![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষের জীবনও সাধারন হয় । আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না । আমি এই সাধারন জীবনটাতে অসাধারন কিছু কাজ করতে চাই ।
চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে সোহান ঘুমিয়ে পড়ল।সোহান এর মতো কয়েকজন গরীব ছেলেমেয়ে যাদের কেউ নেই তারা একসাথে রেলস্টেশনে থাকে।বিপদে আপদে পরস্পরকে সাহায্য করে ।নিজেরাই নিজেদের দেখেশুনে রাখে।তাদের দলে ৫ জন ছেলেমেয়ে।এদের মধ্যে সোহান সবচেয়ে বড়।সোহান অনেক সময় কাঁদে কিন্তু কেউ যদি বলে তুই কাদতেছস কেন ?সে সবসময় ই অস্বীকার করে ।সে সবাইকে দেখায় সে খুব শক্ত মনের মানুষ।দিনের বেলা তারা খাবারের সন্ধানে,কাজের সন্ধানে একেকজন একেক দিকে যায় ।কিন্তু রাতের বেলা সবাই রেলস্টেশন এসে জড়ো হয়।স্টেশনটা তাদের বাড়ি।তারা একটা পরিবার।
সোহান ঘুমিয়ে পড়েছে।সে একটা স্বপ্ন দেখছে।স্বপ্ন সে দেখছে খুব রূপবতী একজন মহিলা তার সামনে বসে আছে । তিনি তার মা।সোহান মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে মা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে । হঠাত্ কি জানি হলো মা তাকে রেখে কোথায় জানি চলে যাচ্ছে সে মাকে ডাকছে মা!মা! মা!
এই সোহান ভাইয়া কি হয়েছে তোমার ?কি হয়েছে?জেবার ডাকে সোহানের ঘুম ভাংলো ।জেবা তাদের দলের সবচেয়ে ছোট মেয়েটি ।মায়াময় চেহারা ।চাদের আলোয় মুখটা আরো মায়াময় লাগছে।সোহান মিথ্যা কথা বলল বলল ভয়ের একটা স্বপ্ন দেখে মাকে ডাকছিলাম ও কিছুনা।তুই ঘুমাতে যা।জেবা বলল আমার ও খুব ভয় করে ।সোহান জেবাকে বলল দুর পাগলি আমি আছিনা?তুই যা ঘুমিয়ে পড়।সোহান ও শুতে গেল ।সোহান বুঝতে পারল এই নিষ্ঠুর পৃথিবীতে নিজের জন্য বাঁচা খুব কঠিন,কিন্তু অন্যের জন্য বাঁচা খুব সোজা এবং আনন্দের।।
©somewhere in net ltd.