নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোকা মাকড়ের অস্তিত্ব নিয়ে কিছু দিন বেঁচে থাকা

.......অতঃপর মৃত্যুর প্রতীক্ষা

সাঈফ শেরিফ

আমার প্রোফাইলের পুরোটাই অন্ধকার, আলো নেই |যৌবনে যন্ত্র শাসনের পুঁথিপাঠ কালে মনে বাসা বাধে দুরারোগ্য কর্কট রোগ, সেখান থেকেই দগদগে মানসিক ক্ষত | আজ তাই রুটি-রুজির দায়ে কোনো এক বিরান ভূমে নির্বাসিত, দেশে ভিক্ষে নেই | জীবন ধমনীর ভেতর থেকে কন্টাকীর্ণ ডালপালা টেনে হেচড়ে জুটে দুটো পয়সা, চিকিত্সার পথ্য| সংকীর্ণ হয়ে আসা অস্তিত্বে তাই অভুক্ত থাকা হয় অনেক প্রহর, সেখানে নিদ্রা, স্নান , ক্ষৌরকর্মের সময়, সুযোগ প্রায়শই নেই |দূর ভবিষ্যতে সুস্থতার সনদ নিয়ে দেশে ফিরলে, ততোদিনে হয়ত জীবনের চাহিদাশূন্য নির্বিকার কেউ একজন |

সাঈফ শেরিফ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশকে সমর্থন করার অধিকার

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪১

আপনার কী সেই অধিকার আছে? আপনি সন্ত্রাসী দল বি এন পি-জামাত সমর্থন করেন --আপনি বাংলাদেশে বিশ্বাসই করেন না। আপনি বঙ্গবন্ধুর লাশের উপর দাড়ানো রাজনীতি করে দেশের জন্মকে অস্বীকার করেন ।



আপনিই একদিন বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছিলেন, সেই বঙ্গবন্ধুকে তার নায্য রাষ্ট্রক্ষমতা না দেবার কারণেই যুদ্ধ করতে বাধ্য হয়েছেন।কাজেই বাংলাদেশ স্বাধীন হওয়ার চেয়ে ব্যক্তি বঙ্গবন্ধু বেশি গুরুত্বপূর্ণ এবং তার গালমন্দ করা দলের নেতার বাংলার মাটিতে ঠাই নেই বলেই নির্বাসনে যেতে হয়েছে।



বঙ্গবন্ধু-বিরোধী সন্ত্রাসী দলের যে ৪০% সমর্থক আছে, তাদের ভোটাধিকার নেই।সন্ত্রাসী রোহিঙ্গাদেরও ভোটাধিকার নেই। বঙ্গবন্ধুর দেশ হয়তো দয়া করে ৪০% বি এন পি-জামাতের সমর্থকদের থাকতে দিচ্ছে, মায়ানমারে সেই দয়াটুকুও নেই।



আপনি আওয়ামীলীগের বিরোধিতা করেন মানেই আপনি আই এস এস এর সমর্থক, আপনি পাকিস্তানের সমর্থক, আপনি আফগান জঙ্গি । জঙ্গি নেত্রীর অধিকার নেই দেশের প্রধান হবার । রাজ্য শাসন করতে হলে আপনার রক্তে পাঞ্জাব থাকতেই হবে, অথবা আমেরিকার প্রেসিডেন্ট হতে হলে খ্রিস্টান হতেই হবে, বাংলাদেশের রাজ্য-নাগরিক সংক্রান্ত ক্ষমতা পেতে চাইলে একটা দল করতেই হবে।



আপনার বাংলাদেশকে সমর্থন করার অধিকার বা প্রমাণটা কোথায়?



শাহবাগের আন্দোলনটা একটা মৌসুমী ঘূর্ণিঝড় তৈরি করেছিল। ২০০৩ সালে মার্কিন-ইঙ্গ শক্তি ইরাকে হামলার সময় যেমন দেশে কোকাকোলা বর্জন শুধু হয়েছিল, তেমনি ঝড় । শাহবাগের সাথে সমর্থন জানিয়ে যারা চিৎকার করছিল তাদের একটা বড় অংশ ১৯৯২ সালের বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের সমর্থনেও চিৎকার করেছিল। মুসলিম বলে হয়তো, সন্ত্রাসের ধর্ম বলে কথা। অমুসলিমরা দেশের সাথে এই বেঈমানিটা করতে পারেনা, এটা তাদের ধর্ম বিরুদ্ধ।



খেলার নামে ১৯৯২ সালে গোটা বাংলাদেশ যখন পাকিস্তানের নামে শ্লোগান দিচ্ছিল, আপনি তখন কোথায় ছিলেন?





