![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষের জীবনও সাধারন হয় । আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না । আমি এই সাধারন জীবনটাতে অসাধারন কিছু কাজ করতে চাই ।
টিপটিপ শব্দ আর ঝিরিঝিরি বাতাসের শব্দ শুভর কানে বিচিত্র ছন্দের মতো বাজতেছে।বৃষ্টিরদিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ ঝাপসা হয়ে আসল।তার মনের ঋতুতে হঠাত্ করে বর্ষার ঘন কাল মেঘ ভাসতে শুরু করল।নায়নার দিকে তাকিয়ে বলল তুমি কি আমাকে ভালবাস?নায়না কি বলল কেউ শুনল না শোনার কথাও না।ছবি কি আর কথা বলতে পারে?নয় মাস আগে এক কার এক্সিডেন্টে নায়না মারা গেছে।নায়না আর শুভ একে অন্যকে ভালবাসত।নায়না মারা যাওয়ায় শুভ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ।সে তার রুমে থাকা নায়নার ছবিটাকেই নায়না ভেবে থাকে।শুভ নায়নাকে প্রশ্ন করেই বৃষ্টির দিকে তাকিয়েছিল।কি জানি শুনে সে আবার নায়নার ছবির দিকে তাকাল।তার মুখে এখন বিচিত্র হাসি।বাচ্চা দের মতো খুশি হয়ে শুভ বলল হুম আমিও তোমাকে ভালবাসি ,অনেক অনেক ভালবাসি।।
©somewhere in net ltd.