![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি ক্ষুদ্র শ্রেনীর একজন মানুষ। এতই ক্ষুদ্র যে দুর থেকে দেখা যায়না। দেখার জন্য কাছে আসা প্রয়োজন।
'মাল' শব্দটি নিয়ে খুব বিভ্রান্তির ভিতরে পরেছি। ছোট বেলা থেকে যেটা বুঝে এসেছি- মাল মানে জিনিসপত্র।
কিন্তু বড় হবার সাথে সাথে 'মাল' শব্দটি নিয়ে আমার বিভ্রান্তি বাড়তে থাকে।
বাংলা ২য় পত্র বইয়ে একটি শব্দের একাধিক ব্যবহার সম্পর্কে পড়েছি। তবে মাল শব্দটির নানামুখী ব্যবহার এবং এর কার্যকারিতা দেখে আমাকে অবাক হতে হয়েছে।
"দোকানদার মাল আনতে গেছে"-এটা খুব সাধারন একটা বাক্য। এর অর্থ খুব সহজেই অনুধাবন করা সম্ভব।
"রাস্তা দিয়া মাল যায়"- বাক্যটা শুনার পর রাস্তার দিকে তাকিয়ে সত্যি সত্যি বিভ্রান্ত। রাস্তা দিয়ে কোনো 'জিনিসপত্র' যাচ্ছে না। হেটে যাচ্ছে দুইটা মেয়ে। এখানে মাল শব্দটি দার মেয়ে দুইটিকে নির্দেশ করা হয়েছে।
"মানিব্যাগে মাল নাই" - মানিব্যাগে যে মাল থাকে তার নাম টাকা। বুঝলাম যে টাকা এক ধরনের মাল।
কিন্তু "মোবাইলে মাল নাই" -এই বাক্যে 'মাল' দ্বারা টাকা বুঝানো হয়েছে। এটা শুনে অবাক না হয়ে পারলাম না।
'মাল' নিয়ে খুব টেনশনে আছি। দেশে কতো মাল!
আবুল মাল আবদুল মুহিতের কথা আর নাই বা বললাম। মাল আছে এবং মাল থাকবে মাল সাহেবের পকেটে।
২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৬
আগন্তুক কাক বলেছেন: আমি নিজেও একজন মাল।
৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৮
মুক্তকণ্ঠ বলেছেন: আমাদের এলাকায় সরিষাকে মাল বলে।
পুনশ্চঃ একটা ইম্পরট্যান্ট মাল বাদ পড়ে গেছে
৪| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬
জর্জিস বলেছেন: মুক্তকণ্ঠ বলেছেন: আমাদের এলাকায় সরিষাকে মাল বলে।
সহমত
৫| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৫
লজিক মানুষ বলেছেন: আগন্তুক কাক বলেছেন: আমি নিজেও একজন মাল।
৬| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫৯
পানকৌড়ি বলেছেন: মালালা কে একবার ট্রাই করতে পারেন ।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩১
নিকষ বলেছেন: লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সালমান শাহ ফারদিন
উহা কি মাল?