![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল"
যে গ্যাজেট গুলো ব্যক্তিত্বে আভিজাত্য এবং সৌন্দর্য নিয়ে আসে সেগুলো দৈনন্দিন জীবনধারায় মানুষের প্রথমেই এবং অবশ্যই পছন্দ হয় , কিন্তু সবসময় সাথে করে ঐ সব গ্যাজেট বহন করা সম্ভব হয়না। প্রযুক্তির অগ্রগতিতে এখন ঘড়ির মধ্যেই সেলফোন চলে এসেছে। এগুলো শুধু আপনার হাতের সৌন্দর্যই বৃদ্ধি করবেনা আপনাকে পুরা পৃথিবীর সাথে সংযুক্তও রাখবে। এরকম সেলফোন যুক্ত ১০ টি হাত ঘড়ির ছবি নিয়ে আজকের ছবি ব্লগ
১) Excalibu
এটি একটি ডিজিটাল ঘড়ি। এই ঘড়ির মধ্যে রয়েছে এলার্ম ঘড়ি, মিডিয়া প্লেয়ার, বিল্ট ইন এসআইসি এবং স্পিকার, এফএম রেডিও, 1G মাইক্রো এসডি কার্ড এবং আরো অনেক কিছু
এই ঘড়ির ভেতর রয়েছে গুপ্ত ক্যামেরা। একটি বাটন ক্লিক করেই ছবি উঠানো যায় এবং ভিডিও করা যায়। এটিতে রয়েছে কলার আই ডি, কলার ওয়েটিং , ব্ল্যাক লিস্ট , কল বিয়্যারিং , কল ডাইভার্ট এন্ড মোর। ৩ ঘণ্টা টক টাইম এবং ১৫০ ঘণ্টা স্ট্যান্ড বাই এই টাচস্ক্রীন মোবাইল ওয়াচটির ডায়ালার ম্যানু খুব সহজ । এটিতে অনেক
সফটওয়্যার টুলস আছে যেমন ই-বুক রিডার, কেলেন্ডার ইউজার প্রোফাইল ম্যানেজার ওয়াপ এবং আরো অনেক কিছু আমাদের জীবনকে সহজ এবং উপভোগ্য করবে। এই ঘড়িটির দাম পড়বে ১২০০০ টাকা
২) এফ ৮৮
এটিতে রয়েছে 3MP 180 degree রোটেটিং ক্যামেরা, 26K কালার ডিসপ্লে , IrDA কানেক্টিভিটি, এলার্ম ক্লক , এবং একটি স্পিকার ফোন। এই এক্সক্লুসিভ সেল ঘড়িটির দাম ৮৮,৮৮০ টাকা
৩) Techberry TB007
১.৫ ফুল টাচ স্ক্রিন এল সি ডি , ১.২ মেগাপিক্সেল ক্যামেরা , 2g নেটওয়ার্ক উয়িথ জিপিআরএস , ৪ জিবি মাইক্রো এস ডি মেমোরি । এই ঘড়িতে lithium-ion 550 mAh ব্যাটারি ব্যাবহার করা হয়েছে যেটার ব্যাক আপ দেড় ঘণ্টা এবং ২ দিন স্ট্যান্ডবাই টাইম । এই ঘড়িটির দাম ১৫,৩৬০ টাকা।
৪) Thrifty Watch Phone
এটি শুধুমাত্র একটি সেলফোন সংযুক্ত হাতঘড়ি না এটিতে রয়েছে এমপি থ্রী প্ল্যায়ার , ভিডিও ক্যামেরা এবং পি ডি এ , ১.৩ ইঞ্চ এল সি ডি ডিসপ্লে, কুইক ডায়ালিং এন্ড অলসো দ্যা বিল্ট ইন এম আই সি। এই সেলফোন সংযুক্ত ঘড়িটির দাম পড়বে ৭৬০০ টাকা । এবং এটি ১২ টি সাইজে পাওয়া যাবে।
৫) I’m Watchphone
এনড্রয়েড বেসড স্মার্ট ফোন ফিচারের এই হাত ঘড়িটি দেখতে ছোট এবং অসাধারণ। এটার ফিচারস অনেকটা আই ফোন ৪ এর মত। এই ঘড়িতে রয়েছে ব্লুটুথ যার সাহায্যে এন্ড্রয়েড স্মার্ট ফোন কানেক্ট করা যাবে। এই ঘড়িতে রয়েছে কল করা ও কল সিসিভ করার সুবিধা। টাচস্ক্রীন হওয়াই এর মাধ্যমে ফেসবুক টুইটার , ইমেইল , ফটো গ্যালারি ইত্যাদি ব্যাবহার করা যাবে। ছোট এই ঘড়িতে রয়েছে ৬৪ MB র্যাম এবং ৪ GB বিল্টইন মেমোরি।
