![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষের জীবনও সাধারন হয় । আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না । আমি এই সাধারন জীবনটাতে অসাধারন কিছু কাজ করতে চাই ।
আমি মুক্তিযুদ্ধ দেখিনি , দেখিনি কোটি মানুষের মৃত্যু
দেখিনি অবুঝ শিশু মা হারা ক্ষুধায় কাতর
আমি দেখেছি ক্ষমতার লড়াই ,
রাজনৈতিক খুন , হরতাল-অবরোধে
পেট্রোলে পোড়া মানুষের বিলাপ আর শুধু মৃত্যু ।।
আমি মুক্তিযুদ্ধ দেখিনি , দেখিনি নৃশংস হানাদার
দেখিনি যুদ্ধকালীন বাস্তুহারার পালিয়ে বেড়ানো
দেখেছি হরতাল অবরোধে নৃশংসতা
দেখেছি মানুষ মারার ঘৃণ্য আচার
আর তা ধামাচাপা দিতে রাজনীতিবিদদের নির্লজ্জ মিথ্যাচার ।।
আমি মুক্তিযুদ্ধ দেখিনি দেখিনি সংগ্রামী জনতা
দেখিনি মুক্তিযোদ্ধাদের দেশপ্রেমের নমুনা
আমি দেখেছি দুর্নীতি,অপরাধ,সহিংসতা,ক্ষমতা দখলের অনিয়মতান্ত্রিক প্রক্রিয়া
আর শুধুই মৃত্যু ।।
©somewhere in net ltd.