নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবকিছু বোঝার মতো বয়স এখনো হয়নি তারপরেও অনেক কিছুই বুঝি ।

পরিবর্তনে বিশ্বাস করি । জনগনের বৃহৎ স্বার্থ রক্ষায় যদি নিজের অধিকার ক্ষুন্ন হয় তবু আমি সেই কাজটাকে সমর্থন করি । জনগনের অধিকারের কথা বলতে কলম তুলি । মাঝে মাঝে ছোট গল্প ও কবিতা লিখি ।

আরিফুল আমির

সাধারন মানুষের জীবনও সাধারন হয় । আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না । আমি এই সাধারন জীবনটাতে অসাধারন কিছু কাজ করতে চাই ।

আরিফুল আমির › বিস্তারিত পোস্টঃ

পুকুর পাড়ে

২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

পুকুর পাড়ে বসে সোহান কালো জমাট বাঁধা পানির দিকে তাকিয়ে আছে ।পানি এতোটা কালো হতে পারে তার জানা ছিলনা । সে আরও কিছুক্ষন বসে থেকে পুকুর পাড়ের চায়ের দোকানে বসে চা বিস্কুট খেল । টাকা দিতে গিয়ে বিস্ময়ের সাথে লক্ষ করল সে ভুলে মানিব্যাগটা ফেলে এসেছে । দোকানি তার অবস্থা বুঝতে পেরে বলল ঠিক আছে কাল টাকা দিয়েন । সোহান বলল আমি কাল অবশ্যই টাকা দিয়ে যাব । দোকানি বলল ঠিক আছে আরেক কাপ চা খান । সোহান হাত বাড়িয়ে আরেক কাপ চা নিল ।

পরদিন সোহানের আর পুকুর পাড়ে যাওয়া হলনা । খুব জরুরী এক কাজে খুব ভোরে তাকে ঢাকা যেতে হল । ঢাকা থেকে ফিরে সে অসুস্থ হয়ে পড়ল ।সে ঠিক হতে হতে এক মাস কেটে গেল । সে পরদিনই পুকুর পাড়ের দোকানটাতে গেল । দেখল এক কমবয়সী ছেলে বসে আছে । ছেলেটাকে সোহান জিজ্ঞেস করল এখানে একজন লোক বসত উনি কোথায় ? ছেলেটা বলল বাবা ত মারা গেছে আপনার কি দরকার বলুন? সোহান একটু স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করল কেন কি হয়েছিল ? ছেলেটি বলল হঠাৎ করে বেশী অসুস্থ হয়ে গেছিল । কিছু বোঝার আগেই মারা গেল । সোহান বলল তিনি আমার কাছে চা আর বিস্কুটের টাকা পেতেন । ছেলেটা বলল ও আপনি ই সেই লোক ।আপনার টাকা দিতে হবেনা । সোহান বিস্মিত হয়ে বলল কেন ? আব্বা আপনার কথা বলছিলেন আপনি আসবেন । আমরা সবাই বলছিলাম আপনি আর আসবেন না । মৃত্যুর আগমুহুর্তে তিনি বলে গেছেন আপনি আসবেন আর আপনি আসলে আপনার কাছ থেকে যেন টাকা না নেই । এটাই তার শেষ ইচ্ছা ছিল । কথা গুলো শুনে সোহানের মন খারাপ হয়ে গেল । একটা মানুষ তাকে এতটা বিশ্বাস করেছিল কিন্তু সে সময়মতো এসে বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি ।মন খারাপ নিয়ে সে পুকুর পাড়ে গিয়ে বসল । হঠাৎ একটা কমবয়সী ছেলে এসে বলল ভাই কয়টা টাকা দিবেন ? দোকানির জন্য রাখা টাকাটা সোহান বাচ্চা টাকে দিয়ে দিল । বাচ্চাটার মুখের পবিত্র হাসি দেখে সোহানের মন ভালো হয়ে গেল ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.