![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি ক্ষুদ্র শ্রেনীর একজন মানুষ। এতই ক্ষুদ্র যে দুর থেকে দেখা যায়না। দেখার জন্য কাছে আসা প্রয়োজন।
আমি ব্যাকডেটেড।
কারণ আমি জনসম্মুখে কানে হেডফোন লাগিয়ে, চোখে সানগ্লাস লাগিয়ে সিগারেটের টান মারতে পারি না।
হ্যা, আমি ব্যাকডেটেড। কারণ আমি বাবার বয়সী এক বৃদ্ধ রিক্সাওয়ালার রিক্সায় ওঠে গার্ল ফ্রেন্ডের ঘারে হাত রেগে প্রেম আলাপ করতে পারিনা।
আমি নিজেকেই নিজেকে ব্যাকডেটেড বলছি।
কারণ আমি একগাদা মেয়ার সামনে নিজের বন্ধু ও পরিবার নিয়ে রসাত্ববোধক কথা বলে হিরো হওয়ার চেষ্টা করি না।
আমি ব্যাকডেটেড।
কারণ কেউ কল দিলে আমি বেক করি না টাকা শেষ হয়ে যাওয়ার ভয়ে।
আমি ব্যাকডেট ছিলাম। ব্যকডেটেড আছি। এবং ব্যাকডেটেড থাকব।
একটা বোতাম ছেড়া শার্ট গায়ে দিয়ে আমি সারা শহর ঘুরে বেড়াতে পারি। স্যান্ডেল জোড়া তিন দিন ধরে ছিড়ে গেছে। সেদিকে আমার কোনো নজর নেই। ফিটিং নয় বরং ঢিলেঢালা পোশাক পড়তেই আমার ভললাগে।
ব্যাকডেটেড থাকতেই আমি ভলবাসি। আমার মা-বাবা ব্যাকডেটেড। আমার দাদা-দাদী ব্যাকডেটেড। আমিও ব্যাকডেটেড হয়েই জন্মেছি।
আমি ব্যকডেটেড। তাই বলে আমাকে ঘৃনা করিস না।
তুই কি কোনোদিন ব্যাকডেটেড ছিলি না?? কিংবা তোর বাবা-মা?? অথবা তোর দাদা-দদী??
একটা শেষ প্রশ্ন করি।
জন্মানোর সময় কি তুই গার্ল ফ্রেন্ডকে মটর সাইকেলের পেছনে নিয়ে জন্মেছিলি?
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই আসলেই আমি ব্যাকডেটেড। আমি এগুলো কিচ্ছুই করতে পারি না