নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের বিনোদন মিডিয়া।

বিভাষ

বিভাষ › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলো তাদের স্লোগানের প্রতি সম্মান প্রদর্শন।

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৯

অনেকেই বেশ ক্ষোদ্ধ দৈনিক প্রথম আলোর বিশেষ করে আজকের কার্যক্রম তরকা খচিত অনুষ্ঠানের প্রতি।কিন্তু কেন বিষয়টা বোধগম্য হচ্ছে না।প্রথম আলো শুরুর দিক থেকেই বলে এসেছে বা স্লোগান দিয়েছে "যা কিছু ভালো তার সাথে প্রথম আলো"।ঠিক সেই কাজটি করেই আজকে তারা তাদের স্লোগানটির প্রতি যথার্ত সম্মান প্রদর্শন করল।সাভারের ৩০০ শতাধিক মৃত লাশের গন্ধের তুলনায় তারকাদের বগলের গন্ধ ঢের ভালো।তাই সেই ভালোর সঙ্গেই প্রথম আলো থেকেই তারা স্লোগানের যথার্থতার প্রমান দিলো।সেই ভালো স্লোগানের পাশাপাশি তাদের আরেকটি স্লোগান "বদলে যাও বদলে দাও।" এই স্লোগানটির সাথেও সদ্ব ব্যবহার করেছে প্রথম আলো।মানুষের অনুভূতিকে বদলানোর চেষ্ঠাই করেছে ।তারা আজকের অনুষ্ঠানে নগ্ন নাচের মাধ্যমে মানুষের অনুভূতিকে ৫৭ লক্ষ টাকাতে রূপান্তরিত(বদল) করতে চেয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭

রাজনীতির ভাষা বলেছেন: প্রথম আলো একটা অজগর। কবে যে আমরা এই অজগরের হাত থেকে রক্ষা পাব আল্লাহই ভালো জানে। হলুদ সাংবাদিকতরা নিম্নতম সীমা কত নিচে হতে পারে, প্রথম আলো তার নিকৃষ্ট (উৎকৃষ্ট বলতে ইচ্ছে হল না) উদাহরণ। কত বড় সাহস তাদের এই নর্তন-কুর্দনকে একাত্তরের 'কনসার্ট ফর বাংলাদেশের' সাথে তুলনা করে। আনিসুল হক গংদের এই তুলনার কারণের শাস্তি হওয়া উচিত। এই সব অর্থলোলুপ দুর্বৃত্তরা দেশকে আজীবন গোলামীর জিঞ্জিরে আবদ্ধ রাখতে চায়। অপরাধতো স্বীকার করেইনা বরঞ্চ 'কনসার্ট ফর বাংলাদেশের' মত ঐতিহাসিক ইস্যুর আড়ালে নিজেদের অপকর্ম ঢাকতে চায়। ভেবেছে কিছু টাকা খরচ করলেই মানুষ ওদের দুষ্কৃতির কথা ভুলে যাবে। প্রথম আলোর ওপর আল্লাহর গজব নাযিল হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.