![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি ক্ষুদ্র শ্রেনীর একজন মানুষ। এতই ক্ষুদ্র যে দুর থেকে দেখা যায়না। দেখার জন্য কাছে আসা প্রয়োজন।
খালেদা জিয়ার বক্তব্য যুক্তিসঙ্গত এবং সুস্পষ্ট।
বিএনপির দাবী ন্যায় এবং যুক্তিসঙ্গত।
নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।
এদিকে শেখহাসিনার বক্তব্যে ক্ষমতার আসনে টিকে থাকার সুর।
দলীয় সরকারের অধীনে কি নিরপেক্ষ নির্বাচন সম্ভব?
অবশ্যই অসম্ভব।
আর সেই দলীয় সরকার যদি হয় আওয়ামিলীগ তবে নিরপেক্ষ নির্বাচন ১০০% অসম্ভব।
বঙ্গবদ্ধুর আদর্শকে মাটিচাপা দিয়ে আওমিলীগ হয়েছে আজ দেশের একটি নিকৃষ্ট রাজনৈতিক সংগঠন।
তোফায়েলের মত মিরজাফর আজ আওয়ামিলীগের হোতা।
আমি আওয়ামিলীগের সমালোচনা করতে চাই না।
আমি বর্তমান রাজনৈতিক সংকটের নিরসন চাই। একটা সুষ্ঠ সমাধান চাই।
২৫ তারিখে কি ঘটবে জানি না। ভালো কিছু ঘটবে আশা করি না।
জনগন সহিংসতা চায় না। জনগন একটা সঠিক সমাধান চায়।
সমাধানের জন্য সংলাপের দ্বার খোলা আছে।
আওমিলীগকে সঠিক সিদ্ধান্তে আসতে হবে। এরকম একগুয়েমি মনোভাব নিয়ে টিকে থাকা সম্ভব না।
টিকে থাকতে হলে জনতার রায় মেনে নিতে হবে।
নির্দলীয় তত্বাবধায়কের দাবী মেনে নিন।
সর্বগ্রহনযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন।
জনগন যদি চায় আপনারা আবার হযতো ক্ষমতায় আসবেন।
এভাবে টিকে থাকা যায় না।
টিকে থাকা সম্ভব না।
২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০
এম আর ইকবাল বলেছেন:
দু জনেরই উদারতার অভাব ।
আর তাদের পেছনে যারা আছেন তারা জ্বী হুজুর ।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৬
এম ই জাভেদ বলেছেন: দুই প্রস্তাবের কোনটিই অন্য পক্ষ মেনে নেবে এটা আশা করা বাতুলতা মাত্র।
জাতির বৃহত্তর স্বার্থে উভয়েরই ছাড় দিয়ে সমঝোতার প্রকৃত মানসিকতা নিয়ে এগিয়ে আসা উচিত। ক্ষমতাই গণতন্ত্রের শেষ কথা নয়, জনগণের কথাও ভাবতে হবে। ক্ষমতার দ্বন্দ্বের বলির পাঁঠা কেন জনগণ হবে।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২১
আগন্তুক কাক বলেছেন: এই সংঘাত কে থামাবে?
৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯
একাকী সমুদ্রে বলেছেন: বাংলাদেশে ২টা দল আছে-সরকারি দল আর বিরোধী দল। আওমীলীগ আর বিএনপির চরিত্র পরিবর্তন হয় কিন্তু এই ২ দলের চরিত্র সবসময় একই থাকে। সরকারি দল চায় নিজের অধীনে নির্বাচন করতে। আর বিরোধী দল চায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার।
৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮
ডরোথী সুমী বলেছেন: জনগণের কথা কেউই ভাবছেনা। তারা নিজেদের নিয়েই অস্থির।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এরকম একগুয়েমি মনোভাব নিয়ে টিকে থাকা সম্ভব না।
টিকে থাকতে হলে জনতার রায় মেনে নিতে হবে।
নির্দলীয় তত্বাবধায়কের দাবী মেনে নিন।
সর্বগ্রহনযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন।
জনগন যদি চায় আপনারা আবার হযতো ক্ষমতায় আসবেন।
এভাবে টিকে থাকা যায় না।
টিকে থাকা সম্ভব না।
কিন্তু কে বোঝাবে কারে??????
জোর করলেই যে বীর হওয়া যায় না!
স্বৈরতন্ত্র বলে যে একটা শব্দ আছে তা ক্ষমতায় থেকে ভূলে গেলেও কালের পরিক্রমা তা ভুলে না.....
দেশ ও আমজনতার কল্যানে আল্লাহর রহমত কামনা করছি!
এই অচলাবস্থা থেকে তিনি আমাদের মুক্তি দান করেন।