নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগন্তুক কাক

আগন্তুক কাক

আমি অতি ক্ষুদ্র শ্রেনীর একজন মানুষ। এতই ক্ষুদ্র যে দুর থেকে দেখা যায়না। দেখার জন্য কাছে আসা প্রয়োজন।

আগন্তুক কাক › বিস্তারিত পোস্টঃ

:(( পকেট হারিয়ে ফেলেছি

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৪

পকেট

হারিয়ে ফেলেছি।

প্যান্টের সামনে,

পেছনে এবং সাইডে হাত

দিয়ে দেখলাম।

না পকেট নেই।

আমি জনসম্মুখে যতটাসম্ভব

লুকিয়ে প্যান্টের

ভিতর এবং বাহির

তন্ন তন্ন

করে খুজতে শুরু

করলাম।

অবশেষে দুইটা পকেট

খুজে পেলাম।

কিন্তু পকেটের

ভিতরে হাত

ঢুকাতে পারলাম না।

অনেক

কষ্টে তিনটা আঙুল

ঢুকিয়ে পকেটটা চ্যাক

করলাম।

কিছু নেই।

থাকার কথা না।

কিন্তু ভাব আনার

জন্য একটু অভিনয়

করা দরকার।

আমি হতাশার

ভঙ্গিতে পকেটে হাত

দিয়ে খুজতে শুরু

করলাম।

আমার অভিনয়

মোটেও ভাল হচ্ছে না।

দোকানদার আমার

দিকে পিট পিট

করে তাকাচ্ছে।

কিছু উপায় নেই।

বাধ্য হয়েই পকট

থেকে হাতটা বের

করে আনলাম।

হাত

কচলাতে কচলাতে দোকানদারের

দিকে তাকিয়ে বললাম

চাচা,

মানিব্যাগটা তো ফেলে রেখে এসেছি।

বইটা আজ

নিতে পারব না। কাল

এসে নিয়ে যাব।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩

সুমন কর বলেছেন: পড়লাম, মোটামুটি। আপনি তো এটাকে গল্প করতেন পারতেন।

২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

আগন্তুক কাক বলেছেন: এটা গল্প না। আংশিক সত্যি।

৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫

এহসান সাবির বলেছেন:
আংশিক সত্যি... ভালো লাগলো।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬

বিল্লা বাবা বলেছেন: পকেটের আশেপাশের অন্য কিসু হারায়নাই তো #:-S #:-S #:-S। সাবধান ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.