![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলী এক্সপ্রেস থেকে একটা শপিং করতে চাই। আমার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে কিন্তু শপিংটি করতে পারছি না। ব্যাংকের সাথে যোগাযোগ করলাম তারা বলল, বাংলাদেশ ব্যাংকের নাকি অনুমতি নাই অনলাইন শপিং এ। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে নাকি শুধু হোটেল বুকিং এবং টিউশন ফি ছাড়া ব্যাবহারের অনুমতি নাই।
এখন কিভাবে শপিংটি করবো, এ ব্যাপরে অভিজ্ঞ বা ভুক্তভোগী কেউ কি আছেন ? অন্য কোন উপায় কি আছে ?
২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০১
ব্লগার ভাই বলেছেন: ডুয়াল কারেনসি ক্রেডিট কার্ড বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন ক্রেডিট কার্ডের একই লিমিট টাকা এবং ডলারে ব্যাবহার করা?
আমার কার্ডে লোকালে জন্য আলাদা লিমিট এবং ফরেনের (ডলার )জন্য আলাদা লিমিট আছে। ফরেনের লিমিট দেশে ব্যবহার করা যায় না, এটা শুধু মাত্র দেশের বাইরে ব্যবহারের জন্য। তা হলে এটা কি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড না ?
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪
ভোরের সূর্য বলেছেন: ফরেন লিমিট ইচ্ছা করলে আপনি দেশে ব্যাবহার করতে পারবেন। ব্যাংকে অনুরোধ করলেই আপনার ডলার টাকায় কনভার্ট করে দিবে।
সাধারনত ডুয়াল কারেন্সি হচ্ছে আপনি যদি দেশের বাইরে যান তখন সেই ডলার আপনার পাসপোর্টে এন্ডোরস করে নিতে পারবেন তখন আপনি সেই কার্ডটি দেশের বাইরে ব্যাবহার করতে পারবে।ধরুন আপনার ডলার লিমিট ১০০০ডলার। এই টাকা তখন বাইরের দেশে যেয়ে ব্যাবহার করতে পারবেন।
আর দেশে থাকা অবস্থায় আপনি ডলার ব্যাবহার করতে পারবেন না।তবে সেটা যেহেতু অব্যবহারিত থাকে সেজন্য আপনি সেই লিমিট টাকায় কনভার্ট রে নিতে পারবেন।
তবে বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে একটা নিয়ম পাশ করেছে সেটা হল আপনি যদি কোন সফটওয়্যার কিনতে চান এবং সেটা ১০০ডলারের মধ্যে হয় তাহলে আপনি আপনার ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করে অনলাইন থেকে পেমেন্ট করতে পারবেন বাংলাদেশে থাকা অবস্থায় এছারাও বাইরের হোটেল বুকিং করতে পারবেন।
ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড সম্পূর্ণ অন্য ব্যাপার।এটার সবকিছুই ডলারে কেননা একাউন্টাও ডলারে।আপনাকে আগেই বলেছি।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
ব্লগার ভাই বলেছেন: ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য। আপনি কনফার্ম ডলার লিমিট কনভার্ট করে দেশে ব্যবহার করা যায় ? আপনার মনে হয় ভুল হচ্ছে।
আমি ব্যাংকের সাথে কথা বলছি তারা কনফার্ম করেছে। ডলার লিমিট কনভার্ট করে দেশে ব্যবহার করা যায় না।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
ভোরের সূর্য বলেছেন: তাহলে সেটা আপনার ব্যাংক আপনাকে দিচ্ছে না।আমি অ্যামেক্স ব্যবহার করি এবং আমার ডলার লিমিট পুরাটাই বাংলা টাকায় কনভার্ট করে নিয়েছি।ইচ্ছা করলে পার্টলিও করতে পারতাম কিন্তু আমি পুরাটাই করেছি।অ্যামেক্স মানে অ্যামেরিকান এক্সপ্রেস কার্ড হলেও এটা ডুয়াল কারেন্সি কার্ড। ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডও আছে আমার।সেখানে সবকিছু ডলারে।
বাংলাদেশে এখনও এমন কিছু কার্ড আছে যারা কিনা দেশেই অনলাইনে কিছু কিনতে দেয়না।যাই হোক।আমি কিছু না যেনে বলছিনা ভাই।
আর মনে রাখবেন যে বাংলাদেশের কোন ডুয়াল কারেন্সি কার্ডই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নয় আর এজন্যেই এটাকে বলে ডুয়াল কারেন্সি। কিছু শর্ত দিয়ে এসব কার্ডের ডলার ব্যবহার করা যায় বাইরের দেশে যেয়ে।কিন্তু আলটিমেটলি এগুলা লোকাল কার্ড।
ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের সবকিছুই ডলারে এবং সেগুলা ডলার একাউন্টের বিপরীতে দেয়া হয়। কারা কারা এসব কার্ড পেতে পারে সেটা আপনাকে আগেই বলেছি।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১
ব্লগার ভাই বলেছেন: ধন্যবাদ, আবারও আপনার মন্তব্যের জন্য।
অ্যামেক্স এর ব্যাপাটা একটু আলাদা।কারন যেহেতু এটি আমাদের দেশের একমাত্র সিটি ব্যাংকই প্রদান করে। তাই তারা অতিরিক্ত কিছু সুবিধা প্রদান করে।
আমি ৩টি ব্যাংকের কার্ড ইউজ করি। স্ট্যান্ডাডচার্টার ব্যাংকের ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড দিয়ে জিপিতে রোমিং এর জন্য গিয়েছিলাম। কিন্তু করতে পারি নাই তারা বলেছিল ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগবে। তখন আমি অন্য আরেকটি ব্যাংকের কার্ড দিয়েছিলাম যেটাতে লোকালে জন্য আলাদা লিমিট এবং ফরেনের (ডলার )জন্য আলাদা লিমিট আছে। তখন সেটা দিয়ে কাজ হয়েছিল।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৭
েবনিটগ বলেছেন: _
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩
ভোরের সূর্য বলেছেন: আপনারটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নয়। আপনারটা ডুয়াল কারেনসি ক্রেডিট কার্ড। যাদের ইন্টারন্যাশনাল ক্রেডিট/ডেবিট কার্ড এরকম কারো সাথে যোগাযোগ করুন।তবে আপনি যদি সফটওয়্যার কিনেন এবং তার দাম যদি ১০০ডলার হয় তাহলে আপনি সেটা কিনতে পারবেন বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী।বিদেশিরা বাদে বাংলাদেশে যাদের আরএফসি একাউনট আছে বা এলসি একাউনট আছে তাদের ইন্টারন্যাশনাল ক্রেডিট/ডেবিট কার্ড আছে।