নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের বিনোদন মিডিয়া।

বিভাষ

বিভাষ › বিস্তারিত পোস্টঃ

রানা প্লাজা এবং তার পরিসমাপ্তি

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

রানা প্লাজা ঘটনায় সমগ্র বাংলাদেশ স্তব্ধ এবং শোকাহত।এই ঘটনার জন্য খল নায়ক হিসেবে চিহ্নিত করা হয়েছে রানা প্লাজার মালিক এবং সাভারের রাজরৈতিক নেতা সোহেল রানাকে।সেই খলনায়ককে

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনি গ্রেপ্তার করেছে এবং বিচার কাজ চলছে।অনেকেই এই টুকু খুশিতে বগল বাজাচ্ছে।কিন্তু এই রানা প্লাজা ঘটনা কি রানা গ্রেপ্তার বা শাস্তি পাওয়ার মাধ্যমে কি নিঃশেষ হয়ে যাবে?রানা প্লাজা সমগ্র বাংলাদেশকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে।অনেক কিছু নতুন করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

সমগ্র বাংলাদেশে অসংখ‍্য রানা প্রতিনিয়ত জন্ম দিচ্ছে দেশের বর্তমানে নোংরা রাজনীতি।এই দেশের প্রত্যেক শহরে এমন অনেক রানাদের খুজে পাওয়া যাবে।যারা দেশের দলীয় রাজনীতি চালিয়ে নিয়ে যাচ্ছে।এবং সেই সব রানারাই বাংলাদেশের নীতি নির্ধারক পদে অবতীর্ন হচ্ছে দিনকে দিন।যেকোন দুর্যোগ মোকাবেলায় দেশের নীতি নির্ধারকগন কত টুকু অসহায় তাও বুঝিয়ে দিয়েছে এই রানা প্লাজা।রানা প্লাজা ধসের পর উদ্ধারের সরঞ্জাম এবং ত্রানের ব্যবস্থা করতে হয়েছে সাধরন মানুষদের।হাত পাততে হয়েছে দ্বারে দ্বারে খাবারের জন্য ওষুধের জন্য।দেশের নীতির্ধারনের মহল থেকে সাহায্য চাওয়া হয় সাধারন মানুষের।কিন্তু দেশযে কতটুক বিত্তশালী তার প্রমান মেলে রাজনৈতিক ব্যাক্তিদের দেশ ব্যাপী পোষ্টার,ব্যানার,তোরন

আর গাড়ী বহরের নমুনা দেখলে।যতক্ষন পর্যন্ত রাজনৈতিক নেতাদের জবাবদিহিতার মধ্যে না আনা হবে ততক্ষন পর্যন্ত এই রানা প্লাজা আধ্যায়ের পরিসমাপ্তি হবে না এবং আরো রানা প্লাজা দেখার জন্য প্রস্তুত থাকতে হবে সমগ্র দেশবাসীকে।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.