![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রোফাইলের পুরোটাই অন্ধকার, আলো নেই |যৌবনে যন্ত্র শাসনের পুঁথিপাঠ কালে মনে বাসা বাধে দুরারোগ্য কর্কট রোগ, সেখান থেকেই দগদগে মানসিক ক্ষত | আজ তাই রুটি-রুজির দায়ে কোনো এক বিরান ভূমে নির্বাসিত, দেশে ভিক্ষে নেই | জীবন ধমনীর ভেতর থেকে কন্টাকীর্ণ ডালপালা টেনে হেচড়ে জুটে দুটো পয়সা, চিকিত্সার পথ্য| সংকীর্ণ হয়ে আসা অস্তিত্বে তাই অভুক্ত থাকা হয় অনেক প্রহর, সেখানে নিদ্রা, স্নান , ক্ষৌরকর্মের সময়, সুযোগ প্রায়শই নেই |দূর ভবিষ্যতে সুস্থতার সনদ নিয়ে দেশে ফিরলে, ততোদিনে হয়ত জীবনের চাহিদাশূন্য নির্বিকার কেউ একজন |
ভাষার জন্য রক্ত দয়া শহীদ এবং বীর শ্রেষ্ঠরা সবাই মুসলিম নামধারী হবার পরেও এই উপমহাদেশে মুসলিমরাই বাঙালি হবার দৌড়ে সবচেয়ে পিছিয়ে আছে, বিতর্কিত হয়ে আছে তার কারণ গুলো নিচে দেয়া হলো
১. আরবি-ফারসি নামকরণ ও ব্যবহার
হাজার বছরের বাঙালি সংস্কৃতির উপর আঘাত এনে যে বর্বর আরব-পারসিয়ানরা বাংলার মাটিতে আগ্রাসন চালিয়েছে, তার প্রমাণ স্বরূপ আরবি-ফারসি নামকরণ চারিদিকে । বাঙালির নিজস্ব সমৃদ্ধ ভাষা-সংস্কৃতি থাকা সত্ত্বেও বাঙালি মুসলিমরা কেন আরবি/ফারসি ভাষায় সন্তানের নাম রাখবে এটা গাত্রদাহের যথার্থ কারণ। বাবাকে আব্বু বা আব্বা বলা, মাকে বলা আম্মা--আরবি-ফারসি ভাষার দাপটটা হাজার বছরের বাঙালি ভাষা-সংস্কৃতির জন্য গ্লানিকর ।
২. অতিরিক্ত গরুর মাংস প্রীতি
এমনকি আরবের লোকগুলোও কুরাবানিতে ভেড়া, ছাগল, দুম্বা দেয়, কিন্তু বাঙালি মুসলিমের গরু ভোজন ছাড়া চলেনা। এই গরু ভোজন আবহমানকালের বাঙালি সংস্কৃতির সাথে যায়না। সনাতন ধর্মকে চ্যালেঞ্জ বা তাচ্ছিল্য করতেই এই গরু ভোজনের সংস্কৃতি। পয়লা বৈশাখে পান্তার সাথে ইলিশের চাইতে গরুর মাংস বেশি সুস্বাদু হবার কথা । সেটি করলে বরং ভয়াবহ সাম্প্রদায়িকতা হয়ে যাবে।
৩. বাঙালি কিংবদন্তীদের সঠিক সম্মান না করা
রবি বাবুকে ব্রাহ্মণবাদী বলে অপছন্দ করা, অথচ রবিবাবুর সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত। বঙ্কিমবাবুকে সাম্প্রদায়িক বলে ঘৃণা করা, স্বামী বিবেকানন্দের অসাম্প্রদায়িকতার ডাককে উপলব্ধি করতে না পারাটা মুসলিমদের মৌলবাদী ধর্মাচারের কারণেই হয়েছে।
৪. মসজিদ-মাদ্রাসাতে জাতীয় সঙ্গীত গাইতে না পারা
