![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা যে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে তা হয়ত আমরা অনেকেই শিকার করবো। এর সাথে হয়ত এটাও বলব যে ঐ বৈদেশিক মুদ্রা আমাদের দেশের অনেক অবকাঠামো পরিবর্তনেও দৃষ্টান্তমূলক ভূমিকা রাখতে সফল হয়েছে। তাই অশেষ ধন্যবাদ যে আপনারা আপনাদের অনেক কষ্টে অর্জিত টাকা পাঠিয়ে এই দেশ গড়ার কাজে প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে অংশ নিচ্ছেন। তাই আবারও ধন্যবাদ।
আমার সাথে হয়ত অনেকেই এক মত হবেন যে আমারা যখন বিদেশে যাই এবং সেখানে কিছুদিন থাকার পরে আমাদের অনেকেরই এই দেশ ও দেশের মানুষের কথা মনে পরে এবং দেশ ফিরে আসার একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। তখন হয়ত মনে হয় যেরকমই হোক না কেন এটা আমার দেশ, আমার মাতৃভূমি। তখন হয়ত অনেকেই আমারা দেশের প্রতি একটা সুপ্ত ভালোবাসা উপলব্ধি করি।
তারই প্রতিফল হয়ত লন্ডনে ঘটে যাওয়া ঐ ৩০০ মাইল হাটা কর্মসূচী যা ঐ দেশের প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি দিয়ে শেষ হয়। এটি হয়ত সুস্পষ্ট যে যখন যুদ্ধ অপরাধীদের বিচারে দেশের মানুষ (একটি বিশেষ দল ব্যাতিত) সোচ্চার তখন হাজারও মাইল দূরে বসবাসকৃত বাংলাদেশীরাও সমান ভাবে সোচ্চার। একটা বিষয় না বললেই নয় যে যুদ্ধ অপরাধীদের সরবচ্চ সাঁজা নিশ্চিত করাটাই এই তরুণ সমাজের মূল লক্ষ্য এবং এই লক্ষকে বাস্তবায়ন করতেই সর্বস্তরের সাধারন জনগণ একাত্মতা ঘোষণা। যখন এই দেশ প্রেমিক মানুষরা অহিংস আন্দোলন করছেন তখন কেন জানি আমাদের প্রধান বিরোধী দল কুৎসা রটনা করে ঐ ১৯৭১ এর রাজাকার ও তাদের দোসর জামাত-শিবিরদের রক্ষা করতে আপ্রান চেষ্টা করছেন। যাই হোক আপনারা আপনাদের রাজনৈতিক অবস্থান নিশ্চিত করেছেন এবং এই দেশের লাখো তরুণদের নষ্ট ও নাস্তিক বলে আখ্যায়িত করেছেন।
ঐ ৬ প্রবাসী যুবকদের উদ্দেশে বলছি, আপনারা আবারও প্রমাণ করলেন যে এই তরুণ সমাজ অহিংস আন্দোলন করতে সক্ষম, তাই আপনাদের অশেষ ধন্যবাদ। জানি না এই অহিংস কর্মকাণ্ডের জন্য আপনারাও আবার নষ্ট ও নাস্তিক হয়ে যান কি না। এটি বিষয় মনে রাখবেন মানুষের উল্টাপাল্টা মন্তব্যে কারও ইমান নষ্ট হয় না, কারন আল্লাহ্তায়ালা সব কিছুই জানেন এবং প্রত্যেকটি মানুষের মনের অবস্থান বোঝেন।
পরিশেষে বলব আপনারা যেই স্মারকলিপি দিয়েছেন তা যেন বাস্তবায়ন হয় সেই দিকে খেয়াল রাখবেন; আর যদি সম্ভব হয় এই অহিংস আন্দোলন আরও প্রবাসীদের মধ্যে চড়িয়ে দিন। সব সময় মনে রাখবেন আমরা সংখ্যায় বেশী ও একটি ন্যায় বিচারের পক্ষে; তাই ইনশাল্লাহ্ আমরা জয়ই হবই।
©somewhere in net ltd.