নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্ল্যাইন্ড আইজ

ব্ল্যাইন্ড আইজ › বিস্তারিত পোস্টঃ

‘চিল্লার পার্টি ’... শাহাবাগ!

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫১

‘চিল্লার পার্টি’ ২০১১ তে মুক্তি পাওয়া একটি ভিন্নধরমি ইন্ডিয়ান ছবি। যেখানে একটি কলোনির বাচ্চারা ঐ কলোনির একটি কুকুরকে বাঁচানোর জন্য আপ্রান চেষ্টা করে ও অতঃপর ঐ এলাকার সরকারী দলের নেতা সহ সকল বাসিন্দাকে ‘মনুষ্যত্ব সহ মানুষ হিশেবে বাঁচার’ কিছু সহজ সর্ত ও নিতি মনে করিয়ে দেয়। যদিও অনেক সময়ই এই এলাকার বাশিন্দারা ঐ বাচ্চাদের চিন্তাধারাকে অযুক্তিক ও অপ্রাসঙ্গীক মনে করেছেন; শেষে তারাও বাচ্চাদের সাথে একমত পোষণ করেন। এই গল্পটা বলার উদ্দেশ্য যদি কেউ ঐ ছবিটা না দেখে থাকেন, তাই তাদের জন্য।



শাহাবাগের পূর্বে, অধিকাংশ মানুষের মধ্যে একটি ধারনা ছিল যে এখনকার তরুণ সমাজ শুধুই ‘ফেইচবুক’, ল্যাপটপ, আইপড, বিভিন্ন ড্রাগ (ইয়াবা) সহ অন্যান্য অপকর্মে জড়িত থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। অনেকেই হতাশার সাথে বলতেন, ‘কি হবে এই দেশের ভবিষ্যৎ’?



কিন্তু শাহাবাগের ঐ গন জাগরণের পরে হয়তো অনেকেরই এই ধারনায় কিছুটা পরিবর্তন এসেছে। এখন হয়তো অনেকেই বিশ্বাস করেন যে এই তরুণ সমাজ অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে জোরালো প্রতীবাদ করতে পারে। যদিও অনেকেই এখনও ঐ আন্দোলনকে নিকে অনেক কটাক্ষ করছেন, কুৎসা রটনা করছেন ও ওটাকে পণ্ড করার আপ্রান চেষ্টা করছেন; অবশেষে বলব ইনশাআল্লাহ্‌ ঐ তরুণ সমাজ আপানাদের ঐ ধারনাকে ভুল প্রমাণ করবে ও কুচক্রান্তকে নস্যাৎ করবে।



তাই যদি এখনও ঐসব ভ্রান্ত ধারনা পোষণ করেন তবে বলব, ঐ ছবির বাচ্চাদের মতন, এই তরুণ সমাজও সময়ের সাথে অবশই আপনাদের ভুল প্রমাণ করে তাদের সাথে একাত্মতা ঘোষণা করাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.