কারণ পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণাটা তখনও পোক্ত হয়নি, কারণ গোলাম আযম তখনও নাগরিকত্ব পায়নি । নিজামী মন্ত্রী হয়নি । জে এম বি বা তালেবান বোমা ফুটাফুটি শুরু করেনি । মানুষ জিয়ার আমলের পরে ১৯৯১ এ আবার জিয়ার দলকেই ভোট দিয়েছে, বঙ্গবন্ধুর দলকে না। ভোটের রাজনীতিতে জামাতের সন্ত্রাসীরা যখন মুক্তিযুদ্ধের পক্ষের ক্ষতি করে দিচ্ছিল, তখনই বোধের উদয় হলো, জামাতের বিচার করা বাকি । জামাতকে দমন না করা গেলে মুক্তিযুদ্ধ ধর্মকে বাচিয়ে রাখা যাবেনা।



বাংলাদেশের নাগরিক হয়েও যেহেতু আপনার ভোটাধিকার নেই, কারণ তা বিপজ্জনকভাবে আপনার পছন্দ করা অবৈধ দলকে নির্বাচিত করতে পারেন, এটা দ্বারাই প্রমাণিত হয় আপনার বাংলাদেশ সমর্থন করার অধিকার নেই। বাংলাদেশকে সমর্থন করার পরে এই আমি যদি দেশকে শীর্ষ দুর্নীতিগ্রস্থ করি, মানুষের অধিকার লুটে নেই --আমার সমর্থন ভন্ডামি ছাড়া কিছুনা।





পাসপোর্ট, নাগরিকত্ব হলো কিছু কাগজ, কিছু বৈধতার ব্যাপার । আপনি কাকতালীয়ভাবে বাংলাদেশে জন্মগ্রহণ করে দাবি করতে পারেন আপনি বাংলাদেশ সমর্থন করেন । কিন্তু সেই সমর্থন অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে । কারণ কেউ বলেনা



রাজনীতি যার যার, দেশ সবার।



অথবা





বাংলার বি এন পি, বাংলার লীগ, বাংলার জাপা, বাংলার জামাত--আমরা সবাই বাংলাদেশি।






রক্তের দোষ, ধর্মের দোষ, চেতনার দোষ, ছাগমনার দোষ, বিশ্বাসের দোষের কারণে দেশ দু'ভাগে বিভক্ত। আওয়ামীলীগ যদি দেশটা শুধু তাদের নিজেদের সমর্থক ও সমমনাদের মনে করে, সেখানে সন্ত্রাস ঘটিয়ে বাংলাদেশের উপর জোর অধিকার খাটানোর নীতিতে আমি বিশ্বাস করিনা।



বাংলাদেশকে সমর্থনের অধিকার আদায়ের কোন ইচ্ছে আমার নাই।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৮

রাফা বলেছেন: তাহোলে কার অধিকার আদায় করতে চান আপনি.? নাকি বায়বিয় কিছুর সমর্থনে আপনার প্রচার !

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৭

সাঈফ শেরিফ বলেছেন: অধিকার আদায়ের জন্য যেটা করতে হবে সেটা হলো নিজের বিবেক-বুদ্ধি বিসর্জন দিয়ে একটা দলভুক্ত হওয়া । অথবা সন্ত্রাসের পথ বেছে নেয়া। কোন কিছুর প্রতি সমর্থন থাকতেই হবে এমন বাধ্যবাধকতা আছে কী?

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯

রাফা বলেছেন: মনে হয় এখন আছে, কোন একটাকে অবশ্যই সমর্থন করতে হবে।
পরিস্থিতি মনে হয় সেরকমই ডিমান্ড করছে।আমরা অনেকেই মনে করি আমার একা কোন পক্ষে থাকা না থাকায় কিছু আসে যায়না।

কিন্তু বাস্তবতা হোচ্ছে ,এতে পুর্বেও অনেক কিছু আসতো যেতো।আর এখন খুব বেশি করেই আসে যায়।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৩

মিতক্ষরা বলেছেন: বাংলাদেশের নাগরিক হয়েও যেহেতু আপনার ভোটাধিকার নেই, কারণ তা বিপজ্জনকভাবে আপনার পছন্দ করা অবৈধ দলকে নির্বাচিত করতে পারেন ।


কি অদ্ভূত মানসিকতা আওয়ামী শুশীলদের!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.