মসজিদ-মক্তবগুলো বাংলার মাটিতে অদ্ভুত কারণে সংগীত, শিল্প থেকে দূরে সরিয়ে রাখা হয়। যত প্রগতিশীল হোন না কেন, বাঙালি মুসলিম মসজিদে বাদ্যযন্ত্র নেয়া বা শিল্প-ভাস্কর্য চর্চাকে পাপ মনে করে । এ ধরনের ধারণা-মানসিকতা বাঙালি সংস্কৃতির পুরোপুরি বিরুদ্ধ ।
৫. ধর্মের নামে, ধর্মের দোহাই দিয়ে বাঙালি সংস্কৃতিকে অগ্রাহ্য করা
শহীদ মিনারে ফুল না দেয়া, শিখা চিরন্তনের সামনে দাড়িয়ে সম্মান না দেখানো, মৃতের প্রতিকৃতিতে ফুলনা দেয়া, মঙ্গল শোভাযাত্রাকে ধর্মের নামে বর্জন করে এক প্রকার লোক যারা সরাসরি বাঙালি হতেই অস্বীকৃতি জানায়।
৬. খেলার নামে পাকিস্তান সাপোর্ট করা
এটা বাঙালি মুসলিমের বিবেকে বাধেনা যে খেলার নামে তাদের পূর্বপুরুষের গণহত্যাকারীদের সমর্থন দেয়া যায়না। তারপরেও তারা বিবেক ভুলে পাকিস্তান ক্রিকেটকে সমর্থন দেয়, পাকিস্তানের পতাকা নিয়ে মাঠে গিয়ে বাঙালি জাতির চূড়ান্ত অবমাননা করে । ধর্মের দোহাই দিয়ে পাকিস্তানের সাথে ভাই পাতায়। এই অপকর্মটা হিন্দুদের পক্ষে কখনই করা সম্ভব না।
৭. কারণে অকারণে ভারত বিদ্বেষ
বাঙালি মুসলিমদের মাঝে কারণে অকারণে ভারত বিদ্বেষটা ফ্যাশনে দাড়িয়েছে। অথচ এই ভারত নিঃস্বার্থভাবে আমাদের সাহায্য করেছে বলেই দ্রুত স্বাধীনতা পেয়েছি । ভারতকে অস্বীকার করা মানে একপ্রকার মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, যেটা বাঙালি মুসলিমরা তাদের পূর্ব পাকিস্তানি ভূতের কারণে প্রায়ই করে থাকে ।
এবার ভেবে বলুন মধ্যযুগীয় আরবের ধর্ম বিশ্বাস বুকে নিয়ে আপনি কতটা বাঙালি হবার ভন্ডামি করতে পেরেছেন? শক্তপোক্ত নিষ্ঠাবান বাঙালি হবার প্রয়াসে আপনি কতটুকু পিছিয়ে আছেন?
নাকি বাঙালি হওয়াটা শুধু একটা রাজনৈতিক দলের ফায়দা আদায়ের অস্ত্র মাত্র?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৫
সাঈফ শেরিফ বলেছেন: ধন্যবাদ !
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৩
এ েক রুেবল বলেছেন: তুমি যে সাচ্চা হিন্দু তাতে কোন. সন্দেহ নেই
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৭
সাঈফ শেরিফ বলেছেন: ধর্ম যার যার ভাই, আমাদের পরিচয় বরং একটাই, আমরা সবাই বাঙালি।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৯
গাঁও গেরামের মানুষ বলেছেন: "নিষ্ঠাবান বাঙালি" বলতে কি অমুসলিম বোঝালেন?
মনে হচ্ছে এইটা একটা ক্যাচাল পোষ্ট।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫
সাঈফ শেরিফ বলেছেন: আসাদুজ্জাম নূর কী অমুসলিম? মুনতাসির মামুন কী অমুসলিম? তারা কী নিষ্ঠাবান বাঙালি নন?
