![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি ক্ষুদ্র শ্রেনীর একজন মানুষ। এতই ক্ষুদ্র যে দুর থেকে দেখা যায়না। দেখার জন্য কাছে আসা প্রয়োজন।
আমি ক্ষুদ্র মানুষ। তাই আমার ইচ্ছাগুলোও ক্ষুদ্র টাইপের।
ক্ষুদ্র ইচ্ছাগুলোর সাথে অনেক বড় একটা ইচ্ছাকে পুষে রেখেছিলাম মনে। আমার সেই বড় ইচ্ছেটা ছিল হুমায়ুন আহমেদের স্যারের সাথে দেখা করা। আমি জানি, স্যার কাউকে উপদেশ দিতে পছন্দ করেন না। তাই উপদেশ পাবার কথা কখনোই ভাবিনি। শুধু ভেবেছিলাম নিজের চোখে এই প্রতিভাবান মানুষটিকে দেখে আমি চোখ দুটিকে ধন্য করব।
কিন্তু আমার সেই ইচ্ছেটা আর পূর্ন হলো না। তার অগেই স্যার চলে গেলেন. . . . .
আসলে ক্ষুদ্র মানুষের আশাগুলো হবে ক্ষুদ্র-ক্ষুদ্র তাদেরকে কখনো বড় আশা করতে নেই।
স্যার আমি আপনাকে একটা কথা বলতে চাই- আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন, স্যার? আমি আপনার একজন ক্ষুদ্র ভক্ত।
আমি জানি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। হয়তো অন্য কোনো জগত্ থেকে, অন্য কোনো প্রকৃয়ায়। যেখান থেকে চাইলেই উত্তর দেওয়া যায় না।"
২| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:৫৯
আগন্তুক কাক বলেছেন: আশা আমার পূরন হইলো না।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৩ রাত ৮:৪৬
খেয়া ঘাট বলেছেন: আমিও আপনার মতো এক নগন্য ভক্ত।