![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষের জীবনও সাধারন হয় । আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না । আমি এই সাধারন জীবনটাতে অসাধারন কিছু কাজ করতে চাই ।
আমাদের দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রীর ফোনালাপ শুনলাম । প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি নিজে ফোনে কথা বলার পদক্ষেপ নিয়েছেন । বিরোধী দলীয় নেত্রীকেও ধন্যবাদ তিনি কথা বলেছেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন কিন্তু খালেদা জিয়া বলেছেন তিনি সংলাপে বসবেন কিন্তু ২৯ তারিখ সন্ধ্যা ৬ টার পর । যেখানে সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট থেকে উত্তরন সম্ভব সেখানে বিরোধী দলীয় নেত্রী হরতাল বহাল রেখে জনগনের দুর্ভোগ বাড়ানোর পায়তারা করেছেন । কারন হিসেবে বলেছেন যে হরতাল বন্ধের নির্দেশ দিতে উনি নাকি তার নেতাদের খুঁজে পাবেন না । কি হাস্যকর অজুহাত । দলের নেত্রী তার দলের লোকজনকে খুঁজে পাবেন না । সারাক্ষন দুই নেত্রী একজন আরেকজনকে দোষারোপ করে গেছেন । বিরোধী দলীয় নেত্রীর একটা কথা খারাপ লাগল: ১৫ আগস্ট জন্মদিন পালনের প্রসঙ্গে তিনি বলেছেন এটা তার নিজস্ব ব্যাপার !এটা কোনো বিবেকবান নেত্রীর কথা হতে পারেনা । তার একটা কথা ভাল লেগেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নিরপেক্ষ না । আওয়ামীলীগেও অনেক যুদ্ধাপরাধী আছে । ঠিক তাই আওয়ামীলীগেও অনেক যুদ্ধাপরাধী আছে । একে অপরকে আবার দোষারোপ করতেছে তারা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলাম । চ্যানেল চেন্জ করলাম দেখি বিরোধী দলীয় মহাসচিব ফোনালাপ ফাঁস নিয়ে মন্তব্য করেছেন এটা নাকি শিষ্টাচার বহির্ভুত । শুনে টাস্কি খাইলাম দেশের প্রধান দুই দলের নেত্রীর কথা জনগন শুনলে নাকি সেটা শিষ্টাচার বহির্ভুত হয়ে যায় । দেশের মানুষ জানবেনা যে তাদের নেত্রী তাদের কল্যানের জন্য কি ধরনের সংলাপে বসল ? তারা জানবেনা কি সিদ্ধান্ত গৃহীত হলো । এতো বড়ো দলের মহাসচিবের মুখে এ ধরনের মন্তব্য শুনে খুব কষ্ট পাইছি । তিনি বোধহয় ভুলে গেছেন দুই নেত্রী শুধু আওয়ামী - বি এন পির নেত্রী তারা বাংলাদেশের মানুষেরও নেত্রী , মানুষের সেবক । তিনি ভুলে গেছেন জনগন যেমন ক্ষমতায় বসাতে পারে তেমনি নামাতেও পারে ।
নিজস্ব মন্তব্য : দুটি দলই ভুলে গেছে ক্ষমতা তাদের জনগন দিয়েছে । তারা রাজনীতি করছে জনগনের জন্য নয় ক্ষমতার জন্য ।
©somewhere in net ltd.