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩১
ইমরান আশফাক বলেছেন: একজন পন্ডিতমূর্খের পোস্ট পড়লাম ও মজা পাইলাম। চালিয়ে যান।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩
সাঈফ শেরিফ বলেছেন: কোন কোন পয়েন্টে মূর্খতা, সেটা তুলে ধরলে বাধিত হইতাম।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯
আমি ময়ূরাক্ষী বলেছেন: বাঙ্গালী তার সন্তানের নাম রাখুন খাঁটি ও সুন্দর বাংলা শব্দে। এটা আমার চাওয়া। পাশাপাশি যে যার ধর্মের নামও রাখবেন এটাই রেওয়াজ। দোষের কিছু মনে হয়না সেটা আমার।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩
সাঈফ শেরিফ বলেছেন: তার মানে বাংলা আর আরবি (যেহেতু ধর্মের ভাষা) মিলিয়ে নাম রাখার পক্ষে মত দিচ্ছেন?
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪
আমি ময়ূরাক্ষী বলেছেন: হ্যাঁ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮
সাঈফ শেরিফ বলেছেন: আকাশ রহমান, সবুজ হোসেন, হিমেল হাসান, মুহাম্মদ চৌধুরি ---মন্দনা নাম গুলো। বাঙালি-মুসলিম হিসেবে ভারসাম্য বজায় থাকবে । ধন্যবাদ।
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬
আমি ময়ূরাক্ষী বলেছেন: এবং হিন্দু, বৌদ্ধ, ক্রিশ্চিয়ান যে যার ধর্মের নাম রাখবেন। বাঙ্গালীত্ব এবং যার যার ধর্মের প্রতি শ্রদ্ধা দুটোই অটুট থাকুক। কেউ কোনো ধর্মকে অসন্মান করবেন না এটাই আমার চাওয়া।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০০
সাঈফ শেরিফ বলেছেন: এখানে ধর্মকে অসম্মানের প্রসঙ্গ কীভাবে এলো বুঝলাম না। পুরো আরবি নাম রাখলে সেটি বরং বাঙালিত্বকে অসম্মান করা হতে পারে।
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০১
আমি ময়ূরাক্ষী বলেছেন: এইভাবে বলিনি।
পুরোটাই বাংলা বা আরবীতে হতে পারে।
কিন্তু আপনার নামাকরণগুলোও দারুন মজার।
আপনার নিজের নামটি সুন্দর সাঈফ শেরিফ। সত্যিই দারুন নাম।
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০২
আমি ময়ূরাক্ষী বলেছেন: এখানে ধর্মকে অসম্মানের প্রসঙ্গ কীভাবে এলো বুঝলাম না। পুরো আরবি নাম রাখলে সেটি বরং বাঙালিত্বকে অসম্মান করা হতে পারে।
এখানে আসেনি আমি আমার মতামত বলতে এখানে এনেছি।
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০২
আমিজমিদার বলেছেন: ইহা হয় একটি ক্যাচাল পুষ্ট। চালায়া যান ভ্রাতা।
১. বাঙালি হৈতে গেলে বাংলা নাম রাখা লাগবই?
২. গরুর মাংস খাউয়া দুষ?
৩. বঙ্কিমবাবুকে সাম্প্রদায়িক বলে ঘৃণা করা, স্বামী বিবেকানন্দের অসাম্প্রদায়িকতার ডাককে উপলব্ধি করতে না পারাটা মুসলিমদের মৌলবাদী ধর্মাচারের কারণেই হয়েছে।
৪. তাইলে বাঙালি হৈতে গেলে মসজিদে রবীন্দ্রসঙ্গীত বাজান লাগব, দেয়ালে দেয়ালে চিত্র আঁকা লাগব, ভাস্কর্য বসাইতে হৈব?
৫. শহীদ মিনারে ফুল না দেয়া, শিখা চিরন্তনের সামনে দাড়িয়ে সম্মান না দেখানো, মৃতের প্রতিকৃতিতে ফুলনা দেয়া, মঙ্গল শোভাযাত্রাকে ধর্মের নামে বর্জন করে এক প্রকার লোক যারা সরাসরি বাঙালি হতেই অস্বীকৃতি জানায়।
এক প্রকার লোক করে দেইখা আমরাও বাদ?
