নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবকিছু বোঝার মতো বয়স এখনো হয়নি তারপরেও অনেক কিছুই বুঝি ।

পরিবর্তনে বিশ্বাস করি । জনগনের বৃহৎ স্বার্থ রক্ষায় যদি নিজের অধিকার ক্ষুন্ন হয় তবু আমি সেই কাজটাকে সমর্থন করি । জনগনের অধিকারের কথা বলতে কলম তুলি । মাঝে মাঝে ছোট গল্প ও কবিতা লিখি ।

আরিফুল আমির

সাধারন মানুষের জীবনও সাধারন হয় । আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না । আমি এই সাধারন জীবনটাতে অসাধারন কিছু কাজ করতে চাই ।

আরিফুল আমির › বিস্তারিত পোস্টঃ

পরিবার তন্ত্রে আর যাই আসুক কখনও গনতন্ত্র আসে না

১৩ ই মে, ২০১৪ রাত ৯:৪৮

ছাত্র রাজনীতির নাম শুনলে অনেকের অধরের দু প্রান্তে বিরক্তির রেখা স্পষ্ট হয় । আমি কাউকে দোষ দিচ্ছিনা । ছাত্র রাজনীতির প্রসঙ্গ যখন তুললাম তখন এর সবগুলো দিক সবার সামনে তুলে ধরাটাই সমীচীন মনে করলাম । বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি ছাত্র সংগঠন হলো ছাত্রলীগ এবং ছাত্রদল । এবং এদের নিয়ে আমাদের সবারই কমবেশি খারাপ অভিজ্ঞতা আছে । এরা অনেকটা পাড়ার দুষ্টু ছেলেদের মতো । সবাই জানে যে তারা দুষ্টু কিন্তু তাদের বাবা মার সামনে বলতে পারে না । ছাত্রলীগ আর ছাত্রদল ও তেমনি । সবাই জানে যে এরা খারাপ তবুও মুখ ফোটে বলতে পারেনা । এই বড় দুটি ছাত্রসংগঠনের নেতা নির্বাচিত হয় যেভাবেঃ ছাত্রলীগের বেলায় সম্মেলনের তারিখ স্থির করা হয় , সেখানে মূল দল বাংলাদেশ আওয়ামীলিগের সভানেত্রী এসে ভাষণ দেন । তারপর সবাইকে বাড়ি চলে যেতে বলা হয় । বলা হয় নেত্রী পরে সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষনা করবেন । ছাত্রদলের বেলায় তো সেটাউ লাগে না । ওখানে মূল দলের চেয়ারপারসন তার অফিসে বসে প্রেসিডেন্ট এবং সেক্রেটারির নাম ঘোষনা করেন । তো ছাত্রনেতারা আর কি করবেন ? নেতা হতে হলে তো নেত্রীর কৃপা লাগবে । অতএব তিনি কৃপাপ্রার্থী , লেজুড় । দেশের ছাত্র যুব সমাজকে কায়েমী স্বার্থবাদীরা কৌশলে অনুগত করে রেখেছে । এই যে ডাকসুসহ ছাত্রসংসদগুলোর নির্বাচন দেয়া হচ্ছে না দুই যুগ ধরে কেন ? হুসেইন মুহম্মদ এরশাদের মতো সামরিক স্বৈরাচার ৯ বছরে ২ বার ডাকসুর নির্বাচন দিতে পারলো অথচ আওয়ামিলীগ- বিএনপির মত গণতান্ত্রিক দল ২ যুগের মধ্যে একবারও ডাকসুর নির্বাচন দিতে পারলো না এর কারন কী ? প্রথম দিকে বলা হতো বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনের পরিবেশ নেই । এখনও কি সেই কথা মানায় ? বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তারা সে কথা বললে কি মানাবে ? হল সংসদগুলোর নির্বাচন ছাত্রদের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে । দেশের মানুষের জন্য, দেশের গণতন্ত্রের জন্য এর প্রয়োজন রয়েছে । বিশ্ববিদ্যালয়ের ৩য় , ৪র্থ শ্রেণীর কর্মচারীদের নির্বাচন হয় , শিক্ষকদের নির্বাচন হয় । অথচ ভবিষ্যত বাংলাদেশের নেতৃত্ব গড়ে তোলার জন্য ছাত্রসংসদের নির্বাচন হয়না । তবে কি দেশের বড় বড় দুটি রাজনৈতিক দল নিজেদের পরিবারের শাসন বহাল রাখার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে ছাত্রসংসদগুলোর নির্বাচন দিচ্ছে না ? ছাত্রদের মধ্যে থেকে বাংলাদেশের ভবিষ্যত নেতৃত্ব গড়ে তোলার প্রক্রিয়া কৌশলে বন্ধ করে দেয়া হয়েছে পরিবারতন্ত্র বহাল রাখার জন্য । পরিবারতন্ত্রে যে গনতন্ত্র আসে না আমরা তা ৪৩ বছরে ঠিক ই বুঝে গেছি । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপনারা ডাকসুসহ ছাত্রসংসদগুলোর নির্বাচন দিন । আপনাদের পরিবারতন্ত্র বহাল রাখার প্রতিযোগিতায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে । এবং আমরা জনগণরা আছি চরম দুর্ভোগে । গুম , খুন , হত্যা , অপহরন , চাঁদাবাজির জন্য ঘুরেফিরে আপনারাই দায়ী । আর একটা কথা পরিবার তন্ত্রে আর যাই আসুক কখনও গনতন্ত্র আসে না ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৪ রাত ১১:০৮

পংবাড়ী বলেছেন:
"
অথচ ভবিষ্যত বাংলাদেশের নেতৃত্ব গড়ে তোলার জন্য ছাত্রসংসদের নির্বাচন হয়না । "

ছাত্ররাজনীতি নেতা তৈরির বদলে মগজহীন চোর আর মাফিয়ার সৃস্টি করেছে বাংলাদেশে।

১৪ ই মে, ২০১৪ দুপুর ২:৩৩

আরিফুল আমির বলেছেন: ডাকসুর নির্বাচন পুনর্বহাল না করলে এবং ছাত্রলীগ এবং ছাত্রদলের অকার্যকর নির্বাচনের আয়োজন বন্ধ না হলে বাংলাদেশের ভবিষ্যত অন্ধকারে ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.