![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় ছিলো যখন আমাদের হার্ডডিস্ক এর সাইজ অনেক ছোট ছিলো, এখন এমন অবস্থা কার চেয়ে কারটা বড়। সুবিধার সাথে সাথে একটা সমস্যাও হয়েছে, ডাটাগুলো কোথায়, কিভাবে আছে, আবার একই ডাটা কয়েক জায়গায় আছে। কাজের সময় ঠিকমতো খুঁজে পাওয়া যায় না। এর একটা সমাধান ডুপ্লিকেট ফাইল গুলো খুঁজুন এবং রিমুভ করুন।
একটা ভালো মানের ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার দিয়ে একই নাম, সাইজ / একই বিষয় বস্তু অনুসন্ধান করে রিমুভ করা যায়। এই জন্য দুইটি ফ্রি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো।
প্রথমে Free Download করুন . এটি 3.85MB সাইজ, ১ মিলিয়নের উপর ডাউনলোড হয়েছে । এর তিনটি ট্যাব আছে আপনি দেখলেই বুঝতে পারবেন, আপনাকে কি করতে হবে ? আপনি যখন আপনার হার্ডডিক্সটি স্ক্যান করবেন, তখন একে বলে দিবেন কি কি খুঁজবে আর কি কি বাদ দিবে।
এইবার সফটওয়ারটি , সাইজ 8.21MB, এইটি windows 8 সাপোর্ট করে। একে নিয়েও বেশী কিছু বলার নাই। প্রায় একই আপনি ইন্সটল করলেই বুঝতে পারবেন।
সফটওয়ারটি ছোট হলো, কিন্তু কাজের। ব্যবহার করলেই বুঝতে পারবেন।
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১
জীবনকেসি বলেছেন: নিলাম
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
সৈকত৪৯৪ বলেছেন: kamer jinis mone koi