নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ, টাি মানুষের পাশেই আছি।

গন্ধহীন দুর্গন্ধ

সত্যের জয় হয়, হতে হবেই।

গন্ধহীন দুর্গন্ধ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের শ্রম বাজার ও রাজনীতি।

০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫২



ছোট একটি গল্প দিয়েই শুরু করি।



এক রাজনৈতিক ব্যক্তিত্ত্ব একদা এক শ্রমিকের পায়ে হাত দিয়ে ভোট চাইতেই তার ছেলে বিরোধিতা করলো। উত্তরে তিনি বললেনঃ ব্যাটা আমি পায়ে হাত দিবো পাঁচ বছরে একবার কিন্তু পায়ের নিচে রাখবো বাকি ৪ বছর ৩৬৪ দিন।

হ্যাঁ,!! এটাই আমাদের দেশের রাজনীতির সারকথা।



কিছু সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করেই বোঝা যায় আমাদের দেশের যে কোন পেশার শ্রমিকের কতটা অভিজাত্যিকভাবে অবহেলিত, আসলেই অবহেলার ধরন আভিজাত্যিক। এই ধরুন, তাজরিন ফ্যশনের শ্রমিকেরা কিভাবে পুরে মরলো আর তাদের মুল্যায়ন কি হলো?? রানা প্লাজার শ্রমিকেরা কিভাবে পুরুষ্কৃত হলো?? রাজধানীর সকল মানুষেরা যখন নতুন পোশাক জরিয়ে ঈদের আনন্দের উজার ঠিক তখনই তোবা গার্মেন্টেসের শ্রমিকেরা না খেয়ে অনশন চালিয়ে গেলো। কি পেলো তারা??????? X((/:)/:)/:)/:)/:)/:)/:)/:)

আমাদের মাননীয় নিজ নিজ দপ্তরের মন্ত্রীমহোদয়েরা শুধু রাজনৈতিক বক্তৃতা দিতেই যেকোন ইস্যু সংঘটিত স্থানে যায় আর আদেশ প্রদান করেন তদন্ত কমিটির। যার রিপোর্ট পেশ হয় ঠিক মানুষজন ইস্যু ভুলে গেলে। এটাই আমাদের শমিকদের বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা।



একটিবার আমরা উন্নত দেশের কথা চিন্তা করে শ্রমিকদের নিয়ে পরিক্লপ্না করতে পারিনা??? যেখানে উন্নত দেশের আদলে তৈরী হচ্ছে পরমানু বিদ্যুৎ কেন্দ্র, রাজনীতির ভবিষ্যৎ।



আসলে চিন্তা করলেই আমরা হয়ে যাব তাদের মানুষ তাই আমাদের পার্থক্য থাকা চাই বলেই আমরা চিন্তা করি আমাদের মত করে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৪

প্রবাসী ভাবুক বলেছেন: ধনীদের আয়েশী জীবন দরিদ্রদের কষ্ট বুঝতে দেয় না৷

২| ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৪

প্রবাসী ভাবুক বলেছেন: ধনীদের আয়েশী জীবন দরিদ্রদের কষ্ট বুঝতে দেয় না৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.