নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে বদলায়, অকারণেও বদলায় । তবে আমি মনে হয় আগের মতই আছি , কখনও বদলাবওনা মনে হয় ! !
কয়েকদিন ধরে ইউটিউবে একটি বিজ্ঞান বিষয়ক চ্যানেল খুলেছি! আমার সামু ব্লগের শুরুর দিকে সামুতে বিজ্ঞান বিষয়ক, ও সাইন্স ফিকশন নিয়ে ব্লগে লিখতাম, পাঠকও ছিল তখন, পরে ভ্রমণ বিষয়ক লিখেছি অনেক। তবে বিগত কয়েক মাস যাবৎ রাজনীতি আর দলাদলি ছাড়া তেমন পোস্ট দেখা যায় না। অনেক গুলো জায়গায় ভ্রমণ করলাম, সামু স্বাভাবিক হলে পোষ্ট লেখব সেগুলো নিয়ে আসতে আসতে। যাই হোক, এ পর্যন্ত দুটি ভিডিও আপলোড করেছি ইউটিউবে। একটি ওয়ার্মহোল দিয়ে টাইম ট্রাভেলের বিষয়ক এবং আরেকটি মাধ্যাকর্ষণ না থাকলে আমাদের এই মহাবিশ্ব ও পৃথিবীর কি হতো তা নিয়ে। ইচ্ছে আছে, সাপ্তাহিকভাবে একটি ভিডিও আপলোড করার।
বাই দ্য ওয়ে, শুনেছি হেভিওয়েট ব্লগার চাঁদ গাজি সাহেবের ব্লগ গায়েব হয়ে গেছে!
সাময়ীক পোষ্ট।
০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২০
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে। পরের ভিডিওগুলো আরও সহজ করার চেষ্টা করব।
ব্লগে সব পক্ষের লোকই দরকার আছে।
২| ০১ লা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:৪৩
নান্দাইলের ইউনুছ বলেছেন:
তিনি আমাদের চাঁদগাজী কিংবা সোনাগাজী।
তিনি জেনারেশন ৭১ হয়ে আবার ফিরে এসেছেন।
এবার দারুণ দারুণ সব পোস্ট পড়তে পারবো।
০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২১
কাছের-মানুষ বলেছেন: আপনার তথ্য সম্পূর্ন্য নতুন আমার কাছে। তিনি ফিরে এসেছেন, ভাল, ব্লগে সব পক্ষ থাকুক।
৩| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:০০
শেরজা তপন বলেছেন: চাঁদগাজী/সোনাগাজীকে স্য়ায়ীভাবে ব্যান করা হয়েছে; ইহা সামুর জন্য দরকার ছিলো। আহাহা ভুতের মুখে রাম নাম!!
অতীত ভবিষ্যতের যাবার বিষয়টা বরাবরই আমার কাছে গোলমেলে। ৮০র দশক থেকে টাইম ট্রাভেল নিয়ে যেসব ফিল্ম ডকু দেখেছি সবই আমার কাছে গাঁজাখুরি মনে হয়েছে। তবে ভবিষ্যতে যাবার সম্ভাবনা বিজ্ঞানীরা একপ্রকার নাচক করে দিয়েছেন। অতীতের ব্যাপারটা ধোঁয়াশা হলেও সম্ভাবনা থাকতে পারে। আজ যা অবিশ্বাস্য কাল সেটাই হয়তো সম্ভব হবে।
আপনি ভ্রমণ কাহিনী লিখুন। অনেকেই এসব পড়তে চায়।
০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪০
কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য! আপনার মন্তব্যের পরিস্কার হওয়া গেল তিনি ফিরে এসেছেন!
অতীতে যাওয়ার সম্ভবনাও আসলে নেই। এখানে অনেক প্যারাডক্স রয়েছে। টাইম ট্রাভেল করতে হলে আলোর গতির চেয়ে বেশি বা সমান গতিতে যেতে হবে। কিন্তু ভরহীন আলোর ফোটনের সমান ভরযুক্ত মানুষের পক্ষে এটি সম্ভব নয়! তবে টাইম ট্রাভেল সবসময় আমার প্রিয় বিষয় ছিল, এবং এখনো আছে। এই নিয়ে সিনেমা, নাটক, গল্প পড়তে সবসময়ই ভালো লাগে!
