নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্ল্যাইন্ড আইজ

ব্ল্যাইন্ড আইজ › বিস্তারিত পোস্টঃ

সফল হরতাল...?

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২

২৮.০৩.২০১৩ টানা ৩৬ ঘণ্টার হরতাল অবশেষে শেষ হল। এবং যথারীতি ভাবে আমাদের প্রধান দুই রাজনৈতিক দল বিপরিত ধর্মী মতবাদ দিলেন হরতালকে কেন্দ্র করে। সরকারী দল বললেন যে হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছেন ও প্রধান বিরোধী দল বললেন হরতাল সফল হয়েছে। দুঃখের বিষয় এই যে, ওনারা এই দেশের সাধারণ মানুষের কথা ভুলক্রমে চিন্তাও করেন না অতঃপর ওনারা ওনাদের রাজনৈতিক ফায়দা লুটতে ব্যাস্ত।



তাই যখন শুনি হরতাল সফল তখন প্রশ্ন ওঠে সফলতা মাপার মাপ কাঠিটা কি? সেটাকি লালমনিরহাটে স্কুলে শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ও ছাত্রীদের ওপর নির্যাতন চালানো; জাতীয় পতাকাকে নামিয়ে ফেলা। এর সাথে তো যথারীতি থাকেই জামাত-শিবিরের তাণ্ডব, সাধারণ জনগনের জান-মালের ওপর হামলা। এই যদি হয় সফলতার মাপ কাঠি তাহলে...।



ঐ স্কুলে নির্যাতন, পতাকা নামিয়ে ফেলা থেকে একটা বিষয় আবারও সুস্পষ্ট হল যে আমাদের প্রধান বিরোধী দল কেন জানি আমাদের পতাকা ও তরুণ প্রজন্মের ওপর ব্যাপক ক্ষিপ্ত। তাই তারা জামাত-শিবিরের শহীদ মিনারে তাণ্ডব, পতাকা পোড়ানো সহ নানা নাশকতাকে মুখ বুজে সম্মতি দিচ্ছেন। এবং তাদের অনুপ্রেরণার জন্য বলছেন ঐ গন জাগরণে যারাই গিয়েছে তারা নষ্ট ও নাস্তিক।



আবার উল্টো দিক থেকে শুনি, হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। তখন মনে হয় এই সাধারন মানুষের আর কিবা করার আছে। ওনারা যদি ঘরে বসে হরতাল করে তাহলে তো ওনাদের ঘরে চুলা জ্বলবে না; তাই শত বাধা-বিপত্তি উপেক্ষা করে ওনারা ওনাদের রুটি-রুজির সন্ধানে বেরিয়ে আসেন। কারন সাধারণ জনগণ খুব ভালো করেই জানে যে সরকার কখনই তাদের বসে বসে খাওয়াবে না। কিন্তু দুঃখের বিষয় এইযে যখন তাদের হাতে ক্ষমতা, তাদের কাছে প্রশাসন তখন কেন তারা সাধারন মানুষের জান-মাল রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।



তাই প্রশ্ন ওঠে কেন ও কীভাবে এখনও জামাত-শিবির নামক কাল সাপ অবাদে নাশকতা চালিয়ে যাচ্ছে। কেন ঐ পিশাচদের দল জঙ্গি সংঘটন হবে না?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.