![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষের জীবনও সাধারন হয় । আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না । আমি এই সাধারন জীবনটাতে অসাধারন কিছু কাজ করতে চাই ।
অনেকদিন থেকে মহিমার মনে হচ্ছে সে যখন বাসা থেকে বের হয় তখন তাকে কেউ লক্ষ্য করে।সে তার বান্ধবীদের একথা বলে কিন্তু কেউ পাত্তা দেয়না।সবাই বলে এ তোর মনের ভুল,ও কিছুনা।কিন্তু মহিমা জানে কেউ তাকে অবশ্যই দেখছে,মেয়েদের এই ব্যাপারে অনুভূতিটা তীব্র হয়।সে আজকেউ রাস্তায় দাড়িয়ে অনুভব করল কেউ তাকে দেখছে।সে ভাবল এর একটা বিহিত আজ করতেই হবে।সে তার ব্যাগ থেকে লুকিয়ে ইচ্ছা করে একটা কাগজ ফেলে দিল ।সে ভাবল যদি কেউ থেকে থাকে অবশ্যই আজ সামনে আসবেই ।সে অপেক্ষা করতে লাগল কখন সেটা হয়।হঠাত্ সাত আট বছরের একটা ছেলে তার কাছে এসে বলল আপা আপনার কি জানি পড়ে গেছে ।মহিমা অবাক হবার ভান করে রাস্তা থেকে কাগজ টা তুলল।সে ছেলেটাকে ধন্যবাদ দিয়ে একটু এগিয়ে আড়ালে গিয়ে লক্ষ্য করতে লাগল ছেলেটা কোথায় যায়।সে দেখল ছেলেটা রাস্তার বিপরীত পাশের একটা হোটেলে গিয়ে ঢুকল।সে ও তড়িঘড়ি করে সেই হোটেলটিতে গিয়ে ঢুকল।গিয়ে দেখল ছেলেটা একজন যুবকের সাথে কথা বলতেছে ।মহিমাকে দেখে ছেলেটা দৌড় দিয়ে পালিয়ে গেল।মহিমা যুবকটির সামনে গিয়ে বলল আমি কি আপনার সাথে কিছুক্ষন বসতে পারি?ছেলেটা মাথা নেড়ে সায় জানাল।মহিমা বলল আমার মনে হয় আপনি অনেক দিন ধরে আমাকে লক্ষ্য করছেন?যুবকটি বলল কোই না ত।তারপর তাড়াহুড়া দেখিয়ে ছেলেটা বলল আমার খুব জরুরী একটা কাজ আছে আমাকে যেতে হবে।মহিমা কিছু বলল না।নীরবতা সম্মতির লক্ষন মনে করে যুবকটি চলে গেল ।মহিমাও তার কাজে চলে গেল।তারপর তার আর কখন ও সেই অনুভূতিটি হয়নি।মহিমা অনেকদিন পর্যন্ত চিন্তা করে কেন যুবকটা তাকে লুকিয়ে লক্ষ্য করত,কেনই বা হঠাত্ করে আসা বন্ধ ই বা করে দিল।কিন্তু সে কোন কূলকিনারা করতে পারে না ।জগতের সব রহস্যের সমাধান হয় না।জগত্ বড়ই রহস্যময়। তবে তার চেয়েও রহস্যময় জগতের মানুষগুলো।।
©somewhere in net ltd.