![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষের জীবনও সাধারন হয় । আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না । আমি এই সাধারন জীবনটাতে অসাধারন কিছু কাজ করতে চাই ।
ভালোবাসি কথাটা আজকাল খুব ই জনপ্রিয় । মিডিয়ার এই যুগে আমি তোমাকে ভালোবাসি কথাটা যেন সর্বাধিক প্রচলিত বাক্য । অতিরিক্ত প্রচারনার কারনেই বোধহয় ভালোবাসাটা আজকাল এতো সস্তা হয়ে গেছে । ভালোবাসা বলতে যে শুধুই একটা ছেলে আর মেয়ের প্রণয় বোঝায় তা কিন্তু না । ভালোবাসা থাকে পিতা পুত্রের মধ্যে , ভালোবাসা থাকে ভাই বোনের মধ্যে , ভালোবাসা থাকে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে , ভালোবাসা থাকে আত্মীয় স্বজনদের মধ্যে , ভালোবাসা থাকে দেশের প্রতি , দেশের মানুষের প্রতি ,সংস্কৃতির প্রতি । ভালোবাসা থাকে মায়ের প্রতি,মায়ের ভাষার প্রতি । আমরা সকলে ভালোবাসার অমোঘ টানে সমাজ সংসারে টিকে আছি । ভালোবাসা শব্দটা শুনলে চোখের সামনে ভেসে উঠে উঠতি বয়সি ছেলেমেয়ের হাত ধরে ঘোরাঘুরি , পার্কে বসে বাদাম খেয়ে নিজেদের মধ্যে হারিয়ে যাওয়া এক জোড়া বালক বালিকা । অনেক আগে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যারা বিশ্ববিদ্যালয়ে পড়ত তারাই প্রণয় করত । তাদের সংখ্যাটাও ছিলো খুব কম । তারও কয়েক বছর পড়ে দেখতাম কলেজে উঠে ছেলেমেয়েরা প্রনয়ে জড়াতে শুরু করল । আস্তে আস্তে তাদের সংখ্যাটা দিন দিন বাড়তে লাগলো । এখন আমি যখন কলেজের দিকে আমার পা বাড়াবো আমি দেখি ক্লাস ৫-৬ এর ছেলেমেয়েরা প্রনয়ে জড়িয়ে পড়ে । এরা প্রনয়ের বুঝেটা কি ? আমরা পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে শুধুমাত্র এর খারাপ দিকগুলোই রপ্ত করেছি । ইউরোপ-আমেরিকাতে যেরকম খাপছাড়া প্রণয়ের চর্চা হয় বাংলাদেশ ও সেদিকে এগিয়ে যাচ্ছে । আগে সমাজে সিনিয়র সিটিজেন দের সবাই মান্য করে চলত । এখন আমি অনেক উঠতি বয়সি ছেলেদের সিনিয়র সিটিজেনদের সামনে নির্বিকার ভাবে সিগারেট টানতে দেখেছি । এরা যা করে তাদের মনে হয়না তারা কোনো দোষ করছে । তাদের মধ্যে এই বোধটায় আসেনা যে তারা ভুল । কাউকে যদি শুধু বোঝানো যায় যে সে যা করছে সেটা ভুল । এই বোধটা তার মধ্যে জাগ্রত করা যায় তাহলে সে ঐ কাজটা পরবর্তীতে করার আগে দ্বিতীয়বার ভাববে । আমরা আমাদের সংস্কৃতি ভুলে অন্যের সংস্কৃতি চর্চা করছি । বাঙ্গালী জাতি যাকে ভালোবাসে তার জন্য জীবন ও দিতে পারে । ১৯৫২ , ১৯৭১ এ আমরা ভাষার জন্য , দেশের জন্য অকাতরে জীবন উৎসর্গ করতে দেখেছি এদেশের মানুষকে । আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের অহংকার । আমরা যে নিজেদের সংস্কৃতি থেকে বেরিয়ে যাচ্ছি এতে আমরা বরং খুশি ই । আমাদের মধ্যে বাঙ্গালী সংস্কৃতি চর্চা করতে দেখা যায় এক পহেলা বৈশাখে । কেনো আমাদের সবসময় ই বাঙ্গালী সংস্কৃতিকে মনে প্রানে লালন করা উচিত । দেশপ্রেম আমাদের সবার ই আছে কিন্তু প্রকাশের ধরন টা এক না । দেশ প্রেমের বহিঃপ্রকাশের ফলাফল যখন এক সুতায় বাঁধা যাবে তখন দেশের উন্নতি হবে । দেশটা আমাদের সকলের । দেশ কোন দলের না । আমাদের ভালোবাসার প্রকাশ আমাদের সংস্কৃতির প্রতিনিধিত্ব করে । বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশে যে সস্তা ভালোবাসার চর্চা সর্বত্র দেখা যাচ্ছে তা থেকে মুক্তি চাই আমরা । কারন আমি আমার মা, মাটি ,দেশকে ভালোবাসি এবং আমার ভালোবাসাটা সস্তা না ।
©somewhere in net ltd.