![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব বেশিদিন হয়নি সচলায়তন সাইটটাতে যাই ।ইদানিং নিয়মিত যাই সচলায়তনে ।কারন সচলায়তনের প্রতিটি পোস্টই পড়ার মতো পোস্ট ।তবে প্রতিদিন সচলায়তনে ৩/৪ টা পোস্টের উপরে আসেনা তবে প্রতিটা পোস্টই এ+ পোস্ট।এতদিন বলতাম সামুর উপরে কেউনাই সামু রকস কিন্তু সচলায়তন দেখার পর চিন্তা করতেছি আসলে কাকে সামনে রাখবো।
সামুতে প্রতিদিন অসংখ্য পোস্ট আসে কিন্তু পোস্টগুলোর মাঝে অধিকাংশই এই সরকার এই করেছে সেই করেছে জামাত শিবির বিএনপি কপি পেস্ট এর মাঝেই সীমাবন্ধ মাঝে মাঝে প্রিয় ব্লাগাররা দু একটা ভালো পোস্ট দেন কিন্তু সচলায়তনে প্রতিদিন ৪/৫ টা পোস্ট আসে প্রতিটাই ভালো পোস্ট পড়ার মতো পোস্ট ।http://www.sachalayatan.com
আর সচলায়তনে রাজনীতি বিষয়ক ক্যাচাল পোস্ট দেয়া যায় না ঘটনমুলক হলে দেয়া যায় ।আর প্রতিটা ব্লগারই কোয়ালিফায়েড মনে হয়।
চিন্তা করতেছি কাকে সেরা বলবো সামু না সচলায়তন http://www.sachalayatan.com
০৩ রা জুন, ২০১০ রাত ১০:০৭
আমি কুমিল্লার পোলা বলেছেন: সামুতে বেশী বেশী হয়ে গেছে ইদানিং ।খালি রাজনৈতিক ক্যাচাল একেকজন ৫০০০০০০০০০০০০০ আইডি নিয়া নামে ।
২| ০৩ রা জুন, ২০১০ রাত ৮:২৭
মোসাজস বলেছেন: অচলায়তনে যাই না.............. সামুই সেরা.....প্রাণের ব্লগ হলো সামু.... সামুতে এসে অন্য ব্লগের মাকেটিং করাতে মাইনাস.......
০৩ রা জুন, ২০১০ রাত ১০:১২
আমি কুমিল্লার পোলা বলেছেন: সামুতে বেশি প্রাণ হয়ে গেছে এজন্য বিরক্ত লাগে খালি রাজনৈতিক ক্যাচালা
৩| ০৩ রা জুন, ২০১০ রাত ৮:৩০
কিষান বলেছেন: সামুর বৈচিত্র অনেক বেশি মনে হয় আমার কাছে। সচলায়তন বেশি সুশীলদের জন্য। আমাদের মত সাধারণ মানুষের কাছে সামুই এগিয়ে থাকবে
৪| ০৩ রা জুন, ২০১০ রাত ৮:৩৫
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: দুটোরই দুই দিই দিক থেকে ভিন্নতা আছে, আপনার রুচি মাফিক বেছে নিন।
৫| ০৩ রা জুন, ২০১০ রাত ৮:৩৭
রাজীব দে সরকার বলেছেন: সচল আর সামু নিয়ে বিতর্ক... চালোই লাগছে
বাংলা ব্লগিং সত্যি এখন আমাদের দারুন প্রিয় হয়ে উঠেছে...
ধন্যবাদ নেপথ্যের নায়কদের...
৬| ০৩ রা জুন, ২০১০ রাত ৮:৩৮
ন হন্যাতে বলেছেন: যথেষ্ট পরিমান সত্য কথা, সামুর ব্লগার যেমন বেড়েছে লেখার মান তেমনি আশঙ্খাজনক কমেছে... সারাদিন ধরে রাজনৈতিক ক্যাচাল আর কিছু ফালতু পোস্ট... নতুন দের লেখা দেখলে মনে হয় নয়া ব্লগারদের ধারণা ব্লগ সম্ভবত ফেসবুক টাইপের একটা জিনিস...
