![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখক নই- তবে একজন সচেতন পাঠক। সময় সুযোগ মতো সামহোয়্যারইন ব্লগ অনেকদিন যাবত পড়ি। অনেক ভালো লেখা পড়ে মাঝে মাঝে মন্তব্য করার ইচ্ছাতেই রেজিস্ট্রেশন করেছি।
School এই শব্দের মূল অর্থটা জানলে আজকের যুগের ছাত্রছাত্রীরা পড়াশোনাই বন্ধ করে দিতে চাইবে।
School শব্দটা এসেছে গ্রিক থেকে। যার অর্থ ছিল 'অবসরযাপন'। তখন এই শব্দটা দিয়ে এমন এক সময়কে বুঝানো হতো, যখন সৈন্যদের আর যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই। কৃষক মুক্তি পেত কৃষি কাজ থেকে। ব্যবসায়ীর ব্যবসা বন্ধ, অর্থাৎ পুরোপুরি অবসরযাপন। ওই সময় স্কুলে গেলেও পড়াশোনার কোনো ঝামেলা ছিল না। বই সঙ্গে নিলেও সেটা না খুললেও চলত। এসব স্কুলে যাওয়ার সুযোগ মিলত ধনীর ছেলে-মেয়েদের। তারা ওইসময় গল্প-গুজবের মধ্য দিয়ে অনেক কিছু শিখে ফেলত। পরবর্তী সময়ে তারা ভালো চাকরি পেত।
এটা দেখে অনেক মা-বাবাই চাইলেন তাদের ছেলেমেয়েরাও স্কুলে যাক। সময়ের পরিক্রমায় School হয়ে উঠল জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু, যা এক সময় ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
ব্লাক উড বলেছেন: কোথায় আর পাবো-আমাদের ছাঁদে একটা ধানবানা ঢেঁকী আছেনা, সেই ঢেঁকীতে "বাড়া বানাইয়া' তৈরী করেছি!!!
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
মোঃ আবদুল হাই বলেছেন: 'স্কুল' বিষয়ে ছোট্ট একটি পোস্টে "স্কুল ইতিহাস" ভাল লাগল।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
ব্লাক উড বলেছেন: বড় করে কিছু লেখার যোগ্যতা নেই-তাই ইন্টারনেট থেকে সংগৃহিত ছোট্ট একটা লেখা দিয়েই হাপিয়ে উঠেছি!
ধন্যবাদ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
মোঃ আবদুল হাই বলেছেন: প্রথম মন্তব্যের জবাবটা খুব ইন্টারেস্টিং হয়েছে
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
ব্লাক উড বলেছেন:
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
নীলিমায় নীল রোদ বলেছেন: ভাল লেগেছে।
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
ব্লাক উড বলেছেন: ধন্যবাদ।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
মাক্স বলেছেন: এই তথ্য জানতামই না। শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
ব্লাক উড বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
সিলেটি জামান বলেছেন:
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
ব্লাক উড বলেছেন:
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
নিয়েল ( হিমু ) বলেছেন: তথ্যটা জানতে পেরে ভাল লাগছে
ধন্যবাদ শেয়ারের জন্য ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
ব্লাক উড বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
গ্রাম্যবালিকা বলেছেন: আগের কালের স্কুলে যাইতে মুঞ্চায়।
আপনার ঢেঁকিটা ধার দিবেন একদিন, আমিও পোষ্ট বানাতে চাই।
৯| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩০
~মাইনাচ~ বলেছেন: jntamna age
tenku
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
রাহী আবদুল্লাহ বলেছেন: এই কাহিনী কোথায় পেলেন?