৬) LG Watch Phone
একটি বহুল প্রত্যাশিত এবং প্রতীক্ষিত মোবাইল ফোন সংযুক্ত হাতঘড়ি। এটিতে রয়েছে ভিডিও কলিং ক্যাপাবিলিটি, হাই স্পীড ব্রাউজিং এই জন্য HSDPA ইন্টারনেট এবং এমপি থ্রী প্ল্যায়ার। এই স্টাইলিশ ঘড়িটির দাম পড়বে ১ লক্ষ ২৮ হাজার টাকা ।
৭) W “phonewatch
১.৪MP ক্যামেরা এবং এটির ছবি ও ভিডিও কোয়ালিটি খুব ভালো । ব্লু টুথ হ্যাডসেট উয়িথ পিক এন্ড রিসিভ ফোন কলস , মাইক্রো ফোন এন্ড স্পিকারস আর অলসো এভেইলেবল ইন ইট । এই ঘড়িটির দাম প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা
৮) Phenom Dream Watch
যারা অফিসিয়াল কল এন্ড ব্যক্তিগত কলগুলো আলাদা আলাদা করতে চান তাদের জন্য এই ফোনটি খুব গুরুত্ব পূর্ণ । ইট ফিচারস
GSM/GPRS নেটওয়ার্কস, 1.3MP ক্যামেরা , মিডিয়া প্ল্যায়ার , এফ এম রেডিও এবং আরো অনেক কিছু । এটার একপাশে নিউমেরিক কি প্যাড আছে যার কারণে ঘড়িটিকে অন্যরকম সুন্দর দেখায়। এটিতে রয়েছে ব্লটুথ ও ইউএসবি সুবিধা, ২ জিবি মাইক্রো এস ডি মেমোরি। এই স্টাইলিশ হাতঘড়িটির দাম ৩১,৬০০ টাকা ।
৯) G108 Watch Phone
এই মোবাইল ঘড়িতে রয়েছে ১.৫- ইঞ্চ ডিসপ্লে স্কীন । ঘড়িটিতে ফোল্ডিং রয়েছে। এই ঘড়িতে রয়েছে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা। আছে ব্লুটুথ সুবিধা। এটিতে আছে ০.৫ এম বি বিল্টইন মেমোরি। আছে মেমোরি কার্ড স্লট। ঘড়িটির দাম নেটে পাইনি আমি
১০) W100 wrist-watch mobile phone
এমেজিং এই ঘড়িতে রয়েছে ৬৫k TFT-LCD টাচ স্কীন, ১ জিবি T-flash এক্সটেনডেবল মেমোরি, এমপি থ্রী , ব্লুটুথ , এফ এম রেডিও , ১. ৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং আরো অনেক কিছু। এসব ফিচারে প্রস্তুত হওয়া এই চমৎকার মোবাইল ঘড়িটি ৭ টি কালারে পাওয়া যাবে।
সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকুন ।
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সবার পছন্দ হবে কেন ব্রো ছেলে মেয়ে উভয়ে পরে।
হ্যা তোমারটাও সুন্দর
২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
সাসুম বলেছেন: অনেক সুন্দর ঘড়িগুলা । ৩ বা ৪ নাম্বার টা বাংলাদেশে পাওয়া যায় ????
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ । আমার জানামতে ৪ নাম্বারটি বসুন্দরা সিটিতে পাওয়া যায়
৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
বটবৃক্ষ~ বলেছেন: আপি প্রাপ্তিস্থল গুল দিলে ভাল হত!!
আর আমিও অভির সাথে একমত! হাতে এতো বিশাল জিনিস ঝুলাতে কেমন জানি লাগে!! আমিও যদিও হাতঘড়ি কখনই পরিনা, পাব্লিক এক্সাম ছাড়া!
তাও পোস্ট সুন্দর হয়েছে!
অনেকের হয়তো কাজে লাগবে!
শুভকামনা....
