নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবকিছু বোঝার মতো বয়স এখনো হয়নি তারপরেও অনেক কিছুই বুঝি ।

পরিবর্তনে বিশ্বাস করি । জনগনের বৃহৎ স্বার্থ রক্ষায় যদি নিজের অধিকার ক্ষুন্ন হয় তবু আমি সেই কাজটাকে সমর্থন করি । জনগনের অধিকারের কথা বলতে কলম তুলি । মাঝে মাঝে ছোট গল্প ও কবিতা লিখি ।

আরিফুল আমির

সাধারন মানুষের জীবনও সাধারন হয় । আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না । আমি এই সাধারন জীবনটাতে অসাধারন কিছু কাজ করতে চাই ।

আরিফুল আমির › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা এবং অতঃপর

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩

স্বাধীনতা কেন হয়েছিল সেটা আমরা সবাই জানি । কিন্তু স্বাধীনতার তাৎপর্য আমরা সবাই বুঝিনা । স্বাধীনতার সংগ্রাম হয়েছিল শাসন শোষণ থেকে বাচার জন্য । কিন্তু দুঃখের বিষয় হলো যে স্বাধীনতার পর পুরনো নিয়ম নীতি সব সচল রেখে পাকিস্তানের সংবিধান থেকে পাকিস্তান শব্দটি তুলে দিয়ে সেখানে বাংলাদেশ শব্দ বসিয়ে স্বাধীন বাংলাদেশের গোড়াপত্তন করা হয়েছে । দেশ এখন চলছে ইংরেজ আমলে করা আইন দিয়ে । বাংলাদেশে এই সময় ১২০০ আইন প্রচলিত আছে যার প্রায় সবগুলোই ব্রিটিশ আমলে প্রণীত । ব্রিটিশরা আইন প্রনয়ন করেছিল শাসক স্রেনির সুবিধার কথা চিন্তা করে , এখনো তাই হচ্ছে উপকৃত হচ্ছে শাসক স্রেনী । জনগনের কোনো উপকার হচ্ছেনা । উপনিবেশিক আমলের আইন কানুন বলবৎ রাখার কারনেই দেশ আজ সরকারী দল আর বিরোধি দলে বিভক্ত । আমরা এতটাই নিরলজ্জ হয়ে গেছি ঐদিন আমার এক ফ্রেন্ড আমাকে পত্রিকার একটা সংবাদ দেখিয়ে বলতেছে দেখ ছাত্রলীগের তাণ্ডব কিভাবে মানুষ মারে । তার আরেকটু নিচেই শিবির এর দুই ক্যাডার নিয়ে লেখা একটা প্রতিবেদন । সে যেন দেখেউ না দেখার ভান করছে । আমরা কি অন্ধ হয়ে গেছি না বিবেক বর্জন করেছি ? সাবেক বিরোধি দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করলেন তাকে ক্ষমতা দেওয়ার জন্য । অথচ উনার কুনো কর্মসূচী নেই । উপজেলা নির্বাচনের পর সংশ্লিষ্টরা নির্লজ্জের মত বললেন নির্বাচন ভালো হয়েছে । অথচ নির্বাচনে সহিংসতায় যারা প্রান দিলো তাদের ব্যাপারে দুঃখ প্রকাশ করা হলনা । উপজেলা নির্বাচন করে জনগনের ট্যাক্সের টাকা নষ্ট করার কি কোন দরকার ছিল । আমরা কাকে দুষবো ? সরকারীদল বিরোধীদল সবাই দোষী । এই বিপর্যয়ের হল উপনিবেশিক আইন কানুন । ক্ষমতার হাতবদল না করে সর্বপ্রথম সে সব আইন কানুন মিটিয়ে দিতে হবে যা স্বাধীন বাংলাদেশে পরাধিন দেশের নিয়ম নীতি টিকিয়ে রেখেছে ।

রাজনৈতিক চিন্তক তাত্ত্বিক সিরাজুল আলম খান (দাদা ভাই) বলেছেনঃ যে আইন ও বিধির দ্বারা বিদেশি শাসকেরা শাসন করে সেই আইন ও বিধিকে বদলিয়ে নিজেদের উপযোগী সাসনব্যবস্থা প্রতিষ্ঠা করাই হলো স্বাধীনতার মুলকথা । বিদেশি শাসক বদলিয়ে দেশি শাসকদের ক্ষমতায় বসিয়ে ঐপনিবেশিক আমলের রাষ্ট্র কাঠামো ও শাসন ব্যবস্থা দিয়ে দেশ পরিচালনা করা জনগনের জন্য এক ধরনের পরাধিনতা যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে অভ্যন্তরীন উপনিবেশবাদ (Internal colonialism) ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.