নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের বিনোদন মিডিয়া।

বিভাষ

বিভাষ › বিস্তারিত পোস্টঃ

সাভারের রানা প্লাজা ট্রেজিডি এবং দায়ীত্ববান মানুষদের সমগ্র দেশবাসীর সাথে কিছু তামশার নমুনা।-

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

১.স্বরাষ্ট্রামন্ত্রীর মতে এই রানা প্লাজা ধসের সাথে বিরোধী দলের হরতালকারীরা জরিত।

২.টিভির খবরে রানা প্লাজা থেকে মৃতের শত লাশ উদ্ধারের খবরের পাশাপাশি রাষ্ট্রপতির শপথ বাক্য অনুষ্ঠানে এবং মন্ত্রি-সচিবদের চা চক্রের খবর।

৩.রানা প্লাজা থেকে শত লাশ উদ্ধারের পরেও প্রধানমন্ত্রী সেই দুর্ঘটনার পূর্বেই বিল্ডিং থেকে মানুষদেরকে সরিয়ে নেওয়া হয়ছে বলে দাবী করেন।

৪.পেশাজীবীররা দায়ী করেছেন প্রশাসনকে প্রশাসন দায়ী করেছে গার্মেন্টস মালিক পক্ষকে গার্মেন্টস মালিক পক্ষ দায়ী করছেন বিল্ডিং মালিক পক্ষকে।এই প্রক্রিয়া উল্টো দিক থেকে ঘুরতে থাকে।

৫.এক হরতালে যত জন মানুষ মরে তার তার চাইতে সংখ্যায় কম রানা প্লাজায় মানুষ মরে নাই বিরোধী দলের এই হরতাল সফলের মধ্য দিয়ে নির্ধারিত সময়ের আগেই হরতাল প্রত্যাহার করে নেয় বিরোধী দল।

৬.সরকার-বিজিএমইএ ক্ষতিপুরনের নামে লাশের দর দামের হিসাব নিকাশ শুরু করে।

৭.পাঁচ লক্ষ টাকা মূল্যের কাটার মেশিনের অভাবে উদ্ধার কাজ পরিচালনা করা যাচ্ছে না অথচ বিলাশ বহুল ট্রেনের উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী।

আরো অনেক অনেক তামশা গত এক দিনে সমগ্র দেশবাসী প্রতক্ষ করল।সামনে আরো অনেক তামশার অপেক্ষায় আছে দেশবাসী।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩

মোমের মানুষ বলেছেন: মর্মান্তিক সব তামাশা ঘটাতে পারেন আমাদের ক্ষমতাবানরা

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮

বাংলার হাসান বলেছেন: শ্রেষ্ঠ বানী হিসেবে নির্বাচিত করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রামন্ত্রীর বানীকে বাঙালীর হাজার বছরের ইতিহাসের সেরা বানী হিসেবে সংবিধানে সংযোজন করার দাবী করছি।
রানা প্লাজা থেকে শত লাশ উদ্ধারের পরেও প্রধানমন্ত্রী সেই দুর্ঘটনার পূর্বেই বিল্ডিং থেকে মানুষদেরকে সরিয়ে নেওয়া হয়ছে বলে দাবী করেন।
স্বরাষ্ট্রামন্ত্রীর মতে এই রানা প্লাজা ধসের সাথে বিরোধী দলের হরতালকারীরা জরিত।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

নানাভাই বলেছেন: হাজার বছরের শ্রেষ্ঠ বানী " হরতাল সমর্থকদের ফটক আর স্তম্ভ ধরে 'টানাহেচড়ায়' সাভারের রানা প্লাজা ধসে পড়তে পারে।".....স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর X( X( X( X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.