নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্ল্যাইন্ড আইজ

ব্ল্যাইন্ড আইজ › বিস্তারিত পোস্টঃ

হেফাজত ইসলাম বাংলাদেশ...

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৩

হরেক রকম মানুষের এই দেশে রয়েছে অনেক রকম মতবাদ আর তারই প্রতিফলন হিসেবে সৃষ্টি হয়েছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল। ঐ বিভিন্ন রাজনৈতিক দলের ভিড়ে উৎপত্তি হচ্ছে আরও অনেক নতুন ধর্মীয় দল ঠিক এমনই একটি দল যার নাম ‘হেফাজত ইসলাম বাংলাদেশ’।



নামটাই হয়ত বলে দেয় যে ঐ দলটি এই দেশের ইসলামের সেফাজত (রক্ষা) করার জন্যই। তাই ভেবে ভাল লাগে যে আমাদের দেশে এখন ইসলামিক বিরোধী কর্মকাণ্ডের বিপক্ষে কেউ অবস্থান নিবে ও প্রতিরোধ করবে। কিন্তু ইসলামিক বিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করতে হলে তো প্রয়োজন কোরান ও সহী্‌‌ হাদিসের সঠিক জ্ঞান ও তার বিশ্লেষণ এবং ঐ ইসলামিক নিয়মকানুনের সঠিক বাস্তবায়ন। যদিও ‘হেফাজত ইসলাম বাংলাদেশ’ এর কোন সদস্য অথবা মুখপাত্রর সম্পর্কে আমার বেক্তিগত কোন ধারনা নেই; তাই তাদের সম্পর্কে ও তাদের জ্ঞান ও বিশ্লেষণের ব্যাপারে কোন মন্তব্য করাটা কখনই ঠিক হবে না। কারন আমাদের নবী করীম মুহাম্মাদ (সাঃ) বলেছেন যে যদি কোন তথ্য জানো তবে তা আগে যাচাই কর অতঃপর ওটা বল। যেহেতু ‘হেফাজত ইসলাম বাংলাদেশ’ ইসলামকে হেফাজত করতে বদ্ধ পরিকর এবং ওনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখে মনে হয় যে, ওনারা হয়ত কোন মন্তব্য করেন নবী করীম মুহাম্মাদ (সাঃ) এর ঐ কথাটি মনে রেখেই।



কিন্তু বিগত কিছু দিনের মতবাদে বেশ কিছু সংশয় জাগে। প্রথমে ‘হেফাজত ইসলাম বাংলাদেশ’ বললেন যে ওনারা চট্টগ্রামে গন জাগরণের সম্মেলন করতে দিবেনা এবং প্রয়োজনে পাল্টাপাল্টি কর্মসূচী দিতেও প্রস্তুত। তাই হয়ত সরকার দুই দলেরই কর্মকাণ্ডই বন্ধ করেন; ধন্যবাদ কারন আমরা কখনই সহিংসতার পক্ষে নই। তারপর ওনারা বললেন যে ওনারা ঐ ‘মঞ্চের’ বিরুদ্ধে নয় বরং ঐ নাস্তিকদের বিপক্ষে; এবং সম্মেলন করলে কোনও সমস্যা নেই কিন্তু ঐ নাস্তিকরা কোনও ভাষণ দিতে পারবে না। তারপর যখন ওনাদের সাথে মতবিনিময় করার চেষ্টা করা হল তখন ওনারা কথা বলতে রাজি হলেন না।



