নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবকিছু বোঝার মতো বয়স এখনো হয়নি তারপরেও অনেক কিছুই বুঝি ।

পরিবর্তনে বিশ্বাস করি । জনগনের বৃহৎ স্বার্থ রক্ষায় যদি নিজের অধিকার ক্ষুন্ন হয় তবু আমি সেই কাজটাকে সমর্থন করি । জনগনের অধিকারের কথা বলতে কলম তুলি । মাঝে মাঝে ছোট গল্প ও কবিতা লিখি ।

আরিফুল আমির

সাধারন মানুষের জীবনও সাধারন হয় । আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না । আমি এই সাধারন জীবনটাতে অসাধারন কিছু কাজ করতে চাই ।

আরিফুল আমির › বিস্তারিত পোস্টঃ

কেরামত আলী

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৭

খুব বৃষ্টি হচ্ছে ।আকাশ বৃষ্টি খুব পছন্দ করে । সে বারান্দায় বসে বাবার সাথে বৃষ্টি দেখছে । এসময়টাতে আকাশের বাবা রায়হান সাহেব গম্ভীরমনে পত্রিকা পড়েন । মাঝে মাঝে আকাশের এটা সেটা কথার উত্তর দেন । আকাশ ৫ বছরের বাচ্চা , সে খুব প্রশ্ন করে ।কিন্তু আকাশের মনে হয় তার বাবা তার কথা শুনেনা । সে তার বাবাকে বলল বাবা আমাকে একটা হাতি কিনে দিবা ? তার বাবা রায়হান পত্রিকা থেকে মুখ না তুলে বলল আচ্ছা । আকাশ তখন বুঝল তার বাবা তার কথা শুনছেনা । কেননা কোনো বাবা তার সন্তানকে হাতি কিনে দিবেনা । সে সেটা নিয়ে তার বাবার সাথে ঝগড়া করার জন্য যেই মুখ খুলবে তখন ই বিরাট শব্দ করে বাজ পড়ল । সে খুব ভয় পেয়ে বাবেকে জড়িয়ে ধরল । রাস্তার দিকে তাকাতে গিয়ে হঠাৎ তার চোখ গিয়ে পড়ল একটা খুব বৃদ্ধ লোকের উপর । বৃদ্ধ লোকটি একটা বন্ধ দোকানের সামনের ছাউনিতে দাড়িয়ে আছে তার রিকশা নিয়ে । ছাউনিতে থেকে কোনো লাভ হচ্ছিল না বৃষ্টি তাকে ভিজিয়ে দিচ্ছিল । সামনে রহমান সাহেবের বাসার সামনে অনেক বড় ছাউনিযুক্ত জায়গা যেখানে দাড়ালে লোকটা ভিজবেনা তবুও লোকটা সেখানে যাচ্ছিল না । সে তার বাবাকে ডেকে বলল বাবা লোকটা এতো বোকা কেন ? সে তো রহমান সাহেবের বাসার নিচে দাড়ালে ভিজতোনা । বাবা লোকটাকে ডাক দিয়ে বারান্দায় দাঁড়াতে বলো । রায়হান সাহেব ছেলের মানুষের প্রতি সহানুভূতি দেখে খুশি হলেন । তিনি লোকটিকে ডাক দিলেন । লোকটি তার রিকশা দিয়ে রায়হান সাহেবের বাসার বারান্দায় এসে দাড়ালেন । রায়হান সাহেব কৌতুহলী হয়ে লোকটাকে জিজ্ঞেস করলেন,চাচা আপনি ওই বাসার নিচে দাঁড়ালেন না কেন ? লোকটি বললেন আমার নাম কেরামত আলী ।আমি একজন মুক্তিযোদ্ধা । ৭১ সনে যখন যুদ্ধ করছি তখন ওই রহমান রাজাকার আছিল । মিলিটারিগোরে নিয়ে আমাগোর বাড়িঘরে আগুন জ্বালায়ে দিছে । আমাদের মা বোনের সাথে কুকুরের মতো ব্যবহার করছে । তারপর তাদের হত্যা করছে । আমরা মুক্তিযোদ্ধা আছিলাম । এখন স্বাধীন দেশে রিকশা চালাই । দিন আইনা দিন খাই । তবুও কিন্তু আমাদের একটা আত্মমর্যাদা আছে । একদিন বৃষ্টিতে না ভেজার জন্য কি ওই রাজাকারের বাড়ির নিচে দাড়ামু যারা আমাদের দেশের শত্রু আছিল । না তা ওইতে পারে না । সেইজন্য আমি ওই দোকানের নিচে দাড়ায়ে ছিলাম । রায়হান সাহেব স্তম্ভিত হয়ে শুনছিলেন । হঠাৎ আকাশের কথায় তার চমক ভাংলো আকাশ জিজ্ঞেস করতেছে বাবা লোকটা কি বলল ? রায়হান সাহেব উত্তর দিলেন বাবা ,তুমি বুঝবেনা আমরা ৪৩ বছর ধরে বুঝছিনা,তুমি এক দিনে কিভাবে বুঝবে বলো? আকাশ বিজ্ঞের মতো মাথা নেড়ে জবাব দিল ,"হুম"।।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১২

আজীব ০০৭ বলেছেন: আমরা ৪৩ বছর ধরে বুঝছিনা,তুমি এক দিনে কিভাবে বুঝবে বলো?

২| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৩

আরিফুল আমির বলেছেন: এটাই সবচেয়ে কষ্টকর ব্যাপার । বিবেক আমাদের প্রকৃত অবনতি দেখিয়ে দিচ্ছে অথচ আমরা সবসময়ের মত উদাসীন ।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩২

সাদা আকাশ বলেছেন: আমরা মুক্তিযোদ্ধা আছিলাম । এখন স্বাধীন দেশে রিকশা চালাই । দিন আইনা দিন খাই । তবুও কিন্তু আমাদের একটা আত্মমর্যাদা আছে । একদিন বৃষ্টিতে না ভেজার জন্য কি ওই রাজাকারের বাড়ির নিচে দাড়ামু যারা আমাদের দেশের শত্রু আছিল।


একজন প্রকৃত মুক্তিযোদ্ধার কণ্ঠেই শুধু এই কথা শোনা সম্ভব। বাকি আমাদের অবস্থা তো আপনার গল্পটার মতই।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

আরিফুল আমির বলেছেন: ভায়া গল্পটা কাল্পনিক । কিন্তু কাল্পনিক হলেউ এটাই আমাদের বাস্তবতা । আমাদের বিবেকের অবক্ষয় কল্পনাকেউ হার মানায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.