৭| ০৩ রা জুন, ২০১০ রাত ৮:৪১
রাজীব দে সরকার বলেছেন: রাজনৈতিক গুতাগুতি যারা করছে অ্যাডমিন রা তাদের কিছু বলেনা কেন?
ভালো লেখার পরিমাণ কমে গেছে!
অ্যাডমিন রা অ্যাক্টিভ হোন প্লিজ......
৮| ০৩ রা জুন, ২০১০ রাত ৮:৫৩
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
এখানে প্লাস বা মাইনাস রেটিং দেয়ার কিছু নেই।
আপনি যদি তুলনায় আসতে চান তাহলে সমান দু' টি প্লাটফর্মকে নিয়ে তুলনা করা উচিত বলে মনে করি। আপনাকে মনে রাখতে হবে সামহোয়ারইন একটি কমিউনিটি ব্লগ সাইট, যেখানে সচল একটি অনলাইন রাইটার্স কমিউনিটি যারা বলেই দিচ্ছে "এটি কোন ফোরাম বা ব্লগ সার্ভিস নয়"।
আপনাকে সচলায়তন বিষয়ে পড়ার জন্য ফিউশন ফাইভের একটি পোস্ট দিচ্ছি পড়ে দেখবেন।
১০| ০৩ রা জুন, ২০১০ রাত ১১:৪৪
কাঙাল মামা বলেছেন: এত পেচান কেন?
সামুতে পোস্ট দিবেন > "সামু সেরা"
সচলায়তনে পোস্ট দিবেন> "সচলায়তন সেরা"
কাহিনী শেষ!
১১| ০৩ রা জুন, ২০১০ রাত ১১:৫৬
সপ্ন পুরন বলেছেন: একেকজন ৫০০০০০০০০০০০০০ আইডি নিয়া নামে ।
০৪ ঠা জুন, ২০১০ দুপুর ১:৫৬
আমি কুমিল্লার পোলা বলেছেন: একটু ভালা কইরা দেইখেন ব্যাপারটা পরিস্খার হইবো ।মাসে একটা পোস্ট এবং ঝগড়ার সময় ।তেব্র প্রতিবাদ বাকশাল এই সেই
১২| ০৪ ঠা জুন, ২০১০ বিকাল ৩:২০
সপ্ন পুরন বলেছেন: আমি তো বস,আপনের লগে একমত।তাইতো আপনের কথাডা কইলাম।
১৩| ০৮ ই জুন, ২০১০ সকাল ৭:৩০
অন্ধ আগন্তুক বলেছেন: হ হ , কেউ কেউ ফিরি এম পি থ্রি ডাউনলোড লিঙ্ক ও দেয় সামুতে,
সচলায়তনে দেয়া হয় না !!!
১৪| ০৮ ই জুন, ২০১০ সকাল ৭:৩৪
রাজসোহান বলেছেন: সামু সেরা ।
১৫| ১০ ই জুন, ২০১০ রাত ২:৪৪
আকাশ_পাগলা বলেছেন: ওইটারে মনে হয় সাহিত্য পাতা।
ব্লগ না।
খালি প্যাচাল।
তয়, লেখার মান ভাল ওদের সবারই। এটা অস্বীকার করতে পারবে না কেউই। তবে, অভাব প্রাণ বৈচিত্রের।
যাউক, সামু আহামরি কিছু না। তবে, এখনও এটার "মত" প্রাণ চঞ্চল কিছু পাই না বলেই এখানে আসি। পাবলিক সামুতে আসে, কারণ অন্য কিছু গ্যাজানোর জন্য পায় না। সামুর টানে এখন আর সামুতে আসি না, কাম না পায়া আসি। অথচ আগে সামু কত কী-ই না ছিল!!
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১০ রাত ৮:২৫
শূণ্য উপত্যকা বলেছেন: আপনি যদি শুধু সাহিত্যচর্চাতে ব্যাস্ত থাকেন তবে সচল আপনার জন্য।তবে বৈচিত্রতার জন্য সামুই বেস্ট।ব্লগ মানে সবকিছুর মিলন বলে আমার বিশ্বাষ তাই সামুতেই আছি।সচলে কিছুদিন ছিলাম পানসে লাগে তাই যায় না।