ভ্রমণ নিয়ে লিখব, ব্লগ আরেকটু শান্ত হোক।
৪| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২৮
আরইউ বলেছেন:
কাছের-মানুষ,
আপনার মাধ্যাকর্ষণ নিয়ে করা ভিডিওটি দেখলাম। ওয়ার্মহোলের ভিডিওটা পরে সময় করে দেখবো। বাংলা ভাষায় সায়েন্স-টেকনোলজি নিয়ে ইউটিউব চ্যানেল চালানো একটি খুবই ভালো উদ্যোগ। আশা করি আপনি চ্যানেলটিতে নিয়মিত ভিডিও আপলোড করবেন।
মাধ্যাকর্ষণ নিয়ে আমার জ্ঞান খুবই সামান্য, তাই ভিডিওর তথ্যগত বিষয়গুলো নিয়ে মন্তব্য করা খুব একটা সমীচীন হবে না। নিউটনের মাথায় আপেল পড়ার ঐতিহাসিক কোন ভিত্তি নেই, তবে আপনি যেভাবে আপেল থেকে নারকেলে গিয়েছেন, সেই হিউমারটা ভালো লেগেছে।
ভিডিও নিয়ে কিছু সমালোচনামূলক ফিডব্যাক দেইঃ
** আপনার ভিডিও মোটামুটি ৫ মিনিটের, তার মাঝে প্রায় ১ মিনিটের ইন্ট্রো। সম্ভবত এটি কম হলে ভালো হবে।
** আমি জানি না আপনি আগে ইউটিউব ভিডিও করেছেন কিনা, তবে কথায় একটু জড়তা কানে লেগেছে। আশা করি যত বেশি ভিডিও নিয়ে কাজ করবেন, ডেলিভারি আরো উন্নত হবে।
** আপনার টার্গেট অডিয়েন্স কারা? বিষয়বস্তু সম্পর্কে একদমই জানে না এমন মানুষ, যারা মোটামুটি জানে তারা, নাকি যারা বেশ ভালো জানে তারা? আমার মনে হয়েছে দ্বিতীয় বা শেষেরটা; ভিডিও বুঝতে হলে মোটামুটি থেকে বেশ ভালো জানাশোনা থাকতে হবে মাধ্যাকর্ষণ নিয়ে। একজন লে পারসন অনেক টেকনিক্যালিটি বুঝতে পারবেন না, গণিতিক সূত্রে এসে হারিয়ে যাবেন। তাদের জন্য সহজবোধ্য ভাষায় "গল্প" বলতে হবে।
** নিউটনের গল্পটির শুরুতে "কথিত আছে" বলাই শ্রেয় কারণ আগেই বলেছি এই ঘটনা ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়।
আপনার চ্যানেলের জন্য অনেক শুভকামনা! ভালো থাকবেন।
০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৬
কাছের-মানুষ বলেছেন: চমৎকার, আপনার ফিডব্যাকের জন্য ধন্যবাদ।
আপনার ভিডিও মোটামুটি ৫ মিনিটের, যার মধ্যে প্রায় ১ মিনিট ইন্ট্রো। সম্ভবত ইন্ট্রোটি কমানো হলে আরও ভালো হবে।
আপনার পর্যবেক্ষণ যথার্থ।
আমিও এটি নিয়ে ভাবছিলাম—পরবর্তী ভিডিওতে কীভাবে ইন্ট্রো আরও সংক্ষিপ্ত করা যায়।
কথা বলার সময় আমার কিছুটা জড়তা থাকে, এটি আমি স্বীকার করি। আমি চেষ্টা করছি এটি কাটিয়ে ওঠার, আর অভিজ্ঞতা হয়তো একসময় তার কামাল দেখাতে শুরু করবে!!
আমার টার্গেট অডিয়েন্স মূলত তারা, যারা অজানাকে জানতে চায়। এখানে আমি “কম জানা” বা “মোটামুটি জানা” এমনভাবে অডিয়েন্সকে ভাগ করতে চাই না। আমার উদ্দেশ্য হলো লেকচার ডেলিভারি করা বা কোনো তত্ত্ব শেখানো নয়। আমি কঠিন টপিকগুলো সহজভাবে, ইন্টারেস্টিং উপায়ে এবং ভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করতে চাই। এর সঙ্গে থাকবে কেস স্টাডি, রিউমার এবং ফ্যাক্ট।
যেমন, গ্র্যাভিটি নিয়ে ভিডিওতে আমি “গ্র্যাভিটি কী?” এটি বোঝানোর চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, “গ্র্যাভিটি না থাকলে কী হতো?” এই বিষয়ে। ভবিষ্যতে হয়তো এলিয়েন, Area 51, UFO ইত্যাদি নিয়ে ভিডিও বানাবো। সেখানে সহজভাবে বিষয়গুলো তুলে ধরব—যেমন, যেসব প্রত্যক্ষদর্শী দাবি করেছেন এলিয়েন বা UFO দেখেছেন (উদাহরণস্বরূপ, ১৯৪৭ সালে একজন আমেরিকান পাইলট দাবি করেছিলেন), এগুলো আলোচনা করব (আমার উদ্দেশ্য কোন রায় দেয়া না যে দাবিটি সত্য বা মিথ্যা)। এছাড়া, বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে ভিডিও করলে সেটিও সহজ ভাষায় উপস্থাপন করব, যেখানে থাকবে ঘটনা নিয়ে রিউমার, ফ্যাক্ট, ফ্যান্টাসি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা। একজন হয়তো সব টপিক পছন্দ করবে না, তবে আমার অন্য কোনো ভিডিও হয়তো তার ভাল লাগবে।
আমি আবারও বলছি, এখানে কোনো তত্ত্ব শেখানো বা লেকচার দেওয়া আমার লক্ষ্য নয়। বরং, ব্যস্ততার মাঝেও সময় বের করে ব্লগ যেমন করি সেরম মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৩:১৫
জেনারেশন৭১ বলেছেন:
ভিডিও ২টি দেখেছি; ১মটা পরিস্কার, ২য়টা পরিস্কার হয়নি; ২য়'টার জন্য কাগজের পাতা দিয়ে উদাহরণ দেয়ার পরও (আমার কাছে ) পরিস্কার হয়নি। আপনার প্রচেষ্টা ভালো লেগেছে।
চাঁদগাজী/সোনাগাজীকে স্য়ায়ীভাবে ব্যান করা হয়েছে; ইহা সামুর জন্য দরকার ছিলো।