর্কে জানা নেই। পোস্টে এসংক্রান্ত তথ্য পেলে ভাল হত। তবে লিঙ্গবৈষম্য সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সমর্থন করছি।
শুভেচ্ছা।
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ১৫ নং মন্তব্যের জবাবে ন্যান্সি স্ট্যাটাসে কি লিখেছে সেটা দিয়েছি দেখুন ভালো থাকুন ।
২৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫
দি সুফি বলেছেন: ন্যান্সির স্ট্যাটাসটি দেখার পর বিষয়টি পরিষ্কার হল।
এই স্ট্যাটাস আসিফ বা ইরেশ যাকের রা (অন্য কথায় কোন পুরুষরা) দিলেও একই রকম আক্রমনের স্বীকার হত। কারন আম্লীগ ব বিম্পীর বিপক্ষে (বিশেষ করে তাদের কর্মকান্ডকে খারাপ বললে) কিছু বললে, তাদের দিল-দরিয়া সমর্থকরা দিল উজার করা বাণী শুনিয়ে দেয়। এটা বাংলাদেশে নতুন কিছু নয়।
এখানে নারী বলেই ন্যান্সিকে আক্রমণ করা হয়েছে, ব্যাপারটা এমন নয়। তবে নারী হওয়ার কারনে তার প্রতি কমেন্টগুলো একরকম হয়েছে, পুরুষ হলে আরেকরকম হত - এই আর কি!
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমরা এমন কেন ?
২৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৪
আমি তুমি আমরা বলেছেন: এখানে আমার মনে হয় ন্যন্সি নারী হওয়ায় বেশি আক্রম্নের স্বীকার হয়েছে তা নয়, আসল কারন হচ্ছে সে বিরোধী দলকে সাপোর্ট করেছে। ন্যন্সির জায়গায় কোন পুরুষ শিল্পী এরকম স্ট্যাটাস দিলে তারও একই দশা হত।
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কই আসিফ বা ইরিশ জাকেরের ক্ষেত্রে এমন হতে তো আমি দেখিনি যেমন ন্যান্সির ক্ষেত্রে হয়েছে ।
২৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দেশটাত আপনাদেরই দিয়ে দিয়েছি আপু , এরপরও এত নিরাশবাদী কেন!
ন্যস্সিত সবার শিল্পি তাই এমন টি ঘটতে পারে যেমন আমরা ছোটকালে আমরা প্রিয়জন খেলা খেলতাম মা আমার তোর না এমন করেই ঝগড়া করতার ভাই/বোনদের সাথে । সেই মনমানষিকতা থেকে হয়তো এমন টা ঘটতে পারে।
-------------------------------------------------
"এই দেশে কবরী, মমতাজ, তারানা হালিম প্রভৃতি নারীর যে অধিকার ন্যান্সিও ঠিক তেমন অধিকার। করবী, মমতাজ, তারানা হালিমকে কি তাদের রাজনৈতিক অবস্থান, মত প্রকাশের জন্য হেনেস্তা হতে হয়েছে? আমার জানা মতে হয় নি। তাহলে বিরোধী মত প্রকাশ করার জন্যই কি তাকে এত নোংরা ও অশালীন কথা দ্বারা আক্রমন করা হচ্ছে? নাকি তিনি নারী বলেই তাকে আক্রমন করার সুযোগ সৃষ্টি হয়েছে।"
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কিছু বলার নেই
২৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটি পোষ্ট বিথি। আসলে এই ধরনের পরিস্থিতি কোন ভাবেই কাম্য নয়। একজন মানুষের স্বাধীন রাজনৈতিক মতামত থাকতেই পারে। তাই বলে তাকে অপমান বা হেনেস্তা করা সমর্থন যোগ্য নয়।
পোষ্ট আমাকে উৎসর্গ করেছেন দেখেন অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হে হে কাভা ভাইয়া
অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার ভালো থাকুন
২৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২
