নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরিওয়ালা

মেয়ে ঝালমুড়ি খেতে গিয়ে পেঁয়াজ পাই নাই, কাঁচামরিচ পাই নাই। এত্ত এত্ত শূন্যতা ভাল্লাগে না। মেয়ে কাছে এসো, পেঁয়াজ এনে দাও, ঝালমুড়ি মেখে দাও। মেয়ে এইভাবে আর চলে না। আসো কাছে আসো, পাশে বস, নইলে ওই শামিম কাক্কুকে দিয়ে আমায় গুম করে দাও।

বিভ্রান্তিকর ইকুয়েশন

ভাইরে আমি সেলেব্রিটিও না, ইভটিজারও না, নারীর বিশেষ সুবিধা গ্রহনকারীও না, চেতনা ব্যাবসায়িও না, বুদ্ধিজীবীও না। আমি ইস্টুডেন্ট মানুষ, বিদ্যা বেঁচে খাই আর হুমায়ুনের গল্পের হিমুগিরি করি।

বিভ্রান্তিকর ইকুয়েশন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা ভালো থাকুক

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

আজ অনেকেরই স্বাভাবিক কারনে মন খারাপ।মন খারাপ হওয়াটাই উচিৎ!মেসে তিনজন বন্ধু থাকেন।দুই বন্ধু তাদের ভ্যালেনটাইনকে নিয়ে ঘুরতে গেলো।আর আপনি বাসায় একা বসে আছেন।মন খারাপ করতে না চাইলেও মন খারাপ হয়।আপনার বাসার মেয়েটা আজ খুব সাজু গুজু করে বের হলো।অথচ আপনি বাসায় বসে হিন্দি সিরিয়াল দেখছেন।একটু পরপরই মেয়েটা তার ছেলেবন্ধুর সাথে কত্তো মজা(!) করবে,এইসব কথা ভেবে মাথা হট হবেই।



কিন্তু কপাল মন্দ আপনার তো আর ওদের মতো বিএফ অর জিএফ নেই। তাই একা একাই কাটাতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো আপনি দিনটিকে কিভাবে নিচ্ছেন(?)।আপনি যদি মনে করেন এইসব কিছুই না। তাহলে কোনো দু:খ থাকবে না।বন্ধুরা ঘুরতে জেতেই পারে,কেও আজ একটু বেশি সাজতেই পারে,তাতে আপনার কি যায় আসে?এই আপেক্ষিক পৃথিবিতে তো কতো কিছুই ঘটছে।এইসবের সাথে তুলনা করলে বছরের একটা 'ভ্যালেনটাইন ডে' কিছুই না।বরং হার্টথ্রব তাহসানের নাটক দেখার সুযোগ পাচ্ছেন,ক্লোজ আপ অস্থির ৩টা নাটক দেখাবে।এইগুলা দেখেই দিন পার।আবার আজ টাইগারের খেলা চলছে।পরিশেষে,ওই যে ছোটবেলায় পড়া জুতা আর পা না থাকা ভিক্ষুকের গল্প রইলো আপনার শান্তনার জন্যে।



ভালোবাসা প্রতিযোগিতার বিষয় না।ভালোবাসা ভালোবাসার বিষয়,হৃদয়ের বাম পাশ থেকে তৈরী হ ওয়া অনুভুতির বিষয়।ভালোবাসাকে নিয়ে প্রতিযোগিতায় নামবেন না।প্লিজ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

টানিম বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.