৬. এটা বাঙালি মুসলিমের বিবেকে বাধেনা যে খেলার নামে তাদের পূর্বপুরুষের গণহত্যাকারীদের সমর্থন দেয়া যায়না। তারপরেও তারা বিবেক ভুলে পাকিস্তান ক্রিকেটকে সমর্থন দেয়, পাকিস্তানের পতাকা নিয়ে মাঠে গিয়ে বাঙালি জাতির চূড়ান্ত অবমাননা করে । ধর্মের দোহাই দিয়ে পাকিস্তানের সাথে ভাই পাতায়। এই অপকর্মটা হিন্দুদের পক্ষে কখনই করা সম্ভব না।
ভাই সবাই সাপোর্ট দেয়? তাও ভাল ছিল, শেষ লাইনে যে লেজুড় বেরিয়ে গেল দাদা!
৭. কারণে অকারণে ভারত বিদ্বেষ
ও, পাছায় বাম্বু দিলেও ইনক্রেডিবল ইন্ডিয়ারে কিছু কওয়া যাইব না, নাকি?
অস্থির একটা পুষ্ট
আপনারে ফলো করলাম। বিনুদুন ভালই দিতে পারেন তো!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৪
সাঈফ শেরিফ বলেছেন: ধন্যবাদ ।
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫
বেদুইন জাহিদ বলেছেন: একজন মুসলমান হলো, প্রথমে মুসলিম পরে বাঙ্গালি।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৭
সাঈফ শেরিফ বলেছেন: এই ধরনের কথা তো মুক্তিযুদ্ধের চেতনার সাথে সরাসরি সার্ঘষিক । আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপরে যার যা ধর্ম তার তার কাছে্ ।
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৭
স্পিরিচুয়ালহান্টার বলেছেন: মধ্যযুগীয় আরবের ধর্ম বিশ্বাস বুকে নিয়ে আপনি কতটা বাঙালি হবার ভন্ডামি করতে পেরেছেন?
আপনার লে খাটা পড়লাম আর মনে হলো । কথাটা কি ঠিক লিখেছেন?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮
সাঈফ শেরিফ বলেছেন: কীভাবে হলে সঠিক হতো বলে দিন? মুক্ত আলোচনা হোক ।
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১১
বেদুইন জাহিদ বলেছেন: @ লেখক ভাই, আপনার গরু বিদ্বেষী মনোভাব দেখে আপনাকে একটা অনুরোধ, আপনি ভাই গরু না খেয়ে পাঠা খেতে পারেন।
শুনেছি ওপার দাদাদের এটি অতীব প্রিয় খাদ্য। এতে যেমন খাটি (!!)বাঙ্গালী (আপনার ভাষায়) হওয়া যাবে, তেমনি দাদাবাবুরা খুশিহবে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২০
সাঈফ শেরিফ বলেছেন: ওপারের দাদাবাবুরা ১ লা বৈশাখ আমাদের সাথে পালন করেন না, ভিন্ন দিনে করেন । তারা পান্তাও খান না ।
আমরা এপারে থেকে যেটা চালু করতে পারি, গরুর মাংস দিয়ে পান্তা । কিন্তু সাম্প্রদায়িক খাবার বলে তা হতে দেবার নয়।
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৮
বেদুইন জাহিদ বলেছেন: """"মুক্তিযুদ্ধের চেতনার সাথে সরাসরি সার্ঘষিক"""
আপনি অমুসলিম হলে চেতনা নিয়ে বসে বসে মুড়ি খান।
আর মুসলিম হলে ভালো করে ইসলাম সম্পর্কে জানুন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪০
সাঈফ শেরিফ বলেছেন: ৭১ এ রাজাকাররা নিজেদের মুসলিম পরিচয়কে বিশেষ অগ্রাধিকার দিয়েই কুকর্ম গুলো করেছিল । কাজেই আগে মুসলিম, পরে বাঙালি বললে ব্যাপারটি যুদ্ধাপরাধীদের সমর্থনে চলে যায়। ভেবে দেখবেন।
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩০
বেদুইন জাহিদ বলেছেন: আর ভাই গরুর মাংস দিয়ে পান্তা খাবেন কেন?? সেটাও তো মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮
