নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি করতে ভালবাসি।

শেখ শাকিল হোসেন

লেখালেখি করতে ভালবাসি।

শেখ শাকিল হোসেন › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন নাকি দুঃস্বপ্ন?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

জিজ্ঞেস করলো, স্বপ্ন নাকি দুঃস্বপ্ন?
আমি বললাম,স্বপ্নাংশ!
স্বপ্ন এমন একটি জায়গা যেখানে মানুষ পরিপূর্ণ স্বাধীন। এখানে আপনি নিজেকে রাজ্যের রাজা ভাবতে পারেন আবার প্রজা ভেবেই সন্তুষ্ট থাকতে পারেন। নিজেকে বিল গেটস এঁর মতো বিলিয়নিয়ারও ভাবতে পারেন- এটা ভাবার জন্য আর যায় হোক আপনাকে ট্যাক্স দিতে হবেনা।
আমিও স্বপ্ন দেখি। তবে,আমার সমস্যাটা হচ্ছে গত দশ বছরে আমার স্বপ্ন অন্তত দশবার আমার রোষানলে পড়েছে। এটা নিঃসন্দেহে ভালো,স্বপ্ন আপগ্রেড হলে দোষ কোথায়? সে যায় হোক,সেসব বর্ননা করতে চাচ্ছি না। বর্তমানে আমার মাথায় যা ঘুরপাক খাচ্ছে তাই বলবো।
এখনও উচ্চ মাধ্যমিক টপকাতে পারিনি। তবে, প্রায় সীমান্তে চলে এসেছি। বেশ কাছেই তো, ওই যে দেখা যাচ্ছে? আমি জানি, আমি চাইলেও এখানে থামতে পারবো না। সময় নামক গাড়িটা এমনই। আপনি না পারবেন ফিরতে আর নাতো এটাকে থামাতে। সুতরাং, আমি সময়মতো ঠিকই টপকে যাবো। তারপর,দেশের প্রথম সারির একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবো। যদিও কপাল আমার সুপ্রসন্ন কিনা,আমি সন্দিহান। সে যায় হোক,আমার ভাবনাতে আমি স্বাধীন!
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই লেখালেখির চর্চা গুণোত্তর ধারায় চালিয়ে যাবো। কিছুদিনের ভিতরেই দেশের জনপ্রিয় পেপার-পত্রিকায় আমার লেখা ছাপা হবে। সম্পাদকদের সাথে আমার ব্যক্তিগত সখ্যতা গড়ে উঠবে। আমার প্রকাশিত কলাম সারাদেশে আলোচনা-সমলোচনার ঝড় তুলবে। দেশেন জ্ঞানী-গুণী মহলে আমার লেখা ব্যাপক গ্রহনযোগ্যতা পাবে। অানিসুল হক ও জাফর ইকবাল স্যারের সাথে কোনো সেমিনারে সৌভাগ্যক্রমে দেখা হয়ে যাবে। আমি তাদের কাছে যেতেই তাঁরা আমাকে জিজ্ঞেস করবে,তুমি শেখ শাকিল? আমি বললো,জ্বি স্যার। এরপর তাঁরা আমাকে উৎসাহ দিয়ে বলবে,চালিয়ে যাও! আমি এই উৎসাহকে পুঁজি করে নিরলস লেখালেখি চালিয়ে যাবো। সাথে সাথে পড়াশোনায়ও সমান তালে এগিয়ে যাবো। ডিপার্টমেন্টের স্যাররা সবাই আমাকে চিনবে। আমি হবো আমার ডিপার্টমেন্টের আইকন। লেখালেখির কারনে সারাদেশে ব্যাপী আমার বিশাল ভক্তকূল তৈরি হবে। স্যোশাল সাইট গুলোতো আমার হাজার হাজার ফলোয়ার হবে।
এইতো উপযুক্ত সময়! এখন আমি বই লেখায় মনোনিবেশ করবো। তারপর কোনো এক ফেব্রুয়ারি সামনে রেখে আমি তোড়জোড় শুরু করবো। স্যোশাল সাইটগুলোতে জানান দিবো। এরপর কোনো একদিন বইয়ের প্রচ্ছদ প্রকাশ করবো। ফেব্রুয়ারির আগেই রকমারিতে প্রি-অর্ডার শুরু হয়ে যাবে। এক ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে। প্রথম দিন থেকেই আমার বইয়ের স্টলের সামনে উপচেপড়া ভিড় হবে। কিছুদিন পর,আমি ঘোষণা দিয়ে মেলায় যাবো। নির্ধারিত দিনে মেলায় গেলেই ভক্তকূল আমাকে কোণঠাসা করে রাখবে। অটোগ্রাফ দিতে দিতে হাত ঝিম ধরে যাবে,তবুও আমি অন্যরকম প্রশান্তি খুঁজে পাবো। তরুণ লেখক হবার দরুণ মেয়ে পাঠকদের অাবদার একটু বেশিই থাকবে। তারা অটোগ্রাফ নিয়েই ক্ষান্ত হবেনা,সাথে ফটোগ্রাফও চাই। ইতোমধ্যেই বইয়ের প্রথম মুদ্রণ বিক্রি হয়ে যাবে। প্রকাশক খুশিতে নাচতে নাচতে আবার দ্বিতীয় মুদ্রণ প্রকাশ করবেন!
...
© Shakil Hosen

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.