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: প্রাপ্তিস্থল ইউরোপের প্রায় সব গুলো দেশে পাওয়া যাবে । কয়েকটি বাংলাদেশে ও ৪-৫ টি ইন্ডিয়াতে পাওয়া যাবে
মেয়েদের হাত ঘড়ি তেমন প্রয়োজন হয়না এক্সাম হল ছাড়া। এখন তো মোবাইলেই টাইম দেখে সবাই ।
তবে ছেলেদের জন্য ঘড়িটি প্রয়োজন । কারণ হাত ঘড়ি পড়লে একজন ছেলেকে অনেক ম্যানলি দেখায় ।
ভালো থাকুন আপু ।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
লিন্কিন পার্ক বলেছেন:
ঘড়িতে সেলফোন এর চেয়ে নরমাল টাইপ ঘড়িই বেশি ভাল লাগে । যদিও পরীক্ষার দিন ছাড়া আমার ঘড়ি পড়া হয় না
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার মনে হচ্ছে শুধু ফ্যাশানের জন্য ঘড়িতে সেল ফোন যুক্ত করা হয়েছে। অনেকে অবশ্যই এখান থেকে উপকার ও পাচ্ছে।
পরীক্ষার সময় তো হাত ঘড়ির কোন বিকল্প নেই
৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ !
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
অপরাজিত একজন বলেছেন: বাহ!! সুন্দর সব মোবাইল ঘড়ি । সবগুলো খুব পছন্দ হয়েছে কিন্তু টাকা নেই
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকে । যখন টাকা ইনকাম করবেন তখন কিনিয়েন
৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৫
প্রিন্স হেক্টর বলেছেন: আমি সাধারনত ঘড়ি পড়ি না
কিন্তু আপু তোমার কাছে আবদার রইলো আমাকে একটা ঘড়ি কিনে দিবা। পোষ্টের কোন ঘড়ি না, নিচের ছবিটার মত ঘড়ি। আমি আবদার করলাম। :#> :#>
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঠিক আছে ছোট ভাইয়া যখন চ্যাম্বার দিব তখন এটার চেয়েও সুন্দর দেখে একটি কিনে দিব
৮| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬
নতুন বলেছেন: এইটা আমার ঘড়ি... এইটা কেমন?
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক সুন্দর
৯| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮
ধানের চাষী বলেছেন: বেশ সুন্দর ঘড়িগুলো
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ধানের চাষী
১০| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১০
আমাবর্ষার চাঁদ বলেছেন: ঘড়ি গুলো সুন্দর............ এগুলো কি এদেশে পাওয়া যায়?
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ সবগুলো পাওয়া যায়না কয়েকটি পাওয়া যাবে বসুন্ধরা সিটিতে
১১| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৬
মাহবু১৫৪ বলেছেন: সুন্দর পোস্ট
++++
হাতে ঘড়ি পরি না। ঘড়ি কিনলে বেশিদিন টিকে না।
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ মাহবু ১৫৪
ছেলেদের তো হাত ঘড়ি পরতে হয় ফরমাল গেটাপে মাস্ট পরতে হয়। সুন্দর দেখে একটি ঘড়ি কিনবেন
১২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চার নাম্বার টা ভাল্লাগছে বেশি।
ফেসবুক, টুইটার, কল সব আছে দেখতেও সুন্দর।
কিছু ঘড়ি কিনতে হলে নিজেকে বিক্রি করা লাগবে।।
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হ্যা সুন্দর ঘড়িটি
নিজেকে বিক্রি করতে হবে কেন ? কি বলেন এগুলো ? এগুলো কিনতেই হবে এরকম তো কোন কথা নেই
১৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২২
এম মশিউর বলেছেন: মোবাইল থাকতে ঘড়ি কেন?
আমরা এমনিতেই যান্ত্রিক; যন্ত্র ছাড়া আমাদের চলেই না। অযথা এই যন্ত্রটা বয়ে নিয়ে বেড়ানোর কোন মানে হয় না। অবশ্য অনেকেই ভাব দেখানোর জন্য হাতে দিতে পারে; কিন্তু শুধু শুধু ভাব নিতে ভালো লাগে না!
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আসলেই যারা এসব ঘড়ি প্রস্থুত করে ও যারা কিনে তারা বেকুব মনে হয়
১৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২২
বাংলার হাসান বলেছেন: এত টাকা পামু কই???