সাঈফ শেরিফ বলেছেন: মুসলমানিত্ব যদি অগ্রধিকার পায়, তাহলে গরু-পান্তা সহযোগেই সেটি প্রমাণ করতে হবে, নাকি? হিন্দুরা না হয় ইলিশ-পান্তা খেয়েই উৎসবে শরীক হলেন ।
১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৩
রামন বলেছেন:
ভাই, বাঙালি হচ্ছে একটি জাতি, একটি অস্তিত্ব আর ধর্ম হলো বিশ্বাস, কেউ মানতে পারে, কেউবা অবিশ্বাসও করতে পারে তার চেয়ে বরং বলেন বাঙালি যে কারণে সাচ্চা মুসলিম হতে পারবে না৷ মুসলিম বলতে পাকি মুসলিম বা নাইজেরিয়ার মুসলিমকেও বুঝায়।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০০
সাঈফ শেরিফ বলেছেন: ঘুরে ফিরে তো একটাই কথা । ধর্ম নামক বিশ্বাসের কুপ্রভাবে পড়ে একটি ধর্মীয় সম্প্রদায় বাঙালি জাতির শ্বাশত অস্তিত্বের সাথে পুরোপুরি মিশতে পারছেনা।
১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৯
আরণ্যক রাখাল বলেছেন: গরুর মাংসের কথাটা বাদ দিলে বাকি সবের সাথে একমত| আর কেন মুসলিম ঠিকমত বাঙালি হতে পারে না এটা কিছুকিছু কমেন্ট দেখেই বুঝতে পারছি
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০২
সাঈফ শেরিফ বলেছেন: প্রশ্নটা এখন হচ্ছে এভাবে
বাঙালির মুসলিম হতে ব্যর্থ হওয়া , নাকি
মুসলিমের বাঙালি হতে ব্যর্থ হওয়া
-----------------------------------------------
দুটোর পারস্পেকটিভ আলাদা, ফলাফল একটাই।
১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩
দাম বলেছেন: satire টা ভাল হইছে
১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
সুমাইয়া আলো বলেছেন: হুম পড়লাম, বুঝলাম, দেখলাম। তাতে যেটা উপলোদ্ধী হইল খাঁটি বাংগালী হইতে হইলে হিসলিম হইতে হইবে তাই তো দাই (দাদা+ভাই)।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯
সাঈফ শেরিফ বলেছেন: মুসলেন্দু শব্দটা কেমন?
২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪০
শাহ আজিজ বলেছেন: ভালো আলাপ , চলুক না। দেখি কারা বাঙ্গালী জাতিগত পরিচয়ে গর্বিত আর কারা ধর্মীয় পরিচয়ে তুষ্ট ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮
সাঈফ শেরিফ বলেছেন: চলুক । ধর্ম যেখানে বিভক্তি টেনেছে, বাঙালি জাতীয়তাবাদ গড়েছে ঔক্য।
২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৪
মিতক্ষরা বলেছেন: মুসলিমদের পক্ষে খাটি বাংগালী হওয়া সম্ভব নয়। কারন মুসলিমত্ব আর বাংগালীত্ব পরষ্পরবিরোধী।
পোস্টের জন্য ধন্যবাদ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬
সাঈফ শেরিফ বলেছেন: এভাবে বললে তো আপনি যুদ্ধাপরাধের পক্ষে কথা বললেন । শাহবাগের আন্দোলন কিন্তু শুধু যুদ্ধাপরাধীদের ফাঁসি চায়নি, আপনাদের মত চিন্তাভাবনার সমূলে উচ্ছেদ চেয়েছ।
শাহবাগ যতনা ন্যায়বিচারের আন্দোলন, তার চাইতে অনেক অনেক বেশি আদর্শ নির্মূলের আন্দোলন ।
২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৬
সোহান মোল্লা বলেছেন: লেখক দাদা, জানা কথা যে আমাদের পূর্বপুরুষরা সনাতন ধর্ম পালন করতো | মধ্যযুগে ইসলাম আসে | এখন কথা হলো আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল আমরা সবাই হিন্দু না | মজার কথা হচ্ছে তারা যা করতো আমরা তাই করবো এমনতো না |
