![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রোফাইলের পুরোটাই অন্ধকার, আলো নেই |যৌবনে যন্ত্র শাসনের পুঁথিপাঠ কালে মনে বাসা বাধে দুরারোগ্য কর্কট রোগ, সেখান থেকেই দগদগে মানসিক ক্ষত | আজ তাই রুটি-রুজির দায়ে কোনো এক বিরান ভূমে নির্বাসিত, দেশে ভিক্ষে নেই | জীবন ধমনীর ভেতর থেকে কন্টাকীর্ণ ডালপালা টেনে হেচড়ে জুটে দুটো পয়সা, চিকিত্সার পথ্য| সংকীর্ণ হয়ে আসা অস্তিত্বে তাই অভুক্ত থাকা হয় অনেক প্রহর, সেখানে নিদ্রা, স্নান , ক্ষৌরকর্মের সময়, সুযোগ প্রায়শই নেই |দূর ভবিষ্যতে সুস্থতার সনদ নিয়ে দেশে ফিরলে, ততোদিনে হয়ত জীবনের চাহিদাশূন্য নির্বিকার কেউ একজন |
(শিরোনাম কৃতজ্ঞতা: মানস চৌধুরী)
এ যে ফেইক প্রোফাইল। 'ফেইক'ই তো ! মুখের ছবি নেই । গাছ-পালা লতা পাতা আর ফুল পাখি দিয়ে আড়াল করে থাকা অসত কেউ হয়তো । নামটাও অদ্ভুতুড়ে ধরনের ফেইক, এমন নাম বাঙালির হতে পারেনা । মুখধারী জনতা সতর্কভাবে মুখোশধারী এড়িয়ে চলে । কেউ কেউ ফেইক বোতামে চেপে দিয়ে নালিশ করে ফেইসবুকের কাছে । ফলে আমার ৯ বছরের পুরনো ফেইসবুক প্রোফাইল একদিন উধাও হয়ে যায়। হারিয়ে যায় হাজার মুখবিহীন নিরীহ ছবি ।
বহু চেষ্টা করে প্রোফাইল ফিরিয়ে আনি, উপযুক্ত প্রমাণ দিয়ে ।হাতে গোণা পুরনো বন্ধুরা সব নিস্ক্রিয় । আমার ফেইসবুকের দেয়াল জুড়ে এখন সব অপরিচিত মানুষের মুখ, তাদের সুখ-দুঃখের গল্প ।অনাগ্রহ নিয়ে দেখি। পুরনো ফিল্মের নেগেটিভ থেকে প্রিন্ট করে যেন আমার মুখের সামনে ধরিয়ে দেয়া হয়েছে ভিন্ন মানুষের মুখ যতসব অপ্রত্যাশিত মুখ। নিজের মুখ মানুষকে দেখিয়ে যদি কখনও বিরক্তি উতপাদন হয়, তাই ভাবি তা না দেখানোই ভালো । ভীষণ রকম একটা অস্বস্তি থেকে বেচে যাওয়া যায় ।
অনেকটা জোর করেই যেন মানুষ চিতকার করে বলে "দেখো আমার মুখ, দেখো আমায়, আমার মুখভঙ্গী"। নারী, পুরুষ বা যুগলবন্দী ছবি । বাধ্য করে । অথবা একদম একই দশা-কাল-স্থানের ছবি দশবার করে তোলা, সব বিনা সম্পাদনায় চলে যাচ্ছে ফেইসবুকের পাতায়। একই মানুষের মুখ দেখে দেখে কী ক্লান্তি লাগে? আমার দশ বছর বয়সে একটা ছবি আছে । তারপর কেটে যায় ১৫ টি বছর ।মাঝে কোন ছবি নেই, স্মৃতি নেই আমার ।
কথিত ফটোগ্রাফি তার সমস্ত বৈচিত্র্য হারিয়ে যেন সেলফির মত অদ্ভুত তারকাটায় আটকে অনন্তকাল ঝুলছে । মুখ সর্বস্ব ছবিই এখন বেশ উপজীব্য । বাকিংহ্যাম প্যালেসের সামনে দাড়ালে কেউ দৌড়ে এসে হাসিমুখে ছবি তুলে দিলো । সেটা স্মৃতি মনে করে কাগজের এলবামেই তুলে রাখা আছে । কখনও মনে হয়নি পরিচিতি-অপরিচিত জনতার সামনে ছবি গুলো তুলে ধরতে পারতাম । প্রযুক্তিই প্রয়োজন, সংস্কার তৈরি করে, অনেকটা বাধ্যও করে আর সবাইকে তাদের মত করেই জীবন যাপন করতে ।
মাঝে মাঝে শখ হয় । আহা আমার যদি একটা অবিতর্কিত, বন্ধুসুলভ, পছন্দনীয় মুখ থাকতো, মুখোশ খুলে মুখটা দেখিয়ে হাফ ছেড়ে বলতাম "আমি ফেইক নই", তোমাদের সম্প্রদায়ভুক্ত একজন । অথবা শুধু অস্তিত্বটুকু জানান দিতে বহুদূর থেকে ড্রোন দিয়ে তোলা ছবি । আমি বাস্তব, সত্য, আসল মানুষ তোমাদের মতই । মুখের ছবি নেই বলে আমায় অবাস্তব ভেবোনা ।
২| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:১৯
আব্দুল্লাহ ইথার খান বলেছেন: জনাব শেরিফ ভাই। আপনার লেখা পি এইচ ডি এর উপরে Click This Link
এই ব্লগটি চোখে পোড়লো। পুরো লেখাটি পড়ার পরে আমার মনে দু'একটি প্রশ্নের জন্ম নিয়েছে। যদি আপনার সমস্যা না হয় আপনার ফোন নম্বরটা আমাকে মেইলে দিলে কিছু প্রাসঙ্গিক প্রশ্ন করতাম। আমি এমফিল-পিএইচডি এর সাবজেক্ট সিলেক্ট নিয়ে কনফিউশন দুর করতে চাই।
আপনি যেদিনই এই কমেন্ট দেখেন না ক্যানো আমাকে মেইলে করে উত্তর দিয়েন প্লিজ।
আমার মেইল : [email protected]
ফোন ঃ 01985337887
ধন্যবাদ আপনাকে।
৩| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৯
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন। নতুন পোস্ট দিন।
৪| ২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:১৬
হুমায়রা হারুন বলেছেন: চমৎকার লেখা
৫| ০২ রা মার্চ, ২০২০ সকাল ৮:৪৪
নাজনীন১ বলেছেন: আবার কিছু লিখুন! ম্যালাদিন তো হলো!
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:১৬
আব্দুল্লাহ ইথার খান বলেছেন: জনাব শেরিফ ভাই। আপনার লেখা পি এইচ ডি এর উপরে Click This Link
এই ব্লগটি চোখে পোড়লো। পুরো লেখাটি পড়ার পরে আমার মনে দু'একটি প্রশ্নের জন্ম নিয়েছে। যদি আপনার সমস্যা না হয় আপনার ফোন নম্বরটা আমাকে মেইলে দিলে কিছু প্রাসঙ্গিক প্রশ্ন করতাম। আমি এমফিল-পিএইচডি এর সাবজেক্ট সিলেক্ট নিয়ে কনফিউশন দুর করতে চাই।
আপনি যেদিনই এই কমেন্ট দেখেন না ক্যানো আমাকে মেইলে করে উত্তর দিয়েন প্লিজ।
আমার মেইল : [email protected]
ফোন ঃ 01985337887
ধন্যবাদ আপনাকে।