আমি ইহতিব বলেছেন: ভাল লিখেছেন। ন্যান্সিকে নিয়ে লেখালেখি চোখে পড়েছে, কিন্তু সচেতনভাবেই এড়িয়ে গিয়েছি। জানি এটা কোন সমাধান নয়। তবু মেয়েদের অপমাণিত হওয়া দেখতে ভালো লাগেনা তা সে যেখানেই হোকনা কেন, যে কোন কারনেই হোকনা কেন।
আমাদের দেশের এমন মানুষগুলোর মানসিকতা যে কবে পরিবর্তিত হবে কে জানে।
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমাদের দেশের এমন মানুষগুলোর মানসিকতা যে কবে পরিবর্তিত হবে কে জানে।
২৮| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮
সরকার পল্লব বলেছেন: পুরুষ মানুষ আর মেয়ে মানুষ! দুজনেই মানুষ! এই পৃথিবীর মানুষ এতই আজব যে, কন্যা সন্তান হলে আগুনে পূড়ে মারতো! অথচ নারীর আলিঙ্গনের জন্য ঘরের বউ ছাড়া দাসী, বাইজী এমন কি পতিতাদের সাথেও রাত কাটাতে রুচিতে বাধেঁ না! সত্যিই আমাদের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত! চমৎকার লেথা! ভাল লাগলো!
০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকুন।
২৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৬
শাহেদ খান বলেছেন: ভাল লাগল পোস্ট। স্পষ্ট-কথন।
শুভকামনা, সবসময়ের।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ শাহেদখান ভাইয়া ভালো থাকুন
৩০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
একলা ফড়িং বলেছেন: লেখাটা আগেই পড়েছি কিন্তু তখন ওয়াচে থাকায় মন্তব্য করতে পারিনি। পড়তে পড়তে মনে হচ্ছিল নিজের ভাবনাগুলোই পড়ছি।
তুমি এত্তগুলো পচা, আমার টিপ হারিয়ে গিয়েছে, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, ফুচকা খেতে ইচ্ছে করছে আসলেই মেয়েদের মত প্রকাশের ক্ষমতা ইত্যাদি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ। তবে শুধু পুরুষতান্ত্রিক সমাজ বলে নয়, এর জন্য মেয়েরা নিজেরাও অনেকটা দায়ী বলে মনে হয় আমার।
চমৎকার লেখা, আপু। শুভকামনা আপনার জন্য।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: একলা ফড়িং আমার ব্লগে আপনাকে স্বাগতম প্রোপিক খুব কিউট হয়েছে
অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে
৩১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
খায়রুল আহসান বলেছেন: আপনার এ লেখাটা পাঁচ বছর আগের। ইতোমধ্যে পদ্মা যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। কিন্তু পোস্টের প্রাসঙ্গিকতা একটুও কমেনি। আমাদের সমাজে লিঙ্গবৈষম্যের অস্তিত্ব অস্বীকার করার উপায় নেই, তবে অনেক পাঠকের মত আমিও মনে করি, ন্যান্সী নিগৃহীত হয়েছেন যতটা না লিঙ্গবৈষম্যের কারণে, তার চেয়ে বেশী বর্তমান শাসক দল ও দলনেতা নেত্রীদের সমালোচনা ও বিরোধী দলীয় নেত্রীর প্রশংসা করার কারণে। এ কাজটি কোন একজন পুরুষ করলেও, এতটা ন্যাক্কারজনকভাবে না হলেও, নিগৃহীত হতেন।
পোস্টে চমৎকার কিছু মন্তব্য এসেছে, আপনিও উত্তর দিয়েছেন বেশ চমৎকারভাবেই। পোস্টে প্লাস + +
১৯ নং মন্তব্যটির (সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর) কোন জবাব দিলেন না কেন?
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪
ইমরাজ কবির মুন বলেছেন:
এমন কোন পোস্ট কী আসবে যেটায় দেখবো আপনি আমাকে উৎসর্গ করসেন ??