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ইনকাম করেন
১৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ঘড়ি গুলো সুন্দর +++++++++++++++++++
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
বেঈমান আমি. বলেছেন: হ্যালো বিথি
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হাই বেঈমান আমি ভাইয়া কেমন আছেন
১৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫০
*কুনোব্যাঙ* বলেছেন: ক্যাসিও যুগ শেষ করে নতুন ডিজিটাল ঘড়ির যুগ চলে এসেছে তাহলে। সবগুলোর মধ্যে ৬নং মানে এলজির ঘড়িটা বেশী ভাল্লাগলো কিন্তু যে দাম দেখলাম তাতে কেনার পর টাকার শোকে সপ্তাহ খানেক ঘুম হবে কিনা সেটাই ভাবছি
তবে আমার কাছে কেন জানি ডিজিটাল, ব্যাটারীওয়ালা এসব ঘড়ির চাইতে অটোমেটিক ঘড়িগুলো বেশী ভাল্লাগে। যেমন নিচের মডেলের ঘড়িটা বর্তমানে আমার সার্বক্ষণিক সঙ্গী, এর আগে একটা দখল সুত্রে নিয়েছিলাম সেটাকে প্রতিদিন সকালে দম দেয়া লাগতো সেই ঘড়িটাও আমার অনেক প্রিয় ছিলো।
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম এটিও সুন্দর
১৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ৫ নং মনে ধরছে ! মেসি মেসি :#>
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আর্জেন্টিনার ফ্ল্যাগ এর কালার তাই ?
১৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৬
বশর সিদ্দিকী বলেছেন: ৬ নাম্বার আর ১০ নাম্বারটা ভাল লাগছে।
হাত ঘরি আামার খুব পছন্দের একটা জিনিষ। কিন্তু দুঃখের বিষয় কেও আজ পর্যন্ত একটা গিফট দিল না।
সামনে বিয়াস্বাদি করলে চিন্তা করতেছি শশুর বারি থেকে গাড়িঘোরা না চাইয়া এরকম একটা হাত ঘরি চামু। :#>
কিন্তু হাত ঘরি সহ মাইয়া আমার মত গরিব নাদানরে দিব কেডা??
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে মোবাইল ঘড়ি পাওয়া যায় যৌতুক নিতে হবে কেন ?
২০| ০৬ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৪০
খেয়া ঘাট বলেছেন: ৫ নাম্বারটা ভালো লেগেছে। যদিও আমি জীবনেও ঘড়ি ব্যবহার করিনি। আর এখনতো একেবারেই অপ্রয়োজনীয় বাড়তি একটা জিনিস মনে হয়।
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হ্যা ৫ নাম্বারটা সুন্দর
২১| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এখন বলেন গিফট করবেন কবে ?
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আগে আপনি আমাকে একটি গিফট করেন
২২| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
দি সুফি বলেছেন: এইচএসসি পরীক্ষার সময় সর্বশেষ ঘড়ি হাতে দিয়েছিলাম! এত বড় বড় ঘড়ি হাতে ঝুলানোর কোন ইচ্ছা-খায়েশ কিছুই নেই
তয় স্যামসাংএর গ্যালাক্সী গীয়ারটা বেশ মনে ধরছে!
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
২৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
সায়েম মুন বলেছেন: এই প্রযুক্তিটা আমার ঠিক পছন্দ হয় নাই। তবে কয়েকটা দেখলাম দেখতে বেশ সুন্দর!
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হ্যা কয়েকটি ঘড়ি খুব সুন্দর
২৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: লোভনীয় সব ঘড়ির ছবি!
ঘড়ি অনেক হাতে দেখতে যত ভালো লাগে, নিজের হাতে ততই বিরক্তকর লাগে।
শুভেচ্ছা
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঘড়ি অনেক হাতে দেখতে যত ভালো লাগে, নিজের হাতে ততই বিরক্তকর লাগে ঠিক মনে হয়
২৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
অথৈ সাগর বলেছেন:
একটি চাই । শখ আছে সাধ্যের দরকার
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দোয়া করি যেন সাধ্য হয়
২৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
কেউ যদি উপহার দিতো!! ...........
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমাকেউ যদি কেউ একটি উপহার দিতো ?
২৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৩
ইমানুয়েল নিমো বলেছেন: ৫ নাম্বার ঘড়িটি আমার খুব পছন্দ হয়েছে। দাম কত বলতে পারবেন ?
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দাম তো জানিনা ভাইয়া দাম জেনে আপনাকে জানবো।
২৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯
সপন সআথই বলেছেন: ami ghori pori na, tobe ebar vabchi ekta kinia felum
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: তাহলে তাড়াতাড়ি একটি কিনে ফেলুন।
২৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
সোহানী বলেছেন: ৬ নাম্বারটা আমার পোলার আছে... এইগুলান জাস্ট বন্ধুদের কাছে পার্ট নেয়ার জন্য... আকামের জিনিস.....
