নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লেখা পড়তে চাই.....

ব্লাক উড

আমি লেখক নই- তবে একজন সচেতন পাঠক। সময় সুযোগ মতো সামহোয়্যারইন ব্লগ অনেকদিন যাবত পড়ি। অনেক ভালো লেখা পড়ে মাঝে মাঝে মন্তব্য করার ইচ্ছাতেই রেজিস্ট্রেশন করেছি।

ব্লাক উড › বিস্তারিত পোস্টঃ

নামকরণ : মতিঝিল

০১ লা মে, ২০১২ রাত ৯:০০



মতিঝিল এলাকা গড়ে উঠেছিলো মুঘল আমলে। এলাকাটি ছিল মির্জা মোহাম্মদের মহল। মহলের ভিতর ছিল একটি বড় পুকুর, যার নাম ছিল সুকাকু মহলের পুকুর-যার অস্তিত্ব এখনও বাংলাদেশ ব্যাংকের দক্ষিন পূর্ব দিকে এখনও বিদ্যমান।পুকুর মানে একটি মনোরম ঝিল-সেই ঝিল থেকেই পরবর্তীকালে এর নাম হয় মতিঝিল। মতিঝিলে ছিল ঢাকার একটি প্রাচীন মাজার-শাহ জালালের মাজার।এই শাহ জালাল মোঘলদের একজন পদস্থ্য কর্ম কর্তা এবং ধর্মানুরাগী ব্যাক্তিত্ব ছিলেন। এই এলাকায় মোঘল আমলে বিভিন্ন উতসবে বারোয়ারী মেলা বসতো। ডি আইটি(বর্তমান রাজউক ভবন)-র পাশে যে প্রাচীন মসজিদটি আছে সেটিও শাহ জালালের (সিলেটের হযরত শাহ জালাল নয়) সময় নির্মিত।



পুরনো মতিঝিলের একটি বর্ণনা পাওয়া যায় হাকিম হাবিবুর রহমানের লেখায়-'মতিঝিল এবং দিলখুশা গার্ডেন’ উভয়টি এলাকা এককালে এক এলাকায় অবস্থিত ছিল কিন্তু দুই অংশের দুটি নাম করন করা হয়েছিল বাগানের বৈশিস্টের কারনে। মাঝামাঝি যে রাস্তাটি দুই অংশকে বিচ্ছিন্ন করে রেখেছিলো, তা ইংরেজ আমলে তৈরি হয়েছে। বাগানের পূর্বদিকে যে খালটি প্রবাহিত হচ্ছে, তাও পূর্বে এ মাজারের এলাকার সাথে সংযুক্ত ছিল। খাল হতে বের হয়ে মাজারের নিকট এসেছিল আরেকটি খাল। যার নিদর্শন গভর্নমেন্ট হাউস অর্থাৎ বর্তমান বংগভবনের দক্ষিণ দিকের সড়কের ওপর নির্মিত সেতুটি বহন করে চলেছে। নালাটির ওপর পুল নির্মাণ করার কারণে নৌকা চলাচলের অসুবিধা হওয়াতে মেলাটিও একসময় বন্ধ হয়ে যায়। তখন লোকজন মীরপুর শাহ আলীর মাজারে যাওয়া শুরু করে। আগে সেখানে তেমন ভিড় হতো না।



নওয়াব আবদুল গনি একসময় এই এলাকার মালিক হন। তখন তিনি মতিঝিলে বাগানের পত্তন করেন, দিলখুশাতেও গড়ে তোলেন বিশাল এক বাগান। দিলখুশা মানে-দিল খুশী।এই নামটি সম্ভবত নওয়াব আবদুল গনিরই দেওয়া। সেখানে তাঁর বাগানবাড়িও ছিল। হাকিম হাবিবুর লিখেছেন, ১৯০৫ সালের পর সম্পূর্ণ এলাকাটি সরকার অধিগ্রহণ করে গভর্নমেন্ট হাউজ তৈরির জন্য-যা এখন বংগভবন।



তথ্য সূত্রঃ ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী: মুনতাসীর মামুন

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১২ রাত ৯:৪১

নানাভাই বলেছেন: :)মজা পাইলাম। আরো লিখুন।

০২ রা মে, ২০১২ সকাল ৮:৪২

ব্লাক উড বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা মে, ২০১২ রাত ৯:৪৯

শামীম অহাম্মদ মজুমদার বলেছেন: ভালো লাগলো।

০২ রা মে, ২০১২ সকাল ৮:৪২

ব্লাক উড বলেছেন: ধন্যবাদ।

৩| ০১ লা মে, ২০১২ রাত ৯:৫১

মতিঝিল বলেছেন: তথ্যবহুল লেখার জন্য ধন্যবাদ।

ভালো থাকবেন।

০২ রা মে, ২০১২ সকাল ৮:৪২

ব্লাক উড বলেছেন: আমিতো আপনাকেই নিয়েই লিখেছি :)

৪| ০১ লা মে, ২০১২ রাত ১০:৩১

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: ভালো লাগলো।

০২ রা মে, ২০১২ সকাল ৮:৪২

ব্লাক উড বলেছেন: ধন্যবাদ।

৫| ০২ রা মে, ২০১২ রাত ১২:৩২

মাহমুদা সোনিয়া বলেছেন: valo kichu janlam.

০২ রা মে, ২০১২ সকাল ৮:৪৩

ব্লাক উড বলেছেন: ধন্যবাদ।

৬| ০২ রা মে, ২০১২ সকাল ৮:৪০

সত্য কথায় যত দোষ ! বলেছেন: ভাল লাগল।

০২ রা মে, ২০১২ সকাল ৮:৪৩

ব্লাক উড বলেছেন: ধন্যবাদ।

৭| ০৮ ই মে, ২০১২ বিকাল ৩:১৮

ডেভিড বলেছেন: সুকাকু মহলের পুকুর মনে হয় চিনতে পারছি, বাংলাদেশে ব্যাংকের পিছনে ১ টাকা দিয়া নৌকায় কমলাপুরের দিকে পাড়ি দিতাম। সেখানে আবার টোল আদায়েরও ব্যবস্থা ছিল। টিটি পাড়ায় ফেন্সিডিলের আখড়া জইমা উঠার পর আর ঐদিকে যাইনাই। এখনও কি নৌকা পারাপার আছে কিনা বলতে পারেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.