নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবকিছু বোঝার মতো বয়স এখনো হয়নি তারপরেও অনেক কিছুই বুঝি ।

পরিবর্তনে বিশ্বাস করি । জনগনের বৃহৎ স্বার্থ রক্ষায় যদি নিজের অধিকার ক্ষুন্ন হয় তবু আমি সেই কাজটাকে সমর্থন করি । জনগনের অধিকারের কথা বলতে কলম তুলি । মাঝে মাঝে ছোট গল্প ও কবিতা লিখি ।

আরিফুল আমির

সাধারন মানুষের জীবনও সাধারন হয় । আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না । আমি এই সাধারন জীবনটাতে অসাধারন কিছু কাজ করতে চাই ।

আরিফুল আমির › বিস্তারিত পোস্টঃ

আয়না

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০

সৌরভ তার রুম খুঁজছে । আজ তারা বাসা পাল্টিয়েছে । জিনিসপত্র টানতে টানতে সে খুবই ক্লান্ত । এখন তার সামনে একটাই লক্ষ্য নিজের রুমে যেয়ে একটা দীর্ঘ ঘুম দিবে । সে দ্রুত পায়ে রুমে ঢুকল । সে আগে খেয়াল করেনি তার রুমে দেয়ালজুড়ে বিশাল এক আয়না । সে অন্যমনস্ক ভাবে টেবিল থেকে একটা পত্রিকা তুলে নিয়ে আয়নার সামনে গিয়ে দাড়ালো । এতো বড় আয়না সে আগে কখনও দেখেনি । সে অবাক হয়ে নিজের দিকে তাকিয়ে রইল । সে নিজের দিকে একমনে তাকিয়ে আছে আর কোনোদিকেই তার মনোযোগ নেই । তার শরীর মৃদু এক ঝাঁকুনি দিল । ঘড়ির টিকটিক শব্দে তার বিরক্ত লাগছে । বামপাশে দেয়ালে ঘড়িটা আছে । সে বিরক্ত চোখে ঘড়ির দিকে তাকালো । তার মুখভঙ্গি পরিবর্তন হয়ে গেল । বিরক্ত সরে গিয়ে সেখানে জায়গা করে নিল বিস্ময় । ঘড়িটা বামপাশের দেয়ালে নেই । সেটা শোভা পাচ্ছে ডানপাশের দেয়ালে । চারপাশের জিনিসগুলোর ক্ষেত্রেই একই পরিবর্তন লাগল তার কাছে মনে পুরো রুমটা কেউ যেন তুলে ঘুরিয়ে দিয়েছে । সবকিছুর পার্শ্ব পরিবর্তন ঘটেছে ।সৌরভ ভাবলো সে ভুল ভাবছে ক্লান্তিতে হেলুসিনেশন হচ্ছে । হাতের পত্রিকাটা মুখের সামনে ধরে মেজাজ খারাপ হয়ে গেল । পত্রিকার প্রিন্ট উল্টাভাবে পড়ছে পড়া যায় না । প্রতিটা পাতায় একই অবস্থা । পত্রিকা টেবিলে রেখে দিল । পত্রিকা রাখতে গিয়ে টেবিলে রাখা কিছুদিন আগে কেনা রহস্য রহস্য বইটা চোখে পড়ল । এই বইয়ে কিছু রহস্য দেওয়া আছে তা সমাধান করতে হয় । সৌরভ গুনে দেখল ৭ টা রহস্য দেওয়া আছে । সে বইটা হাতে নিল কি জানি মনে হতেই আয়নার সামনে গিয়ে দাড়ালো । হঠাৎ মৃদু একটা ঝাঁকুনি । সৌরভের রুমটা আবার অপরিচিত লাগছে মনে হচ্ছে আবার সবকিছুর পার্শ্ব পরিবর্তন হয়েছে । সে ভাবলো ক্লান্তিতে হেলোসিনেশন হচ্ছে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল । হাতের বইটা সকালে পড়বে করে রেখে দিল । সকালে মার ডাকে সৌরভের ঘুম ভাঙলো । বালিশের পাশে রহস্য রহস্য বইটি । আশ্চর্য কেন জানি বইয়ের নামটা উল্টে গেছে পুরোপুরি মিরর ইমেজ । সে বই খুলে দেখল প্রতিটা পাতার ই একই অবস্থা । কিন্তু রাতে ঠিক ই ছিল । হঠাৎ একটা চিন্তা মাথায় আসতে সৌরভ চমকে উঠল আয়নায় কোনো লেখা এভাবে উল্টে যায় । তার মানে কাল সৌরভের হেলুসিনেশন হচ্ছিল না । কিভাবে কিভাবে জানি সে আয়নার ভিতরের জগৎ থেকে ঘুরে এসেছে ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.