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমাদের দেশে তো কেউ এসব পড়েনা তেমন আপু ইউরোপ ও চায়নাতে বেশি ইউজ হয় । এরা মনে হয়না আমাদের মত ভাব নেওয়ার জন্য কিছু পরে। তারা এই সব ঘড়ি থেকে যে সব সুবিধা আদায় করার তা ঠিক আদায় করে নিবে।
ধন্যবাদ আপনাকে।
৩০| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭
উদাসী স্বপ্ন বলেছেন: আভিজাত্য অহংকার বয়ে আনে। আপনি আপনার ব্লগের মাথায় কোরানের আয়াত লিখে রেখেছেন কিন্তু কিছু পোস্ট আছে যেগুলোতে আভিজাত্য এক্সবিশিনিজমের ব্যাপারটা উঠে আসে।
হতে পারে আমার ভুল, কিন্তু কেমন যেন একটা কন্ট্রাডিক্টরী ব্যাপার আছে আপনার মধ্যে। হতে পারে আপনার অথবা আমার কনসেপ্টে প্রবলেম আছে কিছু কোর জিনিসের ওপর
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আভিজাত্য অহংকার বয়ে আনে কথাটা মুমিনদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মুমিনদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আর মোনাফিকরা আল্লাহর করুণা করা আভিজাত্যা গ্রহণ করে বিশ্ব জাহানেরে প্রতিপালকের প্রতি নিমুখ হারামের ভূমিকায় লিপ্ত হয়।
কনসেফট প্রবলেম থাকায় স্বাভাবিক। আপনি কোরানের আয়াত দেওয়ার ব্যপরটা যেভাবে চিন্তা করছেন আমি সেভাবে চিন্তা করছিনা।
ধন্যবাদ।
৩১| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
সুমন জেবা বলেছেন: অসম্ভব সুন্দর পোস্ট ..
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৩২| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: ওরে খাইসে! কিছুদিন পর তো মানুষের কাপড় চোপড় দেখা যাবে না, চুল থেকে পায়ের নখ পর্যন্ত যন্ত্র আর যন্ত্র । তবে তিন নাম্বারটা ভাল্লাগসে । পেলাস বাটন ঘুরছেই তাই এখানেই একটা দাশিং পেলাস দিলাম !
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দাশিং পেলাস টা কি জিনিষ
ধন্যবাদ ভাইয়া আপনাকে
৩৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯
শায়মা বলেছেন: আমার পছন্দ এই গুলা!!!!!!!!!
০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ও মাই আল্লাহ !!
ভাইয়াকে ফকির বানানোর চিন্তা না ?
তবে সবগুলো অনেক সুন্দর
৩৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
জনাব মাহাবুব বলেছেন: আমি ঘড়ি হাতে দেই ইয়া বড় এক জাম্বু সাইজের।
ইহাতে আমাকে হেব্বি স্মার্ট লাগে।
:!> :!> :!>
ঘড়িগুলো সুন্দর এবং ২/১টি ঘড়ি আমার কাঙ্খিত।
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হে হে তাই ?
হ্যা এখানের কয়েকটি ঘড়ি আমারো বেশ পছন্দ
৩৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪
উদাসী স্বপ্ন বলেছেন: আভিজাত্য অহংকার বয়ে আনে কথাটা মুমিনদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মুমিনদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আর মোনাফিকরা আল্লাহর করুণা করা আভিজাত্যা গ্রহণ করে বিশ্ব জাহানেরে প্রতিপালকের প্রতি নিমুখ হারামের ভূমিকায় লিপ্ত হয়।
ওয়াও, আপনে তো দেখি কোরানে হাফেজ হয়ে গেছেন যে নিজেই কোরানের আয়াত টুইস্ট করছেন।
আমি আমার নিদর্শনসমূহ হতে তাদেরকে ফিরিয়ে রাখি, যারা পৃথিবীতে অন্যায়ভাবে গর্ব করে। যদি তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করে ফেলে, তবুও তা বিশ্বাস করবে না। আর যদি হেদায়েতের পথ দেখে, তবে সে পথ গ্রহণ করে না। অথচ গোমরাহীর পথ দেখলে তাই গ্রহণ করে নেয়। এর কারণ, তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে মনে করেছে এবং তা থেকে বেখবর রয়ে গেছে।
I shall turn away from My Ayât (verses of the Qur’ân) those who behave arrogantly on the earth, without a right, and (even) if they see all the Ayât (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.), they will not believe in them. And if they see the way of righteousness (monotheism, piety, and good deeds), they will not adopt it as the Way, but if they see the way of error (polytheism, crimes and evil deeds), they will adopt that way, that is because they have rejected Our Ayât (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.) and were heedless (to learn a lesson) from them. সুরা আরাফ: ১৪৬
The Prophet said: "He who has in his heart the weight of an atom of pride shall not enter Paradise." [Muslim]
Al-Bukhaari and Muslim also reported that the Prophet said: "Allaah will not look on the Day of Judgment at him who drags his robe (behind him) out of pride."
