![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি ক্ষুদ্র শ্রেনীর একজন মানুষ। এতই ক্ষুদ্র যে দুর থেকে দেখা যায়না। দেখার জন্য কাছে আসা প্রয়োজন।
সারা পৃথিবীতে সভ্যতার নামে যা চলছে , তা অসভ্যতা ছাড়া আর কিছুই নয়। তা কেবলই অসভ্যতা নয় অভিসাপও বটে। পৃথিবী জুড়ে আজ চলছে সভ্যতার নামে বেহায়াপেনার প্রতিযোগিতা। আজ মনেকরা হচ্ছে, যে জাতি যত বেহায়া সে জাতি তত সভ্য। সভ্যতর নামে অসভ্যতাকে , সংস্কৃতির নামে বেহায়াপেনাকে এনে ছেড়ে দেওয়া হয়েছে সমাজে। মানবিকতাকে লুকিয়ে অপসংস্কৃতিকে সমাজে ঢুকিয়ে সমাজকে করা হচ্ছে বিশৃঙ্খল। বিশৃঙ্খল সমাজ তৈরি করে সবাইকে সুশৃঙ্খল থাকতে বলা হচ্ছে। সভ্যতাকে বিনষ্ট করে উলঙ্গপেনাকে ছেড়ে দেওয়া হচ্ছে রাস্তায় অথচ, সেদিকে তাকানো নিষেধ।
চাইনা এ সভ্যতা। চাইনা এ সংস্কৃতি। কুকুরের মত করে বাচঁতে চাই না। আসুন আমরা মানুষ হয়ে বাচি ।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৩ রাত ৮:৪৭
খেয়া ঘাট বলেছেন: কুকুরতো কুকুরের মতোই বাঁচবে, কিন্তু মানুষ যখন কুকুরের মতো বাঁচে সেটা মানুষ হিসাবে বড়ই লজ্জার।