![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাইরে আমি সেলেব্রিটিও না, ইভটিজারও না, নারীর বিশেষ সুবিধা গ্রহনকারীও না, চেতনা ব্যাবসায়িও না, বুদ্ধিজীবীও না। আমি ইস্টুডেন্ট মানুষ, বিদ্যা বেঁচে খাই আর হুমায়ুনের গল্পের হিমুগিরি করি।
বয়েস বাড়াটা খুব খারাপ,খুব বিশ্রী।
গ্রীষ্মের ছুটি আর গ্রীষ্মের ছুটি থাকে না,
সামারের আম কাঁঠাল খাওয়ার উন্মাদনা থাকে না,
নানাবাড়ি যাওয়ার কঠিন উল্লাস থাকে না,
আম কুড়ানোর সুযোগ থাকে না,
বৃষ্টিতে দল বেধে গোসল করা হয়ে উঠে না,
কাকভেজা হয়ে বাসায় ফিরলে বড় আপুটা আদর করে গা মুছে দেয় না।
বয়েস বাড়াটা অনুচিত,অনাহুত।
কালো জাম গাছের তলে খুব সকালে দাঁড়ানো হয় না,
পাড়ার সুন্দরী ঝগড়াটে মেয়েটার সাথে ঝগড়া করা যায় না,
চাচাত বোনের আমের কৌটা থেকে আমসত্ব চুরি করে খাওয়ার বয়েস থাকে না,
কদম ফুলের দিকে উদাস হয়ে তাকিয়ে থাকা হয়ে উঠে না।
বয়েস বেড়ে যাওয়াটা অকারণ বিলাসিতা।
বয়েসের সাথে অনুভূতির দেয়াল মরচে ধরে যায়,
দুঃখ বাড়ে,কষ্ট বাড়ে,
বুকের ভেতর সিনসিনে ব্যথা নিয়ে চলতে হয়,
খুব ব্যথা পেলে দৌড়ে গিয়ে মার কাছে নালিশ করা যায় না,
মা বুকে জড়িয়ে আদর করে দেয় না,
চোখের পানি কেউ মুছে দেয় না,
দুঃখে দুঃখে কাটাকাটি খেলে বয়েস থেমে যায়।
০১ লা জুন, ২০১৪ রাত ১২:৩৬
বিভ্রান্তিকর ইকুয়েশন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৪ রাত ৮:৪১
ভোরের সূর্য বলেছেন: ভাই,আপনার কবিতা কেমন হয়েছে সেটা বলার মতন যোগ্যতা আমার নাই কারণ আমি কবিতার কিছুই বুঝিনা। শুধু কিছু ভুল চোখে পড়লো তাই সেটা বলছি।
আপনি লিখেছেন বয়েস-এটা হবে বয়স।অথবা বয়সে।
সামার ভেকেশন আর সামার ভেকেশন থাকে না। আমি ঠিক জানিনা তারপরেও মনে হচ্ছ এখানে অন্য ভাষা ঢুকে যাওয়াটা কেমন দেখায়। কিছু কিছু ভিনদেশী শব্দ আছে যেগুলো এখন বাংলায় ঢুকে গেছে যেমন চেয়ার,টেবিল,খোয়াব ইত্যাদি।
কিন্তু সামার এবং ভ্যাকেশন তো বাংলা শব্দ না কিংবা এটা বাংলায় ঢুকে যেয়ে বাংলা শব্দের অংশ হয়ে যায়নি। আমার ভুল হতে পারে কিন্তু এখনো আমি দেখিনি কোন কবিতায় সরাসরি অন্য ভাষা ঢুকে যাওয়া।
ইংরেজী কবিতায় বাংলা,হিন্দি কবিতায় বাংলা,উর্দু কবিতায় বাংলা কিংবা ফার্সি কবিতায় বাংলা শব্দ আমি খুঁজে পাই নি।
আর ভেকেশন হবে না উচ্চারণ টা হবে ভ্যাকেশন।
এমন কি লেখা যেত না যে "গ্রীষ্মের ছুটিটা আর গ্রীষ্মের ছুটি থাকে না"
আমার ভুল হতে পারে। ভুল হলে ক্ষমাপ্রার্থী।