আপনার লেখানুযায়ী মুসলমানরা বাঙালী হয় না কারণ বাঙালী বলতে আমাদের ব্রেনওয়াশ করে বোঝানো হচ্ছে বাঙালী হচ্ছে তারা যারা বাংলায় নাম রাখে, গরুর মাংস খায় না, শহীদ মিনারে ফুল দেয়, ভারত সাপোর্ট করে, পাকিদের গালি দেয় |
মজার কথা হচ্ছে আমি নিজেকে বাংলাদেশী মনে করি, সঙ সাজা বাঙালী না |
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫২
সাঈফ শেরিফ বলেছেন: বাঙালি হতে হলে কিছু রিচ্যুয়াল সমর্থন ও পালন করার বাধ্যবাধকতা আসে। আপনি যদি বলেন শহীদ মিনারে ফুল দেয়ার রিচ্যুয়ালটা আপনার পছন্দ না, আপনি বরং আপনার নিজের মর্জি এবং প্রথামত দোয়া মাহফিল করতে চান, সেটা সাংঘর্ষিক হয়ে যায়।
অথবা এই বিরোধ মেটানোর জন্য পাশাপাশি দুটোও করা যায়, ভোরে প্রভাত ফেরিতে ফুল দিয়ে, জোহরের নামাযে হুজুরকে বলতে পারেন শহীদের আত্মার মাগফেরাতের জন্য দুআ করে দিতে।
ক্ষতি নাই ।
২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯
মিতক্ষরা বলেছেন: "শাহবাগের আন্দোলন কিন্তু শুধু যুদ্ধাপরাধীদের ফাঁসি চায়নি, আপনাদের মত চিন্তাভাবনার সমূলে উচ্ছেদ চেয়েছ।
শাহবাগ যতনা ন্যায়বিচারের আন্দোলন, তার চাইতে অনেক অনেক বেশি আদর্শ নির্মূলের আন্দোলন ।"
সে কারনেই তো নূরানী চাপার অধিকারী রাজিব ছিল দ্বিতীয় প্রজন্মের প্রথম শহীদ।
২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫
নরাধম বলেছেন: হাহাহা, আপনি দেখি এখনো আছেন। লেখা পছন্দ হইছে। কিরাম আছেন?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৬
সাঈফ শেরিফ বলেছেন: আপনি ফেইসবুকে নাই কেন? খুব মিস করি আপনাকে । তেলাপোকারা টিকে থাকে, একজন তেলাপোকা ব্লগার হিসেবে টিকে আছি আর কি !
২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২২
জেনারেশন সুপারস্টার বলেছেন: হিন্দু নাম,খ্রীস্টান নাম বলতে কিছু নেই।নেই মুসলিম নামও।যেগুলো আছে সেগুলো পুরোপুরিই আঞ্চলিক নাম।ইরাকে সাদ্দাম হোসেনের মন্ত্রীসভায় তারেক আজিজ নামের একজন খ্রীস্টান ঘর থেকে উঠে আসা মন্ত্রী ছিলেন।কিন্তু বাংলাদেশে তারেক আজিজ নামের কাউকে পাওয়া গেলে সে কখনও খ্রিস্টান হবেনা, সে মূলত মুসলিমই।আমি নিজেই ভারতে গিয়ে দেখেছি হিন্দু ছেলেদের নাম কামাল,কবির,সামির হয়।ঠিক তেমনি সেখানে মুসলিমদের মাঝেও কামাল,কবির,সামির পাওয়া যায়।এগুলো আমাদের কাছে মুসলিম নাম নামে পরিচিত।কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত কামাল,কবির নামে হিন্দু পাওয়া যায় নি কিংবা এখনও পাওয়া যাবেনা।তাই এখানে ধর্মের প্রভাবের চেয়ে আঞ্চলিক সংস্কৃতির প্রভাব বেশী।
এজন্যেই মিক্স ও কমন কিছু নাম পাওয়া যায় যেগুলো সব ধর্মাবলম্বীরায় রাখে।যেমন সুমন নামটা হিন্দু,মুসলিম,খ্রিস্টান,বৌদ্ধ সবাই রাখতে পারে।কিন্তু ভারতে হয়ত মুসলমান পিতামাতারা এই নামে সন্তানের নাম রাখেন নি এখনও।আবার বাংলাদেশে সজীব নামটাও হিন্দু,মুসলিম,খ্রিস্টান,বৌদ্ধ সবারই নাম হতে পারে।
