নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিয়ে নিন কিছু বিজনেস আইডিয়া এবং হয়ে যান উদ্দোক্তা!

আইডিয়া কিং

আইডিয়া কিং › বিস্তারিত পোস্টঃ

কি করে CP এর আউটলেট নেবেন

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১৯

C.P চিকেন ফ্রাই বাংলাদেশে একটি জনপ্রিয় ব্রান্ড এ পরিনত হয়েছে।থাইল্যান্ড এর Charoen Pokphand Group এর বাংলাদেশী এজেন্ট "C.P. Bangladesh Co., Ltd" নামে ফ্রাঞ্চাইজ দিচ্ছে।অনেকে এই C.P ফ্রাঞ্চাইজ এর আউটলেট নেবার ব্যাপারে জানতে চেয়েছেন। আমি বিস্তারিত দিলাম নীচে :





:: C.P র ফ্রাঞ্চাইজ নেবার জন্য দোকানটি ::





- কমপক্ষে ১০ ফিট বাই ১০ ফিট হতে হবে।



- নীচ তলায় হতে হবে



- কোন মার্কেটের ভেতরে হলে চলবেনা



- সপ্তাহের ৭ দিন খোলা রাখার মতো জায়গায় হতে হবে



- গ্যাস পানির ব্যবস্থা থাকতে হবে (এলপি হলেও চলবে)





= দোকানের ডেকোরেশন প্লান C.P থেকে দেয়া হবে।সে প্লান অনুযায়ী নিজ খরচে ডেকোরেশন করতে হবে।





= অন্তত ২ জন কর্মচারী থাকতে হবে।





= যে এলাকায় C.P নেয়া হবে তার কাছাকাছি কোন C.P আউটলেট থাকতে পারবেনা।





:: ডিপোজিট মানি ::





C.P কে ২.৫ লাখ টাকা ডিপোজিট দিতে হবে। এ টাকায় তারা দেবে:





- ১ টি চিকেন ফ্রাইয়ার



- ১ টি ওয়ার্মার (চিকেন ফ্রাই রাখার শোকেস)



- নিওন সাইনবোর্ড



- লিফলেট এবং অন্যান্য প্রচারসামগ্রী



- প্রডাক্টসামগ্রী দোকানে পৌছে দেবার ব্যবস্থা (সপ্তাহে ৩ দিন)





(এ টাকা ফেরৎযোগ্য। ১ বছরের মধ্যে C.P বন্ধ করলে ৫০ হাজার টাকা কেটে রাখবে।আর ১ বছরের বেশী হলে পুরো ২.৫ লাখ টাকাই ফেরৎ পাওয়া যাবে।)





:: নেবার প্রক্রিয়া ::





C.P এর আউটলেট নিতে হলে উপরের শর্তাবলী অনুযায়ী দোকান নিতে হবে। তারপর C.P তে ফোন করে জায়গার লোকেশন দিতে হবে।ওরা লোক পাঠিয়ে ইন্সপেকশন করে রেজাল্ট দেবে।পজিটিভ হলে আউটলেট দেবে।





::কমিশন ::





C.P প্রডাক্ট ভেদে ১৫-২৬ কমিশন দেয়।





একটি লাভ ক্ষতির আনুমানিক হিসেব (এটি আমার ব্যক্তিগত হিসেব)





ধরা যাক আপনি একটি C.P আউটলেট নিতে চান। আপনাকে একটি দোকান নিতে হবে। এলাকাভেদে এমন একটি দোকানের এডভান্স নেবে ২-৪ লাখ টাকা।আর ডেকোরেশন এ লাগবে আরো প্রায় ১ লাখ টাকা। এছাড়া C.P কে দিতে হবে আর ২.৫ লাখ টাকা। তার মানে ব্যবসা শুরু শুরুর খরচ প্রায় ৫-৭ লাখ টাকা। এটি ফিক্সড খরচ (অবশ্য জমার টাকাগুলো ফেরৎ পাওয়া যাবে)





::এবার লাভ/ক্ষতি :::





যদি দোকানে দৈনিক ২০ হাজার টা সেল হয় তবে লাভ থাকে। দিনে ২০ হাজার টাকা হলে মাসে ৬ লাখ টাকা। নেট কমিশন দাড়াবে ১ লাখ ২ হাজার টাকা। এর মধ্যে খরচ :





- দোকান ভাড়া : ১০ হাজার টাকা



- কর্মচারী : ১৭,০০০.০০ (২ জন প্লাস ১ জন ক্লিনার)



- গ্যাস : ১৫,০০০.০০



- ইলেকট্রিসিটি : ৩,০০০.০০



- পানি : ৫০০.০০



- তেল : ২০,০০০.০০



- অন্যান্য : ৫,০০০.০০





মোট : ৭০,৫০০.০০





লাভ : ৩১,৫০০.০



লেখকঃ Mahmud Hasan Khan

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.