Then, Abu Bakr said: "O Messenger of Allaah, one side of my robe slacks down but I am very cautious about it (i.e. I raise it)." Thereupon, the Messenger of Allaah said: "But you do not do that out of pride"
আপনার টুইস্টেড কমেন্টের সত্যতা পেলাম না। এজন্যই বুজুর্গরা বলেন দৈনিক কোরান শরীফ একবার হলেও পড়া উচিত। আপনাকে ধন্যবাদ যে আজকে আপনার পোস্ট পড়তে গিয়ে কোরান শরীফের কিছু আয়াত পড়া হলো।
আল্লাহ আপনার হেদায়েত করুক!
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কোরানে একটি আয়াত আছেঃ " আমার মুমিনদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই" কত নাম্বার আয়াত আমি জানিনা । সেটা আমি এখানে বলতে চেয়েছি। আয়াত টুইট কই করলাম?
যুক্তি খন্ডন বা মন্তব্যের জবাব দেওয়াকে যিনি আয়াত টুইট মনে করেন তার সাথে তর্কে না গিয়ে সুন্দর করে ধন্যবাদ দিয়ে এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে।
ভালো থাকুন উদাসী স্বপ্ন। আল্লাহ আপনার, আমার এবং এই পৃথিবীর সব মানুষের হেদায়েত করুক!
৩৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২
টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!!! খুব সুন্দর!!!!!!
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ কিউট টুম্পামণি
৩৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হে হে একটাও পছন্দ হয় নাই।
আমার ঘড়ি!!!!!
০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ফালতু ঘড়ি গুলো পছন্দ না হওয়া স্বাভাবিক আপনার ঘড়িটি সুন্দর
৩৮| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
উদাসী স্বপ্ন বলেছেন: যুক্তি খন্ডন বা মন্তব্যের জবাব দেওয়াকে যিনি আয়াত টুইট মনে করেন তার সাথে তর্কে না গিয়ে সুন্দর করে ধন্যবাদ দিয়ে এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে।
দুঃখিত আপনাকে আমি কটু কথা বলেছি। আপনি চিটাগাং মেডিকেলে পড়েন, মেধাবী ছাত্রী। আবার ইসলাম নিয়েও বেশ কিছু মন্তব্য অথবা পোস্ট দেখে ভেবেছিলাম আপনি বোধ হয় কোনো শো অফ মুসলিম নয় যে খালি ইসলাম পালন করে ফ্যাশন করবার জন্য।
যাই হোক, আমরা তো অতটা মেধাবী বা অতটা ধার্মিক নই, তাই আমাদের রেফারেন্সিংও অনেক খারাপ।
তবে আমি আপনার অন্ধকার থেকে আলোর আয়াতটা দিয়ে দিচ্ছি। কিন্তু অর্থ পড়ে দেখলাম আপনি যেটা বুঝেছেন সেটাও মনে হয় ভুল:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا (41
মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর।
O you who believe! Remember Allâh with much remembrance.
وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا (42
এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা কর।
And glorify His Praises morning and afternoon [the early morning (Fajr) and ’Asr prayers].
هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا (43
তিনিই তোমাদের প্রতি রহমত করেন এবং তাঁর ফেরেশতাগণও রহমতের দোয়া করেন-অন্ধকার থেকে তোমাদেরকে আলোকে বের করার জন্য। তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু।
He it is Who sends Salât (His blessings) on you, and His angels too (ask Allâh to bless and forgive you), that He may bring you out from darkness (of disbelief and polytheism) into light (of Belief and Islâmic Monotheism). And He is Ever Most Merciful to the believers.
