![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটার ঘড়ি কেনা দেখে বিস্মিত হলাম। সে একটার পর একটা ঘড়ি হাতে নিয়ে চোখ বন্ধ করে কি যেন ভাবছে !
ক্যামেরার জন্যে দুই জোড়া নতুন ব্যাটারি কিনতে গিয়েছিলাম। দোকানটা মূলত একটা ঘড়ির দোকান-তারা ক্যামেরার ব্যাটারিও রাখে। খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম বলেই বোধহয় দেরি হলো। দেরির কারন এই মেয়েটা।
মেয়ে কারো জন্যে ঘড়ি পছন্দ করছিলো। ছেলেদের ঘড়ি। ইয়াং জেনারেশনে ব্যবহার করে এমন কিছু চাচ্ছিলো। ঘড়িওয়ালাও মেয়ে কাষ্টমার পেয়ে আর কারো দিকে তাকাচ্ছিলো না। অনেকটা বাধ্য হয়েই ঘড়ি কেনা দেখতে লাগলাম।
মেয়েটা প্রায় আধাঘন্টায় পঞ্চাশটা ঘড়ি দেখে বার বিশেক চোখ বন্ধ করে কি যেন চিন্তা করে একটা সুন্দর ঘড়ি পছন্দ করলো।
হঠাত ঘড়িটা যার জন্যে কেনা হচ্ছিলো তার প্রতি তীব্র ঈর্ষাবোধ করতে লাগলাম। আমার জন্যে যডি কেউ এভাবে একশ ঘড়ি খুঁজে খুঁজে একটা ঘড়ি কিনতো ! চোখ বন্ধ করে চিন্তায় আমার হাতে সেই ঘড়িটা পড়িয়ে দেখতো কেমন লাগে !
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
অনুদা বলেছেন: বিল গেটস এর মেয়েরে ভালা পাই
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
অভ্রনীল লুছিফার বলেছেন:
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
অনুদা বলেছেন: ধন্যবাদ লুছিফার
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
আশিক মাসুম বলেছেন: হাহাহাহা চোখ বন্ধ কইরা অনেকে নিজেক ওবামার কিংবা বিল গেটস এর মেয়ের জামাই ভাবে