নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্ল্যাইন্ড আইজ

ব্ল্যাইন্ড আইজ › বিস্তারিত পোস্টঃ

সরকারের মনোরঞ্জন...

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

একটা ‘টকশো’ তে (০৬.০৩.২০১৩ এর এত্তাতর মঞ্চ) শুনলাম বিরোধী দলের এক নেতা বললেন যে সরকার বিরোধী দলের ওপর নির্যাতন করে নিজেদের মনোরঞ্জন করছেন। যদি আপনার কথাটি সত্যি হয় তাহলে ঐটি নির্দ্বিধায় খুবই জঘন্য কাজ ও আমরা তরুণ সমাজ এটার নিন্দা জানাই। উনি আরও বলেছেন যে সত্য কখনও চাপা থাকেনা, যেটা একেবারেই সত্যি কথা।



আসুন একটু রাজনৈতিক বিশ্লেষণে আসি। তাই প্রশ্ন করি ঐ মনোরঞ্জনের কথা কীভাবে বুঝলেন আপনাদের কি গায়বই শক্তি আছে? যদি তাই হয়; তাহলে তো আপানারা ক্ষমতায় আসলেই আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সেই সাথে হয়তো এই সরকারের সকল দুর্নীতি আমাদের কাছে তুলে ধরবেন ও তাদের আইনের আয়তায় আনবেন। প্রশ্ন ওঠে ঐ গায়বই শক্তি দিয়ে আপনারা কি বোঝেন না যে, ঐ জামত-শিবির রাজাকারদের দোসর ও তাদের সকল কর্মকাণ্ড আমাদের এই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই। যদি বলেন বুঝি না তাহলে তো ঐ গায়বই শক্তিতে ভ্যজাল আছে।



আরেকটা বিষয়; আল্লাহ্‌তায়ালা তার কোরানে বলেছেন যে, তুমি যদি সত্যকে মিথ্যার ওপর আঘাত করো তাহলে মিথ্যা বিলুপ্ত হবেই কারন মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্যই। তাই আপনার এই প্রসঙ্গে একমত; কিন্তু প্রশ্ন ওঠে যদি ২১ অগাস্ট গ্রেনেড হামলার সত্যতা বেরিয়ে আসে তাহলে আপনাদের এই কণ্ঠ কি এতো বলিষ্ঠ থাকবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.