সুরা আহযাব
কোরানের অর্থ অনলাইনে পড়বার জন্য এর চেয়ে ভালো সাইট আর হয় না। সুখের কথা হলো এটা আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশনের তৈরী।
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন ।
৩৯| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
নেক্সাস বলেছেন: সেইরাম ঘড়ি। হাতে দিতে মুন্চায়। সামনের মাসে বেতন পেয়ে একটা মেইল করে দিয়েন।
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আগে আপনি আমাকে একটি মেইল করেন আমি চ্যাম্বার দিলে তখন আপনাকে একটি মেইল করবো
৪০| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭
এম ই জাভেদ বলেছেন: আমিও কাল্পনিক ভাইয়ের মত শখ করে জি শক ঘড়ি পরছি। পরতে ভালোই লাগে।
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: উনার ঘড়িটি সত্যি সুন্দর
৪১| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪
রাবেয়া রব্বানি বলেছেন: সবই মেল লুকের। চার নং টা মোটামুটি লাগল
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মেয়েরা ও ইউজ করতে পারবে আপু। একটু মেটাল গেটাপ নিতে হবে আর কি ?
৪২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫
সোনালী ডানার চিল বলেছেন:
নাইস পোষ্ট, কিন্তু আমার পছন্দ এটাই.............
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক ধন্যবাদ । আপনার পছন্দের ঘড়ি সত্যি সুন্দর
৪৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৬
আমি তুমি আমরা বলেছেন: ৮৮০০০ ট্যাকা ঘড়ির দাম? দুনিয়াতে আর বাইচা থাইকা কি লাভ?
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হে হে হে
৪৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০
শাদমান সাকিব বলেছেন: এত দাম দিয়ে ঘড়ি পড়ার শখ নাই। তবে ভাবছি ৬ নাম্বারটা বিয়ের সময় যৌতুক হিসেবে নিব
০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ছি ছি যৌতুক !!
৪৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ঘড়িগুলো খুব সুন্দর!!!
০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: থ্যাংক্স ব্রো
৪৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৪
আদনান শাহ্িরয়ার বলেছেন: দাশিং পেলাস মানে দশটা শিংওয়ালা পেলাস !!!
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শিংওয়ালা পেলাসটা কী রকম ?
৪৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২২
এরিস বলেছেন: যে যত কম জানে, সে তত ভালো থাকে। এই যে আমি, এতদিন ২০০/৩০০ টাকার ঘড়ি পরে ভাল ছিলাম,তাকে কি এইসব ঘড়ি চেনানো ঠিক হল?? এমনিতেই ঘড়ি কিনে কিনে আম্মার মাইর খাই। এই ঘড়ি দেখালে নির্ঘাত বলবেঃ আমার জাদুমণি, ঘর থেকে বাহির হও। সোজা গিয়ে বাঁয়ে গেলেই দরজা।
G108 Watch Phone বেশি মনে ধরেছে।
আপা, আপনার ইন্টারেস্ট এ ভাললাগা রইলো।
(সুন্দর সুন্দর ঘড়ি দেখিয়ে আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়াতে মনে মনে মাইনাস হবে। )
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ডিয়ার এরিস ইউ এন্ড ইউর কমেন্ট রিয়েলি অসাম । আই জাস্ট মিস ইট
সরি আপু ভুল হয়ে গিয়েছে
৪৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
সুপান্থ সুরাহী বলেছেন:
ঘড়ি কেনার সখ আছে। তবে পকেটের হাল হকিকত তো পুরাই খাঁ খাঁ খরান মাঠ।
তাই দেখলাম ... মনেরে আবারও নিয়ন্ত্রণ করলাম ...
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনার যখন অনেক টাকা হবে তখন কিনিয়েন
৪৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩২
মনিরা সুলতানা বলেছেন: বাহ ...।।
ভাল জিনিস বেছে নিয়েছেন তো ......।
০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হে হে মনিরাপু
থ্যাংক্স
৫০| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাপ রে! কিছু ঘড়ি দেখে ঘোড়া মনে হয়েছে! তবে একেবারেই মন্দ নয়!
