নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের বিনোদন মিডিয়া।

বিভাষ

বিভাষ › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতা এবং ভার্চুয়াল জগতের ভয়।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৭

এক পাশে বিজয়াদশমীতে দেবী দূর্গার

মূর্তি বিসর্জনে ব্যাস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।তার

কয়েক পা দূরত্বেই মুসলিম সম্প্রদায়ের সবচেয় বড় উৎসব

ঈদু-উল-আযাহারর জন্য কোরবানির পশুর হাটে ব্যাস্ত

সময় পার করছে মুসলমানেরা।

উৎসবমুখরতাকে সঙ্গী করে দুই

সম্প্রদায়ে মানুষেরা ব্যাস্ত সময় পার করছে তাদের নিজ

নিজ উৎসবকে কেন্দ্র করে।কারো প্রতি করো কোন

অভিযোগ নেই এই উৎসবগুলোকে ঘিরে।ধর্মীও উৎসব

গুলোকে ঘিরে কারো মাঝে কোন হিংসার ছাপ নেই।এই

শান্তিপূর্ন ছবিটা মনের মাঝে অবলোকন

করে ঘরে ফিরে আসলাম।কিন্তু ঘরে ফিরে ভার্চুয়াল

জগতে প্রবেশ করতেই দেখি এক ধর্মের মানুষগুলো অন্য

ধর্মের প্রতি আক্রোশ প্রকাশ করছে।এক সম্প্রদায়ের

মানুষ গুলো অন্য সম্প্রদায়ের মানুষকে যাচ্ছেতাই অশ্রাব্য

ভাষায় গালাগালি করছে তখন এক মূহুর্তেই

বাস্তবে দেখা ছবিটা ভেঙ্গে তছনছ হয়ে যায়।সর্বদায়

একটা ভয় গ্রাস করে এই বুঝি বেজে উঠল যুদ্ধের দামামা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.