এমনকি আরবের আশেপাশে ও ইরান থেকে আসা নামগুলোকেও ধর্মীও নাম বলার সুযোগ নেই।এগুলো পুরোপুরিই আরবের স্হানীয় নাম।কালের বিবর্তনে অনেক কিছুই হতে পারে।সত্য তথ্য ধারণ করলেই সবাই লাভবান হবে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৭
সাঈফ শেরিফ বলেছেন: ভাল পর্যবেক্ষণ। ধন্যবাদ ।
২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৩
নরাধম বলেছেন: এত ব্যস্ত থাকি নিজের রিসার্চ নিয়ে। ফেইসবুকে থাকলে নানারকম তর্কবিত্রক করি লোকের সাথে, ফালতু সময় নষ্ট হয়।
তবে আসব ইনশাআল্লাহ একটু গুছিয়ে নেওয়ার পর। ভাল থাকবেন। একটা পোস্ট দিছি, সময় পাইলে পড়বেন।
২৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
পুরান লোক নতুন ভাবে বলেছেন: পোন্দে মা তারাম!! দাদার কি সুন্নতে খৎনা করার খায়েস জেগেছে!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
সাঈফ শেরিফ বলেছেন: সাম্প্রদায়িক কথাবার্তা লিখবেন না প্লিজ।
২৮| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১:০৫
পুরান লোক নতুন ভাবে বলেছেন: সাধারণত যেইসব হিন্দুরা দেশভাগের সময় পালাতে পারে নাই মানে পালানোর জন্য যে টাকাটা দরকার তা যোগাড় করতে পারে নাই তাদের বংশধররাই আজ নাস্তিক সেজে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে!! তখন তারা জীবন বাচানোর জন্য নাম কা ওয়াস্তে ধর্মান্তরিত হয়। এরা আসলে মনে মনে পোন্দে মা তারাম জপে কিন্তু মুখে জয় বাংলা বলে!!
২৯| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:৪৮
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা আরব হতে চায়, সেখানে গিয়ে উট চরানোই তাদের ভাগ্য।
৩০| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৯
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: @চাঁদবাল হাজির!
৩১| ২৮ শে জুন, ২০১৭ রাত ৮:০৮
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: জনৈক নারীবাদী সেক্যুলারের ভাষায় সব বাঙালী মুসলমানের নাম হওয়া উচিত মন্টু ঝন্টু পিন্টু টাইপের।
৩২| ২৮ শে জুন, ২০১৭ রাত ৮:০৮
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: জনৈক নারীবাদী সেক্যুলারের ভাষায় সব বাঙালী মুসলমানের নাম হওয়া উচিত মন্টু ঝন্টু পিন্টু টাইপের।
৩৩| ২৮ শে জুন, ২০১৭ রাত ৮:২৭
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: আপনার পোষ্ট হইলো কারেন্ট জালের মত(ঝাঁকে ঝাঁকে জাটকা কারেন্ট জালে আটকা) যেখানে বাল,বামাতি,ছাগু,আস্তিক,নাস্তিক,
মৌলবাদী ...... যত ধরনের ক্যাটাগরী আছে সবাই আইসা ভিরমী খায় ।যতক্ষণ যার যার নিজের সীমিত ধারনার(গ্রুপ) সাথে মিলে যায় ততক্ষণ ঠিক আছে না মিললে সন্দেহের চোখে দেখে দুইটা গালি দিয়া যায়।
Sub আর obj এ বাঙালীকে বহুপথ পাড়ি দিতে হবে।
৩৪| ৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:৫২
টারজান০০০০৭ বলেছেন: অতিকায় পাকি রাজাকারগুলো লোপ পাইয়াছে ,তবে তেলাপোকা সদৃশ ভাদু রাজাকারগুলো টিকিয়া আছে !
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫
চাঁদগাজী বলেছেন:
পড়লাম