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
৫১| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩
কালীদাস বলেছেন: আমি প্রায় ১৫বছর ধরে একটা চুরি করা ঘড়ি পড়ছি , ইদানিং অবশ্য কোন পার্টি ছাড়া পড়িনা ওটা। এই লিস্টের কয়েকটা ঘড়ি ভাল লাগল, ঢাকার কোথায় পাওয়া যায় বলতে পারেন? ট্রাই মারব একবার
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কালীদাস ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম
চুরি করা ঘড়ি মানে কী ? কার ঘড়ি চুরি করেছেন ? এখানের কয়েকটি ঘড়ি বসুন্ধরা সিটিতে পাওয়া যাবে
এটি নিশ্চিত পাওয়া যাবে
৫২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: একটা গিফট করেন, প্লিজ।
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আগে আপনি আমাকে একটি গিফট দেন আমি যখন চ্যাম্বার দিব তখন আপনাকে একটি গিফট করবো
৫৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
শান্তির দেবদূত বলেছেন: বাহ!! সুন্দর তো! সবগুলোই দারুন। মোবাইলে যুগে মাঝে ১০/১২ বছর হাত ঘড়ির বেশ দুর্দিন গিয়েছে; এখন মনে হচ্ছে আগের সেই সুদিন নবরূপে ফিরে আসছে।
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: প্রযুক্তি এবং বিজ্ঞান পৃথিবীকে কত সহজ করে দিচ্ছে ভাবতেই অবাক লাগে। ১০ বছর আগে কী আমরা ঘড়ির ভেতর মোবাইল তাও আবার হিডেন ক্যামেরা , ভিডিও রেকর্ডার, অডিও প্লেয়ার , ইমেইল , গোগল সার্স , ক্যামেরা , এম পি থ্রী, এনড্রয়েড উয়িথ টাচ স্ক্রীন কী প্যাড এসব কল্পনাও করতে পেরেছি?
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
৫৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
রাইসুল সাগর বলেছেন: আমার প্রিয় ব্রান্ড ফাষ্টট্রেক স্পোর্টস। তয় মোবাইল ঘড়িগুলো অনেক সুন্দর। পোষ্টে +
০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনার পছন্দের ব্র্যান্ডের ঘড়ি গুলো ও অনে সুন্দর অনেক ধন্যবাদ
৫৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
বেকার সব ০০৭ বলেছেন: ঘড়ি গুলো বেশি ভাল না ১ মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে অযথা কিনার কি দরকার, কেও যদি আমাকে গিফট করে তাতে কোনো বাধা নেই
০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এক মাসের মধ্যে নষ্ট হবে কে বললো ? কে গিফট করবে ?
৫৬| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৪
বেকার সব ০০৭ বলেছেন: ৬)G Watch Phone ৭) W “phonewatch এই ঘরি গুলো ক্রয় করতে হলে, না খেয়ে মরতে হবে, সেই জন্য আমার এই মন্তব্য (আঙুর ফল টক )
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ও এখন বুঝছি (আঙুর ফল টক )
৫৭| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৭
যুবায়ের বলেছেন: ৭ নং ঘড়িখানা বহুৎ পছন্দ ওইছে...
তয় যত টেকা দাম!!!!...
শখ মিটে গেছে একদম।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এত দাম দিয়ে কেনার কোন দরকার নেই
ধন্যবাদ আপনাকে ভাইয়া
৫৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমাকে একটা ঘড়ি যদি কেউ গিফট করত
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমাকে ও যদি কেউ একটা ঘড়ি গিফট করত
৫৯| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাহ্ অনেক সুন্দর ঘরিত।মোনচায় একটা লইবার তবে ঘড়ি পরিনা ১৩ বছর প্রায়।
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ১০-১২ হাজার টাকার মধ্যে বসুন্ধরা সিটিতে খুব সুন্দর মোবাইল ঘড়ি পাওয়া যাচ্ছে। ওখান থেকে কিনতে পারেন
৬০| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৮
অপ্রচলিত বলেছেন: খালি ছবি আর দামগুলা দেখলাম
সাধ্যর মধ্যে পাইলে আর একটু বিস্তারিত ভাবে দেখার ইচ্ছে ছিল কিন্তু আফসুস ...
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আর কিরকম বিস্তারিত ?
৬১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
অপ্রচলিত বলেছেন: আপনাকে বলিনি। ছবি আর দাম দেখে ভয় পেয়ে আর বিস্তারিত দেখি নি
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: সেলফোনে ঘড়ি , আইডিয়াটা অসাম , কিন্তু কেন জানি

একটাও পছন্দ হইলোনা ! এগুলা কি মেয়েরা পরবে নাকি ছেলেরা আপি ?
আমার ফেবারিট , দেখেন তো ঠিক আছে নাকি ?