নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্ল্যাইন্ড আইজ

ব্ল্যাইন্ড আইজ › বিস্তারিত পোস্টঃ

সরকারী দল কই?

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

শুক্রুবারের (২২.০২.২০১৩) মসজিদের ঘটনার পর একটা বিষয় হয়তো অনেকের কাছেই সুস্পষ্ট হয়ে গিয়েছে যে রাজাকারদের দোসর জামাত-শিবিররা এই জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারই ফলশ্রুতি হিসেবে আমরা দেখি যে ঐ নর পশুরা বিভিন্ন রাস্তা, রেল লাইন, ব্রিজ, বিদ্যুৎ কেন্দ্র, দোকান, বাসস্থান, ধর্মীয় উপাশনালয় সহ আরও অনেক সম্পদই ধ্বংস করছে। অনেকে অবাক হবেন শুনলে যে ঐ নর পশুরা এই সব নৃশংস কাজের বিবরণ তাদের “ফেইচবুক পেইজ- বাশের কেল্লাতে” অনেক আগেই উল্লেখ করেছে। ঐ সব নৈরাজ্য করার পর তাদের টার্গেট এখন দেশের বুদ্ধিজীবী ও আলেম সমাজ; যার কারন হয়তো তারা সব সময় ঐ পিশাচদের ধর্ম ব্যবসাকে নিন্দা জানিয়েছেন ও তাদের অপকর্মগুলো জন সাধারণের সামনে তুলে ধরেছেন।



কিছুদিন ধরে ঘটে যাওয়া নৈরাজ্যে একটা বিষয় হয়তো সুস্পষ্ট যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যায় ও দক্ষতায় বেশ সল্পতা রয়েছে। অনেক জায়গায় এদের ওপর ঐ দুষ্কৃতিকারীরা চড়াও হয়েছে এবং তাদের হত্যাও করেছে। যদি কখনও আইন শৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব পালন করতে গিয়ে ঐ দুষ্কৃতিকারীদের প্রতিহত করেছেন তাহলে আবার আমাদের প্রধান বিরোধী দলের নেত্রী বেশ নাখস হয়েছেন ও কটাক্ষ করে কথা বলেছেন। সত্যি দুঃখ হয় এই আইন শৃঙ্খলা বাহিনীর জন্য; কাজ করলেও দোষ না করলেও দোষ।



এছাড়াও খুব অবাক লাগে ভাবতে কেন আমাদের সরকারী দল এতো নিশ্চুপ। এবার তারা বিপুল ভোট পেয়েছেন, তাই তাদের কাছে সাধারন জনগনের আশাও অনেক। কিন্তু এই নৈরাজ্যের সময় যখন সাধারন মানুষের সাহায্য প্রয়োজন, তখন তাদেরকে কেন জানি পাওয়া যাচ্ছে না। অনেক নামি-দামি নেতারা কেন যে এতো চুপ, তাদের কিশের এতো ভয়; এখন অনেকেরই তা প্রশ্ন। যারা বিভিন্ন সময় কথার ফুলঝুরি দিয়ে মানুষের কাছে এসেছেন; এখন প্রকৃত সময় তারা কই? কথায় আছে বিপদের সময় প্রকৃত বন্ধু চেনা যায়।



তাই অনেক দুঃখের সাথে বলতে হয় যে এই কঠিন সময়ে যদি আপনাদের না পাই, তাহলে কি শুধু ভোটের সময় আপনাদের দেখা মিলবে। মনে রাখবেন এই তরুণ সমাজ কোনও কিছু ভুলে যায় না, আর তারা কাঁঠাল পাতাও খায় না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.