তাই এই সব ঘটনাকে ঘিরে কিছু প্রশ্ন জাগে। প্রথমত আপনারা কীভাবে নিশ্চিত হলেন যে ঐ ব্লগাররা ইসলাম বিরোধী কথা বলেছেন? যদি কোন শক্ত প্রমাণ থাকে তবেই দিবেন। কারন দুটি আন্তর্জাতিক সংস্থা (কয়ানটকাস্ট ও আলেক্সা) বলেছেন ঐ রকম বল্গ একজন লিখে অন্য আরেক জনের নামে প্রকাশ করা সম্ভব এবং এই কাজ যে ফেইচবুকে অহরহ হচ্ছে হয়ত অনেকেই একমত হবেন। এখন যদি বলেন ঐ ভিন দেশীদের বিশ্বাস করেন না; তাহলে কেন নিজেরাই তদন্ত করে সুস্পষ্ট প্রমাণ সহ এই তরুণ সমাজের প্রতি তুলে ধরেন না? আপনাদের এই কর্মকাণ্ডে সত্য প্রকাশিত হবে এবং তরুণ সমাজও উপকৃত হবে। মনে রাখবেন সত্য প্রকাশ করা মুমিনের দায়িত্ব। শুধু খেয়াল রাখবেন যে প্রমাণটা যাতে শক্ত হয়; ঐ ‘দেইল্লাকে চাঁদে দেখার মতন যেন না হয়’ কারন তাহলে এই তরুণ সমাজ বলবে দেইল্লাকে চাঁদে দেখার পরে চাঁদের বুড়ি ধর্ষণের ভয়ে পালিয়েছে। আর যদি প্রমাণ নাই থাকে তাহলে অঝতাই কেন আন্দাজে ঢিল ছুঁড়ছেন।



এখন নাস্তিক প্রসঙ্গে বলি; যদি প্রমাণ দিতেন কীভাবে তারা নাস্তিক খুবই ভালো হত। কিন্তু প্রশ্ন করি যদি তারা নাস্তিকই হয় তাহলে কি তাদের সাথে কথা বলা, মেলা-মেসা করা যাবে না? খেয়াল করবেন ঐ মঞ্চে কেউই ধর্মীয় আলোচনা অথবা ধর্মীয় আন্দোলন করছে না বরং একটি বিশেষ দলের, তাদের অপকর্মের ও তাদের মন গড়া ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। হয়ত আপনারা জানেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাঃ) অনেক সময় বিধর্মীদের সাথে কথা বলেছেন ও ধর্মীয় বিশ্লেষণ করেছেন; এবং যার বদলোতে অনেকেই ভুল পথ ছেড়ে এই মহান ধর্ম গ্রহণ করেছেন। হয়ত এটাও জানেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাঃ) তার নিজের চাচাকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারে নাই তখন আল্লাহতায়ালা বলেছেন যে তোমাকে পাঠানো হয়েছে বলার জন্য হেদায়েত দেয়ার কাজ আল্লাহ্‌র। এবং সর্ব শেষে বলি আল্লাহতায়ালা বলেছেন ‘লা কুম দি নু কুম আলিয়া দিন’ যার অর্থ ‘যার যার ধর্ম তার তার’।



তাই প্রশ্ন হয় যদি আপনারা ইসলামের হেফাজত কারি বলে দাবীই করেন তাহলে কেন এই কথাগুলো মনে রাখেন না। তার ওপর যদি কোন বিধর্মী কোন ভালো কথা বলে তাহলে কি মুসলমান হিসেবে ওটাকে বিরোধিতা করা ঠিক? যদি এতই সোচ্চার তাহলে কেন সংখ্যালঘুদের ব্যাপারে নিশ্চুপ? কেন কোনও কথা বলেন না যখন পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিদিন মুসলমানরা নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে? কেন সেই ১৯৭১ সালের ব্যবহারিত ঢাল আমাদের এই মহান ধর্ম ইসলামকে বার বার ব্যাবহার করছেন?



নাকি ধরে নেব এসব শুধু ঐ বিশেষ দলের জন্য। তাই দয়া করে আর ঘুড়িয়ে পেঁচিয়ে কথা না বলে, আমাদের সময় আর নষ্ট না করে আমাদের প্রধান বিরোধী দলের মতন বুক ফুলিয়ে আপনাদের অবস্থানটি পরিষ্কার করুন। কারন মনে রাখবেন অপরাধ করা, অপরাধীদের সহায়তা করা এবং তাদের রক্ষা করতে সহযোগিতা করা সবই অপরাধ। তাই অবশেষে বলি পক্ষ নিলে রক্ষা নাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.