![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাইরে আমি সেলেব্রিটিও না, ইভটিজারও না, নারীর বিশেষ সুবিধা গ্রহনকারীও না, চেতনা ব্যাবসায়িও না, বুদ্ধিজীবীও না। আমি ইস্টুডেন্ট মানুষ, বিদ্যা বেঁচে খাই আর হুমায়ুনের গল্পের হিমুগিরি করি।
আজ অনেকেরই স্বাভাবিক কারনে মন খারাপ।মন খারাপ হওয়াটাই উচিৎ!মেসে তিনজন বন্ধু থাকেন।দুই বন্ধু তাদের ভ্যালেনটাইনকে নিয়ে ঘুরতে গেলো।আর আপনি বাসায় একা বসে আছেন।মন খারাপ করতে না চাইলেও মন খারাপ হয়।আপনার বাসার মেয়েটা আজ খুব সাজু গুজু করে বের হলো।অথচ আপনি বাসায় বসে হিন্দি সিরিয়াল দেখছেন।একটু পরপরই মেয়েটা তার ছেলেবন্ধুর সাথে কত্তো মজা(!) করবে,এইসব কথা ভেবে মাথা হট হবেই।
কিন্তু কপাল মন্দ আপনার তো আর ওদের মতো বিএফ অর জিএফ নেই। তাই একা একাই কাটাতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো আপনি দিনটিকে কিভাবে নিচ্ছেন(?)।আপনি যদি মনে করেন এইসব কিছুই না। তাহলে কোনো দু:খ থাকবে না।বন্ধুরা ঘুরতে জেতেই পারে,কেও আজ একটু বেশি সাজতেই পারে,তাতে আপনার কি যায় আসে?এই আপেক্ষিক পৃথিবিতে তো কতো কিছুই ঘটছে।এইসবের সাথে তুলনা করলে বছরের একটা 'ভ্যালেনটাইন ডে' কিছুই না।বরং হার্টথ্রব তাহসানের নাটক দেখার সুযোগ পাচ্ছেন,ক্লোজ আপ অস্থির ৩টা নাটক দেখাবে।এইগুলা দেখেই দিন পার।আবার আজ টাইগারের খেলা চলছে।পরিশেষে,ওই যে ছোটবেলায় পড়া জুতা আর পা না থাকা ভিক্ষুকের গল্প রইলো আপনার শান্তনার জন্যে।
ভালোবাসা প্রতিযোগিতার বিষয় না।ভালোবাসা ভালোবাসার বিষয়,হৃদয়ের বাম পাশ থেকে তৈরী হ ওয়া অনুভুতির বিষয়।ভালোবাসাকে নিয়ে প্রতিযোগিতায় নামবেন না।প্লিজ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬
টানিম বলেছেন: হুম