![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাউ ম্যানি ইয়ারস ক্যান সাম পিপল এগ্সিস্ট বিফোর দে'র আ্যলাউড টু বি ফ্রি............
"গুন্ডে" মুভিটি এখনো দেখা হয়নি। এমনিতেই আমি হিন্দি মুভি দেখিনা। কিন্তু সামাজিক নেটওয়ার্ক মাধ্যমগুলোতে ঝড় উঠেছে মুভিটি নিয়ে। আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার দায়ে অভিযুক্ত এই অভিশপ্ত মুভিটি। এখন প্রশ্ন হচ্ছে ভারতীয়রা কি এভাবেই বাংলাদেশের সর্ব শ্রেষ্ঠ অর্জনটিকে দেখে? আমাদের হাজার বছরের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ ও গৌরবময় অর্জনটি কি ভারতের স্বত্ব? তাহলে আমাদের পূর্ব পুরুষেরা যে রক্ত ও ঘাম ঝড়িয়ে লক্ষ প্রানের বিনিময়ে স্বাধীনতার সূর্যটা এনে ক্রন্ধরত মায়ের হাতে দিলেন, তার কি মুল্য দিলো তথাকথিত বন্ধু রাস্ট্র ভারত! যতদূর জানা গেছে তা থেকে স্ফটিকের মতো স্পষ্ট যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ভারতের পাঠ্যপুস্তকে "ভারত-পাকিস্থান" যুদ্ধ হিসেবেই লিপিবদ্ধ। আর সেই লিপিবদ্ধকৃত ভারতীয় ইতিহাসের হাত ধরেই তৈরি হয়েছে "গুন্ডে" মুভিটি।
আজ আমাদের সরকার উঠে পরে লেগেছে বাংলাদেশকে ভারতীয় মুভির মুক্ত বাজার হিসেবে প্রতিষ্ঠিত করতে। আসাদুজ্জামান নূর নামের একজন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব যার নামে রয়েছে বিস্তর অনৈতিক ও অনিয়মের অভিযোগ, তিনি সরাসরি দালালী করছেন ভারতীয় মুভি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য। সুন্দর, খুব সুন্দর। ভাবতেই ভালো লাগছে বাংলাদেশে আসলেই ভারতীয় দালালের অভাব নেই। তো যখন থেকে ভারতীয় মুভি বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখানো হবে তখনও নিশ্চয় "গুন্ডে"'র মতো আরো অনেক মুভি হবে ও সেগুলো বাংলাদেশে মুক্তি পাবে। তখন নিশ্চয় আমাদের নতুন প্রজন্ম আবারো নতুন করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস শিখবে। তারপর একদিন হারিয়ে যাবে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা মেজর জিয়ার বলিষ্ঠ কন্ঠের স্বাধীনতার ঘোষনা। নতুন প্রজন্ম প্র্শ্ন করবে শেখ মুজিব নামের লোকটা ক্যানো "ভারত-পাকিস্থান" যুদ্ধের সময় গ্রেফতার হয়েছিলো?
এভাবেই হয়তো আমরা হাঁটছি ইতিহাস বিকৃতির ভিন্ন এক পথে, সাংস্কৃতিক গোলামীর নতুন রাস্তায়। সক্রেটিসের মতো আফসোস করবো জ্ঞানের কথা শোনার চেয়ে বানর নাচ দেখতে লোক সমগাম বেশী হওয়ার জন্য।
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪২
ব্লগ মাফিয়া বলেছেন: উপপাদ্য বলেছেন: "গুন্ডে"তে গুন্ডাদের মতোই ইতিহাস বিকৃতি হয়েছে। আর আমাদের সরকারী পান্ডারা পা চাটতে ব্যাস্ত।
গুন্ডা-পান্ডাদের ইতিহাস নিয়েই হয়তো বাংলাদেশের ভবিষ্যত ইতিহাস রচিত হবে।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৮
উপপাদ্য বলেছেন: "গুন্ডে"তে গুন্ডাদের মতোই ইতিহাস বিকৃতি হয়েছে। আর আমাদের সরকারী পান্ডারা পা চাটতে ব্যাস্ত।
গুন্ডা-পান্ডাদের ইতিহাস নিয়েই হয়তো বাংলাদেশের ভবিষ্যত ইতিহাস রচিত হবে।